Rs Laboni

Rs Laboni সবকথা বলেনা হৃদয় কিছু কথা বুঝে নিতে হয়��
(2)

"কাল থেকে সকাল বেলা আর কাউকে ডাকতে হবেনা, ওঠো স্কুলে দেরি হচ্ছে ", " হোমওয়ার্ক নিয়ে আর কোনো বায়না থাকবেনা", "মিসের কাছে...
21/07/2025

"কাল থেকে সকাল বেলা আর কাউকে ডাকতে হবেনা, ওঠো স্কুলে দেরি হচ্ছে ",

" হোমওয়ার্ক নিয়ে আর কোনো বায়না থাকবেনা", "মিসের কাছে ছুটে আসবেনা আর টিফিন বক্স নিয়ে",

" বাবা আর অফিস যাবার পথে সত গল্পে ভুলিয়ে ভালিয়ে স্কুলে নিয়ে আসবে না", "মা যত্ন করে আর টিফিন গুছিয়ে দিয়ে কপালে চুমু খেয়ে স্কুলে পাঠাবেনা"

" কখন স্কুল শেষে বাড়ি ফিরবে!, আর সেই উৎসুক মনে কোনো অপেক্ষা থাকবে না"

"স্কুল থেকে ফিরে কেউ আর খেলতে যাবার বায়না ধরবে না",,,,,,,,,, সকল আদর, আবদারের আজ অবসান ঘটেছে🙂
" আহা কতগুলো ঘর আজ নিশ্বব্দ ও নিস্তব্ধ হয়ে গেলো জানিনা",,,,,🙂

২১.০৭.২৫(উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনা)🫵💯✅🫰লাবনী😭😭✍️✍️✍️✍️✍️✍️✍️✍️

ছেলে ভাইয়াদের কি আশা কতো সপ্ন দেখে তাইনা 🙈🙈🙈😁😁😁😁"কিছু কিছু মেয়ে আছে,দেখবেন লজ্জায় কারো সাথে কথা বলে না। রাস্তা-ঘাটে মা...
11/07/2025

ছেলে ভাইয়াদের কি আশা কতো সপ্ন দেখে তাইনা 🙈🙈🙈😁😁😁😁"কিছু কিছু মেয়ে আছে,
দেখবেন লজ্জায় কারো সাথে কথা বলে না। রাস্তা-ঘাটে মাথা নিচু করে হাঁটে। ছেলে দেখলে পাশ কেটে হেঁটে যায়।

এরা কিন্তু অহংকারী নয়। নয় এরা ভাবনিষ্ট। এরা আসলে ইন্ট্রোভার্ট, ইনোসেন্ট ও দ্বীনদার মানুষ।

এরা ছেলেদের পেছনে ঘোরে না। কোনো ছেলেকে পেইন দেয় না। কোনো ছেলেকে পটানোর জন্য সারাদিন তার পেছনে ঘ্যানর-ঘ্যানর করে না।
এদের একতরফা একটা ভালোবাসা থাকে। কিন্তু সেটা কাউকে বুঝতে দেয় না।

এই মেয়েগুলো কোনো রকম বাজে আড্ডায় যায় না, পয়সাওয়ালা টাকলু লোককে প্রেমের জালে ফেলে না।
ফ্রেন্ড লিস্টে হাজার হাজার টাকাওয়ালা ছেলে থাকলেও কাউকে গিয়ে নক দেয় না।

কোনো ছেলের অ্যাটেনশন পাওয়ার জন্য তার প্রোফাইলে ঢুকে সব ছবিতে লাভ রিয়্যাক্ট দেয় না এবং কোনো ছেলের ছবির নিচে 'পাম দেওয়া' কমেন্ট করে না।

এবং লুতুপুতু টাইপের আলাপও করে না!

