Donga - ডোংগা একটি ভ্রমণতরী

Donga - ডোংগা একটি ভ্রমণতরী একটি নিরাপদ, অভিজাত, পরিপূর্ণ হাওড় ভ্রমণের অঙ্গিকার নিয়ে আমরা আছি আপনাদের পাশেই।

29/03/2025

আমরা যারা দেশে থাকি, তারা পরিবারের সাথে একসাথে ঈদ পালন করতে পারি। কিন্তু যারা প্রবাসে রয়েছেন, মা-বাবা, ভাই-বোনের কাছে না গিয়ে একাকী ঈদ পালন করছেন, তাদের বেদনা কি আমরা কখনো অনুভব করি? তাদের কঠোর পরিশ্রমের ফলস্বরূপ রেমিটেন্স আমাদের দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে। তাই, তাদের ঈদের শুভেচ্ছা জানাতে যেন আমরা ভুলে না যাই!

যারা দেশের জন্য নিরলস পরিশ্রম করে, রেমিটেন্সে বারবার নতুন রেকর্ড গড়ে, তাদের সকলকে জানাই ঈদের শুভেচ্ছা—ঈদ মোবারক। দেশের সকল রেমিটেন্স যোদ্ধা ভালো থাকুক, নিরাপদ থাকুক। মহান আল্লাহ্‌র নিকট এই দোয়া করি, তাদের জীবন হোক সুখময় ও সমৃদ্ধ।

খবর আছে হাওর…FolkFest 2024 at Tanguar Haor  এ আসছে সোনার বাংলা সার্কাস ব্যান্ড এর প্রবর রিপন..আপনারা আসছেন তো ..?
11/09/2024

খবর আছে হাওর…

FolkFest 2024 at Tanguar Haor এ আসছে
সোনার বাংলা সার্কাস ব্যান্ড এর প্রবর রিপন..

আপনারা আসছেন তো ..?

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের FolkFest 2024 at Tanguar Haor এ মুখরিত করতে থাকছে "চলে আমার চান্দের গাড়ি" খ্যাত...
08/09/2024

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের FolkFest 2024 at Tanguar Haor এ মুখরিত করতে থাকছে "চলে আমার চান্দের গাড়ি" খ্যাত ব্যান্ড দল @কৃষ্ণপক্ষ - KrishnaPaksha.
🔥🔥🔥

🤲 আল্লাহ মহান।২০২২ইং এর বন্যার সময় আমরা হাউজবোট কমিউনিটি পুরো সুনামগঞ্জ কে থাকা ও খাওয়া থেকে শুরু প্রয়োজনীয় সব কিছু দিয়ে...
22/08/2024

🤲 আল্লাহ মহান।

২০২২ইং এর বন্যার সময় আমরা হাউজবোট কমিউনিটি পুরো সুনামগঞ্জ কে থাকা ও খাওয়া থেকে শুরু প্রয়োজনীয় সব কিছু দিয়ে পাশে ছিলাম৷ আমরা প্রায় চারশতাধিক হাউজবোট মিলিয়ে সুনামগঞ্জের যেকোনো বন্যায় ৩০-৫০ হাজার মানুষকপ শেল্টার দিতে পারি৷

হে ফেনী-কুমিল্লা বাসী,
আমাদের কাছে পর্যাপ্ত শেল্টার দেওয়ার মত হাউজবোট থাকলেও নদী পথে আপনাদের কাছে পৌছাতে ৭/৮ দিন সময় লেগে যাবে বলে আমরা চাইলেও হাউজবোট দিয়ে সহযোগীতা করতে পারছিনা৷ আমাদের ভুল বুজবেন নাহ, আমরা যতটা সম্ভব আর্থিকভাবে আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকবো।

✔️ সেই সাথে আরেকটি তথ্য দিয়ে রাখি:- পানি উন্নয়ন বোর্ড (সুনামগঞ্জ) মুতাবেক ফেনীর বন্যা সুনামগঞ্জে প্রভাব ফেলবেনা তাই যারা সিলেট সুনামগঞ্জ যাতায়াত করতে চাচ্ছেন তারা স্বাভাবিক ভাবেই চলাচল করতে পারবেন৷

