02/08/2025
ঢাকার সেরা ২০ কলেজ (শিক্ষা মানের ভিত্তিতে)
এডুকেশন ওয়াচ ঢাকার সেরা ২০ কলেজের তালিকা প্রকাশ করেছে। জিপিএ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি সাফল্য, অবকাঠামো, সহশিক্ষা কার্যক্রম ও রাজনীতি পরিস্থিতি বিবেচনায় এই তালিকা তৈরি করা হয়েছে।
আলফাবেটিক্যাল ক্রমে কলেজগুলো:
1. আদমজী ক্যান্টনমেন্ট কলেজ
2. বিএএফ শাহীন কলেজ
3. বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ
4. ঢাকা সিটি কলেজ
5. ঢাকা কলেজ
6. ঢাকা কমার্স কলেজ
7. ঢাকা ইমপেরিয়াল কলেজ
8. ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ
9. ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজ
10. তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজ
11. হলিক্রস কলেজ
12. মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
13. মাইলস্টোন কলেজ
14. মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ
15. নটরডেম কলেজ
16. রাজউক উত্তরা মডেল কলেজ
17. শহীদ বীর উত্তম আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ
18. সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
19. সিদ্ধেশ্বরী কলেজ
20. ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ
সম্পাদক মো. খলিলুর রহমান জানান, এই তালিকা শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য সহায়ক হবে।