বাংলার চিঠি

বাংলার চিঠি দৈনিক বাংলার চিঠি - এটি বাংলার মানুষের খোলাচিঠি। আপনার এলাকার সমস্যা, সংকট ও সম্ভাবনার কথা আমাদের ছবিসহ চিঠি লিখে জানান। বাংলার চিঠি গ্রুপে।

লুটপাটের রাজত্বে দেউলিয়া হওয়ার উপক্রম ভোলার কালিনাথ বাজার অগ্রণী ব্যাংকে: ১৫ কোটি আমানতের বিপক্ষে ঋণ বিতরণ ৫২ কোটি টাকা...
13/10/2025

লুটপাটের রাজত্বে দেউলিয়া হওয়ার উপক্রম ভোলার কালিনাথ বাজার অগ্রণী ব্যাংকে: ১৫ কোটি আমানতের বিপক্ষে ঋণ বিতরণ ৫২ কোটি টাকা

বিশেষ প্রতিবেদক

রীতিমতো গ্রাহকদের কৃষিঋণ বিতরণে পাল্লা দিয়ে লুটপাটের রাজত্ব কায়েম করেছেন ভোলার কালিনাথ রায়ের বাজার শাখা অগ্রণী ব্যাংক পিএলসির ম্যানেজার। এক ব্যক্তিকে একাধিক বার ঋণ প্রদান, একই এনআইডি কার্ডে দুজন বা তিনজনকে ঋণ বিতরণ, প্রতিবারই ঋণ দেওয়ার নামে ১০% কমিশন গ্রহণ ছাড়াও ঋণ আদায়ের ক্ষেত্রেও চরম জালিয়াতি স্পষ্ট হয়েছে কালিনাথ রায়ের বাজার শাখার অগ্রণী ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে। এমনকি তাদের এই নিয়মবহির্ভূতভাবে ঋণ বিতরণের প্রমাণ পেয়েছেন উর্ধতন কর্মকর্তারাও। ব্যাংকের কিছু কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা ব্যাংকের অনুমোদন প্রক্রিয়া উপেক্ষা করে ঋণ কার্যক্রম পরিচালনা করছেন বলে জানা গেছে।
সূত্র মতে, কালিনাথ রায়ের বাজার শাখার আমানতের পরিমাণ মাত্র ১৫ কোটি টাকা। যা থেকে তাদের সর্বোচ্চ ৮০% ঋণ দেয়ার অনুমোদন রয়েছে। সে অনুযায়ী তাদের ঋণ বিতরণ সক্ষমতা দাড়ায় ১২ কোটি টাকা। অথচ তারা ঋণ বিতরণ করেছে ৫২ কোটি টাকা। যা আমানতের প্রায় ৩৫৭% । এ বিষয়টি গভীরভাবে অনুসন্ধানের দাবি স্থানীয় ভুক্তভোগী কৃষকদের।
কোনোরকম পুরাতন ঋণ আদায় না করেই ইউনিয়ন ভিত্তিক দালালদের মাধ্যমে প্রতি সপ্তাহে ২০ থেকে ৩০ লাখ টাকা নতুন ঋণ বিতরণের প্রক্রিয়া চলছে এই শাখায়। আর এই ঋণ বিতরণে জড়িত রয়েছেন বেশ কয়েকজন বহিরাগত এজেন্ট বা দালাল। এদের মধ্যে ভেদুরিয়াতে সিদ্দিকুর রহমান, পাতা ভেদুরিয়াতে ইউসুফ, চরকালিতে জাহানারা বেগম নামের দালালের মাধ্যমে ১৫ থেকে ২০ লক্ষ টাকার নতুন করে ঋণ বিতরণ চলছে।
কৃষক ছাড়াই কৃষি ঋণ বিতরণ
অভিযোগ রয়েছে, ঋণগ্রহীতাদের কোনোরকম যাচাই-বাছাই, অনুমোদন, ফাইল প্রক্রিয়া এবং মাঠ পর্যায়ের পরিদর্শন ছাড়াই “ম্যানুয়াল তালিকা” ও ব্যক্তিগত পরিচয়ে ঋণ অনুমোদন করা হচ্ছে। প্রতিটি ঋণ হতে ৫ হাজার টাকা উৎকোচ বাবদ রাখা হয়। যা থেকে শাখা ব্যবস্থাপক ৩ হাজার টাকা নিয়ে- ১ হাজার টাকা করে জোনাল অফিসে প্রদান করেন। বাকী ২০০০/- টাকা করে ফাইল প্রতি দেয়া হয় দালালদের।
