
23/09/2025
'কবি লুব্ধক মাহবুবের জানার জগৎ, বলার ভঙ্গী, দেখার চোখ আলাদা। তিনি কবিতার শব্দ-মালা গাঁথেন বকুলের মালা গাঁথার মতো আদরে, সৌন্দর্য ও রঙের বিভায়। মনে হয়, চোখের সামনে কোন এক আকাশ-ভাঙা জ্যোৎস্নার ভিতর থেকে সে আসে'
পাঠকের মনে কবি লুব্ধক মাহবুব’র কবিতা পাঠ মাত্রই মনোময় জ্যোৎস্নার রহস্যের আলো ছড়িয়ে দিয়ে যাবে। তৃতীয় কাব্যগ্রন্.....