Dr. Sumaiya Simu

Dr. Sumaiya Simu 30,00,000 people like this
আমি Dr. Sumaiya Simu

05/10/2025

যে পা কোরআনের ওপর উপর উঠে!
সে পা জমিনে চলার স্বাধীনতা হারিয়ে ফেলে!

ভুক্তভোগী নারী একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। প্রায় তিন বছর আগে তার দাম্পত্য জীবনের ইতি ঘটে এবং তিনি তালাকপ্রাপ্...
19/09/2025

ভুক্তভোগী নারী একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। প্রায় তিন বছর আগে তার দাম্পত্য জীবনের ইতি ঘটে এবং তিনি তালাকপ্রাপ্ত হন। তালাকের পর নতুন করে জীবন গড়ার লক্ষ্যে তিনি কর্মজীবনে প্রবেশ করেন। সেই কর্মস্থলেই এক ব্যক্তির সাথে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে আস্তে আস্তে তাদের মধ্যে একটি সম্পর্ক গড়ে ওঠে।

নারীটি বিশ্বাস করতেন যে, যিনি তার সাথে সম্পর্কে জড়িয়েছেন, তিনিও তালাকপ্রাপ্ত। সময়ের সাথে সাথে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে থাকে। পুরুষটি তাকে একাধিকবার আশ্বাস দেন যে শিগগিরই তিনি বিয়ে করবেন। কিন্তু এক বছরের বেশি সময় ধরে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও তিনি বিয়ে করেননি এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক চালিয়ে যান।

এসময় একবার ভুক্তভোগী নারী গর্ভবতী হন। কিন্তু পুরুষটি জোরপূর্বক সেই গর্ভপাত ঘটান। এরপরও বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক চালিয়ে যান। হঠাৎ করে প্রায় দুই মাস আগে পুরুষটি সকল যোগাযোগ বন্ধ করে দেন। এমনকি তিনি যেখানে চাকরি করতেন সেই প্রতিষ্ঠান থেকেও পদত্যাগ করে অদৃশ্য হয়ে যান।

নারীটি অনেক চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করতে পারেননি। পরবর্তীতে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন যে— পুরুষটির আসলে সংসার আছে, স্ত্রী ও সন্তান রয়েছে, এবং তিনি কখনোই তালাকপ্রাপ্ত ছিলেন না। অর্থাৎ, তিনি দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে ভুক্তভোগী নারীকে মিথ্যা আশ্বাস দিয়ে সম্পর্ক চালিয়েছেন।

এ ধরনের প্রতারণা মেনে নেওয়া সম্ভব নয় বিধায় নারীটি আইনি সহায়তা গ্রহণের সিদ্ধান্ত নেন। আমাদের আইনজীবী টিম তার পক্ষে আদালতে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে আদালত প্রতারক পুরুষটির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তারের প্রক্রিয়ায় রয়েছে। আশা করা যায় খুব দ্রুতই তিনি আইনের আওতায় আসবেন এবং ভুক্তভোগী নারী ন্যায়বিচার পাবেন।।
তাছাড়া আর কি পদক্ষেপ নেয়া যায় বলে আপনারা মনে করেন। দয়া করে কমেন্টে জানান।

10/09/2025

হঠাৎ করে পুরো একটা জেনারেশন জামাত শিবির হয়ে গেলো?!
ব্যাপারটা জিতার চেয়েও সুন্দর 😴

সাধক নূরাল পাগল, ১৪ দিন পর্যন্ত কবরে ছিলেন, বিজ্ঞান মতে এই গরমে সাধারণ দেহ ৪ দিনে ফুলে ফেঁপে দুর্গন্ধ ছড়াবে, কিন্তু সাধক...
08/09/2025

সাধক নূরাল পাগল, ১৪ দিন পর্যন্ত কবরে ছিলেন, বিজ্ঞান মতে এই গরমে সাধারণ দেহ ৪ দিনে ফুলে ফেঁপে দুর্গন্ধ ছড়াবে, কিন্তু সাধক নূরাল পাগল এর দেহ ১৪ দিনেও অক্ষত ছিলো।

🇧🇩 আগামী ৭ দিন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়।এই মুহূর্তে আমাদের সবার প্রথম দায়িত্ব হচ্ছে সতর্ক থাকা এবং ঐক্যব...
31/08/2025

🇧🇩 আগামী ৭ দিন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়।
এই মুহূর্তে আমাদের সবার প্রথম দায়িত্ব হচ্ছে সতর্ক থাকা এবং ঐক্যবদ্ধ থাকা।

👉 গুজব বা ভুয়া খবর ছড়াবেন না,
👉 সত্য তথ্য যাচাই করে শেয়ার করুন,
👉 শান্তি ও শৃঙ্খলা রক্ষা করুন।

আমাদের ঐক্যই দেশের শক্তি। ✊
সতর্ক থাকুন, ঐক্যবদ্ধ থাকুন – বাংলাদেশ বাঁচুক, বাংলাদেশ এগিয়ে যাক। 🇧🇩

নুরুর সবকিছু বিকাশে হলেও, মাইরটা কিন্তু খাইছে নগদে😅
29/08/2025

নুরুর সবকিছু বিকাশে হলেও,
মাইরটা কিন্তু খাইছে নগদে😅

24/08/2025

আসসালামুআলাইকুম
সবাই কেমন আছেন?