অগ্রণী ব্যাংক পিএলসি কালীনাথ রায়ের বাজার শাখা থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, মাঠপর্যায়ে ঋণ বিতরণে যুক্ত আছেন ছিদ্দিকুর রহমান, মোঃ ইউসুফ, জাহানারা বেগম, মোঃ মিজানুর রহমান, সুমী নন্দী, আব্দুল মালেক কবিরাজ। যাঁরা “ফিল্ড রিপ্রেজেন্টেটিভ” বা “ঋণ সংগ্রাহক” হিসেবে কাজ করছেন বলে উল্লেখ করা হয়েছে। তবে তাদের কেউই অগ্রণী ব্যাংকের আনুষ্ঠানিক কোন কর্মকর্তা বা কর্মচারী নন।
স্থানীয় সূত্র জানায়, এসব ব্যক্তি ঋণ বিতরণ ও সংগ্রহের নাম করে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছেন এবং ব্যাংকের অফিসিয়াল রেকর্ড ছাড়াই লেনদেন করছেন। এতে প্রকৃত কৃষকরা বঞ্চিত হচ্ছেন, আর কিছু মধ্যস্বত্বভোগী লাভবান হচ্ছেন। আবার বাণিজ্যিক ঋণ বিতরণ ব্যবস্থা থাকলেও এই শাখা থেকে সবসময় ‘কৃষক নন’ এমন ব্যক্তিদেরকেই কৃষিঋণ প্রদান করা হচ্ছে।
বিগত তিনটি বছর ধরে এভাবেই ঋণ কার্যক্রম পরিচালনা করছেন শাখা ব্যবস্থাপক খায়রুল বাশার পাভেল। বিনিময়ে ১০% কমিশন নিয়ে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন তিনি। একইসাথে অগ্রণী ব্যাংক কালিনাথ রায়ের বাজার শাখাটি চূড়ান্তভাবে ধ্বংস করছেন। ভোলা জোনাল অফিসের সহকারী ব্যবস্থাপক গণেশ চন্দ্র দেবনাথকে ম্যানেজ করেই খায়রুল বাশার বিগত তিন বছরেরও বেশি সময় ধরে অবাধে দুর্নীতি চালিয়ে যাচ্ছেন। এছাড়াও বরিশাল সার্কেল অফিসে তার নিজস্ব লোকজন রয়েছে- যারা কৃষি ঋণের উৎকোচের টাকা মাসিক হিসাবে ভাগ পান। যার ফলে খায়রুল বাশার ধরাকে সরা জ্ঞান করেন বলে জানিয়েছেন কালিনাথ বাজারের একাধিক ব্যবসায়ী। তারা বলেন, শুধুমাত্র গত আগস্টেই ভেদুরিয়াতে ১০ লক্ষ ও বাপ্তাতে ৯ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। ঋণগুলো বিতরণে শুরু থেকে শেষ অবধি দুইজন মাঠকর্মী ম্যানেজারের নির্দেশে দালালদেরকে সহযোগিতা করেন। ফাইল রেডি থেকে টাকা ভাগ বাটোয়ারা পর্যন্ত ভেদুরিয়াতে দালালদের পাশাপাশি মাঠকর্মী মাকসুদুর রহমান ও বাপ্তাতে সাইমুন জড়িত। তারা নিজেরা মাঠে গিয়ে লোন আদায়ের কথা থাকলেও, ম্যানেজারের নির্দেশে দালালদের সাথে নিয়ে মাঠে যান।
নির্ধারিত এলাকার বাইরেও ঋণ বিতরণ
শুধু তাই নয়, অগ্রণী ব্যাংক ভোলা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক গণেশ চন্দ্র দেবনাথ স্বাক্ষরিত বরাদ্ধপত্র সূত্রে জানা জায়, অগ্রণী ব্যাংক কালীনাথ রায়ের বাজার শাখার ঋণ বিতরণ এলাকা হচ্ছে- বাপ্তা, ভেদুরিয়া ও ভেলুমিয়া ইউনিয়ন। কিন্তু নির্ধারিত এলাকায় ঋণ না দিয়ে অনেক ঋণ বিতরণ করা হচ্ছে ভোলা পৌরসভাসহ অন্যান্য এলাকায়। যার বেশ কিছু তথ্য এই প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে।
