Black Kat

Black Kat ▌│█║▌║▌║ Black Kat ║▌║▌║█│▌
Welcome to Black Kat .Black Kat is one of the Entertainment page, basically focused on how to see it & learn it.

বাতিল করা হচ্ছে পাসপোর্ট এর পুলিশ ভেরিফিকেশন। চালু হবে অনলাইন ভেরিফাই সিস্টেম। ৭ দিনেই পাসপোর্ট হাতে পাবে সবাই।ইনশাআল্লা...
03/11/2024

বাতিল
করা হচ্ছে পাসপোর্ট এর পুলিশ ভেরিফিকেশন। চালু হবে অনলাইন ভেরিফাই সিস্টেম।
৭ দিনেই পাসপোর্ট হাতে পাবে সবাই।ইনশাআল্লাহ🫣🫣🫣🎊🎊🎊

28/10/2024

I love watching your natural videos..

বিবাহিত পুরুষদের অজানা তথ্য 1. সে*ক্সের পর পুরুষরা ঘুমাতে চায় আর মহিলারা কথা বলতে চায়।-2. প্রেম করার অভিনয়ের মাধ্যমে ...
06/09/2024

বিবাহিত পুরুষদের অজানা তথ্য
1. সে*ক্সের পর পুরুষরা ঘুমাতে চায় আর মহিলারা কথা বলতে চায়।
-
2. প্রেম করার অভিনয়ের মাধ্যমে পুরুষরা তাদের সবচেয়ে শক্তিশালী অনুভূতি প্রকাশ করে।
-
3. একটি সমীক্ষা অনুসারে, পুরুষরা তাদের পুরুষ বন্ধুদের কথা শুনতে পারে বয়সের জন্য, কিন্তু তারা শুধুমাত্র ছয় মিনিটের জন্য তাদের গার্লফ্রেন্ড বা স্ত্রীর কথা শুনতে পারে।
-
4. বেশিরভাগ পুরুষই ঘন এবং লম্বা চুলের মহিলাদের পছন্দ করেন।
-
5. পুরুষ অধ্যয়নের মনস্তাত্ত্বিক তথ্য অনুসারে, টি-শার্ট পরা পুরুষদের তুলনায় শার্ট পরা পুরুষদের বেশি আকর্ষণীয় দেখায়।
-
6. পুরুষরা বেশিরভাগ সময় সাহায্য চাওয়াকে ঘৃণা করে এবং যতক্ষণ না তারা মনে করে যে তারা নিজেরাই এটি করতে পারবে না ততক্ষণ পর্যন্ত কোনো সাহায্যের কথা বলা এড়িয়ে যাবে।
-
7. পুরুষরা মহিলাদের চেয়ে দ্বিগুণ মিথ্যা বলে।
-
8. পুরুষরা তুলনা পছন্দ করেন না। তারা ঘৃণা করে যদি কোন মহিলা তাদের অন্য পুরুষদের সাথে তুলনা করে।
-
9. নারীদের তুলনায় পুরুষরা শারীরিকভাবে শক্তিশালী কিন্তু মানসিকভাবে দুর্বল।
-
10. অবিশ্বস্ত পুরুষদের আইকিউ কম থাকে।
-
11. যোগাযোগ শৈলী ভিন্ন; পুরুষদের ফোকাস তথ্য, নারী সম্পর্কে.
-
12. পুরুষরা মহিলাদের তুলনায় মানসিক সংকেত প্রক্রিয়াকরণে বেশি সময় নিতে পারে।
-
13. প্রকৃতি/পালনের কারণে পুরুষদের মধ্যে স্থানিক দক্ষতা প্রায়ই শক্তিশালী হয়।
-
14. পুরুষরা ঝুঁকি গ্রহণের আচরণের জন্য একটি উচ্চ প্রবণতা প্রদর্শন করে।
-
15. পুরুষরা গাঢ় রং পছন্দ করে; মহিলারা নরম রঙের দিকে ঝুঁকে পড়ে।
-
16. স্ট্রেস প্রতিক্রিয়া: পুরুষ "লড়াই বা উড়ান," মহিলারা "প্রবণতা এবং বন্ধুত্ব।"
-
17. পুরুষদের সোজাসুজি ঘুমের ধরণ আছে, দ্রুত ঘুমিয়ে পড়ে।
-
18. গবেষণার ভিত্তিতে মহিলাদের একটি সামান্য মাল্টিটাস্কিং সুবিধা থাকতে পারে।
-
19. পুরুষ এবং মহিলারা ঝুঁকি আলাদাভাবে উপলব্ধি করে; পুরুষরা প্রায়ই আরো আত্মবিশ্বাসী।
-
20. হরমোনের প্রভাব, বিশেষ করে টেস্টোস্টেরন, প্রভাব আচরণ এবং আধিপত্য।
-
আপনার মতামত জানাবেন কমেন্ট এ
© Black Kat

