শিক্ষা তথ্য

শিক্ষা তথ্য Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from শিক্ষা তথ্য, Media/News Company, Mirpur 10, Mirpur.

শিক্ষা তথ্য" শিক্ষা বিষয়ক একটি ফেসবুক পেজ। শিক্ষা বিষয়ক বিভিন্ন সংবাদ,তথ্য প্রচার,গঠনমূলক আলোচনা/সমালোচনা করাই আমাদের উদ্দেশ্য। শিক্ষাপ্রতিষ্ঠান,শিক্ষক,সমাজ ও দেশের যেকোন অসঙ্গতির বিরুদ্ধে আমরা বলিষ্ঠ কণ্ঠস্বর।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে এবার ৪৮ জেলার শিক্ষার্থীদে...
15/09/2025

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে এবার ৪৮ জেলার শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবে। এজন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

ভর্তি হতে কোনো ফি লাগবে না। উল্টো দিনে ভাতা মিলবে। এ ব্যাচের প্রশিক্ষণ হবে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, ৭ দক্ষিণ কল্যাণপুর, মিরপুর রোড, ঢাকা ১২০৭-এর মাধ্যমে।

গত ৭ সেপ্টেম্বের যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প পরিচালক মো. আ. হামিদ খান সই করা এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক প্রকল্পের আওতায় কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীর নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

আগামী ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর ৩ মাস মেয়াদি (৬০০ ঘণ্টা) ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তির জন্য ৪৮ জেলার ১৮ হতে ৩৫ বছর বয়সীরা আবেদনের সুযোগ পাবেন।

কোন জেলার সুযোগ

ঢাকা বিভাগ : নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর; ময়মনসিংহ বিভাগ : ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা; চট্টগ্রাম বিভাগ : চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়ীয়া; রাজশাহী বিভাগ : চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ; খুলনা বিভাগ : খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া; রংপুর বিভাগ : রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়; বরিশাল বিভাগ : বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা; সিলেট বিভাগ : হবিগঞ্জ ও মৌলভীবাজার।

কারা আবেদন করতে পারবেন

কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীর কাছ থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

প্রশিক্ষণ ভাতা

প্রশিক্ষণের জন্য নির্বাচিত হলে প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকা হারে ভাতা পাবেন।

প্রশিক্ষণ কত ঘণ্টায়

তিন মাসব্যাপী এ কোর্সে সপ্তাহে ৬ দিনই ৮ ঘণ্টা করে ক্লাস করতে হবে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে। মোট ৭৫ টি ক্লাস হবে ৬০০ ঘণ্টায়। কোর্সটি সম্পূর্ণ অফলাইন বা ক্লাসে উপস্থিত হয়ে সম্পন্ন করতে হবে।

আবেদন শেষ কবে

অনলাইনে আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদন গ্রহণযোগ্য নয়। নির্ধারিত সময়ের পরে আবেদনের লিংক স্বয়ক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

প্রশিক্ষণ ভাতা কত

প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকা হারে যাতায়াত ভাতা পাবেন। এর সঙ্গে সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকেলের নাশতা পাবেন।

প্রশিক্ষণ শেষে পরীক্ষায় উত্তীর্ণ প্রশিক্ষণার্থীরা সনদপত্র পাবেন। প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোনো ফির প্রয়োজন হবে না।

15/09/2025

সরকারি কর্মচারী ও শিক্ষকদের নির্বাচনী দায়িত্ব পালনের ছক পূরণের MS word কপি লাগলে কমেন্টে ইমেইল এড্রেস দিন

15/09/2025

একজন প্রাথমিক শিক্ষক/প্রাথমিক শিক্ষা অফিসার/কর্মচারী হিসেবে আমার উচিত আমার সন্তানকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করা।আমি কেন কিন্ডারগার্টেন স্কুলে আমার সন্তানকে ভর্তি করাবো?

দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান হিসেবে এককালীন ১০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্...
15/09/2025

দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান হিসেবে এককালীন ১০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান দিচ্ছেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।

যেভাবে আবেদন করবেন সেই নির্দেশিকা দেখুন
https://www.eservice.pmeat.gov.bd/medical/public/files/emedical_manual.pdf

প্রত্যয়ন/সুপারিশ ফরম ডাউনলোড করুন এখান থেকে
https://www.eservice.pmeat.gov.bd/medical/public/files/recommendation.pdf

প্রয়োজনীয় কাগজপত্র

ছবি*

স্বাক্ষর*

জন্ম নিবন্ধন সনদ*

অভিভাবকের জাতীয় পরিচয়পত্র *

শিক্ষার্থী দরিদ্র পরিবারের সন্তান মর্মে শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানের সুপারিশ (নির্ধারিত ফর্মে) *

দুর্ঘটনার প্রমাণে জেলা পর্যায়ে সিভিল সার্জন/সরকারী হাসপাতালের ডাক্তার/উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সুপারিশ (নির্ধারিত ফর্মে) *

পিতা মাতা/অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন পত্র (প্রজাতন্ত্রের বেসামরিক কর্মে নিয়োজিত ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীর সন্তানগণের ক্ষেত্রে প্রযোজ্য) *

চিকিৎসা অনুদানের প্রাপ্তির সময়সীমা

আবেদনের প্রাপ্তির ০৩-০৪ মাস পর অর্থ প্রেরণ করা হয়।
শিক্ষার্থী চিকিৎসা অনুদানের জন্য নির্বাচিত হলে তাঁর মোবাইলে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

গ্রামে একটা গল্প আছে। গল্পটা বেশ নারীবিরোধী, কিন্তু প্রচলিত। গল্পটা এমন—এক ব্যক্তি স্ত্রীকে ভাত-কাপড় যা-ই দেন, ঠিকঠাকই দ...
14/09/2025

গ্রামে একটা গল্প আছে। গল্পটা বেশ নারীবিরোধী, কিন্তু প্রচলিত। গল্পটা এমন—এক ব্যক্তি স্ত্রীকে ভাত-কাপড় যা-ই দেন, ঠিকঠাকই দেন। কিন্তু পান থেকে চুন খসলেই নিষ্ঠুরের মতো পেটান। তো লোকজন বলে, যাকে নিয়ে সংসার করবি, তাকে এত পেটাস কেন? স্ত্রী নির্যাতনকারী স্বামীর নির্বিকার জবাব, ‘সংসার করব কী করব না, এত পেটানোতেও বোঝা যাচ্ছে না?’

অনেকের ধারণা, বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে সরকারের অবস্থান অনেকটা সেই স্ত্রী নির্যাতক স্বামীর মতো। মুখে কিছু বলে না। কিন্তু মেধাবীদের রাখতে চায় কি না, তা কাজে বোঝা যায় না?

এবার গল্প নয়, আমার স্কুলের সত্যিকার চিত্র তুলে ধরি। পাঁচ পদের পুরোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার। এর মধ্যে একজন ছয় মাস ধরে মাতৃত্বকালীন ছুটিতে। আরেকজন দশ মাসের বনিয়াদি প্রশিক্ষণ কোর্সে।
এক শিফটে পরিচালিত ১৭০ শিক্ষার্থীর স্কুলটি এ বছরের শুরু থেকেই চলছে এমন ধুঁকেধুঁকে।

তার ওপর সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা (এটিইও) নিয়োগ পরীক্ষার ঠিক দুদিন আগে আমার স্কুলের আরেকজন শিক্ষক পদত্যাগ করে চলে গেছেন একটি বেসরকারি চাকরিতে। ফলে স্কুলে এখন শিক্ষক আছেন দুজন।

শুধু এ বছরেই নয়, আমার প্রায় পাঁচ বছরের শিক্ষকজীবনের বেশির ভাগ সময়ই যাচ্ছে এমন চরম শিক্ষক-সংকটে। সম্ভবত কোনো বছরেই স্কুলে সব শিক্ষককে কর্মরত অবস্থায় পাইনি।

ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রেষণে শিক্ষক চেয়ে ধরনা দিয়েও ফলাফল? বিরাট অশ্বডিম্ব।

কারণ? স্থানীয় কর্মকর্তাদেরও অনেক ক্ষেত্রেই হাত-পা বাঁধা। অনেক দিন ধরেই প্রেষণে শিক্ষকদের পদায়ন বন্ধ। আর নিয়োগকারী কর্তৃপক্ষ তো ঢাকায়।

মাঠের এত সংকট শোনার সুযোগ কোথায় তাদের? যেখানে শিক্ষা খাতে বাজেট বসেছে এবার উলটো রথে!

