21/08/2025
স্টুডেন্ট লাইফে আয় করতে চাইলে,
শিখে ফেলো এই ১০টা স্কিল -
১/ গ্রাফিক ডিজাইন
Canva দিয়েই শুরু করো।
লোগো, পোস্টার, থাম্বনেল বানানো আজকে শিখেই,
কাল থেকেই তুমি বিভিন্ন কাজে লাগাতে পারবে।
২/ কনটেন্ট ক্রিয়েশন
তোমার ফোনটাই এখন তোমার স্টুডিও!
YouTube, Facebook, Instagram কিংবা TikTok যেখানে মন চায়, সেখানেই ভিডিও বানাও।
ভ্লগ, বুক রিভিউ, টিউটোরিয়াল, ফানি ভিডিও,
যেটায় মজা পাও, সেখান থেকেই শুরু করো।
৩/ টিউশনি / অনলাইন কোচিং
পড়াশোনায় ভালো হলে টিউশনি দিয়ে আয় শুরু করা যায়। Zoom/Google Meet বা লাইভে ক্লাস করানোও এখন বেশ জনপ্রিয়।
৪/ ভিডিও এডিটিং
প্রতিটি কনটেন্ট ক্রিয়েটরের একজন ভিডিও এডিটর লাগে। CapCut দিয়ে শুরু করো, পরে Premiere Pro শিখে প্রো লেভেলে চলে যাও।
৫/ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট
অনেক ব্যবসা, সংগঠন বা ইনফ্লুয়েন্সার তাদের ফেসবুক/ইনস্টাগ্রাম পেজ ম্যানেজ করার জন্য লোক খোঁজে। পোস্ট করা, ফলোয়ার বাড়ানো, কমেন্ট রিপ্লাই এগুলো করেই নিজের হাত খরচ তুলে ফেলা সম্ভব।
৬/ কপিরাইটিং
তোমার লেখার হাতে জাদু থাকলে,
তুমি বিজ্ঞাপন, ওয়েবসাইট আর সোশ্যাল মিডিয়ার জন্য লেখা লিখে আয় করতে পারবে।
৭/ ওয়েবসাইট বিল্ডিং
WordPress বা Shopify দিয়ে ওয়েবসাইট বানানো শিখে ফেলো। লোকাল ব্যবসা থেকে শুরু করে অনলাইন শপ, সবাই এই স্কিলের জন্য টাকা দিতে রাজি।
৮/ ডিজিটাল মার্কেটিং
Facebook Ads, SEO, Email Marketing, এসব শিখে ছোট ব্যবসাকে অনলাইনে বড় হতে সাহায্য করো। এগুলার ডিমান্ড কিন্তু এখন বেশ ভালো!
৯/ ইংরেজি কমিউনিকেশন
ভালো ইংরেজি জানা মানেই ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে সহজে কাজ পাওয়া। চাইলে জাপানিজ, চাইনিজ বা জার্মান ভাষা শিখেও আলাদা ভ্যালু তৈরি করতে পারো।
১০/ ফটোগ্রাফি ও ফটো এডিটিং
মোবাইল দিয়েই শুরু করো। ইভেন্ট ফটোশুট, প্রোডাক্ট শুট, ইনস্টাগ্রামের জন্য ছবি, সব জায়গাতেই কিন্তু এখন ফটোগ্রাফি দরকার।
মনে রেখো, একসাথে তোমাকে সব শিখতে হবে না।
যেটায় তোমার আগ্রহ আছে সেটাই শুরু করো।
এরমধ্যে যেকোনো একটা স্কিল ভালো করে শিখলেই, স্টুডেন্ট লাইফে তোমার ইনকাম শুরু হয়ে যাবে।
আর হ্যাঁ, আমাকে ট্রিট দিতে কিন্তু ভুলে যেও না!