"স্বামী সারাদিন কাজ শেষে ফিরে দেখলো তার ৩ বাচ্চা আগের দিনের জামাকাপড় পড়ে বাসার সামনে ধুলাবালির মধ্যে খেলছে। বাড়ির সামনে ...
18/08/2024

"স্বামী সারাদিন কাজ শেষে ফিরে দেখলো তার ৩ বাচ্চা আগের দিনের জামাকাপড় পড়ে বাসার সামনে ধুলাবালির মধ্যে খেলছে। বাড়ির সামনে কিচেনের ময়লার ব্যাগ ভর্তি ময়লা রাখা। পচা গন্ধ আর মাছির ভনভন সেখানে। অবাক হয়ে সে তাড়াতাড়ি বাসার খোলা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করল।

ভেতরের অবস্থা আরো করুণ। বাসা তো নয় যেন যুদ্ধক্ষেত্র। ভাঙা বালবের কাচের টুকরা মেঝেতে ছড়ানো। কার্পেট টা দেয়ালের সাথে দলা করে রাখা। বাচ্চাদের খেলনা সমস্ত ঘরে ছড়ানো ছিটানো। টিভিতে হাই ভলিউম এ কার্টুন চ্যানেল চলছে। জানালার গ্রিল এ, খাটের নিচে, সোফার উপর জামাকাপড়, ছড়িয়ে আছে। কিচেনের অবস্থা আরো ভয়াবহ। সিংক ভর্তি রাতের, সকালের আধোয়া বাসনকোসন। মেঝেতে নাশতার অবশিষ্টাংশ পড়ে আছে, সেখানেও মাছি উড়ছে। ফ্রিজের দরজা অর্ধেক খোলা; সামনে জুসের বোতল, চকোলেট এর খালি প্যাকেট ছড়ানো।

এসব দেখে লোকটা বলে উঠলো, 'ইয়া আল্লাহ্‌। এ কি অবস্থা!' বাথরুম থেকে পানি পড়ার শব্দে ভাবলো তার বউ বুঝি সেখানে। গিয়ে দেখে বাথরুমের খোলা দরজা দিয়ে পানি উপচায়ে পড়ছে। ভেতরে পানির কল খোলা। ভেজা গামছা, জামাকাপড় পড়ে আছে। বালতি ভর্তি সাবান পানি। টুথপেস্ট এর মুখ খোলা, ব্রাশ গুলো বেসিনে পড়ে আছে। একগাদা টয়লেট পেপার ভিজে ত্যানা হয়ে ভাসছে মেঝের পানি তে। বেসিনের আয়নায় টুথপেস্ট লেগে আছে।

