
27/09/2025
✨ রাস্তার টেকসই হওয়ার মূল রহস্য ✨
১️⃣ Water drainage system (ড্রেনেজ সিস্টেম থাকলে):
👉 বৃষ্টির পানি বা অতিরিক্ত পানি দ্রুত রাস্তা থেকে বের হয়ে যায়।
👉 রাস্তার নিচের মাটি শক্ত ও স্থিতিশীল থাকে।
👉 রাস্তা দীর্ঘস্থায়ী হয়, ভাঙে না, গর্ত হয় না।
২️⃣ Without water drainage system (ড্রেনেজ সিস্টেম না থাকলে):
👉 পানি জমে রাস্তার ভেতরে ঢুকে পড়ে।
👉 মাটি দুর্বল হয়ে যায়, ফাটল ধরতে শুরু করে।
👉 কয়েক দিনের মধ্যেই রাস্তা ভেঙে গর্ত হয়ে যায়।
💡 শিক্ষা: রাস্তা বানানোর সময় শুধু পিচঢালা বা কংক্রিট নয়, ড্রেনেজ সিস্টেম করাও সবচেয়ে জরুরি।
রাস্তার স্থায়িত্ব নির্ভর করে পানির সঠিক নিষ্কাশনের উপর। 🚧🌧️