DCC SQUAD

DCC SQUAD A virtual society of DCCIAN

02/08/2025

ঢাকার সেরা ২০ কলেজ (শিক্ষা মানের ভিত্তিতে)
এডুকেশন ওয়াচ ঢাকার সেরা ২০ কলেজের তালিকা প্রকাশ করেছে। জিপিএ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি সাফল্য, অবকাঠামো, সহশিক্ষা কার্যক্রম ও রাজনীতি পরিস্থিতি বিবেচনায় এই তালিকা তৈরি করা হয়েছে।
আলফাবেটিক্যাল ক্রমে কলেজগুলো:

1. আদমজী ক্যান্টনমেন্ট কলেজ
2. বিএএফ শাহীন কলেজ
3. বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ
4. ঢাকা সিটি কলেজ
5. ঢাকা কলেজ
6. ঢাকা কমার্স কলেজ
7. ঢাকা ইমপেরিয়াল কলেজ
8. ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ
9. ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজ
10. তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজ
11. হলিক্রস কলেজ
12. মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
13. মাইলস্টোন কলেজ
14. মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ
15. নটরডেম কলেজ
16. রাজউক উত্তরা মডেল কলেজ
17. শহীদ বীর উত্তম আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ
18. সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
19. সিদ্ধেশ্বরী কলেজ
20. ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ

সম্পাদক মো. খলিলুর রহমান জানান, এই তালিকা শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য সহায়ক হবে।

❤️🤝
31/07/2025

❤️🤝

Happy (late) Friendship Day guys 💙

DCC SQUAD, DCC Gang Forever, DCCian Freaks, DHAKA COMMERCE COLLEGE ENTERTAINMENT (Asib Mahmud), Dccian Secret ✨🤝

30/07/2025

ঢাকা কমার্স কলেজের শারিরীক শিক্ষা বিষয়ের শ্রদ্ধেয় শিক্ষক #জনাব ফয়েজ_আহমেদ স্যারের সহধর্মিণী গতরাতে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ব্যক্তিজীবনে ম্যাডাম ছিলেন একজন অত্যন্ত সদালাপী ও সুন্দর মনের মানুষ। আমরা সবাই মরহুমার আত্মার মাগফিরাত কামনা করি।
©️

26/07/2025

ধূমপায়ী শিক্ষার্থীদের ভর্তি নেবে না ঢাকা কমার্স কলেজ।

সোর্স: চালায় দেন ।

26/07/2025

ওরা আমার মুখের ধোঁয়া কাইরা নিতে চায়।
-জনৈক নারীবাদী, ডিসিসি শাখা
Dhaka Commerce College

25/07/2025

ব্রেকিং: একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শুরু আগামী ৩০ জুলাই এবং শেষ ১১ আগস্ট ২০২৫ তারিখে।

তীব্র গরমে যখন কেউ এক গ্লাস ঠান্ডা শরবত দেয়লে আমি 😊
22/07/2025

তীব্র গরমে যখন কেউ এক গ্লাস ঠান্ডা শরবত দেয়
লে আমি 😊

নিবন্ধনকৃত শিক্ষার্থীবৃন্দ ২৫ জুলাই সকাল ৯ টায় কলেজে চলে আসবেন। একজন অভিভাবক সাথে আসতে পারবেন। কলেজ আইডি কার্ড/বিশ্ববিদ্...
22/07/2025

নিবন্ধনকৃত শিক্ষার্থীবৃন্দ ২৫ জুলাই সকাল ৯ টায় কলেজে চলে আসবেন। একজন অভিভাবক সাথে আসতে পারবেন। কলেজ আইডি কার্ড/বিশ্ববিদ্যালয় আইডি কার্ড নিয়ে আসবেন। অথবা, যে মোবাইলে অনুষ্ঠানের নিমন্ত্রণের মেসেজ দেওয়া হবে সেই মোবাইল নিয়ে আসবেন।
(প্রয়োজনে: Whatsapp 01722112213)

ভেবেছিলাম বড় হয়ে গরীবের পাশে দাঁড়াবো কিন্তু সরকারের পাশে দাঁড়াতে হবে ওইটা ভাবিনাই
22/07/2025

ভেবেছিলাম বড় হয়ে গরীবের পাশে দাঁড়াবো কিন্তু সরকারের পাশে দাঁড়াতে হবে ওইটা ভাবিনাই

প্রত্যাহার করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সিদ্দিক জোবায়েরকে।
22/07/2025

প্রত্যাহার করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সিদ্দিক জোবায়েরকে।

Address

Dhaka Commerce College Road
Mirpur
1216

Alerts

Be the first to know and let us send you an email when DCC SQUAD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DCC SQUAD:

Share