২০২৪ সালের এপ্রিল মাসে ভোলা পৌরসভার পৌরনবীপুর এলাকার বাসিন্দা রিপনচন্দ্র মজুমদারকে ৪৫ হাজার টাকা কৃষি ঋণ দেয়া হয়েছে, তার অ্যাকাউন্ট নম্বর ০২০০০২১৭২১৭৩৫। ২০২৫ সালের ১৩ জানুয়ারি ভোলা পৌরসভার তিনখাম্বা শিকদার বাড়ির বাসিন্দা সেলিনা বেগমকে (অ্যাকাউন্ট নম্বর ০২০০০২৩২৭৫৫৬৮১) ৬৮ হাজার এবং একই বাড়ির আবদুর রহিম শিকদারকে (অ্যাকাউন্ট নম্বর ০২০০০২২৬৫০৯৫২) ৫৮ হাজার টাকা কৃষি ঋণ প্রদান করা হয়। জানা গেছে, এদের কেউই কৃষক নন। এধরণের অনেকের তথ্য প্রতিবেদকের সংগ্রহে রয়েছে।
দুর্নীতি ঢাকতে ফাইল মিসিং
অগ্রণী ব্যাংক ভোলা জোনাল অফিসের পক্ষ থেকে কালীনাথ রায়ের বাজার শাখার বিভিন্ন অনিয়ম বিষয়ে ২০২৪ সালের ২৮ জুলাই তারিখে পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে- এই শাখার আওতাধীন বাপ্তা ইউনিয়নের ১৯টি কৃষি ঋণের ফাইল মিসিং হয়েছে। এ বিষয়ে ফাইলগুলোর তথ্য জোনাল অফিসে জানাতে বলা হলেও তা এখন পর্যন্ত জানানো হয়নি। এদিকে এই প্রতিবেদকের অনুসন্ধানে দেখা দেখা গেছে, ভেদুরিয়া ইউনিয়নের প্রায় ৫০টি এবং বাপ্তা ইউনিয়নের আরো প্রায় শতাধিক কৃষি ঋণের ফাইল মিসিং রয়েছে। এই ফাইলগুলোর ঋণ বিতরণ সম্পর্কে তথ্য গোপন করতেই তা দালালদের মাধ্যমে সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে অগ্রণী ব্যাংক কালীনাথ রায়ের বাজার শাখা ব্যবস্থাপক খায়রুল বাশার পাভেল বলেন, “এ জাতীয় অভিযোগ তিন বছর আগে ছিলো। বাংলাদেশ ব্যাংক থেকে তদন্ত করে ব্যবস্থাও গ্রহণ করেছে। আমি দায়িত্ব পালন করছি তিন বছর, এরমধ্যে কোনো অনিয়ম হয়নি। একই ব্যক্তির একাধিক লোন বা এজাতীয় অভিযোগ সম্পূর্ণ বানোয়াট। তবে গরীব কৃষক লোন পরিশোধ করতে না পারলে তাকে ঐ ঋণই পুনরায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে বলে জানান খায়রুল বাশার পাভেল।
অগ্রণী ব্যাংক ভোলা আঞ্চলিক কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক গণেশ চন্দ্র দেবনাথ বলেন, এজাতীয় কোন অভিযোগ আমি এখন পর্যন্ত পাইনি। পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া নেয়া হবে। তবে তিনি স্বীকার করেন নির্দিষ্ট এলাকার বাইরে কৃষি ঋণ বিতরণের কোন সুযোগ নেই। চাহিদার অতিরিক্ত ঋণ বিতরণ সম্পর্কে সহকারী ব্যবস্থাপক বলেন, পূর্বের ঋণসহ ৫২ কোটি টাকা স্থিতি হয়েছে এই শাখার। বাংলাদেশ ব্যাংকের দেয়া টার্গেট পূরণ করতে এমনটি করা হয়েছে বলে জানান তিনি।
এবিষয়ে জানতে অগ্রণী ব্যাংক বরিশাল সার্কেলের জি.এম জাহিদ ইকবাল জানান, তিনি ভোলার কালীনাথ রায়ের বাজার অগ্রণী ব্যাংক ব্যবস্থাপকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের একটি অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://shahittabazar.com/5813-2/
13/10/2025