এসব ফেলে দ্রুত সে বেড রুমের দিকে দৌড় দিলো। তার বুক ধড়ফড় করছিল অজানা আশংকায়।

কাপা হাতে সে বেডরুমের পর্দা সরিয়ে যেন আকাশ থেকে পড়লো। দেখলো..... তার বউ বিছানায় পায়ের উপর পা তুলে আরাম করে শুয়ে আছে; হাতে একটা ম্যাগাজিন, চোখ তার সেখানেই। স্বামী কে দেখলো সে। তারপর একটা মৃদু হাসি দিয়ে বলল, "ওহ, তুমি এসে গেছ?"
স্বামী উত্তরে বলল, "বাসার এ কি দুর্দশা? কোন মানুষ বাস করে এখানে?"
বউ আর একবার মুচকি হাসি দিয়ে বলল, "তুমি তো প্রায়ই আমাকে বল যে, বাসায় থেকে সারাদিন আমি কোন কাজটা করি।" স্বামীর মনে পড়লো, হ্যা তাই তো। গতকাল ও বউ কে বলেছিল এটা সে। স্বামীর অবাক মুখের সামনে বউ এবার বলল, " তাই আমি রোজ যা যা করি তা আর আজ করিনি...।"

আমাদের জীবনে স্বামী, স্ত্রী বা আপনজনের যা ভূমিকা তা যেন আমরা ছোট করে না দেখি। কারন, সবার যার যার অবদানেই আমাদের জীবনটার রুটিন ঠিকঠাক চলে; জীবনের সুর, তাল, লয় ঠিক থাকে।"
© Black Kat

বেশ্যা কি শুধু দেহ বি‌ক্রিকা‌রি‌কেই ব‌লে ?"অবৈধভাবে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে যারা আজ সামাজিকভাবে প্রতিষ্ঠিত এর...
31/07/2024

বেশ্যা কি শুধু দেহ বি‌ক্রিকা‌রি‌কেই ব‌লে ?

"অবৈধভাবে জ্ঞাত
আয় বহির্ভূত সম্পদ অর্জন করে যারা আজ সামাজিকভাবে প্রতিষ্ঠিত এরাই হলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট বেশ্যা।"

কিন্তু বেশ্যা চরিত্রটা কি খুব খারাপ ?

✍️অর্থের বিনিময়ে যে নারী দেহ বেচে সে বেশ্যা।
✍️অর্থের বিনিময়ে যে নৈতিকতা বেচে সেও বেশ্যা।
✍️অর্থের বিনিময়ে যে ফাইলে সই করে সেও বেশ্যা।
✍️অর্থের বিনিময়ে যে চাকুরিতে নিয়োগ দেয় সেও বেশ্যা।
✍️অর্থের বিনিময়ে যে আসামীকে জামিন দেয় সেও বেশ্যা।
✍️অর্থের বিনিময়ে যে দলের পদ বেচে সেও বেশ্যা।
✍️অর্থের বিনিময়ে যে নমিনেশন বেচে সেও বেশ্যা।

😥তবে যার বেচার মত অবশিষ্ট আর কিছু থাকেনা
সেই নারী শুধু দেহ বেচে।
👉কার কাছে বেচে তার নাম কি???

কবি লিখেছেন:----------
😇বেশ্যা"😇
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম

👉 এখানে বিদ্রোহী কবির এই কথাগুলোর সাথে আরেকটি কথা যোগ করতে চাই সেটা হচ্ছে সমাজে যারা ঘরে সতী সাবিত্রী লক্ষ্মী একটা বউ পেয়েও অথবা ভালো একজন স্বামী পেয়েও অন্য কোন পুরুষ বা মহিলার সাথে সম্পর্ক করছে তারাও আমার চোখে একপ্রকার বেশ্যা। 😡

