06/01/2026
জুলাই সনদ সরাসরি জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের চাহিদার ভিত্তিতেই নির্ধারিত হয়েছে। যাদের জন্যে আজ আপনি আমি মুক্ত স্বাধীন। ছাত্র-শিশু-জনতার তাজা প্রাণের বিনিময়ে আজ বড় বড় আলাপ দিচ্ছি।
🚩 বিপ্লবে শহিদ ও আহত বিপ্লবীদের কথা বিবেচনায় না নিয়ে যদি কোন ব্যক্তি, দল, কোন সংসদ প্রার্থী বা প্রশাসনের কেউ "হ্যা ভোটের" বিপরীতে "না ভোট" দিতে বলে বুঝে নিবেন ওরাই খুনি হাসিনার সরাসরি এজেন্ট।
🚩আপনি অবশ্যই সেই প্রার্থীকে ভোট দিবেন যিনি স্পষ্ট "হ্যা ভোটের" পক্ষে তার অবস্থান পরিস্কার করবেন।
🚩"না ভোট" চাওয়া প্রার্থীকে ভোট দিবেন না।
🇧🇩ভিডিও টি ২৪ জুলাই ২০২৪ এ ভিডিও করেছেন মানবজমিন এর সাংবাদিক। রায়ের বাজারে যেভাবে দেয়া হয়েছিলো জুলাই শহীদদের! শত শত লাশের গনক/বর!!
🚩রাষ্ট্র সংস্কার না হওয়ায় যুগে যুগে এভাবেই হাজারও লক্ষ প্রাণ গেছে, যাবে! রাষ্ট্র সংস্কারের এই মহা সুযোগ কেউ হাতছাড়া করবেন না।
🚩যেভাবে জুলাই বিপ্লবে সবাই নেমে এসেছেন সেভাবেই আপনারা আপনাদের ভোট কেন্দ্রগুলি পাহাড়া দিবেন। এটা আমাদের স্বার্বভৌমত্ত্বের প্রশ্ন।
🚩আর কাউকে আপনার, আমার স্বাধীনতাকে ইজারা দিবো না। দিবো না।
🚩 পছন্দের প্রার্থীকে দিবো ভোট - গণভোটে দিব শুধু "হ্যা ভোট"। #হ্যাভোট✊
🚩আপনি আওয়ামী লীগ সাপোর্টার? তাহলে বিচার বিভাগকে নিরপেক্ষ করে আপনার ভবিষ্যৎ সুরক্ষার জন্যে হলেও জুলাই সনদে " হ্যা ভোট" দিন৷ কারন আপনার ভোট পাবার পরে অনেকেই আপনার জন্য মিথ্যা মা/মলা তৈরী রেখেছে কিনা ভেবে দেখুন।
🚩 আপনি আদিবাসী -নৃগোষ্ঠী? তাহলে আপনার পিছিয়ে পরা ঠেকাতে, নাগরিক অধিকার রক্ষায় "হ্যা ভোট" দিন।
🚩🚩জুলাই সনদ= সংবিধান সংশোধন, বিচার বিভাগের স্বাধীনতা, সকল কমিশনের প্রধান নিয়োগে স্বচ্ছতা, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা, বিরোধী দল হতে ডেপুটি স্পিকার সহ সংসদীয় কমিটির প্রধান নির্ধারণ, সংসদে উচ্চকক্ষ নিন্ম কক্ষ নির্ধারণে অবশ্যই বাস্তব ও ন্যায় সঙ্গত চাওয়া। চাওয়া আবু সাইদের, মুগ্ধের, হাদির, জাবিরের, ওসমান হাদির। তাই জুলাই সনদ বাস্তবায়নে " হ্যা ভোট " দিন।
🚩 আপনি খু/ন হয়েছেন কিন্তু আপনার খু/নির বিচার করতে পারছে না আপনার পরিবার? তাহলে বেচে থাকতেই দেশ সংস্কারে " #হ্যাভোট" দিন। ওসমান শরীফ হাদি ভাইও এমনটাই চেয়েছিলেন।
🚩 এই সুযোগ শত বছরে ১ বার আসে। হয় দেশটিকে একটি উন্নত দেশে রুপান্তর করুন আর " না ভোট" দিতে অন্ধকারে পতিত হোন। মনে রাখবেন আজ "না ভোট" দিলে আগামীকাল হয়তো আপনাকেও ভোগান্তির মুখে পরে নিজের সিদ্ধান্তের জন্য আফসোস করতে হতে পারে।
🚩 তাই আগামীকাল কে আজকের দিন বানান। আপনার সন্তানের জন্য নিরাপদ দেশ গড়তে "হ্যা ভোট" দিন।
🖋36julypage