"৩,০০০ টাকায় টাংগুয়ার হাওর"টাংগুয়ার হাওড় ভ্রমণে আসতে চান?কেনো ডোংগায় ভ্রমণে আসবেন?এই সকল প্রশ্নের উত্তর জানতে এখনি আমাদে...
17/08/2024

"৩,০০০ টাকায় টাংগুয়ার হাওর"

টাংগুয়ার হাওড় ভ্রমণে আসতে চান?
কেনো ডোংগায় ভ্রমণে আসবেন?

এই সকল প্রশ্নের উত্তর জানতে এখনি আমাদের সাথে যোগাযোগ করুন। দীর্ঘ আট বছর টাংগুয়ার হাওড়ে পর্যটক সেবা দেয়ার অভিজ্ঞতা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। পর্যটকদের যাবতীয় সকল কিছু এই যেমন বাজেট, কমফোর্ট, নিরাপত্তা, ভ্রমণ পরিকল্পনা, খাবার ইত্যাদি বিষয় পর্যালোচনা করে আমরা সেরা সার্ভিসটা দিয়ে থাকি।

আমাদের প্যাকেজ বিস্তারিত সহ সকল কিছু নিম্নে দেয়া হলো, আপনার সুবিধামত সময় ঘুরে যেতে পারেন প্রিয় হাওড় থেকে।

▪️ডোর লক কাপোল কেবিন (২টি)
জনপ্রতি ৫,০০০ টাকা (দুইজন)

▪️ডোর লক ফ্যামিলি বাংকার কেবিন (২টি)
জনপ্রতি ৫,০০০ টাকা (তিনজন)

▪️ওপেন কেবিন (২টি)
জনপ্রতি ৪,০০০ টাকা (তিনজন)

▪️ওপেন লবি (২টি)
জনপ্রতি ৩,০০০ টাকা (দুই জন)

▪️সম্পূর্ণ বোট রিজার্ভ এর ক্ষেত্রে:
১৬-১৮ জনের জন্য ৮০,০০০ টাকা।

‼️ এছাড়া আলোচনার মাধ্যমে যে কোনো সংখ্যার ভ্রমণকারীরা যে কোনো তারিখে ভ্রমণ পরিকল্পনা করে ডোংগা রিজার্ভ করতে পারবেন‼️

🛶 বুকিং করার নিয়মঃ

আপনার যাত্রা কনফার্ম হলে মূল প্যাকেজের ৫০% টাকা দিয়ে বুকিং কনফার্ম করতে হবে এবং বাকি টাকা ভ্রমণের দুইদিন আগে পরিশোধ করতে হবে।

(বুকিং করতে নিচের একাউন্ট ব্যাবহার করত পারেন তবে বিকাশ/নগদ/রকেট ব্যাবহার করলে অবশ্যই খরচ সহ দিতে হবে)

⭕ বিকাশঃ 01732078830
⭕ নগদঃ 01732078830
⭕ রকেটঃ 01821265265-6

⭕ ব্যাংকঃ
একাউন্ট নামঃ Vromonkari
একাউন্ট নাম্বারঃ 1931100029702
ব্যাংক নামঃ DBBL
ব্যাংকের ব্রাঞ্চঃ Pragoti Sarani

🛶 খাবার তালিকাঃ

সকালের নাস্তা-

ভুনা খিচুড়ি, ডিম কারী/ভাজি, আচার, সালাদ।
অথবা
চিকেন আখনী, ডিম, আচার, সালাদ।

মধ্যকালীন হালকা নাস্তায়-
সিজনাল ফল অথবা ঝাল মুড়ি।

দুপুরের খাবার-

সাদা ভাত, মাছ ভাজি/কারি, ভর্তা, সব্জি, ডাল, সালাদ।
অথবা
সাদা ভাত, চিকেন কারি, গুড়া মাছ কারি/ভাজি/ভর্তা, সব্জি, ডাল, সালাদ।