সাধুর নগরে বেশ্যা মরেছে
পাপের হয়েছে শেষ,
বেশ্যার লাশ হবে না দাফন
এইটা সাধুর দেশ।
জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা, মরিলেই যত দোস?
দাফন কাফন হবে না এখন
সবে করে ফোস ফোস।
বেশ্যা তো ছিল খাস মাল, তোদের রাতের রানী,
দিনের বেলায় ভুরু কোচ কাও?
মরিলে দেওনা পানি!
সাধু সুনামের ভেক ধরিয়া দেখালি দারুন খেলা,
মুখোশ তোদের খুলবে অচিরে
আসবে তোদের বেলা।
রাতের আধারে বেশ্যার ঘর স্বর্গ তোদের কাছে,
দিনের আলোতে চিননা তাহারে?
তাকাও নাকো লাজে!
চিনি চিনি ভাই সব সাধু রেই হরেক রকম সাজ,
সুযোগ পেলেই দরবেশী ছেরে দেখাও উদ্দাম নাচ!
নারী আমাদের মায়ের জাতি বেশ্যা বানালো কে?
ভদ্র সমাজে সতীর ছেলেরা খদ্দের সেজেছে?
গরীবের বৌ সস্তা জিনিস সবাই ডাকো ভাবি,
সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম পাপের দাবি।
স্বামী যখন মরলো ভাবির দুধের শিশু কোলে,
ভদ্র দেবর সুযোগ খোঁজে সহানুভূতির ছলে,
দিনের মত দিন চলে যায়,
হয় না তাতে দোষ
মরা লাশের সুযোগ পেয়ে মোল্লার রোষ।
মোল্লা সাহেব নায়েবে রাসুল ফতোয়া ঝারিশা কয়,
পতিতা নারীর জানাজা কবর এই এলাকায় নয়!
kat

শরীরে শরীর মিললেই প্রেম হয় না বৈরাগী,রাত জেগে ওকে জানতে হয়। ওর ঘুমের মধ্যে ওকে খুঁজতে হয়। দিনের বেলায় কাজের ভিড়ে আম...
09/07/2024

শরীরে শরীর মিললেই প্রেম হয় না বৈরাগী,
রাত জেগে ওকে জানতে হয়। ওর ঘুমের মধ্যে ওকে খুঁজতে হয়। দিনের বেলায় কাজের ভিড়ে আমরা অন্য মানুষটাকে দেখি। রাতে ওই মানুষটা একেবারে ই আলাদা। তখন ওকে চিনতে হয়, বুঝতে হয়। আমরা যখন শরীরে শরীর মিলিয়ে ভালোবাসার গল্প বলি, তখন একে অপরের শরীরের ওম নিজের মধ্যে নেই। শব্দে যত্ন করার ক্ষমতা আছে, শান্ত করার ক্ষমতা ও আছে।
কিন্তু কী জানো বৈরাগী, ওমটুকু এপাড় ওপাড় করা ভীষণ জরুরী। ও না থাকলে ওই আলাদা ভাবটা থাকে না। প্রেম শেষ অবধি শরীরে এসেই মেলে। তবে ওর মধ্যে যত্ন থাকে। জোর করে তৈরি করা সম্পর্কে তা থাকে না। আমরা খুঁজতে থাকি ওই মানুষটাকে, যে আমাদের ওই ওমটুকু দিতে পারে। কাছে টেনে নিয়ে শরীরে শরীর রেখে গল্প করতে পারে।
----Black kat

