Odhikar tv

Odhikar tv অধিকার টিভি-গণ মানুষের কথা বলে

চেনা নেই! তবুও আগলে রেখে গুলিবিদ্ধ শরীরকে হাসপাতালে পৌঁছে দেয়ার দৃশ্য গুলো মনে করিয়ে দেয় আমাদের জুলাইয়ের ঐক্যবদ্ধ মোকাবে...
08/01/2026

চেনা নেই! তবুও আগলে রেখে গুলিবিদ্ধ শরীরকে হাসপাতালে পৌঁছে দেয়ার দৃশ্য গুলো মনে করিয়ে দেয় আমাদের জুলাইয়ের ঐক্যবদ্ধ মোকাবেলার ইতিহাস।

ছবি : ১৯ জুলাই ২০২৪

06/01/2026

জুলাই সনদ সরাসরি জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের চাহিদার ভিত্তিতেই নির্ধারিত হয়েছে। যাদের জন্যে আজ আপনি আমি মুক্ত স্বাধীন। ছাত্র-শিশু-জনতার তাজা প্রাণের বিনিময়ে আজ বড় বড় আলাপ দিচ্ছি।

🚩 বিপ্লবে শহিদ ও আহত বিপ্লবীদের কথা বিবেচনায় না নিয়ে যদি কোন ব্যক্তি, দল, কোন সংসদ প্রার্থী বা প্রশাসনের কেউ "হ্যা ভোটের" বিপরীতে "না ভোট" দিতে বলে বুঝে নিবেন ওরাই খুনি হাসিনার সরাসরি এজেন্ট।
🚩আপনি অবশ্যই সেই প্রার্থীকে ভোট দিবেন যিনি স্পষ্ট "হ্যা ভোটের" পক্ষে তার অবস্থান পরিস্কার করবেন।
🚩"না ভোট" চাওয়া প্রার্থীকে ভোট দিবেন না।

🇧🇩ভিডিও টি ২৪ জুলাই ২০২৪ এ ভিডিও করেছেন মানবজমিন এর সাংবাদিক। রায়ের বাজারে যেভাবে দেয়া হয়েছিলো জুলাই শহীদদের! শত শত লাশের গনক/বর!!

🚩রাষ্ট্র সংস্কার না হওয়ায় যুগে যুগে এভাবেই হাজারও লক্ষ প্রাণ গেছে, যাবে! রাষ্ট্র সংস্কারের এই মহা সুযোগ কেউ হাতছাড়া করবেন না।
🚩যেভাবে জুলাই বিপ্লবে সবাই নেমে এসেছেন সেভাবেই আপনারা আপনাদের ভোট কেন্দ্রগুলি পাহাড়া দিবেন। এটা আমাদের স্বার্বভৌমত্ত্বের প্রশ্ন।
🚩আর কাউকে আপনার, আমার স্বাধীনতাকে ইজারা দিবো না। দিবো না।
🚩 পছন্দের প্রার্থীকে দিবো ভোট - গণভোটে দিব শুধু "হ্যা ভোট"। #হ্যাভোট✊
🚩আপনি আওয়ামী লীগ সাপোর্টার? তাহলে বিচার বিভাগকে নিরপেক্ষ করে আপনার ভবিষ্যৎ সুরক্ষার জন্যে হলেও জুলাই সনদে " হ্যা ভোট" দিন৷ কারন আপনার ভোট পাবার পরে অনেকেই আপনার জন্য মিথ্যা মা/মলা তৈরী রেখেছে কিনা ভেবে দেখুন।
🚩 আপনি আদিবাসী -নৃগোষ্ঠী? তাহলে আপনার পিছিয়ে পরা ঠেকাতে, নাগরিক অধিকার রক্ষায় "হ্যা ভোট" দিন।
🚩🚩জুলাই সনদ= সংবিধান সংশোধন, বিচার বিভাগের স্বাধীনতা, সকল কমিশনের প্রধান নিয়োগে স্বচ্ছতা, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা, বিরোধী দল হতে ডেপুটি স্পিকার সহ সংসদীয় কমিটির প্রধান নির্ধারণ, সংসদে উচ্চকক্ষ নিন্ম কক্ষ নির্ধারণে অবশ্যই বাস্তব ও ন্যায় সঙ্গত চাওয়া। চাওয়া আবু সাইদের, মুগ্ধের, হাদির, জাবিরের, ওসমান হাদির। তাই জুলাই সনদ বাস্তবায়নে " হ্যা ভোট " দিন।
🚩 আপনি খু/ন হয়েছেন কিন্তু আপনার খু/নির বিচার করতে পারছে না আপনার পরিবার? তাহলে বেচে থাকতেই দেশ সংস্কারে " #হ্যাভোট" দিন। ওসমান শরীফ হাদি ভাইও এমনটাই চেয়েছিলেন।
🚩 এই সুযোগ শত বছরে ১ বার আসে। হয় দেশটিকে একটি উন্নত দেশে রুপান্তর করুন আর " না ভোট" দিতে অন্ধকারে পতিত হোন। মনে রাখবেন আজ "না ভোট" দিলে আগামীকাল হয়তো আপনাকেও ভোগান্তির মুখে পরে নিজের সিদ্ধান্তের জন্য আফসোস করতে হতে পারে।
🚩 তাই আগামীকাল কে আজকের দিন বানান। আপনার সন্তানের জন্য নিরাপদ দেশ গড়তে "হ্যা ভোট" দিন।
🖋36julypage

