
12/03/2025
আমি অপেক্ষায় ছিলাম, জানো? একটা স্পর্শ, একটা ডাক, একটা টান... যেটা বলবে "চলো, তোমাকে নিয়ে যাই আমার পৃথিবীতে।"
কিন্তু তুমি নিলে না। সময় গড়িয়ে গেল, দিন বদলালো, শহরের বাতাসেও অন্যরকম গন্ধ এসে ভিড় করল, তবুও তুমি নিলে না।
আমি দাঁড়িয়ে ছিলাম, ঠিক সেই মোড়ে যেখানে তুমি বলেছিলে, "একদিন ফিরে আসবে!" আমি ফিরে আসার গল্প শুনেছিলাম, কিন্তু ফিরে পাওয়ার গল্প শুনিনি।
তুমি কি জানো, অপেক্ষারও একটা বয়স থাকে? একটা সময়ের পর সে ক্লান্ত হয়ে পড়ে, নিঃশেষ হয়ে যায়।
আমার অপেক্ষাও হয়তো সেখানেই এসে দাঁড়িয়েছে, যেখানে আর কোনো প্রতীক্ষার মানে নেই।
তবু এই বুকের গভীরে এখনো চাপা কষ্টে বাজে "এইযে তুমি আমাকে নিজের করে নিলে
না....