19/05/2024

নয়ন সরসী কেন ভরেছে জলে অসাধারণ 💙💙গানের ফুল ভার্সন kat

18/05/2024

!••••❤️‍🩹💔 আমি একজন নারী ওই যে কবিতাটা আছে না--আমি সেই মেয়ে বাসে ট্রেনে ট্রামে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন--যার শাড়ি কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন--হ্যাঁ এমনই একটা নিতান্তই সাধারণ নারী আমি--একটা ছোট মধ্যবিত্ত পরিবারে জন্ম আমার--ধীরে ধীরে বড় হতে হতেই বুঝে ছিলাম নারী হয়ে জন্মে ভীষণ বড় ভুল করে ফেলেছি আমি--প্রথম বুঝে ছিলাম যেদিন 08 বছরের অবুঝ আমিকে আমার নিজের নাম বলবো না একজন খারাপ ভাবে ছুঁয়ে ছিল--খুব কষ্ট হয়ে ছিল আমার কেঁদে ছিলাম খুব--মাকে জড়িয়ে ধরে বলে ছিলাম সবটা মা সব শুনে আমার মুখ চেপে বলে ছিলো উনি না তোর গুরুজন হয় গুরুজনের সম্পর্কে অমন কথা বলতে নেই মা--আমি অবাক হয়ে শুনেছিলাম কষ্টটা নিজের মনে চেপে নিজেই গুমরে মরে ছিলাম--আরেকটু বড় হলাম বুঝতে শিখে ছিলাম নারী শরীর সবাই খারাপভাবে ছুঁতে চাই বারংবার--বাসে পাশে বসা যাত্রী টিউশনের স্যার সবাই বারবার ছুঁতে চেয়েছে আমার স্তনযুগল নিম্নাঙ্গ--কেউ একবারের জন্যও তাকায়নি আমার মুখের দিকে--আমার চোখে সে কি ভীতি জমেছে ধীরে ধীরে তাঁরা কেউই লক্ষ্য করেনি--কলেজ জীবনে পা দিয়ে যখন প্রথম প্রেমে পড়লাম ভাসলাম আবেগের সাগরে--তখনও দেখলাম আমার প্রেমিক পুরুষটি কখনোই ভালোবাসেনি আমাকে--আমার চোখের গভীর ভাষা বুঝে ওঠার আগেই সিনেমা হলের গোপন অন্ধকারে সে আবিষ্কার করতে চেয়ে ছিল আমার নগ্ন শরীর--প্রত্যাখ্যান করলে বলে ছিল আমি নাকি ভালোবাসিনা তাঁকে--সত্যিই কি আমি ভালোবাসিনি নাকি সে আমাকে কে জানে--সেই যে প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে এলাম আর কাউকে কোনো দিন ভালোবাসতে পারিনি--নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে কিনা তাই কলেজ শেষ হতে না হতেই সম্পূর্ণ অপরিচিত এক মানুষের হাতের সিঁদুর উঠলো আমার সিঁথিতে--এই যে আজ হ্যাঁ আজ আজ আমার ফুলসজ্জা--যেই দিন নিয়ে সব মেয়েদের জীবনে কিছু সুখস্মৃতি থাকে--আমি তো চেয়ে ছিলাম আমার স্বামীকে চিনতে--কিন্তু সে সে যে এসেই আমার শরীরটা ছিঁড়ে খেতে শুরু করলো--আমার নগ্ন শরীর সে দুচোখ ভোরে দেখলো--আজও একটি বারের জন্য তাকালোনা আমার চোখের দিকে--যে চোখ তাঁকে ভরসা করতে চেয়ে ছিল সে চোখে আজ পাহাড় সমান ঘৃণা--আমি ক্লান্ত নারী শরীর বহণ করতে করতে আমি ক্লান্ত--নারী শরীর মানে শুধুই কি তাঁর স্তনযুগল আর নিম্নাঙ্গ--কখনো কি তাঁর চোখের দিকে তাকিয়ে তাঁর মনের কষ্টটা কেউ বুঝবেনা--স্তনের নীচে চাপা পড়ে থাকা মনের খোঁজ কি কেউ কোনো দিন নেবে না--যুগে যুগে নারী ধ'র্ষি'তা নারী শরীর ভোগ্য বস্তু হয়েছে সবার কাছে--নারী মনের খোঁজ কজনই বা রাখে--আমি চাইনা এ শরীর চাইনা এ দেহের গঠন--আমার স্তনযুগল নিম্নাঙ্গ কেউ কেটে বাদ দিয়ে দিক আমার শরীর থেকে--থেকে যাক আমার অশ্রুভরা দুই নয়ন কাউকে ভরসা করে আঁকড়ে ধরতে চাওয়া দুটো হাত আমার ভীত কম্পিত অধরোষ্ঠ--সসম্মানে মাথা উঁচু করে দাঁড়াতে চাওয়া দুটো পা থেকে যাক!••••❤️‍🩹💔 ©Black kat.

👰🏻-সে'ক্স করার সময় মনে ছিলো তোমার পরিবার আমাকে মানবে না?🫅🏻-জানিনা? 👰🏻-এখন তো জানবে না? পরকীয়া করার সময় তো কতোই না বাহানা...
15/05/2024

👰🏻-সে'ক্স করার সময় মনে ছিলো তোমার পরিবার আমাকে মানবে না?