বিকালের নাস্তায়-
সেমাই অথবা নুডুলস।

রাতের খাবার-
সাদা ভাত, হাসের মাংস, মুড়ি ঘন্ট/ভর্তা, সব্জি, ডাল, সালাদ।

❗বাজারে সকল কাঁচা মালের প্রাপ্তির উপর নির্ভর করে মতামতের ভিত্তিতে খাবার মেন্যু পরিবর্তন/পরিবর্ধন হতে পারে❗

🛶 কি থাকছে ডোংগায়ঃ

- দুইটি ডোর লক কাপোল কেবিন।
- দুইটি ডোর লক বাংকার কেবিন।
- দুইটি ওপেন কেবিন।
- দুইটি হাই-কমোড যুক্ত বাথরুম।
- একটি লো-কমোড যুক্ত বাথরুম।
- নামাজের জন্য জায়নামাজ।
- লকার ব্যাবস্থা।
- খোলা ছাঁদ।
- ছাঁদ বাগান।
- আকর্ষনীয় প্রসস্ত লবি।
- খেলাধুলার সামগ্রী (দাবা, উনো, কার্ড, ফুটবল, লডু)।
- লাইফ জ্যাকেট।
- লাইফ বয়া।
- পর্যাপ্ত চার্জিং পয়েন্ট।
- সকল রুমে ফ্যান লাইট।
- স্যানেটারি ন্যাপকিন।
- ফার্স্ট এইড বক্স।
- ময়লা ফেলার জন্য ডাস্টবিন।
- অগ্নি নির্বাপক যন্ত্রাংশ।
- নির্দ্দিষ্ট সময় জেনারেটর সুবিধা।
- কারেন্ট সুবিধা।
- ভিন্নধর্মী খাবারের স্বাধ।
- স্পেশাল ঘাট।
- অভিজ্ঞ মাঝি।

🛶 ভ্রমনের স্থান সমূহঃ

- টাংগুয়ার হাওড়
- ওয়াচ টাওয়ার
- নিলাদ্রী লেক
- টেকেরঘাট বাজার
- লাকমাছড়া (নৌকা যাবে নাহ)
- জাদুকাটা নদী
- শিমুল বাগান
- বারিক্কা টিলা

🛶 আয়োজনে যা থাকছেঃ

★ সুনামগঞ্জ থেকে সুনামগঞ্জ সকল খরচাদি।
★ দুই দিনে পাঁচ বেলার মূল খাবার।
★ দুই দিনে চার বেলা নাস্তা (মূল খাবার বাদে)।
★ এক রাত আমাদের ডোংগায় থাকার ব্যাবস্থা।
★ সকল স্পটের এন্ট্রি টিকিট।
★ অভিজ্ঞ ট্যুর গাইড।

🛶 আয়োজনে যা থাকছে নাহঃ
★ ব্যক্তিগত খরচ।
★ তালিকায় থাকা স্পট বাদে অন্য স্পটে যাওয়ার খরচ।

