31/07/2025
নেতৃত্ব তৈরি করা যায় না, নেতৃত্ব জন্মগত ভাবে প্রাপ্ত আল্লাহু তায়া’লার একটা বিশেষ গুন। প্রশিক্ষণ দিয়ে হয়তো নেতৃত্বকে প্রভাবিত করা যায়, কিন্তু জন্মগত ভাবে নেতৃত্বের গুন না থাকলে তার মধ্য নেতৃত্ব তৈরি করা যায় না।
আপনি যদি আপনার প্রতিষ্ঠান, কোন প্রকল্প বাস্তবায়নের জন্যে নেতৃত্বের অধিকারী প্রজেক্ট ম্যানেজার চান, তাহলে যাদের বাছাই করবেন তাদের মধ্য দেখেন কেউ ছাত্র জীবনে ক্লাশ ক্যাপ্টেন, মহল্লায় ফুটবল টুর্নামেন্টের দলীয় ক্যাপ্টেন আছে কিনা,যদি না থাকে তাদের দিয়ে নেতৃত্ব আশা করা যাবে না।
যার মধ্য নেতৃত্বের গুন আছে তা আচরণে দৃশ্যমান হবেই।হয়তো ৩/৫ জন ছোট ছেলে মেয়ে খেলছে তাদের মধ্যো একজন নেতৃত্ব দিবে,পাচজন নদীর পারে হাটতে গেছে তাদের মধ্যো কেউ না কেউ নেতৃত্ব দিবে, শ্রেনীর সবার
সামনে এসে পড়া বুঝিয়ে বলার জন্য শুধু পড়া বলতে পারার গুন থাকলেই হবে না, নেতৃত্ব ও থাকতে হবে।
প্রি - প্রাইমারীর যে মেয়েটি এমন নির্ভয়ে সবার সামনে গিয়ে পড়াইতে পারে, সে নিসন্দেহে বড় হয়ে যেকোন পরিবেশে হাজার হাজার লোকের সামনে তার বক্তব্য তুলে ধরতে পারবে বলে আমারা আশাবাদী