
15/05/2025
বৃষ্টির দিনে” ☔️❤️
সেদিন হঠাৎ করেই বৃষ্টি নামল।
রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম, ছাতা ছিল না, সময়ও না—
কিন্তু হঠাৎ, একজোড়া হাত এগিয়ে এল আমার দিকে।
তুমি… ছাতাটা ধরলে মাথার উপর, আর বললে—
“ভিজে যেও না, আমি থাকতে দিব না।”
তোমার সেই ভেজা চুল, কাঁপা ঠোঁট আর উষ্ণ হাসিতে
আমি সেই মুহূর্তে ভিজে গিয়েছিলাম পুরোপুরি—
বৃষ্টিতে নয়, ভালোবাসায়।
তুমি আর আমি, সেই ভেজা রাস্তায় হাঁটছিলাম ধীরে ধীরে…
কারো কিছু বলার ছিল না, শুধু নিঃশব্দে চলছিল একটা অনুভব।
বৃষ্টি পড়ছিল, আর তার সঙ্গে যেন ঝরে পড়ছিল
আমার সমস্ত একাকিত্ব—তোমার কাঁধে মাথা রেখে। ☁️
বৃষ্টির দিনে একটুখানি ভালোবাসা অনেক দূর নিয়ে যায়,
আর তুমি হলে…
সেই বৃষ্টিমাখা ভালোবাসার নাম💖