🫅🏻-জানিনা?

👰🏻-এখন তো জানবে না? পরকীয়া করার সময় তো কতোই না বাহানা দিছো?

🫅🏻-কি করছি আমি হ‍্যা ?। যে তুমি আমাকে
অপোমান করতেছো। ?

👰🏻-আমি কতো করে বললাম বিয়ের আগে এই সব
সে"ক্স করা ভালো না এই সব ছাড়াও ভালোবাসা হয়। কারন পরবর্তীতে পরিবার না মানলেই সমস্যা।
আর এখন সেটাই হলো।

🫅🏻-আচ্ছা আমি আসি।

👰🏻-আসি মানে। ?
আমাকে বিয়ে করো এখন তার পরে কি হবে
দেখা যাবে।

🫅🏻-না আমি পারবো না।
যেখানে আমার বাবা মায়ের অনুমতি নেই
সেখানে আমার বিয়ে করা সম্ভব না।

👰🏻-তবে আমার দেহটা নষ্ট করলে কেনো। ??
কি দোশ ছিলো আমার। ??
তোমাকে বিশ্বাস করে নিজের শরীর বিলিয়ে দেয়া। ?

( সবাই ভাবতেছেন কি হয়েছে তবে শুনুন "আজ থেকে ৩ বছর আগে একটা মেয়ে ও ছেলের রিলেশন শুরু হয়।
তো ভালোই যাচ্ছিলো সম্পর্কটি হঠাৎ ২ বছর হয়ে যাওয়ার পরে।
ছেলেটা মেয়েটাকে অফার দেয় শারীরিক
সম্পর্ক করার জন্যে।
প্রথমে মেয়েটা রাজি না হলে ও ছেলেটার অনুরোধে এক পর্যায় রাজি হয়।
এর পরে ছেলেটা প্রায় কিছু দিন পর পর মেয়েটার সাথে এমন করতো।
কিন্তু এখন যখনি মেয়েটা বিয়ের চাপ দিছে ঠিক তখনি ছেলেটা পরিবারের কাহিনী তুলে ধরছে?
গল্পে ফিরে যাই এখন )

ছেলে: সব কিছু ভূলে যাও।

মেয়ে: সম্ভব না? আমার তোমাকে চাই!

ছোলে: প্লিজ আমাকে মুক্তি দাও।
আমি তোমার সাথে থাকতে চাইনা।

মেয়ে: সত্যি আমাকে তোমার ভালো লাগে না। ?

ছেলে: না।

মেয়ে: ঠিক আছে যাও তোমাকে মুক্ত করে দিলাম।
আজকের পরে আমাকে কোথাও পাবেনা।

ছেলে: সত্যি সম্পর্কটি শেষ। ?

মেয়ে: হুম সত্যি।
তোমাকে আর কখনো ডিস্টাপ করবে না।
তোমার কাছে এসে ভালোবাসার কথা বলবেনা?

ছেলে: ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ?

-এর পরে দুজন দুজনের মতো বাসায় চলে আসে।
কিন্তু পরের দিন শুনা যায় মেয়েটা আর
এই পৃথিবীতে নেই।
গলায় উরনা প‍্যাচিয়ে আত্মহ"ত্যা করেছে?

'কিন্তু মেয়েটা মারা যাওয়ার আগে
একটি চিঠিতে লিখে যায়।
তুমি অন‍্য কাউকে নিয়ে শুখে থেকো।
আমি তোমাকে মৃত্যুর পরে ও ভালোবেসে যাবো
তোমার প্রিয়া💔

-প্রিয় বোন তোমাদের বলছি।
ভালোবাসা সুন্দর কিন্তু অতিরিক্ত সুন্দর
করতে যেওনা।
যদি সে তোমাকে সত্যিকারের ভালোবাসে
তাহলে কখনোই সে তোমার দেহ চাইবে না।
যদি মিথ্যা ভালোবাসে তাহলে দেহটাই চাইবে।

