দৈনিক খবরের সন্ধানে

দৈনিক খবরের সন্ধানে Welcome to my page.

💖🥀
22/09/2025

💖🥀

তাহ'সান খানের প্রা'ক্ত'ন স্ত্রী রাফিয়াত রশিদ মি'থিলা রুপে-গুণে অনন্যা টাইপ হলেও দেশের মানুষ তাকে একদম ই পছন্দ করেন না! ত...
21/09/2025

তাহ'সান খানের প্রা'ক্ত'ন স্ত্রী রাফিয়াত রশিদ মি'থিলা রুপে-গুণে অনন্যা টাইপ হলেও দেশের মানুষ তাকে একদম ই পছন্দ করেন না! তিনি পিএইচডি ডিগ্রী নিয়ে ইউনিভার্সিটিতে শিক্ষকতা করে কিংবা জাতিসংঘের হয়ে চাকরী করলেও মানুষ কেনো যেন তাকে পজিটিভলি নিতেই পারে না!

অথচ তাহসান খান এর বর্তমান স্ত্রী-রোজা আহমেদ,যিনি পেশায় একজন মেক আপ আর্টিস্ট, শিক্ষাগত যোগ্যতার হয়তো মিথিলার থেকে কিছুটা পিছিয়েই আছেন, আবার তার বাবাকে নিয়েও বাংলাদেশে শোনা যায় নানান চাঞ্চল্যকর তথ্য, তার বাবা ছিলেন এক সময়ের কুখ্যাত অপরাধীদের একজন! অথচ তাও মানুষ রোজা আহমেদ কে গ্রহণ করেছে দারুণ ভাবে, তাহসান এর স্ত্রী বলেই নয় মানুষ হিসেবেও রোজা আহমেদ কে সবাই পছন্দ করে! কি অদ্ভুত না বিষয় টা??

দর্শক বলুন তো সবাই কেনো মিথিলাকে এতোটা অপছন্দ করে অথচ রোজাকে এতো ভালোবাসায় সিক্ত করে?? আপনার কি মনে হয়??

শুভ রাত্রি সবাইকে 🥀🌹
19/09/2025

শুভ রাত্রি সবাইকে 🥀🌹

আলহামদুলিল্লাহ শুভ সকাল 🌿🌿🥀🍀❤️
12/09/2025

আলহামদুলিল্লাহ শুভ সকাল 🌿🌿🥀🍀❤️

পরীর পরিপূর্ণ পরিবার ❤️🥰
10/09/2025

পরীর পরিপূর্ণ পরিবার ❤️🥰

10/09/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

10/09/2025

মধু মালতি ডাকে আয় 💖👌👌

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই 🌿🍀🌺
09/09/2025

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই 🌿🍀🌺

08/09/2025

বাবাকে সরকারি হাসপাতালের সামনে রেখে ছেলে পালিয়ে গেল হায়রে সন্তান 😢

একজন পুরুষ মানুষের জীবন অনেকটা খেজুর গাছের মতো — আদর পায় না, যত্ন পায় না, কেউ জল দেয় না, সার দেয় না, গোড়ায় মাটি দে...
08/09/2025

একজন পুরুষ মানুষের জীবন অনেকটা খেজুর গাছের মতো — আদর পায় না, যত্ন পায় না, কেউ জল দেয় না, সার দেয় না, গোড়ায় মাটি দেয় না। সে নিজের পায়ের তলার মাটি নিজেই শক্ত করে অযত্নে অবহেলায় বেড়ে ওঠে।

বেড়ে ওঠার পর তার কাছে প্রত্যাশা অনেক। তার ফল খুব মিষ্টি, তার রসের জন্য হাহাকার! তার রস থেকে তৈরি গুড় অনেক বেশি উপকারি আর সুস্বাদু। রসের জন্য তাকে বছরের পর বছর ক্ষতবিক্ষত করা হয়। যতদিন বেঁচে থাকে তাকে কাটা হয়, তার রস এক ফোঁটা এক ফোঁটা করে নিংড়ে নেওয়া হয়। রস নেওয়া শেষ হলে তার আর কোনো কদর থাকে না, একাকী পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে!

