10/11/2023
আস্সালাম ওয়ালাইকুম।
আজ সকাল ৬টার দিকে মিরপুর দারুসসালাম থানার পার্শ্বে মিরপুর ইদগাহ মাঠে এক মন্ত্রনালয়ে হঠাৎ খুব ভয়াবহ আগুন😱।আগুন কিভাবে লাগলো তা জানা যায়নি।সকাল বেলা মাঠে হাটার সময় হঠাৎ দেখলাম কালো ধোঁয়া,প্রথমে ভেবেছিলাম হয়তো কেউ ময়লা আবর্জনা পুরিয়েছে।পরে দেখি এক লোক দৌড়াচ্ছে আর বলছে আগুন লাগছে, আগুন লাগছে পরে গিয়ে দেখি আসলেই খুব ভয়াবহ আগুন।কেউ আহত বা নিহত হয়নি এবং বেশি ক্ষতি ও হয়নি কেননা ফায়ার সার্ভিস সময়তো এসে আগুন নিভিয়ে দিয়েছিলো।আপনাদের কাছে আমার একটা অনুরোধ এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন কারণ আপনার একটি শেয়ার এ হয়তো অন্যরা সর্তক হবে।
ধন্যবাদ।