12/09/2025
একটা শিক্ষার্থী সুদীর্ঘকাল পড়াশোনা, ক্লাস করে, অ্যাসাইনমেন্ট জমা দিল, CGPA ও ম্যানেজ করল।
কিন্তু ইন্টারভিউ তে HR যখন বলল Tell me about yourself
সে বললা আমার বাবা জমিদার, দাদা দফাদার, স্যার আমি প্রাচ্যের অক্সফোর্ডের ছাত্র, আমি পরিশ্রমী, বিশ্বস্ত ইত্যাদি ইত্যাদি।
এই যে সে তার মানপত্র বলতে বলতে, টেবিলের অন্যপাশ থেকে বিদায়পত্র রেডি হচ্ছে।
প্রতি বছর অসংখ্য “theory expert” বের হয়, কিন্তু "solution builder" হয় হাতে গোনা।
তাই নিজেকে 'হায়ারেবল' বানাতে চাইলে ৪ বছরে শুধু CGPA না, শেখা লাগবে
👨💻 Hard Skills: যেটা তুমি করতে পারো হাতে কলমে (Coding / Designing / Analysis)
🗣️ Soft Skills: Present করতে জানো নিজেকে? Eye contact করে Communication পারো?
📁 Portfolio: তুমি যেটা বলো পারো, তার প্রমাণ আছে তো তোমার কাছে?
ননে রাখতে হবে, সনদ আবেদন করার যোগ্যতা এনে দেয়, সফল হতে হলে জানতে হবে।