Explore By Nishad

Explore By Nishad প্রেম হোক প্রকৃতির সাথে, ভ্রমণ হোক নেশা।
(1)

ছবির থেকেও সুন্দর যে আমাদের বান্দরবান
30/09/2025

ছবির থেকেও সুন্দর যে আমাদের বান্দরবান

প্রিয় শঙ্খ নদী, থানচি, বান্দরবান
30/09/2025

প্রিয় শঙ্খ নদী, থানচি, বান্দরবান

📌 লাংলোক ঝর্ণা, থানচি, বান্দরবান
30/09/2025

📌 লাংলোক ঝর্ণা, থানচি, বান্দরবান

📌সাউদাং পাড়া জুম, থানচি, বান্দরবান
30/09/2025

📌সাউদাং পাড়া জুম, থানচি, বান্দরবান

শুভ সকাল থানচি, বান্দরবান
30/09/2025

শুভ সকাল থানচি, বান্দরবান

১ নভেম্বর থেকে চালু হচ্ছে সেন্টমার্টিন! কিন্তু শর্ত হলো নভেম্বর-ডিসেম্বর মাসে দৈনিক ২ হাজার পর্যটক আসতে পারবেন এবং রাত্র...
25/09/2025

১ নভেম্বর থেকে চালু হচ্ছে সেন্টমার্টিন!

কিন্তু শর্ত হলো নভেম্বর-ডিসেম্বর মাসে দৈনিক ২ হাজার পর্যটক আসতে পারবেন এবং রাত্রিযাপন করতে পারবেন না। জানুয়ারি-ফেব্রুয়ারীতে রাত্রিযাপন করতে পারবেন। ফেব্রুয়ারিতে রমজান+ জাতীয় নির্বাচন, কোন যুক্তিতে এমন নিয়ম আবারো বেধে দেওয়া হচ্ছে??

গতবছর বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে বলে বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু এই সরকার কোন বিকল্প কর্মসংস্থান ব্যবস্থা করে দিতে পারেনাই।

আমরা সকল শর্ত প্রত্যাহার চাই, নভেম্বর থেকে রাত্রিযাপনের অনুমতি দেওয়া হোক।

বাহিরের দেশ গিয়ে পাহাড়ের উপর সুইমিংপুল দেখলে ওয়াওবাংলাদেশ হলে- কি দরকার? এত পানি কই থেকে পাবে? কত প্রকার সুশীল বের হয়ে য...
25/09/2025

বাহিরের দেশ গিয়ে পাহাড়ের উপর সুইমিংপুল দেখলে ওয়াও
বাংলাদেশ হলে- কি দরকার? এত পানি কই থেকে পাবে? কত প্রকার সুশীল বের হয়ে যায়।

পাহাড়ের উপর গাছের জীবিত গাছ কোনো ক্ষতি না করে টি-হাউস নিয়ে আজ সুশীল বড় বড় কথা বলছে, আর টেনে ধরছে আমাদের পর্যটন সাথে জড়িত ভাইয়েরা। হাজারো শতশত বছরের পুরোনো গাছ কেটে কাঠ যখন তাদের সামনে দিয়ে নিয়ে যায় তখন কই থাকে তাদের সুশীলতা কই থাকে তাদের মানবতা, নাকি তারাই এইসব কাজে জড়িত।

বাহিরের উন্নত রাষ্ট্রগুলো সুুধু পর্যটন এগিয়ে যাবে, আর আমাদের দেশে পযর্টন ট্যুরিজম নিয়ে কাজ করলে, সরকারি অফিস থেকে শুরু করে রাস্তায় চাঁদা দেয়া, যেকোনো নতুন কাজকে হিচড়ে টেনে ধরতে হবে, এদেশে ট্যুরিজম নিয়ে কাজ করাই যেন বড় পাপ।
নানান যায়গায় একটা সাইনবোর্ড দিয়ে ২০/৩০টাকা এন্ট্রি নামক চাঁদাবাজি তো বন্ধ নেই, পর্যটন আগাতে কি কাজ করেছে তারা?????

📌 শৈনগং ঝর্ণা, থানচি, বান্দরবান
23/09/2025

📌 শৈনগং ঝর্ণা, থানচি, বান্দরবান

বান্দরবান এর শত বছরের পুরোনো হাজারো গাছ কেটে নিয়ে যায় কারো চোঁখে পরে না কারো কোনো সমস্যা হয়না, একটা জীবিত গাছ এর উপর ঘর ...
23/09/2025

বান্দরবান এর শত বছরের পুরোনো হাজারো গাছ কেটে নিয়ে যায় কারো চোঁখে পরে না কারো কোনো সমস্যা হয়না,
একটা জীবিত গাছ এর উপর ঘর বানাইসে, পরিবেশ এর বিরাট ক্ষতি হয়ে গেসে, নিরাপত্তা হুমকির মুখে, কতশত হাজারো সমস্যা।

