
02/03/2024
কনটেন্ট রাইটিং💥
কনটেন্ট রাইটিং বলতে বোঝায়, যে কোনো একটি বিষয়বস্তুকে লেখনীর মাধ্যমে ব্যক্তিগতভাবে তৈরি করা যায়, সেটাই কনটেন্ট রাইটিং।
সহজভাবে বলা যায়, আপনি যা লিখছেন বা নিজের কৌশলের মাধ্যমে যে বিষয়বস্তু তৈরি করছেন সেটাই কন্টেন্ট রাইটিং।
এক্ষেত্রে নিজের একটি ব্লগ সাইট তৈরি করে সেখানে নিজের লেখা আর্টিকেল বা কনটেন্টগুলো পাবলিশ করতে পারেন৷
কর্পোরেট ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ছোট বড় কোম্পানি,ফার্ম ইত্যাদি বা ব্লগিং এর মাধ্যমে ব্যক্তিগতভাবে অনলাইন টাকা ইনকাম করার জন্য কনটেন্ট রাইটিংয়ের ভালো ডিমান্ড রয়েছে৷
বর্তমানযুগে সবাই ডিজিটাল হয়ে যাওয়ার ফলে কন্টেন্ট রাইটিংয়ের চাহিদাও দিন দিন বেড়ে যাচ্ছে এবং অনলাইন জগতে চাকরীর সুযোগও তৈরি হচ্ছে।
কন্টেন্ট রাইটিং কয়েকটি বিষয়ের উপর হয়ে থাকে। যেমন, Stories, Personal reviews, blog article,product promotion review ইত্যাদি।
এক্ষেত্রে মূলত একটি বিশেষ Keyword এর উপর লক্ষ্য রেখে কন্টেন্ট লিখতে হয় এবং সেই Keyword এর মাধ্যমেই কন্টেন্টটিকে বিভিন্ন সার্চ ইঞ্জিনে খুঁজে পাওয়া যাবে।
💥কন্টেন্ট রাইটিং প্রকারভেদ ঃ কনটেন্ট রাইটিং মূলত চার ধরনের হয়ে থাকে। যথাঃ
1.Audio Content: ভয়েস বা শব্দ উচ্চারনের মাধ্যমে রেকর্ড করা কনটেন্ট।যেমন, Podcast, FM ইত্যাদি।
2. Video Content: ভিডিওর মাধ্যমে তৈরি করা কনটেন্টগুলোকে ভিডিও কনটেন্ট বলে। যেমন, Youtube Video, Web Series, Movies ইত্যাদি।
3. Text Content: যে কন্টেন্টগুলো লেখার মাধ্যমে তৈরি করা হয় সেটা টেক্সট কনটেন্ট৷ যেমন, Article, Books ইত্যাদি।
4. Image Content: ছবি এডিটিং করে তৈরি করা বিষয়বস্তুকে ইমেজ কনটেন্ট বলে৷ যেমন, Logo, Templates, Graphics ইত্যাদি।