Rup Kotha

Rup Kotha আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের ফেইজ টি দেখতে আসার জন্য....একবার আসবেন, বার বার আসবেন।
ধন্যবাদ

28/11/2024
28/11/2024

আজ ও তোমার অপেক্ষায়

23/11/2024
23/11/2024

পিজ্জা মামার, পিজ্জা হাট এ, এটি নোয়াখালী জেলার প্রান কেন্দ, মাইজদী শহরের স্কাই ভিউ থেকে ২০ গজ পুর্বে অবস্থিত, পিজ্জা মামা মাইজদী শহরের বেশ জনপ্রিয় একটি পিজ্জা চেইন, যারা সাধ্যের মধ্যে মানসম্মত পিজ্জা সরবরাহ করার জন্য পরিচিত।তাদের মেন্যুতে ক্লাসিক পিজ্জার পাশাপাশি চাইনিজ, বারবিকিউ, এবং কিছুফিউশন ফ্লেভারের অপশনও পাওয়া যায়।আপনাদের যদি হালকা বাজেট ও দ্রুত সার্ভিসের প্রয়োজন হয়, তাহলে পিজ্জা মামার পিজ্জা একটি ভালো অপশন।ধন্যবাদ

12/07/2024

গ্রামের মেটো পথ

12/07/2024

কাশ্মীর। মন ভালো করে দেওয়ার জন্য এই নামটাই যথেষ্ট। নীল রঙা আকাশ, সাদা মেঘ, বরফে ঢাকা বিশাল পর্বত শ্রেণি, সবুজ বনভূমি, নীলচে সবুজ রঙের হ্রদ, আঁকাবাঁকা পাহাড়ি পথ- এই কয়েকটি শব্দ দিয়ে ধরাধামের স্বর্গটিকে বর্ণনা করার চেষ্টা বৃথা। আসল কাশ্মীরের সৌন্দর্য্য ভাষায় প্রকাশ করতে যাওয়া বড়ই বিড়ম্বনার কাজ। যাঁরা কাশ্মীর বেড়াতে গেছেন তাঁদের আলাদা করে বলার কিছু নেই। আর যাঁরা যাননি তাঁরা জীবনে একবার অন্তত সেখান থেকে ঘুরে আসুন। না হলে প্রকৃতির অপূর্ব এক সৃষ্টিকে নিজের চোখে দেখার অভিজ্ঞতা খুব মিস করবেন।

12/07/2024

কোন এক গোধুলি বিকেল

12/07/2024

নীলাদ্রি লেক
নীলাদ্রি লেক (Niladri Lake) খ্যাত পর্যটন স্থানটি চুনাপাথরের পরিত্যাক্ত খনির লাইম স্টোন লেক। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট (Tekerghat) নামক গ্রামে নীলাদ্রি লেকের অবস্থান। এই লেকের প্রকৃত নাম শহীদ সিরাজ লেক। কিন্তু ভ্রমণ কমিউনিটিতে এই লেক নীলাদ্রি নামেই অধিক পরিচিত। অবশ্য স্থানীয় লোকজন একে টেকেরঘাট পাথর কোয়ারি নামে চেনে। লেকের চমৎকার নীল পানি, ছোট বড় টিলা আর পাহাড়ের সমন্বয় নীলাদ্রি লেককে করেছে অপার্থিব সৌন্দর্য্যের অধিকারী। স্বতন্ত্র বৈশিষ্টের জন্য নিলাদ্রি লেক দেখে অনেক পর্যটক একে বাংলার কাশ্মীর হিসাবে অভিহিত করেন।

Address

Mirpur

Alerts

Be the first to know and let us send you an email when Rup Kotha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share