এখন এই চরম চিত্র কি শুধু আমার স্কুলে? আমার পর্যবেক্ষণ বলছে, না। সাদা চোখে (যদিও আমি চশমা পরি, তবে সেটাও স্বচ্ছ) যতটুকু দেখি, আমার পুরো পলাশবাড়ী উপজেলা এমনকি গাইবান্ধা জেলার চিত্রই এমন।

হয়তো পুরো দেশের সঙ্গেও তা মিলে যেতে পারে। অল্প কিছু ভাগ্যবান বিদ্যালয় ছাড়া বেশির ভাগই চলছে খুঁড়িয়ে।

তো সেই খোঁড়ানোর চিত্রটি কেমন? তা উঠে এসেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরেরই করা বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারিতে (এপিএসসি)।

এপিএসসির তথ্য মতে, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬৫ হাজার ৫৬৭টি। এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অনুমোদিত পদ ৬৫ হাজার ৪৫৭টি।

এর মধ্যে ৩৪ হাজার ১০৬টি পদ শূন্য। সহকারী শিক্ষকের অনুমোদিত পদ ৩ লাখ ৫৫ হাজার ৬৫৩টি। এর মধ্যে ২৪ হাজার ৫৩৬টি পদ শূন্য। এসব বিদ্যালয়ে পড়ে এক কোটির মতো শিক্ষার্থী।

হিসাব করে দেখা যাচ্ছে, দেশে শিক্ষকের মোট শূন্য পদ ৫৮ হাজার ৬৪২টি। এর মধ্যে বছরজুড়ে কতজন প্রশিক্ষণে থাকেন কিংবা কতজন দীর্ঘমেয়াদি ছুটিতে থাকেন, তা উল্লেখ নেই। কিন্তু যেভাবেই হোক, সংকটটা পড়ে স্কুলেই।

অভিজ্ঞতা বলছে, সরকারি প্রাথমিকের এই বিপুলসংখ্যক শিক্ষার্থীর বেশির ভাগের অভিভাবকেরই শিশুকে নিজে পড়ানোর বা বাইরের শিক্ষক দিয়ে পড়ানোর অবস্থা নেই। ফলে জাতির মেরুদণ্ড গড়ার অত্যন্ত স্পর্শকাতর এই দায়িত্বটি প্রাথমিকের শিক্ষকদের ওপরেই ন্যস্ত।

তর্কের খাতিরে ধরে নিলাম, কিছু শিক্ষক কর্তব্যকর্মে অবহেলা করেন। কিন্তু যাঁরা দায়িত্বটুকু সুচারুভাবে পালন করতে চান, তাঁদের সেই সুযোগ কতটুকু?

আমার স্কুলেই এত দিন তিনজন শিক্ষক ছিলেন, তার মধ্যে একজন চলে যাওয়ায় এখন দুজন শিক্ষকের পক্ষে দিনে কতটি করে ‘মানসম্পন্ন’ ক্লাস নেওয়া সম্ভব? সেই সকাল ৯টায় শুরু করে মাঝে আধা ঘণ্টার টিফিন বিরতি ছাড়া টানা বিকেল সোয়া চারটা পর্যন্ত কত কর্মঘণ্টা কথা বলা সম্ভব?

