Mahfuza Naser

Mahfuza Naser Assalamu Alaikum.I am Mahfuza Naser. I am a professional Freelancer and Digital Marketer.

কনটেন্ট রাইটিং💥কনটেন্ট রাইটিং বলতে বোঝায়,  যে কোনো একটি বিষয়বস্তুকে লেখনীর মাধ্যমে ব্যক্তিগতভাবে তৈরি করা যায়, সেটাই কনট...
02/03/2024

কনটেন্ট রাইটিং💥

কনটেন্ট রাইটিং বলতে বোঝায়, যে কোনো একটি বিষয়বস্তুকে লেখনীর মাধ্যমে ব্যক্তিগতভাবে তৈরি করা যায়, সেটাই কনটেন্ট রাইটিং।

সহজভাবে বলা যায়, আপনি যা লিখছেন বা নিজের কৌশলের মাধ্যমে যে বিষয়বস্তু তৈরি করছেন সেটাই কন্টেন্ট রাইটিং।

এক্ষেত্রে নিজের একটি ব্লগ সাইট তৈরি করে সেখানে নিজের লেখা আর্টিকেল বা কনটেন্টগুলো পাবলিশ করতে পারেন৷

কর্পোরেট ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ছোট বড় কোম্পানি,ফার্ম ইত্যাদি বা ব্লগিং এর মাধ্যমে ব্যক্তিগতভাবে অনলাইন টাকা ইনকাম করার জন্য কনটেন্ট রাইটিংয়ের ভালো ডিমান্ড রয়েছে৷

বর্তমানযুগে সবাই ডিজিটাল হয়ে যাওয়ার ফলে কন্টেন্ট রাইটিংয়ের চাহিদাও দিন দিন বেড়ে যাচ্ছে এবং অনলাইন জগতে চাকরীর সুযোগও তৈরি হচ্ছে।

কন্টেন্ট রাইটিং কয়েকটি বিষয়ের উপর হয়ে থাকে। যেমন, Stories, Personal reviews, blog article,product promotion review ইত্যাদি।

এক্ষেত্রে মূলত একটি বিশেষ Keyword এর উপর লক্ষ্য রেখে কন্টেন্ট লিখতে হয় এবং সেই Keyword এর মাধ্যমেই কন্টেন্টটিকে বিভিন্ন সার্চ ইঞ্জিনে খুঁজে পাওয়া যাবে।

💥কন্টেন্ট রাইটিং প্রকারভেদ ঃ কনটেন্ট রাইটিং মূলত চার ধরনের হয়ে থাকে। যথাঃ

1.Audio Content: ভয়েস বা শব্দ উচ্চারনের মাধ্যমে রেকর্ড করা কনটেন্ট।যেমন, Podcast, FM ইত্যাদি।

2. Video Content: ভিডিওর মাধ্যমে তৈরি করা কনটেন্টগুলোকে ভিডিও কনটেন্ট বলে। যেমন, Youtube Video, Web Series, Movies ইত্যাদি।

3. Text Content: যে কন্টেন্টগুলো লেখার মাধ্যমে তৈরি করা হয় সেটা টেক্সট কনটেন্ট৷ যেমন, Article, Books ইত্যাদি।

4. Image Content: ছবি এডিটিং করে তৈরি করা বিষয়বস্তুকে ইমেজ কনটেন্ট বলে৷ যেমন, Logo, Templates, Graphics ইত্যাদি।

💥PPC মার্কেটিং💥 PPC এর পূর্ণরুপ হল -- Pay per Click ( পে পার ক্লিক)।পে-পার ক্লিক একটি ডিজিটাল মার্কেটিং পদ্ধতি এবং এটি এ...
18/02/2024

