AN Rainbow

AN Rainbow AN Rainbow this page is related Daily vlog, my creativity and affordable online shopping store.

Honesty is my power, and Delicately I will serve my product to my customer.

Looking ma sha allah  ❤️❤️❤️
29/07/2025

Looking ma sha allah ❤️❤️❤️

Post number:785🎀 রাগ দেখালে রাগ শিখবে, ভালোবাসা দেখালে ভালোবাসা।” এটা একটা লাইন না, এটা প্রতিটা শিশুর বেড়ে ওঠার সবচেয়ে ব...
23/07/2025

Post number:785
🎀 রাগ দেখালে রাগ শিখবে, ভালোবাসা দেখালে ভালোবাসা।” এটা একটা লাইন না, এটা প্রতিটা শিশুর বেড়ে ওঠার সবচেয়ে বড় সত্য।

👶 আপনার বাচ্চা জেদ করে?
👉 খেয়াল করেছেন কখন জেদ বাড়ে?

— যখন ওর চাওয়া আপনি বারবার থামিয়ে দেন।
— যখন ওর আগ্রহকে আপনি “না” বলে চেপে দেন।
— যখন ওর চোখের সামনে আপনি রেগে যান।

শিশু তখন ভাবে,
🧠 "আমার কথা কেউ শোনে না"
🧠 "চিৎকার করলে, কান্না করলে, রাগ করলে তবেই সবাই শুনবে"

👉 এভাবেই ধীরে ধীরে গড়ে ওঠে জেদি স্বভাব, রাগী মন, অস্থির আচরণ।

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
✅কিন্তু খবরটা ভালো — কারণ আপনি চাইলে এটা বদলাতে পারেন।

💡 শিশুরা কথা নয়, আচরণ দেখে শেখে।
👉 আপনি যেমন, সেও তেমন হবেই।

🔹 আপনি যদি তাকে সময় দেন — সে নিরাপত্তা শেখে
🔹 আপনি যদি তাকে ভালোবাসেন — সে ভালোবাসা দিতে শেখে
🔹 আপনি যদি ধৈর্য ধরেন — সে ধৈর্য শেখে
🔹 আপনি যদি তার আগ্রহে সাড়া দেন — সে আত্মবিশ্বাস পায়

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
❗ একটা কথা মনে রাখবেন:

👉“না” বলাটা সহজ।
🥰কিন্তু “না”-এর জায়গায় ভালোভাবে বোঝানো শেখানো অনেক কঠিন — কিন্তু সবচেয়ে জরুরি।

🔸 শিশুর ইচ্ছে মানে তাকে উড়িয়ে দেওয়া না
🔸 ওর কৌতূহল মানে শাস্তি না
🔸 ওর চোখে জেদ মানেই রাগের জবাব না

👉 বরং বুঝিয়ে দিন, ধরিয়ে দিন, পাশে থাকুন।

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
✅ তাহলে কী করবেন?
✔ কোন কিছু ধরলে না বলার পরিবর্তে বিকল্প কিছু দিন
✔ যতটা সম্ভব বাচ্চাকে ছোট ছোট সিদ্ধান্ত নিতে দিন
✔ সবকিছুতে না নয়, কিছু জিনিস বুঝিয়ে বলুন
✔ রেগে গেলে থামুন, কারণ আপনার রাগ ওর শেখার জায়গা
✔ প্রতিদিন অন্তত কিছুটা সময় রাখুন শুধু ওর জন্য
✔ ওকে বলুন: “তুমি গুরুত্বপূর্ণ”, “তোমার কথা আমি শুনি”, "তোমাকে আমি অনেক ভালবাসি "

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
🌸 মনে রাখবেন —
বাচ্চারা যা দেখে, তাই হয়।
আপনি যদি শান্ত থাকেন, ভালোবাসা দেন — সে-ও তাই শিখবে।

📢 এই পোস্টটা সব মা-বাবার সঙ্গে শেয়ার করুন, যিনি হঠাৎ একটু রেগে যান
হয়তো এই লেখা তার মনটা নরম করে দেবে। ❤️

Collected

আজ আমাদের মেয়ে গ্রেড 1 এর এক্সাম দিতে যাচ্ছে। নুসাইবা ইউনিফর্ম পরে বাসা থেকে বের হচ্ছে । আমি ওর দিকে তাকালাম। আমার কাছে...
23/07/2025