🛶 ভ্রমণে কি কি নিয়ে আসতে পারেনঃ

- প্রয়োজনীয় ঔষধ।
- রেইন কোর্ট/ ছাতা।
- পাওয়ার ব্যাংক।

🛶 প্রয়োজনীয় কিছু কথা নিয়মাবলীঃ

- ভ্রমণ প্রিয় মন-মানসিকতা থাকতে হবে।
- বুকিং মানির টাকা অফেরতযোগ্য। (আলোচনা সাপেক্ষে ফেরত পাওয়া সম্ভব)
- ভ্রমণে মাদক দ্রব্য ব্যাবহার ও পরিবহন নিষেধ।
- সকলকে সম্মান করতে হবে।
- বাচ্চাদের প্রতি স্নেহশীল হতে হবে।
- মহিলা এবং বয়স্কদের অগ্রাধিকার দিতে হবে।
- নির্দ্দিষ্ট স্থান ব্যাথিত ধুমপান করা যাবে নাহ।
- ময়লা ডাস্টবিনে ফেলতে হবে।
- পানিতে নামতে হলে অবশ্যই লাইফ জ্যাকেট পরিধান করতে হবে।
- যাত্রার দিন ট্রিপ মিস করলে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে।
- অতি মাত্রায় শব্দ দূষণ করা যাবে নাহ।
- হরতাল, অবরোধ, প্রাকৃতিক দূর্যোগ, রাজনৈতিক অস্থিরতা সহ অনাকাঙ্ক্ষিত কোনো কারনে ভ্রমন বাতিল করতে হলে ডোংগা কতৃপক্ষ দায়ী নয় এবং এই অবস্থায় দুই পক্ষ মিলে একটি গ্রহনযোগ্য সিদ্ধান্তে আসতে হবে।
- সমসাময়িক সমস্যায় ভ্রমণ আয়োজনে কোনো পরিবর্তন/পরিবর্ধন করতে হলে সকলে মিলে গ্রহনযোগ্য একটি সমাধানে আসার মানসিকতা থাকতে হবে।
- অতিরিক্ত স্রোত, বন্য, অতি বৃষ্টি এবং আবহাওয়া জনিত কারনে নৌকার পিকআপ-ড্রপের স্থান পরিবর্তন হতে পারে, তবে অবশ্যই সুনামগঞ্জ থেকে পিকআপ এবং ড্রপিংয়ের দায়িত্ব আমাদের।

সরাসরি কথা বলতে আমাদের অফিসে আসতে পারেন অন্যথায় নিচের ফোন নং এ ফোন করতে পারেন এবং পেইজে মেসেজ করতে পারেন।

- যোগাযোগঃ
১০১, ওয়াসা রোড, পশ্চিম শেওড়াপাড়া
মিরপুর - ১২১৬, ঢাকা।

০১৮২১২৬৫২৬৫
০১৭৩২০৭৮৮৩০

নিয়মিত আপডেট পেতে আমাদের পেইজ ভিজিট করতে পারেনঃ
https://www.facebook.com/profile.php?id=100069774144632&mibextid=ZbWKwL

শিমুল বাগানে Donga - ডোংগা একটি ভ্রমণতরীর অতিথিরা, যে কোনো সময় চলে আসতে পারেন আমাদের আতিথেয়তা নিতে।
17/08/2024

শিমুল বাগানে Donga - ডোংগা একটি ভ্রমণতরীর অতিথিরা, যে কোনো সময় চলে আসতে পারেন আমাদের আতিথেয়তা নিতে।

Donga - ডোংগা একটি ভ্রমণতরী
12/08/2024

Donga - ডোংগা একটি ভ্রমণতরী

06/08/2024

বৃষ্টির হাওড়.....

Send a message to learn more

স্পেশাল অফার!!!"হাউজ বোটে টাংগুয়ার হাওড় ভ্রমণ" জনপ্রতি খরচ:ঢাকা থেকে ঢাকা: ৪,৯৯৯ টাকাসুনামগঞ্জ থেকে সুনামগঞ্জ: ৩,৪৯৯ টাক...
13/07/2024

স্পেশাল অফার!!!

"হাউজ বোটে টাংগুয়ার হাওড় ভ্রমণ"

জনপ্রতি খরচ:
ঢাকা থেকে ঢাকা: ৪,৯৯৯ টাকা
সুনামগঞ্জ থেকে সুনামগঞ্জ: ৩,৪৯৯ টাকা

যাত্রা শুরু: ১৩ই জুলাই রাতে
যাত্রা শেষ: ১৫ই জুলাই রাতে

যেতে হলে এখনি যোগাযোগ করতে পারেন, আর মাত্র অল্প কয়টা সিট ফাকা আছে

Address

Mirpur

Alerts

Be the first to know and let us send you an email when Donga - ডোংগা একটি ভ্রমণতরী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Donga - ডোংগা একটি ভ্রমণতরী:

Share