💥PPC মার্কেটিং💥

PPC এর পূর্ণরুপ হল -- Pay per Click ( পে পার ক্লিক)।

পে-পার ক্লিক একটি ডিজিটাল মার্কেটিং পদ্ধতি এবং এটি একটি এডভার্টাইজিং মডেল। যার প্রধান বিশেষত্ব হচ্ছে, এটিকে পে করতে হয় শুধুমাত্র যখন অনলাইন ইউজাররা PPC এ্যাডে ক্লিক করে তখন৷

আর বেশিরভাগ ডিজিটাল মার্কেটিং স্ট্রেটেজি শুধু এ্যাড শো করার উপর টাকা নিয়ে থাকে৷ এতে করে কখনো ক্যাম্পেইন সফল হয়, আবার কখনো বিফল হয়৷ কিন্তু PPC মার্কেটিংয়ে শুধুমাত্র এ্যাডে ক্লিক করলে তবেই পে করতে হয়। এতে আপনার টাকা বিফলে যাওয়ার সুযোগ নেই বললেই চলে৷

আর এ্যাডগুলো তখনই শো করে যখন অডিয়েন্সের কিওয়ার্ড, ক্রাইটেরিয়ার সাথে ম্যাচ করে। বিভিন্ন এ্পসগুলোতে এ ধরনের এ্যাড দেখা যায়। তাছাড়া গুগল, বিং, ইয়াহু সার্চ ইঞ্জিনে এ ধরনের এ্যাডগুলো সবচেয়ে বেশি দেখা যায়৷

সার্চ ইঞ্জিন মার্কেটিং (SEM)💥সার্চ ইঞ্জিন মার্কেটিং হল এক ধরনের ডিজিটাল মার্কেটিং। এই পদ্ধতিতে টাকা দিয়ে ওয়েবসাইট কে সার...
14/02/2024

সার্চ ইঞ্জিন মার্কেটিং (SEM)💥

সার্চ ইঞ্জিন মার্কেটিং হল এক ধরনের ডিজিটাল মার্কেটিং। এই পদ্ধতিতে টাকা দিয়ে ওয়েবসাইট কে সার্চ ইঞ্জিনের ফার্স্ট পেজে র‍্যাঙ্ক করানো হয়৷ সার্চ ইঞ্জিনগুলোর মধ্যে রয়েছে গুগল,ইয়াহু,বিং ইত্যাদি।

সার্চ ইঞ্জিন এর ফার্স্ট পেজে রেজাল্ট দেখানোর জন্য় সার্চ ইঞ্জিনগুলোকে টাকা দিতে হয়। যে যত বেশি টাকা খরচ করবে তার ওয়েবসাইটটি সার্চ ইঞ্জিনে সবচেয়ে উপরে থাকবে৷

এখানে কস্ট পার ক্লিক অনুযায়ী গুগলকে টাকা দিতে হয়। ওয়েবসাইটের প্রডাক্ট কতটা দামী তার উপর কস্ট পার ক্লিক বা সিপিসি রেট নির্ধারণ করা হয়।

আপনার ওয়েবসাইটের প্রোডাক্টগুলো দামী হলে সিপিসি রেট হাই এবং প্রোডাক্টগুলো কম দামী হলে সিপিসি রেট কম হবে। এভাবেই গুগল পেইড মার্কেটিংয়ের সুযোগ দেয়৷

এক্ষেত্রে তাড়াতাড়ি ট্রাফিক জেনারেট হয়ে থাকে এবং নিশ্চিতভাবে ভিজিটর পাওয়া যায়।

💥সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) এবং সার্চ ইঞ্জিন মার্কেটিং (SEM) এর মধ্যে পার্থক্যঃ

👉সার্চ ইঞ্জিন মার্কেটিং এ টাকা পে করে গুগল র‍্যাঙ্কিং করতে হয়।

👉সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে টাকা পে করতে হয় না। এটি দ্বারা অর্গানিকভাবে গুগলে র‍্যাঙ্ক করানো হয়৷

SEO💥SEO এর পূর্ণরূপ -- Search Engine Optimization. আমরা যখন গুগল বা অন্য যেকোন সার্চ ইঞ্জিনে কোন কিছু লিখে সার্চ দিই, তখ...
12/02/2024

SEO💥

SEO এর পূর্ণরূপ -- Search Engine Optimization.

