Rishad's Story

Rishad's Story সকল আপডেট পেতে ফলো দিয়ে রাখুন পেজটি।
- রিশাদ


Founder -
City of Bangla Story - গল্পের শহর ( রিভিউ + আলোচনা )✅ )
(6)

 #রিভিউ ুদ্র_প্রেমনুসরাত সুলতানা সেজুঁতির লেখা “এক সমুদ্র প্রেম” কেবল একটি উপন্যাস নয়—এটি এক সাগরজোড়া অনুভূতির যাত্রা। এ...
29/09/2025

#রিভিউ
ুদ্র_প্রেম

নুসরাত সুলতানা সেজুঁতির লেখা “এক সমুদ্র প্রেম” কেবল একটি উপন্যাস নয়—এটি এক সাগরজোড়া অনুভূতির যাত্রা। এখানে যেমন আছে প্রেমের আবেগ, তেমনি আছে ত্যাগ, দায়িত্ব, পারিবারিক বন্ধন আর সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন। প্রতিটি চরিত্র যেন একেকটা ঢেউ, আর তাদের মিলনেই গড়ে উঠেছে এই সমুদ্র।

শিকদার ধূসর মাহতাব (ধূসর ভাই):

ধূসর ভাইকে বোঝা সহজ নয়। চেহারায় গম্ভীর, রাগী, নীরব হলেও অন্তরে তিনি বহন করেন গভীর ভালোবাসা। পিউয়ের প্রতি তার নীরব টান, সুরক্ষা আর সম্মান—এসবই ছিল ভালোবাসার ভাষা। তার সেই বিখ্যাত ঘোষণা—
"বউ বানাবো তোকে। শিকদার ধূসর মাহতাবের বউ।"
—এ যেন এক রাজকীয় স্বীকারোক্তি, যা পাঠকের হৃদয়ে গভীর ছাপ ফেলে যায়।

পিউ:

পিউ এই কাহিনির প্রাণকেন্দ্র। সরলতা, দুষ্টুমি আর অটল বিশ্বাসে ভরপুর এই মেয়ে নিঃশব্দে তিন বছর ধরে ভালোবেসেছে ধূসর ভাইকে। তার ভালোবাসা ছিল অপেক্ষার, ধৈর্যের এবং আশার। সে জানতো—একদিন ধূসর ভাই তাকেই চাইবেন। আর সেই অটুট বিশ্বাসই তাকে করেছে অসাধারণ এক চরিত্র।

ইকবাল ও পুষ্প:

হালকা হাসি আর মিষ্টি প্রেমের ছোঁয়া এনেছে ইকবাল-পুষ্পের জুটি।
ইকবালের রসিকতা, খোলামেলা ভালোবাসার প্রকাশ আর পুষ্পর লাজুক সাড়া—সব মিলিয়ে তাদের সম্পর্ক পাঠকের মনে প্রশান্তির হাওয়া বইয়ে দেয়। বিশেষ করে ইকবালের সেই ডাক—“My Love”—পাঠকের মুখেও হাসি ফোটায়।

সাদিফ ও মারিয়া:

সাদিফের চরিত্রে যেমন ছিল অভিমান, তেমনি ছিল আত্মত্যাগ। একসময় সে পিউকে ভালোবাসলেও, যখন বুঝলো পিউর হৃদয় অন্য কারও জন্য, তখন নিজেকে সরিয়ে নিল। আর তখনই তার জীবনে আসে মারিয়া—সংসারের কষ্টে গড়ে ওঠা এক দৃঢ়চেতা মেয়ে। শুরুতে মতের অমিল আর ঝগড়া থাকলেও, ধীরে ধীরে সেই সম্পর্ক বদলে গেলো সুন্দর বন্ধনে। তাদের সংসার হলো ঝগড়া থেকে শুরু করে ভালোবাসায় গড়ে ওঠা এক অনন্য গল্প।

ধূসর ভাই ও ইকবালের বন্ধুত্ব:

