সৃজন

সৃজন ‘সুন্দরের পথে নতুনের সন্ধানে’

'কবি লুব্ধক মাহবুবের জানার জগৎ, বলার ভঙ্গী, দেখার চোখ আলাদা। তিনি কবিতার শব্দ-মালা গাঁথেন বকুলের মালা গাঁথার মতো আদরে, স...
23/09/2025

'কবি লুব্ধক মাহবুবের জানার জগৎ, বলার ভঙ্গী, দেখার চোখ আলাদা। তিনি কবিতার শব্দ-মালা গাঁথেন বকুলের মালা গাঁথার মতো আদরে, সৌন্দর্য ও রঙের বিভায়। মনে হয়, চোখের সামনে কোন এক আকাশ-ভাঙা জ্যোৎস্নার ভিতর থেকে সে আসে'

পাঠকের মনে কবি লুব্ধক মাহবুব’র কবিতা পাঠ মাত্রই মনোময় জ্যোৎস্নার রহস্যের আলো ছড়িয়ে দিয়ে যাবে। তৃতীয় কাব্যগ্রন্.....

'বাবা বলেছিলেন, ‘মানুষ হও’কারণ, আমি তখন শিশুটি ছিলাম…চল্লিশ বছর সাধনার পরপেছনে তাকিয়ে দেখি, তখনই মানুষ ছিলাম।এখন আমি পেছ...
21/09/2025

'বাবা বলেছিলেন, ‘মানুষ হও’
কারণ, আমি তখন শিশুটি ছিলাম…
চল্লিশ বছর সাধনার পর
পেছনে তাকিয়ে দেখি, তখনই মানুষ ছিলাম।
এখন আমি পেছনে ফিরে যাচ্ছি…
বাবার মুখ রক্ষার্থে, তবুও যদি মানুষ হওয়া যায়'

প্রেম

জন্মদিনে শ্রদ্ধা.
17/09/2025

জন্মদিনে শ্রদ্ধা.

কবি বিনয় মজুমদারের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি.

'রেলস্টেশনে দাঁড়ালেমনে হয়, এ জীবন এক অবিরাম বিদায়।সিটি বাজে—লোহার শব্দে কেঁপে ওঠে অন্ধকার,কিন্তু মানুষের চোখে শুধু ভাসে ...
16/09/2025

'রেলস্টেশনে দাঁড়ালে
মনে হয়, এ জীবন এক অবিরাম বিদায়।
সিটি বাজে—
লোহার শব্দে কেঁপে ওঠে অন্ধকার,
কিন্তু মানুষের চোখে শুধু ভাসে বিচ্ছেদের জল'

মার্বেল খেলার বয়েস

জন্মদিনে শ্রদ্ধা.
15/09/2025

জন্মদিনে শ্রদ্ধা.

'বিস্ময়ের অলিগলি বেষ্টিত জলপথ ভেনিসকে পরিণত করেছে ‘সিটি অব লাভ অ্যান্ড লাইটস’ অর্থাৎ ‘ভালোবাসা ও আলোর নগরীতে’। তার বিস্ত...
14/09/2025

'বিস্ময়ের অলিগলি বেষ্টিত জলপথ ভেনিসকে পরিণত করেছে ‘সিটি অব লাভ অ্যান্ড লাইটস’ অর্থাৎ ‘ভালোবাসা ও আলোর নগরীতে’। তার বিস্তৃতিও ইউরোপের ৬টি বৃহত্তম নগরীর মধ্যে অন্যতম। অ্যাড্রিয়াটিক সাগরের উপকূলে ইতালির ভেনিটো অঞ্চলে বো ও পিয়াভব নদীর মিলনস্থলে প্রায় ৪১৭.৫৭ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত ভেনিস। ৩ লাখ নাগরিককে বুকে ধারণ করেছে ভেনিসের ১১৮টি ছোট ছোট দ্বীপ। ১৭৭টি খাল আর এক দ্বীপ থেকে অন্য দ্বীপে হেঁটে যাওয়ার জন্য রয়েছে ৪০৯টি সেতু। আর তাই রূপের পসরা সাজানো ভেনিসকে ভাসমান নগরীও বলা হয়'

অপার সৌন্দর্যের লীলাভূমি ভেনিসে পা রেখেছিলাম এক রৌদ্রোজ্জ্বল গ্রীষ্মের দুপুরে। যাত্রীবোঝাই পাবলিক বাসে চেপে য....