এটাই তো আমার দেশ তোমার দেশ বাংলাদেশ কেউ কিছু করলেই তারে টেনে নামাইতে হবে, এজন্য আমাদের দেশে উদ্দোক্তা জন্মায় না জন্মায় চাকুরীজীবি লোকজন।

হাসান এর বন্ধু সিফাত বিশ্বাস এর আইডি থেকে নেয়া।৩ মাস পেরিয়ে গেলেও আজও আমাদের প্রিয় বন্ধু ও ভাই হাসানের ট্র্যাজেডির কোনো ...
17/09/2025

হাসান এর বন্ধু সিফাত বিশ্বাস এর আইডি থেকে নেয়া।

৩ মাস পেরিয়ে গেলেও আজও আমাদের প্রিয় বন্ধু ও ভাই হাসানের ট্র্যাজেডির কোনো সুরাহা হয়নি।

ঘটনার বিস্তারিতটা আজও বুক কাঁপিয়ে তোলে।
১১ই জুন, ক্রিসতং-রুংরাং সামিট শেষ করে টিম নিয়ে শামুক ঝর্ণা দেখে ফেরার পথে ঘটে সেই ভয়াবহ দুর্ঘটনা। শামুক ঝিরিতে ঠিক কী ঘটেছিলো সেই আলোচনায় না যাই, তবে সেই দিন টিমের হোস্ট খোদ হাসানসহ আরও দুইজন নিখোঁজ হয়ে যায়। ২২ জনের টিম থেকে হঠাৎ করেই তিনজন হারিয়ে যাওয়া এ যেন এক দুঃস্বপ্নের মতো মুহূর্ত।

পরদিন, ১২ই জুন, শেখ জুবাইরুল ইসলামের নিথর দেহ ভেসে ওঠে মাতামুহুরি নদীতে। আর ১৩ই জুন, আলীকদমের আমতলী ঘাটে উদ্ধার হয় স্মৃতি আক্তারের লাশ। কিন্তু এর পর থেকে প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত শুধু একটাই প্রশ্ন হাসান কোথায়?

ঘটনার পর প্রশাসন, আমাদের ট্রাভেল সেক্টরের ভাইরা, স্থানীয় গাইডসহ অনেকে টানা কয়েকদিন চেষ্টা চালিয়েছেন। একাধিকবার অনুসন্ধান, প্রেট্রোলিং হয়েছে দুর্ঘটনা-সংলগ্ন স্থানগুলোতে। এর মধ্যে হাসানের ব্যাগ, কিছু কাপড়ের চিহ্ন পাওয়া গিয়েছিলো। কিন্তু হাসানের কোনো খুঁজ পাওয়া যায়নি।

সময়ের পর সময় গড়িয়েছে। দিন পেরিয়েছে, সপ্তাহ পেরিয়েছে, মাস পেরিয়ে আজ তিন মাস। কিন্তু হাসানের জীবনের পাতা এখনো অসমাপ্ত রয়ে গেছে। জানি না আমাদের ভাই, আমাদের বন্ধুর গল্পের সমাপ্তি কবে হবে।

আমাদের মনে হাজারো প্রশ্ন জাগে
হাসান কি আদৌ বেঁচে আছে?
নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে অচেনা অন্ধকারে নিখোঁজ হয়ে গেছে?
নাকি সত্যিই তার জীবনের পাতায় এমনই লেখা ছিলো যে, একদিন সে মৃত্যুবরণ করবে কিন্তু কেউ তার লাশটাও দাফনের জন্য খুঁজে পাবে না?

হয়তো এসবের উত্তর কেবল খোদ সৃষ্টিকর্তাই জানেন।

আজও হাসানের ট্র্যাজেডি এক রহস্য হয়ে আছে। আমাদের মনে শুধু দোলা দিয়ে যায় এক অশেষ ব্যথা আর এক অনন্ত অপেক্ষা যদি কোনোদিন ফিরে আসে, যদি কোনোদিন মিল খুঁজে পাওয়া যায় আমাদের প্রিয় হাসানের।

#সিফাত_বিশ্বাস

সাজেক যাওয়ার পথে একই জীপে থাকা ১৩ জনের একজন শিক্ষার্থী নি*হ*ত।  অন্য ১২  সহপাঠীরা জানেই না তাদের একজন ইতিমধ্যে জীবনের ইত...
17/09/2025

সাজেক যাওয়ার পথে একই জীপে থাকা ১৩ জনের একজন শিক্ষার্থী নি*হ*ত। অন্য ১২ সহপাঠীরা জানেই না তাদের একজন ইতিমধ্যে জীবনের ইতি টেনেছে। তাদের অবস্থা দেখে অজান্তেই কান্না চলে আসছে। খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হচ্ছে।

বিঃদ্রঃ সাজেক যাওয়ার পথে এ ঘটনা ঘটে। পূর্বের পোস্ট তথ্য অনুযায়ী সংশোধন করা হয়েছে।

Address

Mirpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Explore By Nishad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Explore By Nishad:

Share