
22/01/2024
ভগবান শ্রী রামচন্দ্রের প্রনাম মন্ত্র
ওঁ রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে।
রঘুনাথায় নাথায় সীতায়াঃ পতয়ে নমঃ।।
অনুবাদঃ- হে রামচন্দ্র,হে রামভদ্র,হে রঘুনাথ, হে সীতা মাতার পতি আপনাকে সমুখে ও পশ্চাতে নমস্কার জানাই।
রামায়নের রচরিতা হচ্ছেন এমন একজন মহর্ষি এর হাতে যার জিবন বৃতান্ত অতি দূরলব্য তিনি হচ্ছেন মহর্ষি বাল্মীকি। যাকে দিয়ে শ্বয়ং ব্রহ্মা দেব ব্রহ্মজ্ঞানে অদিদাষ্ঠি লাভ করিয়েছেন এই মানব কল্যাণের জন্য। যোগে যোগে মানব কল্যাণের জন্য সর্ব্ব পরমপরা এই মহা জ্ঞান উচ্ছাসিত করে রেখেছেন বলেই আমরা আজ এই ধর্মের পথ অনুসরণ করছি।তাই ধর্মই কর্ম, কর্মেই মূল স্থাপিত্য।
জয় শ্রী রামচন্দ্রর জয়, জয় সনাতন ধর্মর জয়।
এই জড়জগৎ থেকে সকল মানবকে ধর্মের উচ্ছাসে বাসিয়ে নিয়ে যান হে করুনার সাগর,সকলকে পাপাশক্ত হতে মুক্তি প্রধান করুন হে দয়ার সাগর।সংগ্রহীত পোস্ট 🕉️🙏🕉️🙏🕉️🙏