এটা তো আর যা-ই হোক, মাঠে মাটিকাটা বা টেবিলে বসে টালি তৈরি করার কাজ নয়। ফলে আমার বিদ্যালয়ের শিক্ষকদের মতো যাঁরা টানা ক্লাস নেন, একজন প্রধান শিক্ষক হিসেবে তাঁদের দেখলে সত্যি মায়া হয়, শ্রদ্ধায় মাথা নুয়ে আসে।

আর প্রধান শিক্ষকদের পাঠদানের পাশাপাশি নানা কাগজপত্রের মুসাবিদা করা তো আরেক মুসিবতের নামান্তর।

তো এই যখন অবস্থা, তখন মেধাবী শিক্ষক যাঁরা নানা কারণে প্রাথমিকে চলে আসেন, তাঁদের ধরে রাখার উপায় কী? একে তো কর্মঘণ্টার কঠিন যাতনা, তার ওপর বেতন-গ্রেড, পদ-পদবি-প্রমোশনে লবডঙ্কা!

সরকারি অন্যান্য বিভাগে দেখা যাচ্ছে, মুদ্রাক্ষরিক থেকে শুরু করে গাড়িচালকেরা পর্যন্ত দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে তরতর করে এগিয়ে যাচ্ছেন, শুধু প্রাথমিকের বেলায় রাজভান্ডার নাকি শূন্য হয়ে পড়ে।

শেষ করার আগে আমার স্কুলের সদ্যবিদায়ী সেই শিক্ষকের কথা তুলে ধরতে চাই। ওই শিক্ষক পড়াশোনা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। নিজ গ্রামের স্কুলে যোগদান করেছিল অনেক স্বপ্ন নিয়ে। গ্রামের শিশুদের শিক্ষিত করবে, নিজেও কিছু একটা করে খাবে।

কিন্তু স্কুলে একটার পর একটা ক্লাসের যে চাপ, এর বিনিময়ে ৬ টাকা টিফিন ভাতাসহ মাসিক যে সম্মানী; তাতে সম্মানসহ এলাকায় টিকে থাকাই তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে।
এখন প্রাথমিকে টিকে থাকার জন্য সামনে তাঁর জন্য খোলা ছিল এটিইও পদে নিয়োগের বিভাগীয় পরীক্ষা। কিন্তু সেই পরীক্ষাতেও নিয়োগের ক্ষেত্রে বিভাগীয় অভিজ্ঞতার কোনো মূল্যই রাখা হয়নি।

যে নবীন শিক্ষকের চাকরিই স্থায়ী হয়নি, এমনকি প্রাথমিকের মৌলিক প্রশিক্ষণই যিনি নেননি, তাঁরাও আবেদন করতে পেরেছেন একই বিভাগের কর্মকর্তা পদে! অথচ সরকার প্রায়শই আলাদা বিজ্ঞপ্তি দিয়েও এটিইও পদে নবীনদের নিয়োগ দিয়ে থাকে।

তাহলে বিভাগীয় পরীক্ষার নামে এই মুলা ঝোলানোর মানে কী? ফলে সামনে সম্ভাব্য এটিইও হওয়ার প্রলোভনেও ওই শিক্ষক আর পা দিতে রাজি হলেন না। সসম্মানে পত্রপাঠ বিদায় নিয়েছেন।

এখন শিক্ষকদের এতসব বঞ্চনা নিয়ে রিট, পালটা রিট, মাঠে আন্দোলন, মামলা, কলম বা কিবোর্ডক্ষয়ী লেখালেখি তো কম হলো না।

ফলাফল? মামলায় শুনানির পর শুনানির গ্যাঁড়াকল, কিবোর্ডকে রুখে দেওয়ার কলমের খোঁচা, মিছিলে গরম পানি, প্যাঁদানি।

শেষমেশ গ্রামের সেই স্ত্রী নির্যাতক স্বামীর মতোই বলতে হয়, এত পেটানোর পরও বোঝা কি যাচ্ছে না, সরকার মেধাবীদের নিয়ে ‘সংসার করতে’ চায় কি চায় না?