জীবন শেষ করার পর জ্বালানী কাঠ হিসেবে তাকে কাজে লাগানো হয়, দাউ দাউ আগুনে সে জ্বলেপুড়ে ছারখার হয়ে যায়।

কিন্তু খেজুর গাছ কোনো অভিযোগ করে না, প্রতিবাদ করে না, বিনিময়ে ভালোবাসা চায় না, কোনো কিছু প্রত্যাশাও করে না — শুধু ফল দিয়ে যায়, রস দিয়ে যায় আর মাথা নিচু করে সবার প্রয়োজন মিটিয়ে যায়।💔

খেজুর গাছসম পুরুষদেরকে স্যালুট জানাই। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, অন্তত তাদের পরিবারের জন্য হলেও। 😥🥀💔

"জীবনের কাছে হেরে গেলাম" লিখে যে ছেলেটা বা মেয়েটা ম'রে গেল তাকে হয়তো কেউ বলেনি, জিতে যাওয়া মানেই জীবন নয়, হেরে যাওয়া...
07/09/2025

"জীবনের কাছে হেরে গেলাম" লিখে যে ছেলেটা বা মেয়েটা ম'রে গেল তাকে হয়তো কেউ বলেনি, জিতে যাওয়া মানেই জীবন নয়, হেরে যাওয়ার মধ্যেও থাকে বেঁচে থাকার আনন্দ।

ডেল কার্নেগি, শিব খেরা-রা বারবার একটা কথাই বলেছেন, তুমিও জিতবে। শক্ত হও। উঠে দাঁড়াও। দৌড়াও। জিততে তোমাকে হবেই।

কিন্তু কেউ বলে না...তুমিও হারবে। তুমিও তো র'ক্ত মাংসেরই মানুষ, তোমারো ক্লান্ত লাগবে।
একটু বসো। এখন আর উঠে দাঁড়ানোর দরকার নেই। সবসময় দৌড়াতে হয় না। খানিকটা জিরিয়ে নাও। অনেকক্ষণ তো শক্ত থেকেছ, এবার একটু নরম হও — একথা কেউ বলে না।

বলে না বলেই ফুলের মতো ছেলেমেয়েগুলো ঝুলে পড়ে। কেউ প্রেমের জন্য, কেউ টাকার জন্য, কেউ রেজাল্ট বা চাকরির জন্য, কেউ বা একটুখানি স্নেহ ভালোবাসার জন্য। তাইতো কবি এক বুক কষ্ট নিয়ে লিখেছেন,

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মা'রা যাবো
খুব ছোট একটি স্বপ্নের জন্যে
খুব ছোট দুঃখের জন্যে
আমি হয়তো মা-রা যাবো কারো ঘুমের ভেতরে
একটি ছোট --দীর্ঘশ্বাসের জন্যে
একফোঁটা -- সৌন্দর্যের জন্যে। 💔

আমাদের চারপাশের প্রতিটা মানুষের ছোট হলেও একটা স্বপ্ন থাকে। তারা একটুখানি সহানুভূতি পেতে চায়, এক চিলতে রোদ্দুর চায়, একফোঁটা ভালোবাসা বুকে নিয়ে বেঁচে থাকতে চায়।

মা, বাবা, শিক্ষক, অভিভাবক, বন্ধু, সমাজ আপনাদের সবার কাছে অনুরোধ...জিতে যাওয়ার মোটিভেশন দেন — তাতে সমস্যা নাই, কিন্তু হেরে যাওয়াদের কথাও একটু বলেন। পৃথিবীতে সবাই জিততে আসে নাই। সবার জেতার দরকারও নাই। কিন্তু প্রত্যেকেই বাঁচতে চায়।

পৃথিবীর আলো, বাতাস, জল বা জোৎস্নায় সবার সমান অধিকার আছে। জিতে যাওয়া মানুষটার যেমন হাসার অধিকার আছে, তেমনি হেরে যাওয়া লোকটারও অধিকার আছে মন খুলে কাঁদার।
জয়ের মালা বিজয়ীদের জন্য থাকুক, ওটার ভাগ কেউ চায় না! তাই বলে হেরে যাওয়া মানুষটার ওপর থেকে এক টুকরো মেঘের ছায়া কেড়ে নেওয়ার অধিকার কারো নেই। কারো নেই। 🖤🥀💔

শুভ সকাল সবাই কেমন আছেন 🍀🌿🍁🥀
07/09/2025

শুভ সকাল সবাই কেমন আছেন 🍀🌿🍁🥀

Address

Mirpur
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক খবরের সন্ধানে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share