'কথা গুলা শুনতে খারাপ লাগলেও
এটাই সত্যি?©Black kat

শুধু বিধাতার সৃষ্টি নহ তুমি নারীপুরুষ গড়েছে তোরে সৌন্দর্য সঞ্চারিআপন অন্তর হতে। বসি কবিগণসোনার উপমাসূত্রে বুনিছে বসন।সঁ...
12/05/2024

শুধু বিধাতার সৃষ্টি নহ তুমি নারী

পুরুষ গড়েছে তোরে সৌন্দর্য সঞ্চারি

আপন অন্তর হতে। বসি কবিগণ

সোনার উপমাসূত্রে বুনিছে বসন।

সঁপিয়া তোমার 'পরে নূতন মহিমা

অমর করিছে শিল্পী তোমার প্রতিমা।

কত বর্ণ কত গন্ধ ভূষণ কত-না,

সিন্ধু হতে মুক্তা আসে খনি হতে সোনা,

বসন্তের বন হতে আসে পুষ্পভার,

চরণ রাঙাতে কীট দেয় প্রাণ তার।

লজ্জা দিয়ে, সজ্জা দিয়ে, দিয়ে আবরণ,

তোমারে দুর্লভ করি করেছে গোপন।

পড়েছে তোমার 'পরে প্রদীপ্ত বাসনা

অর্ধেক মানবী তুমি অর্ধেক কল্পনা।©Black Kat

"Se x" জিনিসটা ভীষণ কমন, কিন্তু আদর করে বুকের মধ্যে মাথাটা চেপে ধরে হাত বোলানো টা সহজ নয়।তার জন্য ওই মানুষটার প্রতি অনে...
10/05/2024

"Se x" জিনিসটা ভীষণ কমন, কিন্তু আদর করে বুকের মধ্যে মাথাটা চেপে ধরে হাত বোলানো টা সহজ নয়।তার জন্য ওই মানুষটার প্রতি অনেক ভালোবাসা থাকা প্রয়োজন!

"S*x" করার সময় পা দুটো কাঁধে তুলে নিয়ে চরম মুহুর্তে সুখ দেওয়া ভীষণ কমন, কিন্তু প্রচন্ড ব্যাস্ততার মুহূর্তে সেই পায়েই নিজ হাতে নূপুর বা জুতো পরিয়ে দেওয়া টা কমন নয়।সেটার জন্য অনেক শ্রদ্ধা ও ভালোবাসার প্রয়োজন!

"Se..x" করার সময় নিজের হাতে শাড়ি টেনে খুলে ফেলা টা ভীষণ কমন, কিন্তু সেই হাতেই শাড়ির কুচি ঠিক করে দেওয়াটা কমন নয়। সেটার জন্যও অন্তরের অন্তঃস্থল থেকে ভীষণ ভালোবাসার প্রয়োজন!

শারীরিক চাহিদা মেটানোর জন্য তো জীবনে অনেক মানুষ পাবেন, কিন্তু ভালোবেসে সঠিকভাবে আগলে রাখার মানুষের আজকাল ভীষণ অভাব ...!!🙂🌺

©️ Black kat

বিবাহিত ভাইবোনেরা অবশ্যই পড়বেন।💝বিয়ের পর দয়া করে স্বামী-স্ত্রী বেশিদিন দূরে থাকবেন না। বিশ্বাস করুন ভালো থাকার জন্য অনে...
09/05/2024