https://shahittabazar.com/5813-2/

ঢাকায় ডাকা হয়েছে মনোনয়ন প্রত্যাশীদের : বরিশালের ২১ আসনে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই চূড়ান্ত ,বিশেষ প্রতিবেদক অ...

12/10/2025

বরিশালে টাইফয়েড টিকা দান কর্মসূচির উদ্বোধন করতে ত্রাণ উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক ই আজম। পাশে আছেন বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক রায়হান কাওছার, জেলা প্রশাসক দেলোয়ার হোসেন সহ পুলিশ ও স্বাস্থ্য বিভাগের উর্ধতন কর্মকর্তারা।

বরিশাল জিলা, উদায়ন, মডেল স্কুলসহ একাধিক স্কুলের ৭ম থেকে ১০ শ্রেণির শিক্ষার্থীদের বেশিরভাগ ধূমপায়ী ও মাদকাসক্ত হচ্ছে। আগে...
12/10/2025

বরিশাল জিলা, উদায়ন, মডেল স্কুলসহ একাধিক স্কুলের ৭ম থেকে ১০ শ্রেণির শিক্ষার্থীদের বেশিরভাগ ধূমপায়ী ও মাদকাসক্ত হচ্ছে। আগের দিনে শিক্ষকরা হাত শুকতেন এবং ছাত্রদের সতর্ক নজরদারিতে রাখতেন। এখনকার শিক্ষক ছাত্রদের ভয়ে ভীত থাকেন। তাই বাবা-মায়েরা আপনার সন্তানের নজরদারি করুন প্লিজ।।

12/10/2025

বরিশাল জিলা স্কুলের ৭ম থেকে ১০ শ্রেণির শিক্ষার্থীদের বেশিরভাগ ধূমপায়ী ও মাদকাসক্ত হচ্ছে। বাবা-মা নজরদারি করুন প্লিজ।।

https://shahittabazar.com/%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a7%80-%e0%a6%ad%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0...
12/10/2025

https://shahittabazar.com/%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a7%80-%e0%a6%ad%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b9%e0%a7%8d/

জুলাইয়ের বন্ধু কারা? - পিনাকী ভট্টাচার্য ডাকসু ও জাকসু নির্বাচনে যারা লড়েছিল, বিশেষ করে ভিপি ও জিএস পদে লড়া প্রার্.....

11/10/2025

সড়কের কাজে খুশি গ্রামবাসী ও চালকরা....

https://shahittabazar.com/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%80-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf-%e...
11/10/2025

https://shahittabazar.com/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%80-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be/

শিল্পী নাকি ক্ষমতার কেরাণী? বাংলাদেশের সংস্কৃতির বিপর্যয়ের এক নীরব গল্প - সালাম খোকন বাংলাদেশে শিল্পীর পরিচয় এক .....

11/10/2025

বৃষ্টিতে

এ কি সতর্কতা দিচ্ছেন Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য
10/10/2025

এ কি সতর্কতা দিচ্ছেন Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য

Share your videos with friends, family, and the world

10/10/2025

বেশিরবাগ পেট্রোল পাম্পে ভেজাল তেল: তাই মহাসড়কে আচমকা মোটরসাইকেল বন্ধ
এরকম হলে কী করবেন? আজ ভিন্ন একটি প্রতিবেদন।

বরিশালে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ৪ দিনব্যাপী  ভ্রাম্যমাণ বইমেলা শুরুচিঠি ডেস্ক ‘আলোকিত মানুষ চাই ’ শ্লোগানকে সামনে ...
10/10/2025

বরিশালে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু

চিঠি ডেস্ক
‘আলোকিত মানুষ চাই ’ শ্লোগানকে সামনে রেখে
বরিশালে শুরু হয়েছে ৪দিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা। বিশ্ব সাহিত্য কেন্দ্র আয়োজিত এই বইমেলা আগামী ১৩ অক্টোবর প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৮:৩০ টা পর্যন্ত সর্বস্তরের পাঠক ক্রেতার জন্য উম্মুক্ত থাকবে। মেলায় বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রকাশনাসহ দেশ-বিদেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠানের প্রায় ১০,০০০ বই বহন করবে ভ্রাম্যমাণ বইবাহন।
বরিশালের ব্রজমোহন বিদ্যালয় (বি এম স্কুল) মিলনায়তনে ১০ অক্টোবর শুক্রবার বিকেল ৪:৩০ মিনিটে এ মেলার উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের সমন্বয়কারী বাহাউদ্দিন গোলাপ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের সহযোগী অধ্যাপক দেলোয়ার হোসেন, চ্যানেল আই এর ব্যুরো প্রধান সাইদ পান্থ, জমজম নার্সিং কলেজের চেয়ারম্যান সাজ্জাদুল হক এবং সহকারী অধ্যাপক মনিরুজ্জামান।সভাপতিত্ব করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ইউনিট ইনচার্জ কামরুজ্জামান এবং সঞ্চালনা করেন সুব্রত ঢাকী। উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সহ সমন্বয়কারী সনজিত বিশ্বাস, সজল রায়, গোবিন্দ হালদার প্রমুখ।
এসময় উদ্বোধক বাহাউদ্দিন গোলাপ বলেন, আমাদের দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে অনেক আলোকিত ও সম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে।বই পড়া এবং সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে সেই আলোকিত মানুষ তৈরি করা সম্ভব।

Address

Mirpur
1216

Alerts

Be the first to know and let us send you an email when বাংলার চিঠি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাংলার চিঠি:

Share