Tanju & Yeamin

Tanju & Yeamin Assalamu Alaikum! Welcome to our journey! � This page is all about exploring life’s joys through cooking, shopping, eating, and traveling.

Join us as we share fun moments, tips, and adventures. Let's make everyday life extraordinary together ��

এই মর্মে ঘোষনা করছি যে আমি ফেসবুক বা মেটাকে আমার কোন ব্যক্তিগত তথ্য বা ছবি ব্যবহার করার অনুমতি দিচ্ছি না। আগামিকাল একটি ...
31/07/2025

এই মর্মে ঘোষনা করছি যে আমি ফেসবুক বা মেটাকে আমার কোন ব্যক্তিগত তথ্য বা ছবি ব্যবহার করার অনুমতি দিচ্ছি না। আগামিকাল একটি বড় দিন। এটা অফিসিয়াল। সকাল৮- ১০ মিনিটে স্বাক্ষর করা হয়েছে। এটা টিভিতে দেখানো হয়েছে ভুলে যাবেন না, আগামিকাল থেকে নতুন ফেসবুকে নিয়ম (অর্থাৎ নতুন নাম, মেটা) চালু হচ্ছে, যার অধিনে কম্পানি আপনার ছবি গুলো ব্যবহার করতে পারবে।মনে রাখবেন, এই সময়সীমা আজই শেষ।

ফেসবুক (মেটা)এখন একটি পাবলিক প্রতিষ্ঠান। প্রতিটি সদস্যকে এরকম একটি ঘোষনা পোষ্ট করতে হবে। যদি আপনি অন্তত একবারও এরকম কোনো বিবৃতি প্রকাশ না করেন তাহলে প্রযুক্তিগতভাবে এটি ধরে নেওয়া হবে যে আপনি আপনার ছবি এবং প্রোফাইল তথ্য ব্যবহারের অনুমতি দিয়েছেন।

30/07/2025

উপরে আমাকে দেখতে ভালো মনে হলেও, ভিতরে ভিতরে আমার একটা বিয়ের দাওয়াত প্রয়োজন।

আজ হাতটা কেটে গেল, আর রক্ত যেন থামতেই চাইছিল না।ছোট একটা ক্ষত, কিন্তু তাতে মনে পড়ল বড় একটা ক্ষত — এই দেশের বিবেকের ক্ষত।...
30/07/2025

আজ হাতটা কেটে গেল, আর রক্ত যেন থামতেই চাইছিল না।
ছোট একটা ক্ষত, কিন্তু তাতে মনে পড়ল বড় একটা ক্ষত — এই দেশের বিবেকের ক্ষত।

একটা ডাক্তারের দোকান খোলা পেয়েছিলাম, কিন্তু টাকা নেই বলায় তার মুখে যে অস্বস্তি দেখলাম, সেটা যেন কষ্টের চেয়েও বেশি কষ্ট দিল।
“পরে টাকা দিয়ে দেব”— এতটুকু বিশ্বাস যেন আজকের সমাজে বিলাসিতা।
এই ছোট্ট অভিজ্ঞতাই মনে করিয়ে দিল আরেকটা বড় বাস্তবতাকে।

কয়েকদিন আগের বিমান দুর্ঘটনার কথা মনে পড়ে গেল।
মানুষ যখন জীবন নিয়ে লড়ছে, তখনও কেউ কেউ পানি বিক্রি করছিল দ্বিগুণ দামে।
কেউ সাহায্য না করে ক্যামেরা তাক করছিল।
কেউ দুর্ঘটনাকে বানিয়ে ফেলছিল কনটেন্ট।

একটা দেশের উন্নতি শুধু বিল্ডিং দিয়ে হয় না, হয় মানুষের আচরণ দিয়ে।
আজ আমার হাতের রক্ত আর সেই দুর্ঘটনার ধ্বংসাবশেষ — দুইটাই যেন একই কথা বলছে:
আমরা বেঁচে আছি, কিন্তু কীভাবে বাঁচছি?

