20/02/2025
আপনার সাথে যুক্ত যে পুরুষ মানুষটা আছে, তাকে বুঝতে চেষ্টা করুন। তার ভালো লাগা, তার মন খারাপ সবটা খুঁটিয়ে দেখুন! একটি নারীর জীবনে পুরুষ মানুষের সাপোর্ট পাওয়া খুব ভাগ্যের ব্যাপার।
বিশ্বাস করেন একজন সত্যিইকারের পুরুষ মানুষের ভালোবাসা যেমন সুন্দর হয়, তেমনি পুরুষ মানুষের যত্নও ভয়ংকর সুন্দর হয়। পুরুষ মানুষ অনেক শখ করে নিজের সাথের মানুষটাকে আগলে রাখে, পুরুষ মানুষ তার ভালোবাসার মানুষটাকে পাবার জন্য একা সবার বিরুদ্ধে যেতেও প্রস্তুত থাকে।
একটা নারীর জীবনে একজন সুর্দশন পুরুষ অপেক্ষা একজন দায়িত্ববান পুরুষ মানুষ ভীষণ প্রয়োজন। কারণ বাস্তবে সব সুর্দশন পুরুষ মানুষের ভেতরে দায়িত্ববোধ থাকে না! সবাই ভালোবাসা দিতে পারে না, সবাই যত্ন নিতে পারে না, সবাই মনের মতো হতে পারে না, কিন্তু ভেবে দেইখেন একজন দায়িত্ববান পুরুষ সবসময় তার দায়িত্বভার নিয়ে সুন্দর করে বেঁচে থাকতে চেষ্টা করে, সবসময় তার পছন্দের মানুষকে নিজের জগৎ বানিয়ে নিতে চেষ্টা করে, সবসময় সে নারীর কাছে আর্কষণীয় হয়ে থাকতে পছন্দ করে।
বিশ্বাস করেন আর নাই করেন একজন পুরুষ মানুষের সৌন্দর্য লুকিয়ে থাকে তার দায়িত্বে, পুরুষ মানুষ কে বেকার থাকা মানায় না, কারণ একজন টাকা ওয়ালা পুরুষ মানুষকে নারী ছেড়ে আসতে পারে, কিন্তু একটা দায়িত্ববান পুরুষকে যেমনটা হোক যাইহোক কোনো নারী ছেড়ে আসতে চায় না, ছাড়তে পারে না মায়ার টানে।
নারীদের বলছি শুনেন একজন দায়িত্ব প্রবণ পুরুষ মানুষকে আগলে রাখুন, কদর করুন, ভালোবাসা দিয়ে তার মনের খবর রাখতে চেষ্টা করুন, তার না বলা চাপা আর্তনাদ গুলো জানতে চেষ্টা করুন।
যে নারী পুরুষের অনুভূতি বুঝতে পারে সে অনেক ভালোবাসাও পায়, যে নারী একজোড়া বিশ্বস্ত হাতের যত্ন পায়, গুরুত্ব পায় সে নারীর জীবনে আর কারো যত্নের দরকার পরে না।