Ahmad Bin Mustafa Sifat

Ahmad Bin Mustafa Sifat Insha'Allah i will be your successful Voboghure. BG O+ (ve)
25-6-22

26/09/2025

ZipFront Popcorn Shirt – স্টাইল আর কমফোর্টের নিখুঁত সমন্বয়!
স্মার্টনেসের নতুন সংজ্ঞা দিচ্ছে আমাদের ZipFront Popcorn Shirt। আধুনিক ডিজাইন আর হালকা ফেব্রিকের কম্বিনেশন আপনার স্টাইলকে নিয়ে যাবে একদম নতুন লেভেলে।

✅ Popcorn Step Fabric – ইম্পোর্টেড চায়না থেকে
✅ মাত্র 110 GSM – এক্সট্রা লাইটওয়েট, গরমকালের জন্য একদম পারফেক্ট
✅ হাফ স্লিভ ডিজাইন, ডাবল চেস্ট পকেট, আর স্টাইলিশ রিং জিপার
✅ নিচের দিকে ড্রপ কাট – ট্রেন্ডি ও ইউনিক লুক গ্যারান্টেড
✅ কালার অপশনস: Rich Burgundy Maroon, Black, White, Dark Teal, Ross Red
✅ সাইজ: M (40), L (42), XL (44)

🌆 শহুরে ব্যস্ততা হোক কিংবা রিল্যাক্সড আউটিং – এই শার্টে থাকছে এক্সট্রা ফ্লেয়ার, যা প্রতিটি মুহূর্তে আপনাকে রাখবে স্পটলাইটে!

রাস্তার ভ'বঘুরে, ছি'ন্নমূল, পা'গল মানুষকে জোর করে চুল-দাঁড়ি কে'টে, গোসল করিয়ে, নতুন জামা পরিয়ে দেওয়ার ভিডিও ইউটিউব-ফেসবু...
25/09/2025

রাস্তার ভ'বঘুরে, ছি'ন্নমূল, পা'গল মানুষকে জোর করে চুল-দাঁড়ি কে'টে, গোসল করিয়ে, নতুন জামা পরিয়ে দেওয়ার ভিডিও ইউটিউব-ফেসবুকে হাজার হাজার আছে। শার্ট-প্যান্ট পরা লোকেরা করলে সেটা হয়ে যায় "মানবিকতা", "অনুপ্রেরণা", লাভ-রিয়্যাক্টের বন্যা।

কিন্তু কালকে যেহেতু দাড়ি-টুপি-পাঞ্জাবি পরা মানুষরা একই কাজ করেছে—পুরো দেশে শোরগোল!

“অমানবিক”, “অ'পমান”, “হি'পোক্রে'সি”—কোন গা'লি বাদ নেই।

প্রশ্ন হলো—কাজটা খারাপ হলো কবে থেকে?
কাজ তো একই—শুধু জামা আলাদা!
তাহলে সমস্যা আসলে কাজে না, সমস্যা কাজ করা মানুষের পরিচয়ে।

শার্ট-প্যান্ট হলে “মানবিকতা”,
টুপি-পাঞ্জাবি হলে “অপ'রাধ”!

এটাই হলো আমাদের সমাজের আসল চেহারা—ডাবল স্ট্যান্ডার্ড আর মু'খোশে ঢাকা ভ'ন্ডামি।
🖋️ Faiyaz Efti

দিন দিন মানুষের মার্কেটিং লেভেল বেশি জোস হয়ে যাচ্ছে 🤣🤣
15/09/2025

দিন দিন মানুষের মার্কেটিং লেভেল বেশি জোস হয়ে যাচ্ছে 🤣🤣

07/09/2025

ZipFront Popcorn Shirt – স্টাইল আর কমফোর্টের নিখুঁত সমন্বয়!
স্মার্টনেসের নতুন সংজ্ঞা দিচ্ছে আমাদের ZipFront Popcorn Shirt। আধুনিক ডিজাইন আর হালকা ফেব্রিকের কম্বিনেশন আপনার স্টাইলকে নিয়ে যাবে একদম নতুন লেভেলে।

✅ Popcorn Step Fabric – ইম্পোর্টেড চায়না থেকে
✅ মাত্র 110 GSM – এক্সট্রা লাইটওয়েট, গরমকালের জন্য একদম পারফেক্ট
✅ হাফ স্লিভ ডিজাইন, ডাবল চেস্ট পকেট, আর স্টাইলিশ রিং জিপার
✅ নিচের দিকে ড্রপ কাট – ট্রেন্ডি ও ইউনিক লুক গ্যারান্টেড
✅ কালার অপশনস: Rich Burgundy Maroon, Black, White, Dark Teal, Ross Red
✅ সাইজ: M (40), L (42), XL (44)

🌆 শহুরে ব্যস্ততা হোক কিংবা রিল্যাক্সড আউটিং – এই শার্টে থাকছে এক্সট্রা ফ্লেয়ার, যা প্রতিটি মুহূর্তে আপনাকে রাখবে স্পটলাইটে!

বেশির ভাগ ছেলেরা এখানে আটকাই 🥹
01/09/2025

বেশির ভাগ ছেলেরা এখানে আটকাই 🥹

সত্যি 💔
25/08/2025

সত্যি 💔

23/08/2025

সারাটা জীবন শুধু ভেবেই গেলেন!
মানুষ কি বলবে!
অবশেষে তারা বললো!
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!

