Kazi Abul Hossain school কাজী আবুল হোসেন স্কুল

  • Home
  • Bangladesh
  • Mirpur
  • Kazi Abul Hossain school কাজী আবুল হোসেন স্কুল

Kazi Abul Hossain school কাজী আবুল হোসেন স্কুল KAHS@ Kazi Abul Hossain High School
The trusted School for quality Education

31/07/2025

নেতৃত্ব তৈরি করা যায় না, নেতৃত্ব জন্মগত ভাবে প্রাপ্ত আল্লাহু তায়া’লার একটা বিশেষ গুন। প্রশিক্ষণ দিয়ে হয়তো নেতৃত্বকে প্রভাবিত করা যায়, কিন্তু জন্মগত ভাবে নেতৃত্বের গুন না থাকলে তার মধ্য নেতৃত্ব তৈরি করা যায় না।

আপনি যদি আপনার প্রতিষ্ঠান, কোন প্রকল্প বাস্তবায়নের জন্যে নেতৃত্বের অধিকারী প্রজেক্ট ম্যানেজার চান, তাহলে যাদের বাছাই করবেন তাদের মধ্য দেখেন কেউ ছাত্র জীবনে ক্লাশ ক্যাপ্টেন, মহল্লায় ফুটবল টুর্নামেন্টের দলীয় ক্যাপ্টেন আছে কিনা,যদি না থাকে তাদের দিয়ে নেতৃত্ব আশা করা যাবে না।

যার মধ্য নেতৃত্বের গুন আছে তা আচরণে দৃশ্যমান হবেই।হয়তো ৩/৫ জন ছোট ছেলে মেয়ে খেলছে তাদের মধ্যো একজন নেতৃত্ব দিবে,পাচজন নদীর পারে হাটতে গেছে তাদের মধ্যো কেউ না কেউ নেতৃত্ব দিবে, শ্রেনীর সবার
সামনে এসে পড়া বুঝিয়ে বলার জন্য শুধু পড়া বলতে পারার গুন থাকলেই হবে না, নেতৃত্ব ও থাকতে হবে।

প্রি - প্রাইমারীর যে মেয়েটি এমন নির্ভয়ে সবার সামনে গিয়ে পড়াইতে পারে, সে নিসন্দেহে বড় হয়ে যেকোন পরিবেশে হাজার হাজার লোকের সামনে তার বক্তব্য তুলে ধরতে পারবে বলে আমারা আশাবাদী

31/07/2025

নবম শ্রেণীর বাংলা বিষয়"বন্দনা" কবিতাটি আবৃত্তি ও কবিতাটিতে কবি কি বুঝাতে চেয়েছে তা শিক্ষার্থী তার নিজের ভাষায় খুব সুন্দর ভাবে উপস্থাপন করলো👌

মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মমতার গল্প যখন নির্যাতিত পরিবারের সদস্যের কাছ থেকে শুন ছিলাম তখন শরীরের লোমগ...
30/07/2025

মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মমতার গল্প যখন নির্যাতিত পরিবারের সদস্যের কাছ থেকে শুন ছিলাম তখন শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছিলো।

27/07/2025

নবম শ্রেণীর বাংলা বিষয়ের অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনি চেনার সহজউপায়।

27/07/2025

Kazi Abul Hossain school কাজী আবুল হোসেন স্কুল এর সাবেক শিক্ষার্থী সজীব হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মিষ্টিমুখ করাতে আসে, বক্তব্য রাখছে অত্র বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আব্দুল হাই স্যার

26/07/2025

শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সে ইংরেজি এবং ICT বাধ্যতামূলকভাবে পড়তে হবে।
– ভিসি

25/07/2025

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ২০% সরকারি ও ৮০% বেসরকারি বিদ্যালয়ে পড়াশোনা ।৮০% কে বঞ্চিত করে ২০% নিয়ে মেধা বৃত্তি আয়োজন কী হাস্যকর নয়??

