Lady luxe

Lady luxe Welcome to the world of lady luxe

21/04/2025

গতবছর বিলেত আসার পর এখানকার কিছু বন্ধুবান্ধবদের সাথে একটা ট্রিপে যাই।
লন্ডনের বাইরে, দোতলা একটা কটেজ ভাড়া করি আমরা যার ভেতর আমরা প্রায় সবাই- বাংগালী দম্পতি।

সবাই মিলে ভোর রাত পর্যন্ত গল্প করে দুই ঘন্টা ঘুম দিয়ে যখন ঘুমে চোখ ঢুলু ঢুলু হয়ে উঠি, সবচে' অবাক করা যে বিষয় টা দেখতে পাই-

পুরো বাসা একদম পরিপাটি, সোফা গোছানো, সিংকের সব থালাবাসন মেজে চকচকে, সকল ময়লা পলিথিনে প্যাকড।

খাবারের টেবিলে নাস্তা সাজানো।

মেয়েদের ভেতর ঘুম থেকে উঠেছি সবার আগে আমি,বাকিরা তখন ঘুমে বেঘোর।
এই পুরো কাজ টা করেছে- ট্রিপে আমাদের সাথে যাওয়া পুরুষ সদস্যরা।
১০ টায় চেক আউট, মেয়েরা উঠতে দেরি হতে পারে-তাই ব্যাটারা সবাই মিলে- 'চলেন ভাই, জায়গা টা গুছায় ফেলি' বলে করে ফেলেছে' নাকি।

বিষয়টা আমার কাছে খুব অবাক লেগেছে,কারন-বিলেতে আমি তখন নতুন।
সারাজীবন দেখেছি- যেকোন উৎসব অনুষ্ঠানে রান্নাঘরে থাকবে নারী'রা, মেহমান/আয়োজনের পর ঘর গোছাবে ও নারী'রা।

আমি নিজে ঘরোয়া অনেক অনুষ্ঠানে দেখেছি- পুরুষদের হালকা পাতলা কাজে ডাকলে সেখানে পুরুষের আগ্রহ থাকলে ও বাড়ির বয়স্ক মহিলা-শ্বাশ্বুড়ি,আম্মা,খালা গোত্রীয় মহিলা গুলো কেমন যেন একটা নাকউঁচু ভং করত।

'থাক,বাদ দাও' / ও পারবে না/ ওকে কিচেনের কাজ শেখাই নি/ সারাদিন তো অফিসে কাজ করেন' এমন টালবাহানা করে।

বিলেতের বাংগালী ছেলেগুলো এই পরিবার ব্যাবস্থা থেকেই এসেছে। এখানে সবাইকে বাংলাদেশের চেয়ে পাচ গুন এফোর্ট দিতে হয় কর্মক্ষেত্রে।
কিন্তু এখানে আর 'নাক উচু' করার মত মুরুব্বি ও নাই, আর রং ঢং এর সেই সুযোগ ও নাই।

জামাই বউ সারাদিন বাইরে কাজ করে এসে ঘরের কাজ একসাথে মিলে হাতে হাতে করে ফেলে। কারন-'উপায় নাই গোলাম হোসেন' অবস্থা।

আর এভাবেই জীবন সংগ্রামে তাদের ভেতর থেকে 'ঘরের কাজ ব্যাটা রা করবে না' বলার ইগো টা বিলীন হয়ে যায়।

আজকে কুমিল্লায় 'পুটি মাছ' কাটা নিয়ে বাগ বিতন্ডার জোরে এক স্বামী তার স্ত্রী কে গলা টি*পে মে*রে ফেলেছে।

একটা সমাজে একটা অপরাধ নানা কারনে ঘটতে পারে।
তবে আমার বিশ্বাস- আমাদের বাংগালী পরিবারের 'মুরুব্বি মহিলা' গুলো যদি তাদের পরিবারের ছেলে সন্তান গুলো কে ছোট বেলা থেকে 'ঘরের কাজ মানেই নিজের কাজ' হিসেবে শেখাতেন, তাইলে হয়ত কুমিল্লার ওই ব্যাটা ভাবতে পারত-
'বউ মাছ কুটতে না চাইলে,আমি কাটি।মাছ কুটতে তো আমি ও পারি'

তাইলে হয়ত-এতো তুচ্ছ কারনে একজন মানুষ এই দুনিয়া থেকে হারায় নাও যাইতে পারত।

দেশে সব জিনিসের দাম বাড়লে, নারী'র জীবনের দাম বাড়ে নাই একটুকুন ও।
✍️Habiba Akter Shurovy

14/04/2025

সবাইকে নববর্ষের শুভেচ্ছা

নিজেকে 'ভালোবাসুন',নিজের 'দাম' বুঝতে শিখুন।  নিজের 'ভালো খারাপ' টা বুঝতে শিখুন৷ নিজেকে নিজেই 'মোটিভেট' করুন৷ নিজের উপর '...
16/10/2024

নিজেকে 'ভালোবাসুন',নিজের 'দাম' বুঝতে শিখুন। নিজের 'ভালো খারাপ' টা বুঝতে শিখুন৷ নিজেকে নিজেই 'মোটিভেট' করুন৷ নিজের উপর 'ভরসা' রাখুন৷ নিজে নিজের 'সবচেয়ে প্রিয়' হয়ে থাকুন৷ মানুষ কে ভালো না বেসে, নিজেকে ভালোবাসুন এতে করে আপনার দুঃখ দ্বিগুন কমে যাবে। এই দুনিয়ায় আপনার আপনি ছাড়া আর কেউ নেই ! 🤍

13/10/2024

বেলা শেষে

ভেঙে দিলেই কি গুড়িয়ে যাবো?এতো ঠুনকো নাকি জীবন...?!যে হ্নদয়ে এক আকাশ দুঃখ লুকাতে পারিসে হ্নদয় স্বল্প সময়ে আবেগে ভাসতে পার...
11/10/2024

ভেঙে দিলেই কি গুড়িয়ে যাবো?
এতো ঠুনকো নাকি জীবন...?!
যে হ্নদয়ে এক আকাশ দুঃখ লুকাতে পারি
সে হ্নদয় স্বল্প সময়ে আবেগে ভাসতে পারে
কিন্তু অন্যের দেওয়া ধাক্কায়
বিলীন হতে পারে না।
শুধু যন্ত্রণা লুকিয়ে হাসতে পারে,
আর বিষাদ ঠেলে নিজেকে
সুন্দর ভাবে উপস্থাপন করতে পারে।

কলমে: সন্ধ্যাবাতি

আল্লাহ কাউকে হতাশ করেন না ।
08/10/2024

আল্লাহ কাউকে হতাশ করেন না ।

07/10/2024
05/10/2024

আজ বিশ্ব শিক্ষক দিবসে আমার সকল শিক্ষকের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করি। 🙏

Address

Mirpur
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lady luxe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share