15/10/2023
কি ভাবছো, তোমাকে বন্ধু আর প্রিয় মানুষরা সবাই তোমাকে ভালোবাসে?
আরেএএ না ভাই! এইযে তুমি একটু ফানি টাইপের
সবাইকে হাসাও, সবার সাথে সুন্দর করে কথা
বলো, রাগ করে বেশিক্ষণ থাকতে পারোনা, আগ বাড়িয়ে কথা বলতে যাও, সবাইকে এফোর্ট দাও, টুকটাক সবার আবদার রাখার চেষ্টা করো! এইজন্য তারা তোমার সাথে ভালোবাসার অভিনয় করে! একদিন শুধু একটু ব্যতিক্রম হও, কেউ ফিরেও চাইবেনা তোমার দিকে!'🙂