আমরা যখন গুগল বা অন্য যেকোন সার্চ ইঞ্জিনে কোন কিছু লিখে সার্চ দিই, তখন গুগল কিংবা ঐ সার্চ ইঞ্জিন কতগুলো রেজাল্ট দেখায়।

সেখান থেকে মানুষ তাদের পছন্দমত লিংকে ক্লিক করে তার কাঙ্ক্ষিত ওয়েবসাইটে ভিজিট করে দরকারি তথ্য খুঁজে পায়। আর যে কারণে গুগল বা কোন সার্চ ইঞ্জিন ঐ রেজাল্ট দেখায়, সেই কারণ কিংবা পদ্ধতিকে ডিজিটাল মার্কেটিংয়ের ভাষায় বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO).

এসইও কেন করা হয়💥

মানুষ যখন কোন কিছু সার্চ দেয়, তখন স্বাভাবিকভাবে রেজাল্ট পেজের প্রথমে যারা থাকে তাদের লিংকেই ক্লিক করে। আর এসইও এর মাধ্যমে ওয়েবসাইটটিকে সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজের প্রথমে নিয়ে আসা হয়৷ সুতরাং ওয়েবসাইট কে সার্চ ইঞ্জিনে Rank করানোর জন্যই মূলত এসইও করা হয়।

প্রকারভেদ💥

ডিজিটাল মার্কেটিংয়ের ভাষায় এসইও বিভিন্ন ধরনের হতে পারে৷ তবে মৌলিক প্রকার গুলো ৭ টি।যথাঃ

👉টেকনিক্যাল এসইও
👉অনপেজ এসইও
👉কন্টেন্ট এসইও
👉অফ-পেজ এসইও
👉লোকাল এসইও
👉মোবাইল এসইও
👉ই- কমার্স এসইও

Keyword Research 🍁কীওয়ার্ড রিসার্চ হল ডিজিটাল মার্কেটিং ও এসইও এর এমন একটি গুরুত্বপূর্ণ ও অপরিহার্য উপাদান , যেখানে জনপ্...
27/01/2024

Keyword Research 🍁

কীওয়ার্ড রিসার্চ হল ডিজিটাল মার্কেটিং ও এসইও এর এমন একটি গুরুত্বপূর্ণ ও অপরিহার্য উপাদান , যেখানে জনপ্রিয় ও সার্চ ইঞ্জিনগুলোতে অধিক পরিমাণে সার্চ হওয়া কীওয়ার্ড গুলো খুঁজে বের করা হয়৷

যেকোন আর্টিকেল সার্চ ইঞ্জিন এর জন্য optimize করার সবচেয়ে প্রথম ধাপ হল Keyword Research.

কার্যকরভাবে ব্যবহার করা হলে, কীওয়ার্ডগুলো আপনার ওয়েবসাইটে ট্র্যাফিক আনতে, সাচ ইঞ্জিন র‍্যাঙ্কিং বাড়াতে এবং ওয়েবসাইটের ভিজিটর বাড়াতে
সাহায্য করে৷

কীওয়ার্ড রিসার্চ এর মাধ্যমে মানুষ অনলাইনে তথ্য অনুসন্ধান করে থাকে৷ অর্থাৎ একটি ব্যবসা বা সেবার সাথে কোন কীওয়ার্ডগুলি সবচেয়ে বেশি প্রাসঙ্গিক হয় তা বের করার প্রক্রিয়া।

কীওয়ার্ড রিসার্চ করে সঠিক কীওয়ার্ড বাছাই করা সার্চ ইঞ্জিন থেকে ট্র্যাফিক পাওয়ার মূল চাবিকাঠি।

