Md.Sajjad Hossain

Md.Sajjad Hossain We do not do a nine to five job, we do a whole day and whole night job!

01/06/2025
Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
21/04/2025

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

03/05/2024

মাধ্যমিক খুলছে শনিবার, প্রাথমিক রোববার!!!

29/04/2024

শীতকালে ফ্লোরে পা লাগাতাম না,স্যান্ডেল পড়ে হাঁটতাম।আর এখন সেই ফ্লোরে শুয়ে থাকি🥹এ থেকেই বুঝতে পারলাম অহংকারই হচ্ছে পতনের মূল💔🫠

16/04/2024

মিয়ামিতে করে ঢাকা আসছিলাম। পাশের সিটে এক ভাই বসা। ভীষণ মন খারাপ করে বাইরে তাকিয়ে আছেন।

'ভাইয়ের মনে হয় মন-টন খারাপ?'

'না, না। তেমন না।'

ভদ্রলোকের সাথে আলাপ জমলাে৷ নাম আরিফ জামান।
ঢাকায় থাকেন, পারিবারিক এক ঝামেলায় এসেছেন গ্রামের বাড়িতে৷ জাহাঙ্গীরনগর থেকে পড়াশোনা শেষ করে প্রথম শ্রেণীর সরকারি চাকুরি করেন। উচ্চাকাঙক্ষা নেই, তাই বেতন যা পান, কোনােমতে চলে যায়। জীবন নিয়ে তেমন দু:খ বা আক্ষেপ নেই তার, একটু অভিমান আছে বটে।

বুঝলেন ভাই, চাকুরি করে সংসারই চালানো যায়, আয়- উন্নতি সম্ভব না। বাড়তি কিছু পাওয়ার ইচ্ছে জাগলেই মনকে বোঝাতে হয়, না না থাক,এটা না হলেও চলবে৷ আসলে কোত্থেকে আসবে টাকা? জামান ভাই মনে হয় গল্প করতে ভালোবাসেন। আমি তার গল্প শুনছি৷ তিনি বলছেন--

বছরে তিন থেকে চারবার গ্রামের বাড়ি যাই। সরকারি চাকরি করি, লোকে ভাবে না জানি কত টাকা- পয়সা আমার! পরিবারের লোকেরা, সমাজের লোকেরা, ছোটরা- বড়রা নানারকম আবদার নিয়ে আসে৷ গ্রামের ছেলেরা ক্লাব খুলে বসে আছে- মাস শেষ হতেই ফোন, ' একটু যদি আমাদের দিকে তাকাতেন!' এলাকার ছোট ভাইয়েরা দূরে কোথাও
পিকনিক করবে, তাদের কিছু খরচা- পাতি দিতে হবে। উপজেলা ছাত্রকল্যাণ সমিতি থেকে ইফতারের দাওয়াত দেয়, ইনবক্সে একটা বিকাশ নম্বরও দিয়ে দেয়৷ আবার পাড়ার মসজিদ কমিটি, ঈদগাহ কমিটি - সেখানেও তো কিছু না কিছু দিতে হবে!

এরপর মা- বাবা, ভাই- বোন, ভাগনে - ভাতিজারা আছে৷ বছরে দুটা ঈদ, আছে পহেলা বৈশাখ৷ এর- ওর নতুন জামা চাই, শপিং করা চাই । বোনের বাড়ির পানির মটরটা নষ্ট হয়ে গেছে, আরেকজনের ইটের দেয়ালে জঙ ধরেছে, রং মারতে হবে, তারও টাকা চাই৷ পাশের বাড়ির কুদ্দুস চাচা খুবই গরীব লোক। ভ্যান চালিয়ে কোনো রকমে সংসার চালাতেন, সেটা নষ্ট হয়ে গেছে৷ হাজার টাকা লাগবে ঠিক করতে৷ কে দেবে টাকা? সেদিন ফোন করে ভীষণ কান্না- কাটি। বললাম, চিন্তা কইরেন না, পাঠাই দেবো। আমি কি ভাই টাকার মেশিন? কীভাবে জীবন চলবে? .... জামান সাবের গল্প শেষ হয় না৷