রঞ্জু খন্দকার: লেখক ও শিক্ষক।
সূত্রঃ প্রথম আলো

#প্রাথমিক #সহকারীশিক্ষক #মেধাবী #গণশিক্ষা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের সেবা খাতে সবচেয়ে বেশি দুর্নীতি বিরাজমান। উপদেষ্টা হওয়ার আগে আমাকেও বাধ্...
14/09/2025

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের সেবা খাতে সবচেয়ে বেশি দুর্নীতি বিরাজমান। উপদেষ্টা হওয়ার আগে আমাকেও বাধ্য হয়ে ঘুষ দিতে হয়েছে, যাতে নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন হয়।

আজ ১৪ সেপ্টেম্বর রোজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে ‘ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম (টিআইএমএস)’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আমি নিজেও একসময় নিরুপায় হয়ে ঘুষ দিয়েছি, যাতে কাজটি সময়মতো হয়। বলেছি, এটা চা-নাশতার টাকা। মানুষ এসব দুর্নীতি থেকে মুক্তি চায়। আপনারা মানুষকে সেবা দিন। মানুষ ভালো সেবা পেলে সেবার মূল্য দিতেও কৃপণতা করবে না।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান

14/09/2025

২০১৮ সালে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা নিয়োগের জন্য আজ সকাল ৮টায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে
মানববন্ধন করেছেন।

৬৫,৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ স্থাপনের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও প্রাথমি...
14/09/2025

৬৫,৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ স্থাপনের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহিত সমঝোতা চুক্তি

প্রাথমিক শিক্ষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্রডব্যান্ড এই সার্ভিসে আপনারা কি কি সার্ভিস পাবেন,কাঙ্খিত সার্ভিস না পেলে কি করবেন বা কোথায় অভিযোগ দিবেন,সংযোগের সময় কি কি ফ্রি পাবেন,কোন জিনিসগুলো নষ্ট হলে রিপ্লেস পাবেন তার বিস্তারিত সবকিছু দেয়া রয়েছে।

রাজবাড়ীতে আপন ২ বোন ডাঃ সারিকা শশী ও ডাঃ সিলমা সুবাহ আরশি ৪৮তম বিসিএস পরীক্ষায় (বিশেষ) স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন ...
14/09/2025

রাজবাড়ীতে আপন ২ বোন ডাঃ সারিকা শশী ও ডাঃ সিলমা সুবাহ আরশি ৪৮তম বিসিএস পরীক্ষায় (বিশেষ) স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হলেন। একসঙ্গে দুই বোনের এ সাফল্যে পরিবারটি
আনন্দে ভাসছেন ।

শশী ও আরশি রাজবাড়ী পৌরসভার ভবানীপুরের রাজবাড়ী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক আক্কাস আলী এবং বালিয়াকান্দি মীর মোশারফ হোসেন ডিগ্রি কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের প্রফেসর মালেকা আক্তার শিখা দম্পতির মেয়ে।

তারা ২ বোন ১ ভাই। তাদের একমাত্র ভাই রাজবাড়ী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।

পিতৃত্বকালীন ছুটি ১৫ দিন মিলবে সরকারি চাকরিজীবীদের। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিধিবিধান সংশোধনে অতি সম্প্রতি...
14/09/2025

পিতৃত্বকালীন ছুটি ১৫ দিন মিলবে সরকারি চাকরিজীবীদের। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিধিবিধান সংশোধনে অতি সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছে সার-সংক্ষেপ পাঠানো হয়েছে

আজ শিক্ষকদের একজন প্রেস সচিব নেই বলে একপদ থেকেই অবসর নিচ্ছেন হাজার হাজার শিক্ষক
14/09/2025

আজ শিক্ষকদের একজন প্রেস সচিব নেই বলে একপদ থেকেই অবসর নিচ্ছেন হাজার হাজার শিক্ষক

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষ কারো চাকরি করার জন্য আসেনি, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার ...
14/09/2025

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষ কারো চাকরি করার জন্য আসেনি, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য। কাজেই সেদিকে যেন আমরা যেতে পারি, সবাইকে সেই সুযোগ যেন দিতে পারি।

আজ রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Address

Mirpur 10
Mirpur

Alerts

Be the first to know and let us send you an email when শিক্ষা তথ্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শিক্ষা তথ্য:

Share