বিবাহিত ভাইবোনেরা অবশ্যই পড়বেন।💝
বিয়ের পর দয়া করে স্বামী-স্ত্রী বেশিদিন দূরে থাকবেন না। বিশ্বাস করুন ভালো থাকার জন্য অনেক বেশি টাকার দরকার একদম-ই নেই | দরকার আপনার ভালোবাসার |
জীবন থেকে যে একটা সেকেন্ড চলে যায় সেটা আমরা আর কখনো ফিরে পাই না | আর আপনি বছরের পর বছর স্ত্রী, সন্তান রেখে বহুদূরে পরে আছেন!
এই কি জীবন? কোথায় সুখ? কোথায় আপনার স্ত্রীর জন্য ভালোবাসা? কোথায় সন্তানের জন্য স্নেহ?
হ্যাঁ, টাকা-পয়সা জীবনে অনেক দরকার কিন্তু; ভেবে দেখেন তো সারাদিনে ৩০০ টাকা রোজগার করা মানুষটা যখন দিনশেষে বাসায় ফিরে তার সামনে পানি দেওয়ার জন্য একজন মানুষ আছে, সে রাতে তার স্ত্রী, সন্তানদের পাশে ঘুমাতে পারে, তার অসুস্থতায় তার স্ত্রী তাকে সেবা করে, তার সন্তান দূর থেকে তাকে দেখে দৌড়ে এসে কোলে ওঠে |
কোনো নারীর জীবন থেকে এমন সময় কেঁড়ে নিবেন না যে সময়টায় সে শুধু আপনাকে কাছে চায় |
বাইরে গেলে যখন তার চোখে পরে পাঞ্জাবি পরা কোনো এক ছেলে তার প্রিয়তমার হাত ধরে রাস্তা পার করে দিচ্ছে, তখন আপনার স্ত্রীর ভেতর থেকে দীর্ঘশ্বাস বের হওয়া ছাড়া আর কিছু-ই করার থাকে না |.
আপনি সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে বউকে দামী শাড়ি আর গহনা-ই পরিয়ে গেলেন | কিন্তু যে সময়গুলো আপনারা হারিয়েছেন সেটা আর আসবে না কোনোদিন | উত্তপ্ত প্রেম টাকার তলায় চাপা দিয়ে দিলেন |
আপনার সন্তান যখন রাস্তায় দেখে কোনো বাবা তার ছেলেকে রঙিন বেলুন কিনে দিচ্ছে, তখন সে আপনাকে খোঁজে |
সন্তান যখন দেখে তার বয়সী বাচ্চা তার বাবার হাত ধরে স্কুলে যাচ্ছে তখন সে আপনাকে খুব মিস করে|
সন্তানের জন্য মাসে এতো হাজার টাকা না পাঠিয়ে হাত ধরে স্কুলে দিয়ে আসুন |
সে আপনার আদর্শে বড় হবে |
তখন সে আপনার কাছে ৫ টাকার প্রয়োজনে ১০ টাকা চাইবে না | বরং ১০ টাকার কাজ টা ৫ টাকায় মিটমাট করার চেষ্টা করবে |
কাজের চাপে আপনি সারাদিনে বউকে মনে করার তেমন সময়ও পান না অনেক সময় | এদিকে দুপুরের নাওয়া-খাওয়া শেষ করার পর আপনার স্ত্রীর অলস বিকালে আর সন্ধ্যা নেমে আসতে চায় না |
জানালা দিয়ে সে বাইরে তাকিয়ে দূরের ঐ নীল আকাশে রং বেরঙের কত কী দেখে | দেখে না শুধু আপনাকে |
মাঝরাতে ঘুম ভাঙার পর বাম পাশে আপনাকে না পেয়ে বুকে আকাশ সমান বোঝা নিয়ে আপনার স্ত্রী ঘুমিয়ে যায় | এভাবেই আপনার বয়স ৫০ পেড়িয়ে যাবে, স্ত্রীর চোখ ধূসর হয়ে আসবে |
হলো না আপনাদের কদম হাতে বৃষ্টিতে ভেজা
আর হলো না আঁকাবাকা রাস্তায় পা মিলিয়ে সামনে হাটা হলো না | সন্তান বুকে নিয়ে ঘুমানো|
হলো টাকার পাহাড়, বিষের পাহাড়, বিষাদের পাহাড় | যার চাপায় পিষে যাবে কতগুলো রঙিন স্বপ্ন, পিষে যাবে স্ত্রীর প্রেম, খসে যাবে আপনার যৌবন ।


©Black kat

Address

Mirpur/10
Mirpur
1216

Alerts

Be the first to know and let us send you an email when Black Kat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category