আকাশ হাসান

আকাশ হাসান TechTutee is a technological page that will gossip about technologies Bridging Two Worlds: The Story of a Film Director and IT Engineer

Welcome to our page!

We're thrilled to share the journey of a passionate individual who wears two hats - one as a visionary film director and the other as a dedicated IT engineer. Join us as we explore the intersection of creativity and technology in shaping a unique career path. 🎬💻

About Kamrul Hasan:

As a film director, Kamrul Hasan has a keen eye for storytelling, captur

ing the essence of human experiences through compelling narratives and visuals. Their work reflects a deep understanding of the human condition and a commitment to authentic storytelling. Alongside their passion for filmmaking, Kamrul Hasan is also a skilled IT engineer with a background in Enterprise Solution - Global Brand Pvt. Ltd. . Leveraging their technical expertise, they bring innovation and efficiency to every project, ensuring seamless execution and delivery. Kamrul Hasan believes in the power of collaboration, bringing together diverse talents from both the film and tech industries to create immersive experiences that resonate with audiences worldwide. Whether behind the camera or behind the screen, Kamrul Hasan is driven by a relentless pursuit of excellence, pushing the boundaries of creativity and technology to inspire others and make a lasting impact.

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান আরো মজবুত হওয়া উচিৎ। ❤️
20/10/2024

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান আরো মজবুত হওয়া উচিৎ। ❤️

On August 5, 2024, the youth-led Quota Reform Movement in Bangladesh reached a climax when Prime Minister Sheikh Hasina ...
17/10/2024

On August 5, 2024, the youth-led Quota Reform Movement in Bangladesh reached a climax when Prime Minister Sheikh Hasina resigned, marking a significant political shift. The movement initially began in response to the reinstatement of a controversial quota system in government jobs, which reserved 30% of positions for the descendants of veterans from the 1971 Independence War. Many students viewed this as discriminatory and called for reforms, sparking nationwide protests starting in July 2024.

The movement, organized by student groups such as Students Against Discrimination (SAD), quickly escalated due to the government's harsh response, including the use of force against peaceful demonstrators. By late July, the protests had transformed into a broader uprising against what was perceived as an authoritarian regime. Students, alongside ordinary citizens, demanded an end to the quota system and called for the resignation of Hasina's government, as violence against protesters led to hundreds of deaths.

On August 5, as thousands marched toward Dhaka in defiance of curfews and a nationwide internet blackout, Hasina fled to India on a military aircraft. The resignation was celebrated by the movement.

মুরগি কবির ( শাহরিয়ার কবির ) গ্রেপ্তারএকাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্ত...
17/09/2024

মুরগি কবির ( শাহরিয়ার কবির ) গ্রেপ্তার

একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে রাজধানীর বনানীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তেজগাঁও থানার ওসি মো. মোবারক হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহরিয়ার কবিরের বিরুদ্ধে মামলা রয়েছে বলে তিনি জানিয়েছেন।

ইসলাম বিদ্বেষী এই মতলববাজে কঠিন শাস্তি হওয়ার প্রত্যাশা করছি।
#মুরগি_কবির

পলিজুট হতে পারে বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম মাধ্যম: দেখতে হুবহু প্লাস্টিকের ব্যাগ মনে হলেও এটা প্লাস্টিক নয়। পাট থেকে তৈর...
17/09/2024

পলিজুট হতে পারে বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম মাধ্যম:
দেখতে হুবহু প্লাস্টিকের ব্যাগ মনে হলেও এটা প্লাস্টিক নয়। পাট থেকে তৈরি করা সোনালী ব্যাগ। ব্যবহারের পর মাটিতে ফেললে কিছুদিনের মধ্যেই মাটির সঙ্গে মিশে জৈব সার হিসেবে মাটির উর্বরতা বৃদ্ধি করবে। রাস্তাঘাটে ফেললে সেটা ড্রেনে পৌঁছুলেও জলাবদ্ধতা সৃষ্টি হবে না। কারণ কিছুদিন পরই জলের সাথে মিশে মাছের খাদ্যে পরিণত হবে।
বৈপ্লবিক সোনালী ব্যাগের আবিষ্কারক ড. মোবারক আহমেদ খাঁন।
শীঘ্রই বাজারে আসছে।
সারা পৃথিবী মরিয়া হয়ে আছে এই পরিবেশ বান্ধব পলিজুটের ব্যাগের জন্য। দরকার শুধু রাষ্ট্রীয় যথাযত পৃষ্টপোষকতার।