আজ আমাদের মেয়ে গ্রেড 1 এর এক্সাম দিতে যাচ্ছে। নুসাইবা ইউনিফর্ম পরে বাসা থেকে বের হচ্ছে । আমি ওর দিকে তাকালাম। আমার কাছে এসে জড়িয়ে ধরল আমিও হাত বাড়িয়ে বুকে টেনে নিলাম ওকে। ঘাড়ে মাথা দিয়ে ও চুপ করে শুয়ে আছে, ওর মাথার ঘ্রাণে আমার চোখ ঝাপসা হয়ে আসছে! আহা মা! আহারে বন্ধন! মাঝে মাঝেই আমার চোখ ভিজে যায় আসে কেন? সব কন্যার বাবাই কি আমার মতো লুকিয়ে কাঁদে?
বেকার থেকে বিয়ে করার কারণে বউ যদিও বিয়ের দিন তুলে আনা হয় নি তার পরে হাজার গেঞ্জাম ঝামেলার মধ্যে আমার বিয়ের দিন বিদায়বেলায় আমার শ্বশুর তার মেয়েকে বুকে জড়িয়ে কেঁদেছিলেন। কম্পিত হাতে আমার হাত চেপে ধরে বলেছিলেন, "মেয়েটা আমার বাড্ডা আদরের, ও কোনো ভুল করলে আমাকে বলবে বাবা, বকাঝকা করো না।"

আমি সুবোধ বালকের মতো মাথা নেড়ে বলেছিলাম, ঠিক আছে বাবা! তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন অনেক আগেই ।

আমি আমার কথা রাখিনি। সংসার জীবনের টানাপোড়েনে আমি আরেকজনের কন্যাকে কাঁদিয়েছি, বকাঝকাও করেছি। আমি জানি আমার স্ত্রী এগুলো মনে রাখে না। সে এখন একমাত্র আমার সংসার নিয়েই চিন্তিত, এর বাইরে তার মাথায় কিছু কাজ করে না। সে তার বাবার বলয় থেকে বের হয়ে এসে তৈরি করেছে আলাদা এক বৃত্ত। সেই বৃত্তের কেন্দ্রে শুধুই আমার তিন সন্তান আর প্রচন্ড ব্যস্ত আমি। তার পৃথিবীটা আজ শুধুমাত্র আমাদেরকে ঘিরেই আবর্তিত হয়। ভাবলে অবাক লাগে, কি আত্মত্যাগটাই না একজন নারী করে তার সংসারের জন্য!

আমার ছোট্ট মেয়েটাও একদিন আমাকে কাঁদিয়ে আরেক বৃত্তে চলে যাবে! আমাকেও হয়তো আরেক যুবকের হাত ধরে একই কথার পুণরাবৃত্তি করতে হবে! আমি চাই না আমার ব্যর্থতা আমার কন্যাসন্তানকে স্পর্শ করুক! আমি ক্ষমাপ্রার্থী কথা রাখতে না পারার জন্য।

কন্যার পিতা হওয়া অনেক কষ্টের! কতটুকু কষ্টের সেটা পিতা হবার পূর্বে অনুভূত হয় না। আমার চোখের কোণায় অশ্রু গাঢ় হচ্ছে, আমার ছোট্ট মেয়েটা খুবই অস্থির হয়ে উঠেছে, ভ্রু কুঁচকে পড়ার চেষ্টা করছে এক অপরাধীর জবানবন্দি। ওর চোখেও অশ্রু! কি জানি! মেয়েরা সম্ভবত বাবার অনুভূতি পড়তে পারে, সৃষ্টিকর্তা মেয়েদেরকে বাবার অনুভূতি পড়তে পারার এক অদ্ভুত শক্তি দিয়ে পৃথিবীতে পাঠান।❤️❤️
Collected ✨