02/01/2026

জুলাই ছড়ায় ছন্দ নিয়ে এসেছিলো
জুলাই এসেছিলো গানে গানে সবার প্রাণে
জুলাই এসছিলো গদ্যগল্পে
অল্প আঁধারে সদ্য সকালে রাঙা কিশোরের রক্তে বেয়ে!

18/12/2025

কতো নিখুঁত ভবিষ্যৎ বাণী,
এই মানুষটা কতো দূরদর্শী ছিলেন!
সুতরাং ইন্ডিয়ার এতো সহজে খু/ নিদের
পুনর্বাসন করে নির্ভার হবার সুযোগ নাই।
পুরো একটা প্রজন্ম ইন্ডিয়ার শাসকদের
জন্য থ্রেড হিসেবেই গড়ে উঠেছে। কয়জনকে
মারবে। ভয়ংকর কাটা গুল্মের মতো গজিয়ে ওঠবো
ইন্ডিয়ার আগ্রাসনকে চ্যালেঞ্জ করেই!

এখানে মৃত্যু শেষ কথা নয়।
🖋️রিজওয়ান রুপ।

উন্নত চিকিৎসার জন্য বিপ্লবী স্বত্ত্বা ওসমান হাদিকে বিদেশ নেয়া হচ্ছে৷
15/12/2025

উন্নত চিকিৎসার জন্য বিপ্লবী স্বত্ত্বা ওসমান হাদিকে বিদেশ নেয়া হচ্ছে৷

13/12/2025

হাদি যেনো একটা বিপ্লবের মহাকাব্য! গু/লি খাবার আগেই সব বলে গিয়েছিলেন! কি আধ্যাত্মিকতায় মোড়ানো তার জীবন!

একটু একটু করে সব ফাঁস করে দিয়ে গেছেন! তিনি জানতেন বিপ্লবীদের হত্যা করা হবে এই জুলাই সনদ বাস্তবায়ন ও বিচার ব্যবস্থা রিফর্ম না হওয়ায় তিনি আক্ষেপ নিয়ে সাংবাদিকদের একদিন বলেন:

= "শুধু আমাদের কে কেউ গু/লি করে মেরে ফেলার পরে শুধু যথাযথ বিচার হলে আর কেউ গু/লি করার সাহস পাবে ন। যদি বিচার না হয় তবে আর বিপ্লবীরা জন্মাবে না"!