শ্রদ্ধা
13/09/2025

শ্রদ্ধা

12/09/2025

'অচেনা পথের শহর, চেনা মনের মেঠো পথ,
তারই জমিন জুড়ে চলে অনুভূতির উল্টোরথ।
ছোট্ট ঘর জুড়ে আড়াল টানে বন্ধু নামের যাযাবর,
আস্তিনে গোটানো অভিমান ছোড়ে চেনা-অচেনা মানুষ বারবার'

`সেই ছোটবেলা থেকে দেখে আসছি। গাই দুধ দেয়নি বলে কোনো এক সকালে মায়ের মন খারাপ হয়ে যায়। ছেলে-মেয়েদের আজ দুধ খাওয়াতে না পারা...
10/09/2025

`সেই ছোটবেলা থেকে দেখে আসছি। গাই দুধ দেয়নি বলে কোনো এক সকালে মায়ের মন খারাপ হয়ে যায়। ছেলে-মেয়েদের আজ দুধ খাওয়াতে না পারার দুঃখ ভোলার কী যে চেষ্টা থাকে মায়ের। তিনি রাস্তা থেকে বাড়ি, বাড়ি থেকে রাস্তায় আসতে-যেতে হাপিত্যেশ করেন। রাস্তার ধারে পুরোনো খালের ওপরে চালা দিয়ে লাগানো লাউ গাছে লাউ দেখেন। লাউয়ের কচি পাতা খুঁজেন। খোঁয়াড়ে গিয়ে হাঁসের ডিম গুনেন। নয়া খালের মুখে পাতা আনতায় মাছ উঠল কি-না দেখে আসেন। লাউয়ের কচি ডগা দিয়ে ডিম ভুনা আর কুমড়ো ফুলের বরা আব্বা ও আমার ভীষণ প্রিয়। আম্মা যেন আমাদের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করেন'

ছোটবেলায় বন্যার পানিতে ডুবে মরা সাত বছরের ভাইয়ের জন্য মায়ের ভেতরে, থেকে থেকে দরদ উছলে উঠে। ছটকু ছটকু বলে বিলাপ শুর...

'আজব গতর আজব সতরগজব পরিবেশনয়া ভাবেসাবে নয়াদেখনদারির রেশকলাবতীর ছলাকলায়রাত্রি নির্নিমেষকৃষ্ণগাত্রে এলায়িতরাধার কালো কেশ'
09/09/2025

'আজব গতর আজব সতর
গজব পরিবেশ
নয়া ভাবেসাবে নয়া
দেখনদারির রেশ

কলাবতীর ছলাকলায়
রাত্রি নির্নিমেষ
কৃষ্ণগাত্রে এলায়িত
রাধার কালো কেশ'

স্বপ্ন

'জহির দমে যাওয়ার পাত্র না । জহির একলা চলো নীতি অনুসরণ করলেও তার বাবাকে সঙ্গে নিয়েই যুদ্ধে নেমেছে । জমির চাচা তার ভাইয়ের ...
08/09/2025

'জহির দমে যাওয়ার পাত্র না । জহির একলা চলো নীতি অনুসরণ করলেও তার বাবাকে সঙ্গে নিয়েই যুদ্ধে নেমেছে । জমির চাচা তার ভাইয়ের জন্য কী করে নাই । জমির চাচার অতসব ক্ষোভ নেই । জাহিদ পাশে থাকলো কিনা থাকলো না এসব ভাবেও না । জমির চাচার প্রতিটা নিশ্বাসই যেন বলে ওঠে , জাহিদ ভাল থাকুক । আমি তো বেঁচে আছি মরে তো যাইনি । এই শহরে বেঁচে থাকা মানেই ভাল থাকা'

তার বাবা জমির যে কিনা এই শহরেই রিকশা চালায় । আমরা জহিরকে খুব কাছ থেকে কষ্ট করতে দেখেছি । ছেলেটা এখনো লড়ছে জীবনের স....

বিদায়...
07/09/2025

বিদায়...

Address

House#05, Road#29, Mirpur/12
Mirpur
1221

Alerts

Be the first to know and let us send you an email when সৃজন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সৃজন:

Share