এরকম মেয়েগুলো শুধু মেয়ে নয় — এরা যেন একেকটা জান্নাতি হুর। জান্নাত থেকে হারিয়ে যাওয়া পরী এবং আল্লাহর কুদরতি নিয়ামত।

জীবনে এরকম মেয়ের দেখা পেলে সব কিছু ফেলে, সব কিছু ছেড়ে দিয়ে খপাৎ করে ধরে কাজি অফিসে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলবেন।"🫵💯✅🫰লাবনী❤️✍️✍️✍️✍️✍️

~~~~ভালোবাসা আসলে একটা তরল বস্তুর মতো। আপনি যেভাবে যেই পাত্রে রাখবেন, ভালোবাসা ঠিক সেভাবেই রূপ নেবে।আপনি চাইলে কারো প্রত...
10/07/2025

~~~~ভালোবাসা আসলে একটা তরল বস্তুর মতো। আপনি যেভাবে যেই পাত্রে রাখবেন, ভালোবাসা ঠিক সেভাবেই রূপ নেবে।
আপনি চাইলে কারো প্রতি অনুভূতি ছোট্ট এক ফোটা জলের মতো সীমাবদ্ধ রাখতে পারেন। আবার ইচ্ছা করলে সমুদ্রের মতো বিশাল করে বিলিয়ে দিতে পারেন।

ভালোবাসা কখনো সীমাবদ্ধ নয়, বরং আমরা নিজেরাই তার গণ্ডি ঠিক করে দেই।
কাউকে আপনি যতটা ভালোবাসতে চান, ততটাই পারবেন—শুধু দরকার সৎ ইচ্ছা আর খাঁটি মন।
চাইলেই একটা হৃদয় দিয়ে কাউকে জড়িয়ে ফেলা যায়, আবার ইচ্ছে করলেই ভালোবাসাকে আটকে ফেলা যায় মনের এক কোণে।

তাই ভালোবাসা দিয়ে হিসেবের খেলা না করে, সেটাকে উজাড় করে দিন।
কারণ ভালোবাসা যত দেওয়া যায়, ততই তা গভীর হয়—পাত্র যতো বড়, ভালোবাসার রূপ ততটাই বিস্তৃত।🫵💯✅🫰লাবনী❤️❤️✍️✍️✍️✍️✍️✍️

হায় গাইচ তোমাদের নিয়ে আসলাম নতুন আরো একটি মেহেদি ডিজাই,,,,,,,,,,,                                                       ...
09/07/2025

হায় গাইচ তোমাদের নিয়ে আসলাম নতুন আরো একটি মেহেদি ডিজাই,,,,,,,,,,, ~~~পৃথিবীতে সবচেয়ে জরুরি এবং কঠিন কাজ।নিজেকে ভালো রাখা।
তুমি হয়তো বুঝতে পারো না, কিন্তু তোমার এক ফোঁটা হাসিই কাউকে জীবনভর আনন্দ দিয়ে যেতে পারে।
তুমি ভালো থাকলে, বসন্ত তোমার ছোঁয়ায় রঙিন হয়ে ওঠে,
শ্রাবণের প্রতিটি ফোঁটায় প্রেম খেলা করে।
তবে মনে রেখো, বারো মাস যদি শ্রাবণ ঝরে, তবে মানুষ তাকে আর প্রেম বলে না।বলে বিষণ্নতা।

বৃষ্টি দু’ধরনের হয়। একটা কাঁপন তোলে শরীরে, অন্যটা কাঁপিয়ে তোলে হৃদয়ে।
যে বৃষ্টি শরীরের তাপ বাড়ায়, সেটা জ্বর
আর যে বৃষ্টি মনটাকে ছুঁয়ে যায়, তাকে বলে ভালোবাসা।

তুমি ভালো থাকলে, তোমার আকাশে রংধনু ওঠে—
সাত রঙ নয়, ইচ্ছেগুলোর ছত্রিশ রঙে আঁকা হয় সেই স্বপ্নিল ক্যানভাস।
তোমার ভালো থাকা মানেই, স্বপ্নেরা প্রজাপতির মতো উড়ে এসে বসে তোমার হাতের তালুতে।

