Jony Nazir 360

Jony Nazir 360 দুনিয়া দেখো!

📌 একজন পিতা তার মেয়েকে আইফোন উপহার দিলো। দ্বিতীয় দিন পিতা কন্যাকে জিজ্ঞাসা করলো আইফোন পাওয়ার পর সর্বপ্রথম তুমি কি করে...
11/06/2025

📌 একজন পিতা তার মেয়েকে আইফোন উপহার দিলো। দ্বিতীয় দিন পিতা কন্যাকে জিজ্ঞাসা করলো আইফোন পাওয়ার পর সর্বপ্রথম তুমি কি করেছো ??

মেয়ে : আমি স্ক্রীন গার্ড আর কভার অর্ডার দিয়েছি।

পিতা : এটা করার জন্য তোমাকে কি কেউ বাধ্য করেছে ?

মেয়ে : না কেউ করেনি।

পিতা : তোমার এমন লাগে না, যে তুমি আইফোন নির্মাতা কে অপমান করছো ?

মেয়ে : না.. আইফোন নির্মাতা থেকে স্বয়ং কভার ও স্ক্রীন গার্ড লাগানোর জন্য উপদেশ দিয়েছে।

পিতা : ও তাহলে আইফোন অনেক খারাপ দেখাবে তবুও তুমি ওর জন্য কভার কিনেছ ?

মেয়ে : না বরং খারাপ না হওয়ার জন্য কভার অর্ডার দিয়েছি।

পিতা : কভার লাগানোয় কি ওর সৌন্দর্য কমে যাবে না ?

মেয়ে : না.. কভার লাগানোর পর আরো সুন্দর দেখাবে ।

পিতা মেয়ের দিকে স্নেহের নজরে তাকিয়ে বলল, মা আইফোন এর থেকেও দামি তোমার শরীর। এই ঘরের আর আমাদের সম্মান তুমি, তোমার শরীরকে কাপড়ে কভার করলে তোমার সৌন্দর্য আরো বেড়ে যাবে।

মেয়ের কাছে এই প্রশ্নের কোন উত্তর ছিল না, শুধু চোখ থেকে নির্ঝরে অশ্রু বেরিয়ে যাওয়া ছাড়া।

নারীদের দেহ আড়াল করলে সৌন্দর্য কমে না, বরং প্রদর্শন করলে কমে।

লেখা : সংগৃহীত

01/06/2025

প্রতিশোধ নেয়ার দরকার নেই, শুরু ধৈর্য রাখো। যে যেমন করবে, সে ঠিক তেমন ফিরে পাবে, অপেক্ষা শুধু সময়ের! ❤️

01/06/2025

শুভ সকাল!

31/05/2025

অভিযোগ নয়...
অভিজ্ঞতা থেকে বলছি, বেশি গুরুত্ব দিলে মানুষ মানুষকে সস্তা ভাবে.! 🥀

25/05/2025

পৃথিবীতে দুটো অনুভূতি কখনো লিখে প্রকাশ করা যায় না, পাওয়ার আনন্দ আর হারানো যন্ত্রণা!

24/05/2025

মনে রাখবেন...
কর্মফল ভয়ানক জিনিস আজ আপনি যা করবেন, কাল আপনি তাই ফিরে পাবেন.! 🥀

23/05/2025

ছেলেকে হোন্ডা চালানো শিখাচ্ছি। অনেক আগের ছবি।

এই Partnership Ads কি কাজ করে অথবা কে কে পেয়েছেন পরামর্শ চাই।
12/05/2025

এই Partnership Ads কি কাজ করে অথবা কে কে পেয়েছেন পরামর্শ চাই।

গ্রাম বাংলার সুন্দর দৃশ্য,  সবাই একটা লাইক দিবেন? ধন্যবাদ ।
12/05/2025

গ্রাম বাংলার সুন্দর দৃশ্য, সবাই একটা লাইক দিবেন? ধন্যবাদ ।

................   #শৈশব
08/05/2025

................
#শৈশব

Address

Mirpur
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jony Nazir 360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share