25/07/2025

মুসলমান প্রধান দেশ হিসাবে প্রতিটি বিদ্যালয়ে আরবী শিক্ষা দেয়া প্রয়োজন। বাংলাদেশে ধর্মীয় শিক্ষার কারিকুলামে অন্তর্ভুক্ত থাকলেও আরবী শিক্ষা বিদ্যালয়ে নাই। Kazi Abul Hossain school কাজী আবুল হোসেন স্কুল প্রি-প্রাইমারী থেকে শুরু করে সকল শ্রেনীতে আরবী সহ ইসলামী শিক্ষায় গুরুত্ব দেয়া হয়। একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার অবশ্যই প্রয়োজন। কিন্তু সবার আগে দরকার একজন ভালো মানুষ। আমি আমার সন্তানসহ সকল শিক্ষার্থীদের বলি, ডাক্তার, ইঞ্জিনিয়ার হও বা না হও সমস্যা নাই, একজন ভালো মানুষ হতে হবে।

#ইসলামীবার্তা #ইসলামিক #কোরআন #আরবী
#ইসলামেরআলো #ইসলাম #ইসলামেরকথা #ধর্মীয়
#ইসলামেরপথ

HSC 2025-2026 সেশনে ভর্তির আবেদন শুরু হবে আগামী ৩০শে জুলাই ২০২৫ইং । ফল প্রকাশ হবে ২০শে আগষ্ট রাত ৮.০০ঘটিকায়। ১৫ সেপ্টেম্...
25/07/2025

HSC 2025-2026 সেশনে ভর্তির আবেদন শুরু হবে আগামী ৩০শে জুলাই ২০২৫ইং । ফল প্রকাশ হবে ২০শে আগষ্ট রাত ৮.০০ঘটিকায়। ১৫ সেপ্টেম্বর ক্লাশ শুরু।

সাধারনত শিক্ষার্থীরা দোকানে গিয়ে এই আবেদন করে । যে কেউ তার হাতের স্মার্ট ফোন থেকে নিচের লিংকে গিয়ে আবেদন করতে পারবে। ফলে দোকানে অতিরিক্ত টাকা দেয়ার ঝামেলা মুক্ত থাকবে। অনলাইনে পেমেন্ট করা যাবে।

XI Class Admission 2025-2026 Session Apply Online Application Form. Www.XIClassAdmission.Gov.BD Apply Online Application Form System by HSC Admission 2025.

রিফাতুলের সফলতায় আমরাও খুশি। এই রকম শত-শত ছাত্র-ছাত্রীদের আস্থার স্থান Kazi Abul Hossain school কাজী আবুল হোসেন স্কুল. স...
24/07/2025

রিফাতুলের সফলতায় আমরাও খুশি। এই রকম শত-শত ছাত্র-ছাত্রীদের আস্থার স্থান Kazi Abul Hossain school কাজী আবুল হোসেন স্কুল. সবার সমর্থন ও ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে।

24/07/2025

হাতের লিখা সুন্দর হলে পরীক্ষায় অধিক নম্বর পাওয়া যায়,সুন্দর হাতের লিখা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। তাই বিদ্যালয় গুলোতে হাতের লিখা অনুশীলন করানো হয়। হাতের লিখা সুন্দর করতে হলে অনুশীলন করার পাশাপাশি শিক্ষার্থীদের কোন কোন বিষয় গুলো নজর দিতে হবে তা প্রতিটি শিক্ষার্থীদের জানা উচিত। যেমন:
১. প্রতিটি বর্ন সঠিকভাবে লিখতে পারতে হবে
২. একটা শব্দের প্রতিটি বর্ন আকারে সমান ও সমান্তরাল হতে হবে।
৩. একটা বাক্যের প্রতিটি শব্দ একই সমান্তরালে এবং শব্দ থেকে শব্দের দুরত্ব সমান হতে হবে।

Address

35/E, Hazi Ali Hossain Road, Baishteki, Mirpur 13
Mirpur
1216

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801991991090

Alerts

Be the first to know and let us send you an email when Kazi Abul Hossain school কাজী আবুল হোসেন স্কুল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kazi Abul Hossain school কাজী আবুল হোসেন স্কুল:

Share