তুমি যখন হাসো, তখন বিষণ্ন গল্পগুলোও মুক্তি পায়,
কৃষ্ণচূড়া নতুন গল্পের জন্য রঙ মেলে,
শব্দেরা এসে আশ্রয় নেয় তোমার ভেতরের অভিধানে।
অনুভূতিরা তখন বলে ওঠে—
“আর একবার শুধু হাসো…”

কখনো ভেবেছো, তুমি নিজেকেই অবহেলা করো সবচেয়ে বেশি?
তোমার সেই একচিলতে হাসি—
কারো কল্পনার প্রেরণা,
কারো হৃদয়ের উপশম,
কারো অজান্তে বেঁচে থাকার কারণ।
আর যদি কেউ না-ও থাকে, তবু তোমার হাসি তোমার শক্তি।

মনমরা তোমায় মানায় না,
কারণ তুমি হাসলে, মনে হয়—
পৃথিবীর সবচেয়ে মধুর দৃশ্যটা দেখতে পেলাম।

হাসিটা কখনো ফেলে দিও না,
ওটাই তোমার সবচেয়ে বড় সৌন্দর্য।
ওটাই তোমার আত্মার দীপ্তি।🫵💯✅🫰 লাবনী❤️❤️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️

~~~তুমি আমার থেকে কেমন আচরণ পাবে এর সম্পূর্ণ দায়ভার তোমার। ভালোটা দিলে যেমন ভালো কিছু পাবে, তেমন খারাপটা দিলে খারাপ!  তু...
30/06/2025

~~~তুমি আমার থেকে কেমন আচরণ পাবে এর সম্পূর্ণ দায়ভার তোমার। ভালোটা দিলে যেমন ভালো কিছু পাবে, তেমন খারাপটা দিলে খারাপ!

তুমি ভালোবাসার হাত বাড়ালে আমি তোমায় দু'হাত ভরে আগলে নেবো। দুঃখ তোমায় ছোঁয়ার আগে, বুকটা আমার বাড়িয়ে দেবো। সামান্য একটু ভালোবাসার বিনিময়ে দেবো আকাশ সমান ভালোবাসা। যাতে তুমি অন্তত বলতে না পারো, কমতিটা আমার ছিল।

আবার তুমি যদি ইগোতে নিজেকে মুড়িয়ে বাঁকা কথা বলো, তবে তোমায় ছুঁড়ে ফেলতে আমার দু’বারও ভাবতে হবে না। এমনকি হাত পর্যন্ত কাঁপবে না মোটেও। ঝরবেও না চোখের জল।

এটাকে তুমি অহংকার ভেবে থাকলে ভুল করবে। এটা অহংকার নয়, এটা আত্মসম্মানবোধ। তুমি যদি সম্মানটুকুই দিতে না পারো, তবে তোমার জন্য নিজের আত্মসম্মান বলি দেওয়ার মতোন অতটা উদার মন আমার অন্তত নেই।🫵💯✅❤️লাবনী❤️❤️✍️✍️✍️✍️✍️

~~~~কি ভাবছো? এই যে রাগ করে কল মেসেজ বা টেক্সট করছো না ,ওপাশের মানুষটা তোমায় খুব মিস করছে? তুমি একটা টেক্সট করলে সে হুমড়...
30/06/2025