প্রকারভেদঃ কীওয়ার্ড রিসার্চ ৬ প্রকার। যথাঃ

১. শর্ট টেইল কীওয়ার্ডঃ শর্ট টেইল কীওয়ার্ড হল সবচেয়ে সাধারণ কীওয়ার্ড। যা সাধারণত এক থেকে তিন শব্দের হয়ে থাকে৷ শর্টটেইল কীওয়ার্ডগুলো র‍্যাঙ্ক করা অনেক কঠিন। কারণ এটি অনেক বিস্তৃত ও প্রতিযোগিতা বেশি।
যেমনঃ এসইও

২. লং টেইল কীওয়ার্ডঃ এটি তিনটি বা তারও বেশি শব্দ নিয়ে গঠিত। এটি সুনির্দিষ্ট লক্ষ্য প্রকাশ করে থাকে।

যেমনঃ সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে বা ১০,০০০ টাকার মধ্যে সেরা মোবাইল ফোন।

৩. স্থানীয় কীওয়ার্ডঃ স্থানীয় কীওয়ার্ডগুলো একটি নির্দিষ্ট ভৌগলিক এলাকায় গ্রাহকদের লক্ষ্য করার জন্য ব্যবহৃত কীওয়ার্ড। এই কীওয়ার্ডগুলোতে সাধারণত শহর, দেশ বা অঞ্চলের নাম অন্তর্ভুক্ত থাকে।

যেমনঃ ঢাকার সেরা হোটেল বা খুলনা জেলার দর্শনীয় স্থান৷

৪. ব্র্যান্ড কীওয়ার্ডঃ ব্র্যান্ড কীওয়ার্ড হল ব্র্যান্ডের সাথে যুক্ত শব্দ এবং বাক্যাংশ যা গ্রাহকদের আপনার ব্যবসা খুঁজে পেতে সহায়তা করে৷ সেগুলো আপনার ব্যবসার নামের মত সহজ হতে পারে বা আপনার অফার করা পন্যের বা সেবার মতো নির্দিষ্ট হতে পারে৷

যেমনঃ আপনার কোম্পানির নাম,পন্যের নাম, কোম্পানির ট্যাগলাইন ইত্যাদি।

৫. নেতিবাচক কীওয়ার্ডঃ নেতিবাচক কীওয়ার্ডগুলো ব্যবহার করা হয় সার্চ ইঞ্জিন বিপনন প্রচারাভিযানে অপ্রাসঙ্গিক প্রশ্নের জন্য বিজ্ঞাপনগুলো দেখানো না হয়।

৬. রিলেটেড কীওয়ার্ডঃ রিলেটেড কীওয়ার্ড হল এমন শব্দ বা বাক্যাংশ যা আপনার টার্গেট করা প্রাথমিক কীওয়ার্ডের সাথে সম্পর্কযুক্ত৷ এক্ষেত্রে সমার্থক শব্দ দ্বারা সম্পর্কিত হয়ে থাকে৷

যেমনঃ আপনি যদি "ওজন হ্রাস" কীওয়ার্ড ব্যবহার করে থাকেন, তাহলে কীওয়ার্ডগুলোর মধ্যে ওজন হ্রাস, খাবার বা ব্যায়াম অন্তর্ভুক্ত থাকতে পারে।









আপনার প্রতিদিনের একটি বড় কাজকে ছোট ছোট কাজে বিভক্ত করুন এবং লক্ষ্য নির্ধারন করুন৷ তাহলে একটা সময় আপনার কাজটা অনেক সহজ হয়...
26/01/2024

আপনার প্রতিদিনের একটি বড় কাজকে ছোট ছোট কাজে বিভক্ত করুন এবং লক্ষ্য নির্ধারন করুন৷ তাহলে একটা সময় আপনার কাজটা অনেক সহজ হয়ে যাবে এবং ফলপ্রসূ হবে৷