জামান ভাই এর প্রশ্ন, যা বেতন পাই তা দিয়ে কিছু হয় ভাই? সামনের বার মা- বাবা হজ্বে যেতে চান। বারবার চাপ দিচ্ছেন। সংসার চালিয়ে তো কিচ্ছু থাকে না। কতদিন চাকরি করলে এই বেতনে ১০- ১৫ লাখ টাকা জমানো সম্ভব?
-------------------------------
আহারে মানুষের সাথে যত বেশি মেলামেশা করি, ততই নিজেকে তুলনামূলক সুখী মনে হয়। যার সবচেয়ে ভালো থাকার কথা; অভাব, হতাশা আর দুশ্চিন্তা তার পিছু ছাড়ে না।

আগে আমাদের মুরুব্বিরা সততার গল্প শোনাতেন। ঘুষ, দুর্নীতি, অনিয়মে না জড়াতে কাছে ডেকে নিয়ে পরামর্শ দিতেন। এখন দুনিয়া পাল্টেছে, মুরুব্বিরাও পাল্টে গেছেন৷ রাস্তায়, বাজারে, চায়ের দোকানে এখন আর সততার গল্প হয় না। বরং প্রতিযোাগিতা চলে অর্থ- বিত্তে অন্যকে ছাড়িয়ে যাবার৷ ঘরের মুরুব্বি লােকটা জানে ৩৫ হাজার টাকা বেতনে সংসার চালিয়ে ৩৫ বছরেও একটা ছাদপাকা বিল্ডিং দেওয়া সম্ভব না৷ কিন্তু তার ছেলে আলাদিনের চেরাগ পেয়েছেন৷
এই বেতন নিয়েই চাকরির দুই বছরে ঢাকায় ফ্লাট,প্লট কিনে ফেলেছে৷ মুরুব্বি লােকটি তার ছেলেকে প্রশ্ন করে না, বাবা এই টাকা তুমি কোথায় পেলে? উল্টো ছেলের সামনে পাশের বাড়ির নজু মিয়ার উদাহরণ দেয়- দেখো, ওর পাঁচতলা বাড়ি, গত বছর দুই একর জমি কিনেছে, গাড়িও কিনেছে৷ আর তুমি? কী লাভ হলাে তোমাকে সরকারি অফিসার বানিয়ে?
© সোহেল

,🙂💔💔💔
14/04/2024

,🙂💔💔💔

ক্যাপশন লাগবে?😃
13/04/2024

ক্যাপশন লাগবে?😃

12/04/2024

এক ভাইকে চিনি, যিনি ঈদের আগের দুই দিন শপিং করেছেন। ঈদের দিন নানা জায়গায় ঘুরে বেড়িয়েছেন, বন্ধুদের সাথে আড্ডা দিয়েছেন। আজকেও ক্যাম্পাস থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে এক বন্ধুর বাড়িতে ঘুরতে গেছেন। কিন্তু ঈদে নিজের বাসায় যেতে পারেননি, কারণ সামনে পরীক্ষা।

🥰
10/04/2024

🥰

গুলশানের সুপারশপ ইউনিমার্টে তরমুজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৮৫০ টাকা মাত্র! এই অর্ধেকটুকু তরমুজের দাম আসছে মাত্র ৪,৭৬৩ টা...
10/04/2024

গুলশানের সুপারশপ ইউনিমার্টে তরমুজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৮৫০ টাকা মাত্র! এই অর্ধেকটুকু তরমুজের দাম আসছে মাত্র ৪,৭৬৩ টাকা!

মোবাইল কোর্ট পরিচালিত হয় শুধুমাত্র ফুটপাতের দোকানগুলোতে!

09/04/2024

এটাই হয়তো আমাদের কারো কারো জীবনের শেষ সাহরি🥲আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন,যেনো আমাদেরকে আবার সাহরি খাওয়ার সুযোগ করে দেন(আমিন)💜হে আল্লাহ!!!আপনি আমাদের সবাইকে মাফ করে দেন।রমজানে যেমন করে পবিত্র থাকার চেষ্টা করি ঠিক একই ভাবে পুরো বছর যেন পবিত্র থাকতে পারি সেই তাওফিক দান করুন💝
(আমিন)🤲

Address

Mirpur

Telephone

+8801791040049

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md.Sajjad Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md.Sajjad Hossain:

Share