৩য় ভাষণে ৩৩ মিনিটে ৩৩টি গুরুত্বপূর্ণ পয়েন্ট।১ম ভাষণের ১৭ দিন পর ২য় এবং তার ঠিক ১৭ দিন পর ৩য় ভাষণ.. মনে হচ্ছে দেশের প...
15/09/2024

৩য় ভাষণে ৩৩ মিনিটে ৩৩টি গুরুত্বপূর্ণ পয়েন্ট।

১ম ভাষণের ১৭ দিন পর ২য় এবং তার ঠিক ১৭ দিন পর ৩য় ভাষণ.. মনে হচ্ছে দেশের পাক্ষিক আপডেট চলছে।

১. গনঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পুনর্বাসন ও চিকিৎসার দায়িত্ব সরকার বহন করবে।যার পূর্নাঙ্গ তালিকা প্রস্তুত করা হয়েছে এবং পরবর্তীতে তা হালনাগাদ করা হবে।

২. ছাত্র আন্দোলনের স্মৃতি ধরে রাখতে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা হয়েছে, যেখানে দেশ-বিদেশ থেকে সাহায্য করার আহ্বান।

৩. বন্যা পরবর্তী পুনর্বাসনের কাজে সবার সহায়তা প্রয়োজন।সাধারণ মানুষের পাশাপাশি যেভাবে আমাদের সশস্ত্র বাহিনী ঝাপিয়ে পড়েছিলেন, সবার ভূয়সী প্রশংসা করেন।

৪. দেশের বিভিন্ন জায়গায় রাস্তা বন্ধ করে যে দাবি আদায়ের জোয়ার চলছে বিশেষ করে গার্মেন্টস আর ঔষধ কারখানার সামনে, তা থেকে সবাইকে সরে আসার অনুরোধ করা হয়েছে। না হলে দেশের অর্থনীতি বিপর্যস্ত হতে পারে।

৫. ছাত্র-জনতার বিরুদ্ধে বেশিরভাগ মামলা প্রত্যাহার এবং মুক্তি দেয়া হয়েছে।

৬. সাইবার নিরাপত্তা সহ সকল কালো আইন বাতিল হবে।যোগ্য লোককে যোগ্য জায়গায় নিয়োগের মাধ্যমে বিচারবিভাগকে ঢেলে সাজানো হচ্ছে।

৭. সাগর-রুনী সহ আলোচিত ৫টি হ*-ত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন হবে।

৮. ⁠১৫ বছরে যারা গু**ম হয়েছেন তাদের ঘটনা তদন্ত করার জন্য কমিশন গঠিত হয়েছে। আয়না ঘর বন্ধ করা হয়েছে।

৯. শিক্ষাব্যবস্থার সংস্কার ও বই সংশোধনের কাজ চলছে।

১০. দেশের পদত্যাগ করা বিশ্ববিদ্যালয় উপাচার্য ও উপ-উপাচার্যদের স্থলে যোগ্য ব্যক্তিদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।

১১. সংবাদমাধ্যমকে মুক্তভাবে সমালোচনার অধিকার দেয়া হয়েছে।

১২. আরব আমিরাতে আন্দোলনের কারণে সাজাপ্রাপ্ত ৫৭ জন মুক্তি পেয়েছেন যা একটি বিরল ঘটনা।

১৩. ভারত- পাকিস্তান সবার সাথেই সুসম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ, কিন্তু তা হবে ন্যায্যতা আর সমতার ভিত্তিতে।

১৪. উন্নয়নের অপ্রয়োজনীয় প্রকল্প বাতিল করা হবে, কর্মসংস্থান তৈরির উপর জোর।

১৫. পাচার হওয়া টাকা ফেরত আনার ব্যবস্থা।

১৬. কৃষিখাতে বাজেট বাড়ানো হয়েছে।

১৭. কালো টাকা সাদা করার অনুমতি বাতিল।

১৮. রপ্তানি আয়ের সঠিক হিসাব প্রকাশ।

১৯. বিভিন্ন প্রজেক্টের ঋণ পরিশোধ এবং বৈদেশিক মূদ্রার রিজার্ভ বাড়ানোর জন্য ব্যাবস্থা নেয়া হয়েছে।