#

22/07/2025

ফেসবুকে ডুকলে যেন আহাজারি... 😭😭
নিজের বুকের ধুকপুক যেন থামছেই না। প্রত্যেকটা সন্তানের বাবা মার ভেতরটা যে কেমন করছে 😭😭
হে আল্লাহ তুমি সবাইকে রহম করো... যারা এখন আর নেই তাদের জান্নাতবাসী করুন... আর যারা আহত অবস্থায় আছে তুমি তাদের সহজ ভাবে সুস্থ করে দেও... প্রতেকটা বাবা মার জন্য ও এই পরিস্থিতিটা সহজ করো আর মোকাবেলার শক্তি দান করো...
আমিন... 😔
সবাই আমারা তাদের জন্য দোয়া করি 😔





#আমরা_একসাথে

সকালে লামিয়া রাগ করে স্কুলে গিয়েছিল - বাবার ওপর অভিমান ছিল, গত শুক্রবার ঘুরতে নিয়ে যায়নি বলে 😭মা স্কুলে নামিয়ে দিয়ে আদর ...
21/07/2025

সকালে লামিয়া রাগ করে স্কুলে গিয়েছিল - বাবার ওপর অভিমান ছিল, গত শুক্রবার ঘুরতে নিয়ে যায়নি বলে 😭
মা স্কুলে নামিয়ে দিয়ে আদর করে বলেছিলেন, "বিকেলে নিয়ে যাবো মা, মন খারাপ কোরো না।"
কিন্তু সেই বিকেল আর এল না… 😭

ভয়াল আগুন লামিয়াকে কেড়ে নিলো 😭
আজ বাবার কণ্ঠে শুধু একটিই আর্তনাদ—
আমার রাগী মেয়েটা কোথায়? মা তুই আয় আমি তোরে ঘুরতে নিয়ে যাবো!!! 😭😭😭

হে দয়াময়, আর কোনো বাবা-মার কোল এভাবে খালি করো না 😭💔





#আমরা_একসাথে

বিমান দূর্ঘট%&নার দায় কার, সেটা হয়তো কখনোই জানা যাবে না।কিন্তু যে বিমান বিধ্ব&%স্ত হয়েছে, সেটা বহু বছরের পুরোনো বিমান। ৮...
21/07/2025

বিমান দূর্ঘট%&নার দায় কার, সেটা হয়তো কখনোই জানা যাবে না।
কিন্তু যে বিমান বিধ্ব&%স্ত হয়েছে, সেটা বহু বছরের পুরোনো বিমান। ৮৪ সালের দিকে বানানো।

এই বিমান দুনিয়াজোড়া উড়ন্ত ক&%ফিন বলে। আর আমাদের এটা দিয়ে প্রশিক্ষন চলে।

আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training)সদ্য বিবাহিত সে...

সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ। ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড, সেটি'ই প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে। ট্রেনিং-এর এপর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো-পাইলট বা কোনো প্রকার ইন্সট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন।

যেকোনো প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরেই হয়ে থাকে, তবে সলো ফ্লাইট সাধারণত আর্বান এরিয়াতেই হয়ে থাকে৷ আর আর্বান এরিয়াতে এধরণের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট। তো ট্রেনিংয়ের লক্ষ্যে তৌকির তার এফ-৭ বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন।

এরপর উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা'র আকাশজুড়ে তিনি উড়তে থাকেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু সমস্যা আঁচ করেন। কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে ইন্সট্যান্ট রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয়।

কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানা সম্ভব হয়েছে: ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করেছেন বিমান বাচানোর জন্য। তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেসের দিকে ছুটতে থাকেন। এর মধ্যেই কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়&%ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বি'ধ্ব'&%স্ত হয়।

এখন পর্যন্ত এতটুকুই জানা গেছে। তবে বিমানের ঠিক কি ধরণের টেকনিক্যাল ফেইলিওরের জন্য এই দুর্ঘ&%টনা ঘটলো, তা কেবলমাত্র ম্যাসিভ ইনভেস্টিগেশন হলেই জানা সম্ভব।
© কালেক্টেড

19/07/2025

Good night 😊😊

19/07/2025

Good morning...

18/07/2025

Good night everyone 🙂

বলেন তো এটা কি??? 🙄🤔🤔🤔
18/07/2025

বলেন তো এটা কি??? 🙄🤔🤔🤔

Address

Mirpur, Dhaka
Mirpur
1216

Alerts

Be the first to know and let us send you an email when AN Rainbow posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AN Rainbow:

Share