04/11/2025
দিনের অর্ধেক কেটে গেছে,
হয়তো কাজের চাপ, ক্লান্তি, কিংবা মন খারাপও এসে গেছে।
কিন্তু একটুখানি সময় নিয়ে শ্বাস নাও —
তুমি ভালো আছো, তুমি চেষ্টা করছো,
এটাই সবচেয়ে বড় জেতা।
সব কিছু নিখুঁত না হলেও,
তোমার পথটা ঠিকই এগোচ্ছে।
প্রতিটি ভুল, প্রতিটি ধৈর্য,
একদিন তোমার গল্পের গর্ব হবে।
তাই আজ দুপুরে নিজেকে একটু বলো —
“আমি পারছি, আমি ঠিক আছি,
আর আমি হাল ছাড়ব না।”
একটা হাসি দাও,
বাকি দিনটা তোমার হাতে বদলে দাও।
ইতিবাচকতা
#দুপুরেরভাবনা #জীবনেরপথে #মনভালো_থাকুক #আলোছড়াও