একজন গম্ভীর, নীরব, আবেগ লুকানো মানুষ—আরেকজন প্রাণবন্ত, অকপট ও হাসিখুশি। ধূসর ভাই আর ইকবালের বন্ধুত্বই গল্পটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। তাদের কথোপকথন, খুনসুটি আর পারস্পরিক টানাপোড়েন কাহিনিকে করেছে আরও জীবন্ত।

একান্নবর্তী পরিবারের উষ্ণতা:

গল্পের সবচেয়ে দৃঢ় ভিত্তি হলো পিউ ও ধূসর ভাইয়ের পরিবার। একান্নবর্তী এই পরিবারে যেমন আনন্দ আর হাসি-কান্না ভাগাভাগি আছে, তেমনি আছে নিঃস্বার্থ মায়া। এখানেই বোঝা যায়—ভালোবাসা কেবল দুজন মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা গোটা পরিবারের বন্ধন।

“এক সমুদ্র প্রেম” এমন একটি উপন্যাস, যা পড়ে মনে হয়—ভালোবাসা মানে কেবল প্রস্তাব আর গ্রহণ নয়, বরং তা হলো নীরবতা, আত্মত্যাগ, বিশ্বাস, সম্মান আর পারিবারিক বন্ধনের এক অনবদ্য সিম্ফনি।
ধূসর ভাই, পিউ, ইকবাল, পুষ্প, সাদিফ, মারিয়া—সবাই মিলে এঁকেছেন জীবনের এক রঙিন সমুদ্রপট, যেখানে প্রতিটি ঢেউ-ই বলে যায়—
ভালোবাসা চিরন্তন।

 #রিভিউ #বুনো_ওল_বাঘা_তেঁতুলকাজিন রিলেটেড গল্পের মধ্যে বুনো ওল বাঘা তেঁতুল আমার কাছে সবার শীর্ষে। কারণ এই গল্পটা একেবারে...
29/09/2025

#রিভিউ
#বুনো_ওল_বাঘা_তেঁতুল
কাজিন রিলেটেড গল্পের মধ্যে বুনো ওল বাঘা তেঁতুল আমার কাছে সবার শীর্ষে। কারণ এই গল্পটা একেবারেই আলাদা সাধারণ কাজিন রিলেটেড গল্পের মতো একঘেয়ে কাহিনি নয় বরং ভিন্ন ধাঁচের ভিন্ন প্লটের এক মনোমুগ্ধকর সৃষ্টি।
নায়ক শিশির মালিথার ব্যক্তিত্ব আমাকে গভীরভাবে মুগ্ধ করেছে। তার স্ট্রং পার্সোনালিটি এবং দৃঢ় চরিত্র এক কথায় অসাধারণ। অন্যদিকে নায়িকা কুয়াশার সঙ্গে তার দুষ্টু-মিষ্টি ঝগড়া খুনসুটি আর মা*রামা*রি পড়তে সত্যিই দারুণ লেগেছে। সেই সাথে তাদের পরিবারের বন্ধুত্ব একসাথে থাকা কোনো হিংসা বা বিভেদ ছাড়াই একে অন্যকে ভালোবাসার এগুলো গল্পটাকে আরও অনন্য করে তুলেছে।
সবচেয়ে ভালো লেগেছে এই দিকটা নায়িকা একেবারেই ন্যাকামি করেনি বরং নায়ক নায়িকা দুজনই ছিল স্ট্রং পার্সোনালিটির চরিত্র। আজকালকার কাজিন রিলেটেড গল্পে এমনটা খুব কমই দেখা যায়। তার উপর লেখিকা অপ্রয়োজনীয় বর্ণনা দিয়ে গল্পকে ভারী করেননি বরং যথাযথভাবে বাস্তবতাকে ফুটিয়ে তুলেছেন।এই গল্পে পবিত্র বন্ধন ও তিন কবুলের দৃঢ়তা যেভাবে লেখিকা ফুটিয়েছে তুলেছে তা সত্যিই প্রশংসনীয়। জোর করে বিয়ে দেওয়ার পর নায়ক নায়িকার পরিবর্তন গুলো সবাইকে চমকে দিয়েছিলো। বিয়ের আগে ও পরে দুই সময়কেই লেখিকা অসাধারনভাবে তুলে ধরেছেন।এবং একটা দারুণ দিক হলো এখানে কোনো চরিত্রকেই অবহেলা করা যায়না। প্রতিটি চরিত্রকেই লেখিকা যথাযথ গুরুত্ব দিয়েছেন। আর শিশিরের কুয়াশাকে আহ্লাদি বউ বলে ডাকটা সত্যিই খুব সুন্দর ছিল। হাজারো ঝগড়া-বিবাদের পরও তাদের ভালোবাসা যেভাবে প্রকাশ পেয়েছে সেটা চোখে লেগে থাকার মতো।সর্বশেষে বলব আজকালকার কাজিন রিলেটিড লেখিকাদের একই পল্ট এর গল্পের মাঝে বুনো ওল বাঘা তেঁতুল অনেক গুণে সেরা। সবদিক দিয়ে এই গল্প আমাকে মুগ্ধ করেছে এবং অন্যরকম স্বাদ দিয়েছে।

