28/10/2025
বাংলা মোটর এর বিরক্তিকর জ্যামে আটকে আছি।
হর্ণের শব্দে কান ঝালাপালা হয়ে গেল।
হুট করেই মাথার উপরে মেট্রোরেলের শো শো শব্দ।
আগে কখনো আমলে নিতাম না।
আজ মনের অজান্তেই চোখ চলে গেল পিলার এর ঠিক মাথায়,যেখানে বিয়ারিং প্যাড থাকে।
যাহ,কিসব ভাবি!
পাশে তাকিয়ে দেখলাম আশেপাশের সব বাইকে বসে থাকা মানুষগুলোও একই দিকে তাকিয়ে!
এমন একটা দেশে থাকি,জান নিয়ে ঘরে ফেরাই এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
© ইমরান খান ফাহিম