ইয়া রব তুমি হাদিকে সুস্থতা দান করো 🤲
#হাদি
#মহাকাব্য
🖋️রিজওয়ান রুপ

08/12/2025

হাজারও শিশু ছাত্র জনতার তাজা রক্তের বিনিময়ে
বিনিময়ে কি পেয়েছি ?
নয়া স্বাধীনতা?
আরোপ্রত্যাশা ছিল।
হয়নি ,তবে হবেই।

বাংলাদেশের পতাকা নিয়ে এসেছিলেন বিপ্লবে অংশ নিতে,হাসিনার বাহিনীর গু/লি/তে শহীদ হওয়ার পর সেই পতাকা দিয়েই তাকে ঢেকে রাখা হয়।
জুলাইয়ে আমরা অনেক কিছু হারিয়েছে -আমাদেএ সহযোদ্ধা,ভাই বোন ,বাবা মা ,দাদীর বয়সী মানুষ ও হাসিনার বাহিনীর হাত থেকে রক্ষা পায়নি।

28/11/2025

১৯৭১ থেকে ২০২৪ – প্রতিটা অভ্যুত্থান, প্রতিটা আন্দোলনে নারীরা ছিলো রক্ত, ঘাম আর ত্যাগের নাম।
আজ সেই নারীদের নিয়েই যখন অনলাইনে গালি, অশ্লীল কমেন্ট ছড়ায়, তখন এটা শুধু নারীর অপমান না, এটা আমাদের ইতিহাস আর মা- বোনদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা।

নারীর প্রতি সম্মানে আসল বীরত্ব - ঘৃণা আর হেয় করা শুধুমাত্র কাপুরুষত্বের পরিচয় বহন করে।

গুড নিউজ। এদিকে নিজেকে মুক্তিযোদ্ধা দাবী করাফজলুর রহমান আন্তর্জাতিক আদালত অবমাননার জন্য ফেঁসে যাচ্ছেন। খুনির পক্ষে তার ব...
26/11/2025

গুড নিউজ।
এদিকে নিজেকে মুক্তিযোদ্ধা দাবী করা
ফজলুর রহমান আন্তর্জাতিক আদালত অবমাননার জন্য ফেঁসে যাচ্ছেন। খুনির পক্ষে তার বরাবরের অবস্থান বিএনপির রাজনীতিকে প্রশ্নবিদ্ধ ও ক্ষতিগ্রস্ত করেছে এটা এখন দিবালোকের মতো সত্য।

23/11/2025

বর্তমান বাস্তবতায় যখন নিজের কর্মী বলে কিছু থাকে না। নির্বাচনের আগে কর্মী আর কার্তিক মাসে বাড়ি পাহারাদার ODG সাহেব উভয়ের উপর বেশি আত্মবিশ্বাস দেখাতে নেই।

গোটা সিলেটে নৌকার প্রচারণা ও আওয়ামী লীগের দলীয় কর্সূচীতে সরব থেকে অর্থের যোগানদাতা বিএনপি নেতা আনিসুল হক। ভাটি অঞ্চলের ড...
23/11/2025

গোটা সিলেটে নৌকার প্রচারণা ও আওয়ামী লীগের দলীয় কর্সূচীতে সরব থেকে অর্থের যোগানদাতা বিএনপি নেতা আনিসুল হক। ভাটি অঞ্চলের ডন আওয়ামী লীগ দলীয় পলাতক এমপি মোয়াজ্জেম হোসেন রতন ও নুরুন্নবী শাওনের ঘনিষ্ট সহচর এবং ব্যবসায়িক পার্টনার। তিনি আবার জেলা কৃষকদলের আহবায়ক, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য।

বিগত ১৭ বছর ছবি নির্ভর আন্দোলন আর আওয়ামী লীগের সাথে আঁতাত করে বীরদর্পে ব্যবসার ইতিহাস সবার মুখে মুখে। রাজনৈতিক হলফনামায় দিয়েছেন ভূয়া তথ্য। কোন মামলার আসামী না হলেও তথ্য দিয়েছেন তিনি ৫টি মামলার আসামী। সবই ভূয়া। সুনামগঞ্জে বিগত ১৭ বছর বিএনপির দলীয় কর্মসূচী দমনের নেপথ্যে আওয়ামী লীগ এমপি রতনের সহচর আনিস দলের অভ্যন্তরে আতংক তৈরীর নেপথ্য কারিগর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে দলের মনোনয়ন দিয়ে গোটা সিলেট বিভাগে চাঞ্চল্য তৈরী করেছে বিএনপি।

সচেতন মহলের জিজ্ঞাসা এভাবেই কি বিএনপি নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের স্বপ্ন দেখছে?

Address

House#09, Road#08, Kallyanpur
Mirpur
2017

Telephone

+8801737299774

Website

Alerts

Be the first to know and let us send you an email when Odhikar tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category