একমাত্র আপনার মূল্যবোধ যাচাইয়ের মাধ্যমেই আপনার ব্যক্তিগত কর্মদক্ষতার বৃদ্ধি শুরু হয়৷ আমেরিকার বিখ্যাত একজন মহাকাশ গবেষক ...
23/01/2024

একমাত্র আপনার মূল্যবোধ যাচাইয়ের মাধ্যমেই আপনার ব্যক্তিগত কর্মদক্ষতার বৃদ্ধি শুরু হয়৷

আমেরিকার বিখ্যাত একজন মহাকাশ গবেষক এডওয়ার্ড এলয়েসিয়াস মার্ফির বিশেষ কিছু সূত্র আছে, এর মধ্যে একটি সূত্র হল-- "কোন কিছু করার আগে আপনাকে অন্য কিছু করতে হবে।"

তাই সময়ের সদ্ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই মূল্যবোধ নির্ধারণ করতে হবে৷









আপনার জীবনের সময় ব্যাবস্থাপনা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার কর্মজীবনে অন্য যত কাজই করেন না কেন, তার মধ্যে সময়কে যথায...
21/01/2024

আপনার জীবনের সময় ব্যাবস্থাপনা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার কর্মজীবনে অন্য যত কাজই করেন না কেন, তার মধ্যে সময়কে যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে পারলে আপনার জীবন পরিপূর্ণভাবে সহজ হয়ে উঠবে৷

এরজন্য আপনি চারটি ডি মেনে চলতে পারেন।যথাঃ

১. Desire বা আকাঙ্ক্ষা
২. Decisiveness বা দ্রুত ও কার্যকরীভাবে সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা
৩. Determination বা স্থির সংকল্প
৪. Descipline বা শৃঙ্খলা





জীবনে কঠিন সময় থেকে পালানো সহজ।জীবনের প্রতিটা মুহুর্তই পরীক্ষা দিতে হয়। যারা এই পরীক্ষা ভয় পায়,তারা কোনদিন লক্ষ্য পূরণ ক...
20/01/2024

জীবনে কঠিন সময় থেকে পালানো সহজ।জীবনের প্রতিটা মুহুর্তই পরীক্ষা দিতে হয়। যারা এই পরীক্ষা ভয় পায়,তারা কোনদিন লক্ষ্য পূরণ করতে পারে না৷





"It is during our darkest moments that we must focus to see the light. "Aristotleঅর্থাৎ "আমাদের সবচেয়ে অন্ধকার সময়ে আলো ...
18/01/2024

"It is during our darkest moments that we must focus to see the light. "

Aristotle

অর্থাৎ "আমাদের সবচেয়ে অন্ধকার সময়ে আলো দেখার দিকে মনোনিবেশ করা উচিত৷ "





আপনি যা চান তা আপনি পেতে পারেন, যদি আপনি অন্যদেরকে তাদের   চাওয়া নিশ্চিত করতে সাহায্য করতে পারেন।জিগ জিগলার
16/01/2024

আপনি যা চান তা আপনি পেতে পারেন, যদি আপনি অন্যদেরকে তাদের চাওয়া নিশ্চিত করতে সাহায্য করতে পারেন।

জিগ জিগলার




সাফল্যের মূল চাবিকাঠি হল আমরা যা ভয় পাই সেটা অপেক্ষা আমরা যা আশা করি, সেটার উপর সচেতন মনকে প্রতিষ্ঠিত করা। ব্রায়ান ট্র্য...
15/01/2024

সাফল্যের মূল চাবিকাঠি হল আমরা যা ভয় পাই সেটা অপেক্ষা আমরা যা আশা করি, সেটার উপর সচেতন মনকে প্রতিষ্ঠিত করা।

ব্রায়ান ট্র্যাসি




Address

Mirpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahfuza Naser posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share