#একটু_মানবতা #আজকের_উপলব্ধি #বিমানদুর্ঘটনা #আমরা_কি_আসলে_বাঁচছি #ভরাবাড়ানো_পানি

Kew bolba atar mane ki 😌
30/07/2025

Kew bolba atar mane ki 😌

একদিনের জ্বর,দ্বিতীয় দিনে ঠোঁট,মুখ ও চোখে এরকম অবস্থা।সাসপেক্টেড ড্রাগ রিএকশন কিন্তু সাড়াশি অভিযানের পরেও "জ্বর উঠছে তাই...
26/07/2025

একদিনের জ্বর,দ্বিতীয় দিনে ঠোঁট,মুখ ও চোখে এরকম অবস্থা।সাসপেক্টেড ড্রাগ রিএকশন কিন্তু সাড়াশি অভিযানের পরেও "জ্বর উঠছে তাই একটা নাপা খাইছে" পড়ে কোনো ড্রাগের হিষ্ট্রি পাওয়া গেলো না।

আমরা পেশেন্ট ভর্তি নিলাম এবং পরের দিন অবস্থা আরও খারাপ হতে শুরু করলো।শরীরের বিভিন্ন জায়গায় বুলাস লেশন(Bullous lesion-অনেকে ফুসকুড়ি বলে থাকেন) দেখা গেলো।এ ধরনের লেশন ড্রাগ রিএকশনেও হয় আবার ইমিউন হাইপারসেন্সিটিভিটিতেও হতে পারে।

যেহেতু সিগনিফিক্যান্ট ড্রাগ খাওয়ার হিষ্ট্রি নাই এবং বুলাস লেশন হতে পারে ইমিউন বুলাস ডিজিজগুলোতে।কিন্তু বয়স এবং অন্যান্য লক্ষনের সাথে সে রোগও প্রমাণ করা যাচ্ছে না।

কনফার্মেশনের জন্য স্কিন ডিপার্টমেন্টের শরনাপন্ন হলাম।উনারা বায়োপসি ফর হিস্টোপ্যাথলজি এবং DIF(Direct Immunofluorescence) দিলেন।

ফাইনালি,বায়োপসিতে আসলো ড্রাগ রিএকশনের কারনেই হইছে।এবং সেই একটা ড্রাগের নাম "নাপা"।

যেহেতু নাপা মানুষ মুড়ির মত খায় এবং এটা একটা OTC(drugs you can buy without a prescription) ড্রাগ। তাই নাপার কারনে এমন হতে পারে আমাদের চিন্তাতেও ছিলো না।

"নিরীহ নাপা"ও মারনঘাতি হতে পারে এরকম কপাল হয়তো খুবই অল্পকিছু মানুষের আছে।পৃথিবীর বুকে এই ছেলেটাও সেই বিরল কিছু মানুষের একজন।
collect

জিরা গরম পানিতে ফুটিয়ে খেলে.......👉 হজম শক্তি বাড়ে, গ্যাস্ট্রিক ও বদহজম দূর হয়।👉 শরীরের টক্সিন দূর করে, লিভার পরিষ্কা...
24/07/2025

জিরা গরম পানিতে ফুটিয়ে খেলে.......
👉 হজম শক্তি বাড়ে, গ্যাস্ট্রিক ও বদহজম দূর হয়।
👉 শরীরের টক্সিন দূর করে, লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে।
👉 ওজন কমাতে সহায়ক, বিশেষ করে পেটের চর্বি ঝরাতে কার্যকর।
👉 ঋতুস্রাবের সমস্যা ও পেটব্যথা কমাতে সাহায্য করে।
👉 রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে।

প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস জিরা ফুটানো গরম পানি খেলে ভালো উপকার পাওয়া যায়।
Collect

এক শিশুকে দেখলাম!পুরো শরী'রে আগুনে পুড়ে গেছে তাও কাঁধ থেকে ব্যাগ নামাচ্ছে না, সে হয়তো ভাবছে বই খাতা গুলো পুড়ে গেলে সে...
22/07/2025

এক শিশুকে দেখলাম!
পুরো শরী'রে আগুনে পুড়ে গেছে তাও কাঁধ থেকে ব্যাগ নামাচ্ছে না, সে হয়তো ভাবছে বই খাতা গুলো পুড়ে গেলে সে আর স্কুলে যাবে কী নিয়ে!🥺🥺 আফসোস সেই শিশু টা ও মা'রা গেছে!
আল্লাহ এই ফুলের মত শিশু গুলোকে জান্নাতের ফুল করে রাখুক! আমিন...!💔😅প্রায় দুবছর ধরে গাজার মানুষ প্রতিদিন যা নিচ্ছে, একদিন নিতে গিয়ে পুরো জাতি স্তব্ধ হয়ে গেছি। 😓