📌 সম্পত্তি ও মিরাসের হিসাব – কার অধিকার কতটা?আমার চাচার ঢাকায় একটি ৫ তলা বিল্ডিং আছে। তিনি তার ৫ মেয়ের নামে উইল করে দিয়ে...
13/08/2025

📌 সম্পত্তি ও মিরাসের হিসাব – কার অধিকার কতটা?

আমার চাচার ঢাকায় একটি ৫ তলা বিল্ডিং আছে। তিনি তার ৫ মেয়ের নামে উইল করে দিয়েছেন। চাচার কোনো ছেলে নেই।

আমি চাচাকে জিজ্ঞেস করলাম—

> “চাচা, মেয়েরা তো ইসলামী মিরাস অনুযায়ী অর্ধেক অংশ পাবে। বাকিটা তো আপনার ভাই, ভাতিজা বা অন্য উত্তরাধিকারদের প্রাপ্য!”

চাচা উত্তর দিলেন—

> “এই বিল্ডিং আমি নিজের উপার্জিত টাকা দিয়ে করেছি, তাই এতে অন্য কারও কোনো অংশ নেই।”

এখন প্রশ্ন হলো— ইসলামী মিরাস অনুযায়ী চাচার মৃত্যুর পর এই বিল্ডিংয়ের অংশীদার কারা হবেন?
আমাদের কি এখানে হক আছে? থাকলে কীভাবে সেটা আদায় করা যাবে❓

📖 আপনার মতামত ও জ্ঞান শেয়ার করুন — যাতে বিষয়টি সঠিকভাবে বোঝা যায়।

13/08/2025

শুভ সকাল

07/08/2025

বান্দার চোখের পানি নাক পর্যন্ত আসার আগেই আল্লাহ সব দোয়া কবুল করে নেন।
♡ সুবহানাল্লাহ ♡

তাহাজ্জুদ প্রতিযোগিতা আমার শাশুড়ির সাথেযখন জানতে পারলাম আমি গর্ভবতী, আমি গোপনে একটি ছেলের জন্য দোয়া করতাম। আমি আমার ছোট...
07/08/2025

তাহাজ্জুদ প্রতিযোগিতা আমার শাশুড়ির সাথে

যখন জানতে পারলাম আমি গর্ভবতী, আমি গোপনে একটি ছেলের জন্য দোয়া করতাম। আমি আমার ছোট বোনকে নিজের সন্তানের মতো বড় করেছি—তাই এবার আমি শুধু একজন ছেলেকে বড় করার আনন্দ অনুভব করতে চেয়েছিলাম।

কিন্তু আমার শাশুড়ির ছিল অন্য পরিকল্পনা। তিনি সব সময় একটি কন্যা সন্তানের স্বপ্ন দেখতেন, কিন্তু কখনও তা পাননি।

তিনি হাসলেন এবং বললেন, “চলো, তাহাজ্জুদের প্রতিযোগিতা করি। তুমি একটি ছেলের জন্য দোয়া করো, আমি একটি মেয়ের জন্য দোয়া করবো। দেখি কে জেতে।”
আর সেই থেকেই আমরা দুজনেই রাতে শেষ অংশে আমাদের দোয়া ফিসফিস করে বলতে শুরু করলাম।

প্রথম আল্ট্রাসাউন্ড… যমজ!
আমরা দুজনেই হাসলাম এবং কেঁদে ফেললাম। যেন আল্লাহ মৃদুস্বরে বললেন: প্রতিযোগিতার দরকার নেই। তোমরা দুজনেই জিতেছো।

একটি কন্যা শিশু। একটি পুত্র সন্তান।
আমার ছেলে দুর্বল ছিল এবং এনআইসিইউ-তে থাকতে হয়েছিল।
কিন্তু আলহামদুলিল্লাহ, আজ তারা দুজনেই সুস্থ এবং তিন বছর বয়সে পদার্পণ করছে—আমাদের দ্বিগুণ আনন্দ, আমাদের দ্বিগুণ দোয়ার ফল।

তাহাজ্জুদ সত্যিই এক অসাধারণ কিছু!

— ঘটনাটি সংগ্রহ করে অনুবাদ করা হয়েছে

Address

42/1
Mirpur
1310

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sumaiya Simu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category