25/09/2025

দুবাই থেকে ঢাকা এয়ারপোর্টে আসা মাত্রই 🤭

আজ সারাদিনে আমার দেখা সবচেয়ে সুন্দর জিনিস ছিল এই ভিডিওটা। মেয়ের বিয়ে হয়ে গেছে, নতুন ঘর, নতুন সংসার। তবুও বাবাকে না জানিয়...
30/08/2025

আজ সারাদিনে আমার দেখা সবচেয়ে সুন্দর জিনিস ছিল এই ভিডিওটা। মেয়ের বিয়ে হয়ে গেছে, নতুন ঘর, নতুন সংসার। তবুও বাবাকে না জানিয়ে একদিন হঠাৎ বাড়িতে ফিরে এসেছে শুধু বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। দরজা খুলতেই মেয়েকে সামনে পেয়ে বাবার চোখ ভিজে যায় বিস্ময়ে আর ভালোবাসায়। মুহূর্তের মধ্যেই বাবা জড়িয়ে ধরে তার আদরের টুকরোকে, যেন সময়ের সব বাঁধন গলে গিয়ে আবার শৈশবের মতো করে তাকে আগলে রাখে।

মেয়ের বিয়ে হয়ে গেলে মেয়েরা হয়তো সংসারের টানে একটু দূরে সরে যায়। এটাই জীবনের স্বাভাবিক নিয়ম। কিন্তু বাবার হৃদয়ে মেয়ের প্রতি ভালোবাসা কখনোই কমে না—বরং সময়ের সাথে সেই ভালোবাসা আরও গভীর হয়ে ওঠে। তাই হয়তো বাবারা তাদের মেয়েদের একটু বেশি ভালোবাসেন, একটু বেশি আগলে রাখতে চান। কারণ মেয়েরা বাবার জীবনের এক টুকরো আলো, এক টুকরো অনন্ত আশীর্বাদ।

- Rahat Ahmed Tulon

30/08/2025

এই গল্পের নাম কে কে জানেন?

#গল্প

02/07/2025

তেজস্মিতা আপুর কন্ঠে অন্তর কিছু কথা....❤️‍🩹

22/06/2025

আপনার মতে বেস্ট রোমান্টিক গল্প কোনটি ?

11/05/2025

হায়রে জীবন 😓

22/04/2025

Man in love, safety first 🫶🥹

17/04/2025

Rain isn’t romantic for all :')

17/04/2025

You n me before the alarm geos off on a rainy day.

- HA BI B

07/04/2025

জাগো হে মুসলিম উম্মাহ জাগো হে মানবতার তরে...

Address

Mirpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rishad's Story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share