আজকে সারাদিন নিউজফিডে কোনো ট্রল, জোক, সার্কাজম পোস্ট কিছুই নেই।
তেমন কেউ নিজের ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করিনি। চেক ইন নেই, স্টোরি দিইনি।
ওয়াচিং অমুক মুভি, তমুক সং কেউ শেয়ার করিনি।

আজ হা হা রিয়েক্ট দেওয়ার মত কোনো কন্টেন্ট আজ কেউ আপলোড করেনি
আজকে সোশ্যাল মিডিয়ায় অনর্থক হাসি মজা নেই। অশ্লীলতা নেই। প্রেম প্রণয় নেই। 🙂

"দেখুন জীবন আসলে কিছুই না” 💔

সৃষ্টিকর্তা চাইলে এত হাসি আনন্দ বিনোদনের আয়োজন, ভোগ সামগ্রীর স্বাদ এক ঝটকায় নিয়ে নিতে পারেন। 😫

বিপদ আসলে আমরা কত সিরিয়াস হয়ে যাই। 🙏
আর বিপদ কেটে গেলে আমি হয়ে যাই উৎফুল্ল। বিস্মৃত।🙂🥀

22/07/2025
মৃত্যুর সংখ্যা ১২০+ (প্রতক্ষ্যদর্শী)২ তালা ভবন — ১ম তলায় ৩য়,৪র্থ,৫ম শ্রেণি — ২য় তলায় ৬ষ্ঠ,৭ম,৮ম শ্রেণি আমি কোন ক্লাসরুমে...
22/07/2025

মৃত্যুর সংখ্যা ১২০+ (প্রতক্ষ্যদর্শী)

২ তালা ভবন
— ১ম তলায় ৩য়,৪র্থ,৫ম শ্রেণি
— ২য় তলায় ৬ষ্ঠ,৭ম,৮ম শ্রেণি

আমি কোন ক্লাসরুমে ঢুকিনি যেন এক উত্তপ্ত কয়লার বাগারে ঢুকেছিলাম... ক্লাসের ঢুকার রাস্তায় বিমানের ধংসাবশেষ পড়ে বন্ধ... জানালা একটি— ভিতরে ৩০+ শিক্ষার্থী বেঞ্চে বসে...দেহ অর্ধ গলিত অবস্থায়...কেউ হাত নাড়ায় আর কেউ মাথা... এক সেনা সদস্য বাহিরে দিয়ে গ্রিল ভাঙ্গবার কথা বলা মাত্র ফায়ার সার্ভিসের কয়েকজন মিলে গ্রিল ভাঙ্গা শুরু করি.... কয়েকজনের হাত জানালার গ্রিলে ছিল (কারণ তারা বের হবার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে ছিল) কিন্তু আগুনের উত্তপ্তার কাছে জীবন দিতে হল তাদের...

জানালার গ্রিল ভাঙ্গবার সময় পাশে থাকার ২ জন সেনাসদস্য কাদঁছিল আর বলছিল, "এইযে মা !!! এইযে মা হয়ে গেসে আরেকটু এরপরই বের হতে পারবা " বলে বলে অজস্র কান্নায় ভেঙ্গে পড়তে দেখছি... হাত কাপছিল বাচ্চাগুলার মুখ দেখা মাত্র... বালতি দিয়ে নিচ থেকে পানি আনতে গেলে উপরে শব্দ পাই গ্রিল ভাঙ্গসে... ফায়ার সার্ভিসের সদস্যরা এক এক করে ঢুকে গেল আমাদের মাক্স ছিল না তাই মানা করসে আমরাও মানা শুনে ঢুকার সাহস করিনি... মাথা ঝিম খাওয়া ছিল, হাত কাপছিল আর হার্টবিট প্রচুর ফাস্ট হয়েগিয়েছিল... শুধু দেখলাম ফায়ার সার্ভিসের সদস্যরা বাচ্চা গুলোর হাত ধরে তুলতে গিয়ে হাত সাথে এসে পরতেসে আহহহহহহহহ.... নিজেকে ঐ সময় কিভাবে ঠিক রাখতে পেরেছিলাম তাই ভাবছি...