২০. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোর পদক্ষেপ।

২১. জ্বালানি কোম্পানির পরিচালনা পরিষদে দক্ষ জনবল অন্তর্ভুক্ত যারা প্রকৌশল, ভূ-তত্ত্ব এবং খনিজ বিষয়ে যারা পড়াশোনা করেছেন।

২২. অযৌক্তিক মুক্তিযোদ্ধা সনদ বাতিল।

২৩. বিধিবহির্ভূত প্লট ও ফ্ল্যাট বরাদ্দ বাতিল।

২৪. ধর্মীয় সম্প্রীতি রক্ষার পদক্ষেপ। যারা তা নষ্ট করার চেষ্টা করবে বা আইন যারা নিজে হাতে তুলে নেবেন তাদের শাস্তির আওতায় আনা হবে।

২৫. রাজনৈতিক কারণে বঞ্চিত যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেয়া হচ্ছে।

২৬. সরকারি কর্মকর্তাদের প্রতিবছর সম্পদ বিবরণী জমা দিতে হবে।

২৭. ৫৯টি জেলায় নতুন ডিসি নিয়োগ।

২৮. ২৯৭ জন পুলিশ কর্মকর্তাকে বদলি।

২৯. গণভবন জাদুঘর হিসেবে ব্যবহৃত হবে। যারা এখান থেকে জিনিসপত্র নিয়ে গেছেন তাদের তা ফেরত দেবার অনুরোধ করা হয়েছে।

৩০. নতুন বাংলাদেশ হবে পরিবেশ বান্ধব। সুপার শপে প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ।

৩১. সবাইকে নিজ নিজ জায়গা থেকে নিজ জায়গায় যেখানে সংস্কার প্রয়োজন তা আনার অনুরোধ করা হয়েছে। নিজের সংস্কার সবার আগে প্রয়োজন।।

৩২. সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, দূদক, পুলিশ, জন প্রশাসন , বিচার প্রশাসনে আগে সংস্কার আগে প্রয়োজন।

৩৩. জাতি, ধর্ম, বর্ন নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করা হবে।

পার্থক্য। কেউ নোবেল এনেছে। আর কেউ নোবেল প্রত্যাহারে আন্দোলনে।উনারাও শিক্ষক! উনাদের থাকার কথা ছিল ক্লাসরুমে, মানুষ তৈরিতে...
09/09/2024

পার্থক্য।
কেউ নোবেল এনেছে।
আর কেউ নোবেল প্রত্যাহারে আন্দোলনে।
উনারাও শিক্ষক!
উনাদের থাকার কথা ছিল ক্লাসরুমে, মানুষ তৈরিতে, গবেষণা করে নোবেল আনতে।
কিন্তু উনারা ব্যস্ত ছিলেন রাজনীতিতে। চামচামিতে। সরকারের পদলেহনে, লেজুড়বৃত্তিতে।
বিশ্ববিদ্যালয়কে বানিয়েছেন চা সিঙ্গারার রেকর্ডঘর।
উনাদের বিশেষ প্রিয় ছাত্রদের রুমে ছিল মদ, নারী, লাটিসোটা আর অস্ত্র।
ছাত্রদের যখন পাখির মত গুলি করছিল তখন এরা ক্ষমতার জন্য সরকারের সাথে আতাত করছিল।
পার্থক্যটা বুঝে নিন।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি অর্থের কাজ পেয়েছে ম্যাক্স, তমা & এনডিই !! #বৈষম্যবিরোধীছাত্র‌আন্দোলন
04/09/2024

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি অর্থের কাজ পেয়েছে ম্যাক্স, তমা & এনডিই !!
#বৈষম্যবিরোধীছাত্র‌আন্দোলন

শুক্রবারও চলবে মেট্রোরেল:মেট্রোরেল চলাচল নিয়ে নতুন সিদ্ধান্ত আসছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএ...
02/09/2024

শুক্রবারও চলবে মেট্রোরেল:

মেট্রোরেল চলাচল নিয়ে নতুন সিদ্ধান্ত আসছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এবার থেকে শুক্রবারও চলবে মেট্রো। খুব দ্রুত এটা কার্যকর করা হবে বলে প্রতিষ্ঠানটি থেকে জানানো হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) ডিএমটিএসলের একাধিক কর্মকর্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএমটিএসল থেকে বলা হয়েছে, শুক্রবারের মেট্রো চলাচল নিয়ে এখনো ঘোষণা হয়নি। উপদেষ্টার সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ হয়েছে। তবে খুব দ্রুতই আমরা চালু করতে যাচ্ছি।
আরও বলা হয়েছে, এর মধ্যেই স্টেশন কন্ট্রোলার, ট্রেন অপারেটরসহ অন্যান্য যেসব কর্মী কাজ করবেন তাদের ডিউটির জন্য রোস্টার তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। সকালের দিকে যাত্রী কম থাকায় শুক্রবার দুপুর তিনটা থেকে রাত পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেছেন, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। আজকেও আমরা ভিজিটে যাব। আমাদের আরেকটু সময় দিতে হবে।

বর্তমানে সকাল ৭টা ১০ ও ২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া দুটি ট্রেন এবং মতিঝিল থেকে রাত ৯টা ১৩ মিনিটের পর ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে শুধু এমআরটি পাসধারী যাত্রীরা ভ্রমণ করতে পারেন।

ঢাবির অসংখ্য সিনিয়র ভাইয়ের মুখে শুনেছি, ফজরের টাইমে হলে হলে ছাত্রলীগ পাহারা বসাতো, বিশেষ করে শীতের সময়ে। দেখতো কারা ফজরে...
29/08/2024

ঢাবির অসংখ্য সিনিয়র ভাইয়ের মুখে শুনেছি, ফজরের টাইমে হলে হলে ছাত্রলীগ পাহারা বসাতো, বিশেষ করে শীতের সময়ে। দেখতো কারা ফজরের নামাজ পড়তে উঠে, শীতের রাতে কারা ফরজ গোসল করে..

তাদের ধারণা হলো যে তাবলীগরাও শীতের রাতে ফরজ গোসল করে ফজর পড়তে যাবে না। যারা নামাজ পড়তে উঠবে তারা হলো শিবির। তারা মসজিদে আর হলের বাথরুমে পাহারা দিতো। আর মাজলুম ভাইয়েরা বাথরুমে দরজা বন্ধ করে ইশারায় নামাজ পড়তেন। খোদার কাছে দুহাত তুলে অশ্রু ঝরাতেন বাথরুমের ভেতরেই।

সেসব দিন পার করে আসা ভাইয়েরা ভিসি স্যারের "নামাজে ইমামতি" কে সেলিব্রেট করবেন না তো কে করবে?

এই লোকটাকে কেউ থামান। উনি কী শুরু করছেন? এয়ারপোর্টে ১. ফ্রি টেলিফোন। ২. ফ্রি ওয়াইফাই।৩. হেল্প ডিস্ক, কাষ্টমার সার্ভিস।৪...
29/08/2024

এই লোকটাকে কেউ থামান। উনি কী শুরু করছেন? এয়ারপোর্টে
১. ফ্রি টেলিফোন।
২. ফ্রি ওয়াইফাই।
৩. হেল্প ডিস্ক, কাষ্টমার সার্ভিস।
৪. দ্রুত ল্যাগেজ প্রদান।
৫. ভালো ব্যবহার।
৬. ল্যাগেজ ভাঙ্গলে বা কোনো কিছু চুরি হলে, কর্মিদের বেতন থেকে টাকা কাটা হবে।
কোন ঘোষণা দিলো না। সেলফি তুললো না। নেতা কর্মিদের নিয়ে ফুলের মালা গলায় পরলো না। সাংবাদিক সম্মেলন করলো না। বাবা এবং স্বামীর স্বপ্ন দেখলো না।

আসলে শিক্ষিত লোকেরা কথা কম বলে, চিল্লায় কম, কাজ বেশি করে। স্যালুট জানাই ডক্টর মুহম্মদ ইউনুস স্যার।

Address

Mirpur 14
Mirpur
1206

Website

Alerts

Be the first to know and let us send you an email when আকাশ হাসান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share