Łıfé_ọf_mƴ_ĥéªŕ

Łıfé_ọf_mƴ_ĥéªŕ don't compromise yourself _you're all you have
(1)

বৃষ্টির দিনে” ☔️❤️সেদিন হঠাৎ করেই বৃষ্টি নামল।রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম, ছাতা ছিল না, সময়ও না—কিন্তু হঠাৎ, একজোড়া হাত এ...
15/05/2025

বৃষ্টির দিনে” ☔️❤️

সেদিন হঠাৎ করেই বৃষ্টি নামল।
রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম, ছাতা ছিল না, সময়ও না—
কিন্তু হঠাৎ, একজোড়া হাত এগিয়ে এল আমার দিকে।
তুমি… ছাতাটা ধরলে মাথার উপর, আর বললে—
“ভিজে যেও না, আমি থাকতে দিব না।”

তোমার সেই ভেজা চুল, কাঁপা ঠোঁট আর উষ্ণ হাসিতে
আমি সেই মুহূর্তে ভিজে গিয়েছিলাম পুরোপুরি—
বৃষ্টিতে নয়, ভালোবাসায়।

তুমি আর আমি, সেই ভেজা রাস্তায় হাঁটছিলাম ধীরে ধীরে…
কারো কিছু বলার ছিল না, শুধু নিঃশব্দে চলছিল একটা অনুভব।
বৃষ্টি পড়ছিল, আর তার সঙ্গে যেন ঝরে পড়ছিল
আমার সমস্ত একাকিত্ব—তোমার কাঁধে মাথা রেখে। ☁️

বৃষ্টির দিনে একটুখানি ভালোবাসা অনেক দূর নিয়ে যায়,
আর তুমি হলে…
সেই বৃষ্টিমাখা ভালোবাসার নাম💖

শেষ বিকেলের সেই ছাদে…” ☁️❤️সে বিকেলে আকাশে মেঘ ছিল, হাওয়ায় ছিল একরাশ নীরবতা।আমি ছাদে দাঁড়িয়ে ছিলাম, আর সে হঠাৎ পেছন থেকে...
14/05/2025

শেষ বিকেলের সেই ছাদে…” ☁️❤️

সে বিকেলে আকাশে মেঘ ছিল, হাওয়ায় ছিল একরাশ নীরবতা।
আমি ছাদে দাঁড়িয়ে ছিলাম, আর সে হঠাৎ পেছন থেকে বলল—
“আকাশটা দেখেছো? আজ খুব তুই-তুই লাগে…”
আমি তাকিয়ে দেখি, ওর চোখে আকাশের চেয়েও গভীর কিছু ঝিকিমিকি করছে। ✨

আমি কিছু বলার আগেই সে এক হাতে আমার হাতটা ধরল—
নরম, উষ্ণ, একেবারে বিশ্বাসের মতো…
আর বলল,
“ভালোবাসা মানে কাউকে পেয়ে তার হারিয়ে যাওয়ার ভয় না পেয়ে বরং তার পাশে ধীরে ধীরে জেগে ওঠা… প্রতিদিন নতুন করে।”

তখনই বুঝলাম,
ভালোবাসা ফুলের মতো নয় যে শুকিয়ে যাবে,
ভালোবাসা আগুনের মতো, যতদিন জ্বলবে, ততদিন আলো দেবে। 🔥

সেদিনের ছাদ এখনো আছে, আকাশও আছে,
আর আমার পাশে ঠিক সেই মানুষটাও আছে—
একটা গল্প হয়ে, একটা ঘ্রাণ হয়ে, একটা পূর্ণতা হয়ে।
তুমি ছিলে, আছো, থাকবেই… আমার সবটায়। 💖🌿

শুধুমাত্র কোটা নয় ,গোটা দেশতাই সংস্কারের দরকার  #কোটা  #রাজনীতি  #বাংলাদেশ
17/07/2024

শুধুমাত্র কোটা নয় ,গোটা দেশতাই সংস্কারের দরকার
#কোটা
#রাজনীতি
#বাংলাদেশ

26/02/2024

Don't trust Anyone

15/02/2024

🌺🏎Drift mode is on🔥

15/02/2024

🌺🌺

Address

Mirpur

Alerts

Be the first to know and let us send you an email when Łıfé_ọf_mƴ_ĥéªŕ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share