সমাজের কিছু শু'য়ো'রের বাচ্চার সাথেও দেখা হইসে যারা আহত কিন্তু সুস্থ অবস্থায় হেটে হেটে প্রথম ধাপে বের হইসে তাদের ভিডিও করছিল আর "আল্লাহ" "ইসসস" "আল্লাহ" করছিল... মূলত এদের সাথে সেনা সদস্যদের হাতাহাতিই দেখতে পেরেছেন হয়তো... এদের এইসব কর্মকান্ডের জন্য আর সারাক্ষণ বিভিন্ন পয়েন্টে মারামারি দেখতে পাইসি এবং আমার মতে উচিত হয়েছে....

— হে আল্লাহ!!!, " তুমি এরকম পরিস্থিতি আর বাংলাদেশের বুকেঁ না নামাও...আজ যত নিরীহ প্রাণ গুলো নিহত হয়েছে তারা শহীদ...জান্নাতের সর্বোচ্চ মকামে ওদের রেখো আর এই "বাংলাদেশ"কে এরকম আপদকালীন সমস্যাগুলো থেকে বের করার জন্য যা যা প্রয়োজন তা দিয়ে সমৃদ্ধশালী কর আর যারা এই দেশকে সমৃদ্ধশালী হওয়ায় বাধা হয়ে দাঁড়ায় তাদের উপর গ'জব নাযিল কর... আমিন

উত্তরা মাইলেস্টন কলেজ বিমান বিধ্বস্ত দূর্ঘটনা
২১/০৭/২০২৫ ; দেশের পাতার এক নির্মম কালো অধ্যায়।
Collect

দূর্ঘটনাস্থলে তখনও এম্বুলেন্স পৌঁছাতে পারেনি। তাই আশেপাশের মানুষজন পু*ড়ে যাওয়া বাচ্চাদের কোলে নিয়েই দৌড়াচ্ছিল হাসপাতালে ...
21/07/2025

দূর্ঘটনাস্থলে তখনও এম্বুলেন্স পৌঁছাতে পারেনি। তাই আশেপাশের মানুষজন পু*ড়ে যাওয়া বাচ্চাদের কোলে নিয়েই দৌড়াচ্ছিল হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে।

মেট্রো স্টেশন থেকে সবচেয়ে কাছের হাসপাতাল মন্সুর আলী মেডিকেল কলেজের রেগুলার ভাগা ৩০-৪০ টাকা। কিন্তু রিকশাওয়ালারা চাচ্ছিল ১২০ টাকা, ১৫০ টাকা।

মাইলস্টোন থেকে কাছাকাছি মর্ডান হাসপাতালে রেগুলার ভাড়া ২৫০-৩০০ টাকা, অথচ সিএনজিওয়ালারা চাচ্ছে ১০০০ টাকা, ১২০০ টাকা।

একজন লোক পু*ড়ে যাওয়া একটা বাচ্চাকে নিয়ে অনেকক্ষণ যাবত ঘুরছিল কিন্তু একটা রিকশাওয়ালা, সিএনজিওয়ালাও রেগুলার ভাড়ায় যেতে চাচ্ছিল না। তাদেরকে বেশি ভাড়াই দিতে হবে।

এমনকি একটা প্রাইভেট কার পর্যন্ত থামেনি পুড়ে যাওয়া মাসুম বাচ্চাগুলোকে নিয়ে যাওয়ার জন্যে। এইদিকে বাচ্চাগুলোর পুরো শরীর পো*ড়া,শরীরের মাংস গ*লে গ*লে পড়ার মতো অবস্থা।

বাচ্চাগুলো তখন পো*ড়া শরীর নিয়ে যন্ত্রণায় ছটফট করছিল, গোঙাচ্ছিল শুধু।

এদেশের মানুষগুলো এমন কেন.? বিপদ দেখলেই ওরা সবকিছুর দাম বাড়িয়ে দেয়। এদেশের মানুষগুলো সভ্য হবে কবে.?

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ফেসবুক ফ্রেন্ডরা অনেকেই পোস্ট সামনে পড়লেও লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না।
আমার অনুরোধ যে পোস্টগুলো দেখে আপনি কিছু শিখতে পারবেন সেগুলা সাথে সাথে শেয়ার করবেন।
আর যেগুলা আজাইরা মনে হবে সেগুলা আমারে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ উত্তর দিব। আরে পোস্ট গুলা বেশি বেশি শেয়ার করবেন যেগুলোতে আপনার কিছু মানুষ সাহায্য চাচ্ছে সেগুলো।
ধন্যবাদ 🌷🌺Bangladesh

