
02/08/2025
'তারা কেউ বুঝতে পারলো না হুট করে একটা সুস্থ স্বাভাবিক মানুষ কীভাবে মরে গেলো! কেউ তাদের জানায়নি যে, আকাশটা না দেখতে পারার শোকে সে মরে গিয়েছিল। তার নিজের গ্রহে ফিরতে না পারার শোকে সে মরে গিয়েছিল। কেউ জানলো দূর গ্রহের এক আগন্তুক পৃথিবীটা দেখতে এসে মরে গিয়েছিল'
১. পৃথিবীর শেষ গাছটা হাতে নিয়ে ফিহান সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছে। চিরকাল দ্বিধা-দ্বন্দ্বে ভোগা ফিহান সিদ্ধান্ত নিত...