18/08/2024
"স্বামী সারাদিন কাজ শেষে ফিরে দেখলো তার ৩ বাচ্চা আগের দিনের জামাকাপড় পড়ে বাসার সামনে ধুলাবালির মধ্যে খেলছে। বাড়ির সামনে কিচেনের ময়লার ব্যাগ ভর্তি ময়লা রাখা। পচা গন্ধ আর মাছির ভনভন সেখানে। অবাক হয়ে সে তাড়াতাড়ি বাসার খোলা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করল।
ভেতরের অবস্থা আরো করুণ। বাসা তো নয় যেন যুদ্ধক্ষেত্র। ভাঙা বালবের কাচের টুকরা মেঝেতে ছড়ানো। কার্পেট টা দেয়ালের সাথে দলা করে রাখা। বাচ্চাদের খেলনা সমস্ত ঘরে ছড়ানো ছিটানো। টিভিতে হাই ভলিউম এ কার্টুন চ্যানেল চলছে। জানালার গ্রিল এ, খাটের নিচে, সোফার উপর জামাকাপড়, ছড়িয়ে আছে। কিচেনের অবস্থা আরো ভয়াবহ। সিংক ভর্তি রাতের, সকালের আধোয়া বাসনকোসন। মেঝেতে নাশতার অবশিষ্টাংশ পড়ে আছে, সেখানেও মাছি উড়ছে। ফ্রিজের দরজা অর্ধেক খোলা; সামনে জুসের বোতল, চকোলেট এর খালি প্যাকেট ছড়ানো।
এসব দেখে লোকটা বলে উঠলো, 'ইয়া আল্লাহ্। এ কি অবস্থা!' বাথরুম থেকে পানি পড়ার শব্দে ভাবলো তার বউ বুঝি সেখানে। গিয়ে দেখে বাথরুমের খোলা দরজা দিয়ে পানি উপচায়ে পড়ছে। ভেতরে পানির কল খোলা। ভেজা গামছা, জামাকাপড় পড়ে আছে। বালতি ভর্তি সাবান পানি। টুথপেস্ট এর মুখ খোলা, ব্রাশ গুলো বেসিনে পড়ে আছে। একগাদা টয়লেট পেপার ভিজে ত্যানা হয়ে ভাসছে মেঝের পানি তে। বেসিনের আয়নায় টুথপেস্ট লেগে আছে।
এসব ফেলে দ্রুত সে বেড রুমের দিকে দৌড় দিলো। তার বুক ধড়ফড় করছিল অজানা আশংকায়।
কাপা হাতে সে বেডরুমের পর্দা সরিয়ে যেন আকাশ থেকে পড়লো। দেখলো..... তার বউ বিছানায় পায়ের উপর পা তুলে আরাম করে শুয়ে আছে; হাতে একটা ম্যাগাজিন, চোখ তার সেখানেই। স্বামী কে দেখলো সে। তারপর একটা মৃদু হাসি দিয়ে বলল, "ওহ, তুমি এসে গেছ?"
স্বামী উত্তরে বলল, "বাসার এ কি দুর্দশা? কোন মানুষ বাস করে এখানে?"
বউ আর একবার মুচকি হাসি দিয়ে বলল, "তুমি তো প্রায়ই আমাকে বল যে, বাসায় থেকে সারাদিন আমি কোন কাজটা করি।" স্বামীর মনে পড়লো, হ্যা তাই তো। গতকাল ও বউ কে বলেছিল এটা সে। স্বামীর অবাক মুখের সামনে বউ এবার বলল, " তাই আমি রোজ যা যা করি তা আর আজ করিনি...।"
আমাদের জীবনে স্বামী, স্ত্রী বা আপনজনের যা ভূমিকা তা যেন আমরা ছোট করে না দেখি। কারন, সবার যার যার অবদানেই আমাদের জীবনটার রুটিন ঠিকঠাক চলে; জীবনের সুর, তাল, লয় ঠিক থাকে।"
© Black Kat