ইজেক্ট করলে বাঁচতে পারতেন।একটা বোতাম টিপলেই তিনি আবার বাড়ি ফিরতে পারতেন। কিন্তু Flight Lieutenant Towkir ফিরলেন না। তার...
21/07/2025

ইজেক্ট করলে বাঁচতে পারতেন।
একটা বোতাম টিপলেই তিনি আবার বাড়ি ফিরতে পারতেন। কিন্তু Flight Lieutenant Towkir ফিরলেন না। তার সাথে ফিরলেন না শত শিক্ষার্থী। তিনি থেকে গেলেন, শেষ মুহূর্ত অবধি ...জীবনের চেয়েও বড় কিছু রক্ষা করতে। তিনি সবাইকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু সফল হয়ার আগে বিমান বিল্ডিং এর সাথে ধাক্কা লেগে ধুমরে পরে মাইলস্টোন স্কুলে। ফলে প্রাণ যায় শত শিক্ষার্থীর।

একটা পুরনো F-7,যেটা আকাশে থাকার কথা না ২০২৫ সালে। দুর্নীতির প্রতীক হিসাবে উড়ছে, কারণ দুর্নীতি আকাশ ছুঁয়েছে ।

ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আকাশে মারা যাননি।

তিনি মরে গিয়েছিলেন আরও আগে, যখন বাজেট চুরি হয়েছিল।যখন ১৯৭৬ সালের বিমান দিয়ে আজও ট্রেনিং করানো হচ্ছিল।

তাঁকে বাঁচার সুযোগ দেওয়া হয়নি।

সিস্টেম তাঁর জন্য কিছু রাখেনি শুধু ঝুঁকি আর পুরনো লোহা ছাড়া

এই দুর্ঘটনা না।

এটা অন্যায়।

এটা খুন।

আজ শুধু একজন পাইলট না,

নিচে থাকা নিষ্পাপ শিক্ষার্থীরাও জীবন হারিয়েছে।এই মৃ'ত্যু দুর্ঘটনা নয়। এটা ব্যর্থতা। এটা দুর্নীতি। এটা বিশ্বাসঘাতকতা।
Collect

বাচ্চারা দুষ্টামি করবে, বই ছিঁড়বে, লাফাবে, ঘর উল্টে দেবে… এটাই তো তাদের শিখবার, আবিষ্কার করার সময়!!এটাকে আসলে দুষ্টামি ব...
21/07/2025

বাচ্চারা দুষ্টামি করবে, বই ছিঁড়বে, লাফাবে, ঘর উল্টে দেবে… এটাই তো তাদের শিখবার, আবিষ্কার করার সময়!!

এটাকে আসলে দুষ্টামি বলেনা,এগুলোই বাচ্চাদের কাজ।তারা এভাবেই শিখে!!কিন্তু আমরা বড়রা এটার নাম দিয়েছি দুষ্টামি! 😔
আমরা হয়তো ক্লান্ত হই, বিরক্ত হই, রাগও করি কখনও কখনও। কিন্তু একটু থেমে যদি ভাবি, এই দুষ্টামির দিনগুলোই তো একদিন আমাদের সবচেয়ে বেশি মনে পড়বে!!

একদিন সে বড় হবে…
বই ছেঁড়া নয়, পড়া নিয়ে ব্যস্ত থাকবে।
লাফানো নয়, সময়মতো অফিস যাবে।
তখন আমরা হয়তো চাইবো, “ইশ্‌, আরেকবার যদি সেই ছোট্ট দুষ্টু ছেলেটা ঘরের বই ছিঁড়ে দিত!”🥺

দুষ্টামি হোক, বাড়ুক তার কৌতূহল,কারণ এটাই তো ওর বেড়ে ওঠার গল্প। ❤️

যদিও বাচ্চার এসব কাজকর্মে ,মা-বাবা বিরক্ত হন না, তার থেকে অন্যরা বেশি বিরক্ত হন আর বলেন আমাদের বাচ্চারা এগুলো করেনি!!এখনকার বাচ্চারা বেশি দুষ্ট!!

কিন্তু বিষয়টা হচ্ছে,আপনাদের বাচ্চারাও এগুলোই করতো,আপনারা এখন ভুলে গিয়েছেন শুধু!🙏🙏

তাই বলবো,বাচ্চাদেরকে বাচ্চাদের মত বড় হতে দিন,তাদের থেকে মুরুব্বীদের মত আচরণ আশা করবেন না!🙏🙏
collect

Address

Mirpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanju & Yeamin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share