ভাই থামেন আর মাইরেন না
22/08/2025

ভাই থামেন আর মাইরেন না

স্টুডেন্ট লাইফে আয় করতে চাইলে, শিখে ফেলো এই ১০টা স্কিল - ১/ গ্রাফিক ডিজাইন Canva দিয়েই শুরু করো।লোগো, পোস্টার, থাম্বনেল ...
21/08/2025

স্টুডেন্ট লাইফে আয় করতে চাইলে,
শিখে ফেলো এই ১০টা স্কিল -
১/ গ্রাফিক ডিজাইন
Canva দিয়েই শুরু করো।
লোগো, পোস্টার, থাম্বনেল বানানো আজকে শিখেই,
কাল থেকেই তুমি বিভিন্ন কাজে লাগাতে পারবে।
২/ কনটেন্ট ক্রিয়েশন
তোমার ফোনটাই এখন তোমার স্টুডিও!
YouTube, Facebook, Instagram কিংবা TikTok যেখানে মন চায়, সেখানেই ভিডিও বানাও।
ভ্লগ, বুক রিভিউ, টিউটোরিয়াল, ফানি ভিডিও,
যেটায় মজা পাও, সেখান থেকেই শুরু করো।
৩/ টিউশনি / অনলাইন কোচিং
পড়াশোনায় ভালো হলে টিউশনি দিয়ে আয় শুরু করা যায়। Zoom/Google Meet বা লাইভে ক্লাস করানোও এখন বেশ জনপ্রিয়।
৪/ ভিডিও এডিটিং
প্রতিটি কনটেন্ট ক্রিয়েটরের একজন ভিডিও এডিটর লাগে। CapCut দিয়ে শুরু করো, পরে Premiere Pro শিখে প্রো লেভেলে চলে যাও।
৫/ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট
অনেক ব্যবসা, সংগঠন বা ইনফ্লুয়েন্সার তাদের ফেসবুক/ইনস্টাগ্রাম পেজ ম্যানেজ করার জন্য লোক খোঁজে। পোস্ট করা, ফলোয়ার বাড়ানো, কমেন্ট রিপ্লাই এগুলো করেই নিজের হাত খরচ তুলে ফেলা সম্ভব।
৬/ কপিরাইটিং
তোমার লেখার হাতে জাদু থাকলে,
তুমি বিজ্ঞাপন, ওয়েবসাইট আর সোশ্যাল মিডিয়ার জন্য লেখা লিখে আয় করতে পারবে।
৭/ ওয়েবসাইট বিল্ডিং
WordPress বা Shopify দিয়ে ওয়েবসাইট বানানো শিখে ফেলো। লোকাল ব্যবসা থেকে শুরু করে অনলাইন শপ, সবাই এই স্কিলের জন্য টাকা দিতে রাজি।
৮/ ডিজিটাল মার্কেটিং
Facebook Ads, SEO, Email Marketing, এসব শিখে ছোট ব্যবসাকে অনলাইনে বড় হতে সাহায্য করো। এগুলার ডিমান্ড কিন্তু এখন বেশ ভালো!
৯/ ইংরেজি কমিউনিকেশন
ভালো ইংরেজি জানা মানেই ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে সহজে কাজ পাওয়া। চাইলে জাপানিজ, চাইনিজ বা জার্মান ভাষা শিখেও আলাদা ভ্যালু তৈরি করতে পারো।
১০/ ফটোগ্রাফি ও ফটো এডিটিং
মোবাইল দিয়েই শুরু করো। ইভেন্ট ফটোশুট, প্রোডাক্ট শুট, ইনস্টাগ্রামের জন্য ছবি, সব জায়গাতেই কিন্তু এখন ফটোগ্রাফি দরকার।
মনে রেখো, একসাথে তোমাকে সব শিখতে হবে না।
যেটায় তোমার আগ্রহ আছে সেটাই শুরু করো।
এরমধ্যে যেকোনো একটা স্কিল ভালো করে শিখলেই, স্টুডেন্ট লাইফে তোমার ইনকাম শুরু হয়ে যাবে।
আর হ্যাঁ, আমাকে ট্রিট দিতে কিন্তু ভুলে যেও না!

‘তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারাই,যারা তাদের স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করে।’ সুনানে তিরমিজি: ১১৬২
20/08/2025

‘তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারাই,
যারা তাদের স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করে।’
সুনানে তিরমিজি: ১১৬২

সাময়িক সময়ের জন্য বোকাচন্দ্র বনে গেছিলাম 😂😂
20/08/2025

সাময়িক সময়ের জন্য বোকাচন্দ্র বনে গেছিলাম 😂😂

18/08/2025

"তুমিও তো গালিব ভারি চমৎকার;
সব চাওয়া পাওয়া তোমার মানুষের কাছে,
আর অভিযোগ জানাও আল্লাহর কাছে।" 😊
-মির্জা গালিব।

Address

Shenpara
Mirpur
1216

Alerts

Be the first to know and let us send you an email when Ahmad Bin Mustafa Sifat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share