~~~~কি ভাবছো? এই যে রাগ করে কল মেসেজ বা টেক্সট করছো না ,ওপাশের মানুষটা তোমায় খুব মিস করছে?
তুমি একটা টেক্সট করলে সে হুমড়ি খেয়ে পড়বে রিপ্লাই দেওয়ার জন্য?
কিংবা সে ফোনটা হাতে নিয়ে বসে আছে,তোমার নাম্বার থেকে কলটা যাওয়ার সাথে সাথে রিসিভ করে হ্যালো বলবে?
যদি তুমি এগুলো ভেবে থাকো তবে ভুল ভাবছো।ওপাশের মানুষগুলো কখনো তোমাদের মিস করে না! তোমার টেক্সটের রিপ্লে দেওয়ার জন্য হুমড়ি খেয়েও পড়ে না! কিংবা তোমার কলের জন্য ফোন হাতে নিয়ে অপেক্ষাও করে না!
বিশ্বাস হচ্ছে না'তো? মনে মনে ভাবছো মেয়াদ উর্তীর্ণ গঞ্জিকা সেবন করে এইসব লিখছে?
না ভাই! গঞ্জিকা সেবন করে এসব লিখছি না।এটাই বাস্তবতা।
যদি বিশ্বাস না হয় তবে একটা টেক্সট করে দেখো!
ঘন্টার পর ঘন্টা চলে যাবে তোমার মেসেজ সীন হবে না।সীন হলেও রিপ্লাই আসবেনা।কখনো কখনো ঘন্টা কয়েক অপেক্ষার পর যে রিপ্লাই আসবে,সেটা দেখার চেয়ে না দেখা তোমার জন্য ভালো হবে!
যে উল্লাস উদ্দীপনা নিয়ে তুমি টেক্সটা করেছিলে মুহুর্তেই সেই উদ্দীপনায় কালবৈশাখি ঝড় নামবে।
কল দেও একবার! রিং হতে হতে কলটা কেটে যাবে।কখনো কখনো মধুর কন্ঠে শুনবে,"আপনার কলটি এই মুহুর্তে ওয়েটিং এ আছে....." সেই মধুর কন্ঠ আর তোমার কাছে মধুর
লাগবে না।
তুমি আশা করবে ওপাশের মানুষটা কল ব্যাক করে তোমাকে এক্সকিউজ শুনাবে ওমুক কল দিছিলো,রাগ করো না ! বা বিজি ছিলাম ফোন ধরতে পারিনি।
কিন্তু না! ওপাশের মানুষটা ধমক দিয়ে বলবে অযথা ডিস্টার্ব করছো কেন? আর কখনো ফোন দিয়ে বিরক্ত করবা না।
কি ব্যাপার অবাক হচ্ছেন? ভাবছেন, আমার দু'বছরের ভালোবাসা,আমার তিন,আমার পাচঁ,আমার সাত!
এতোদিনের ভালোবাসার মানুষটা এমন কিভাবে করতে পারে?
পারে ভাই! মানুষ সব পারে।তুমি যার জন্য চোখের পানি ফেলছো,সে তোমার চোখের পানিতে সুইমিং বানিয়ে আরেকজন কে নিয়ে সাঁতার কাটবে।এই সবই মানুষের দ্বারা পসিবল।
মানুষ তো উপকারীর ঘাড়েও লাথি মারতে পারে।আর তোমার এই আবেগের ভালোবাসা তার কাছে ঢেড়ুয়া শাক!
এখনো সময় আছে,নিজের চোখের জলে সুইমিং বানিয়ে অন্য কাউকে সাঁতার কাটতে দিও না।এই নোনাজল কে নদী বানিয়ে সাগর ছুয়ে দেও।
চোখের পানির দাম অনেক।একে সস্তা করো না।মনে রাখবে, "চোখের পানিকে সস্তা করা মানে নিজেকে সস্তা করা।"
আর তুমি সস্তা কোনো বস্তু নও। তোমার মুল্য ও পাশের মানুষরা না দিতে পারুক, গোটা পৃথিবী দিবে।
নিজেকে বিকশিত করো।আর এই ভুল ভাবনা গুলো ঝেড়ে ফেলো।
এগিয়ে চলো গুটি গুটি পায়ে।একদিন এই পৃথিবীটা তোমাদেরই🫵💯✅🫰লাবনী❤️❤️✍️✍️✍️✍️✍️

~~~•একা ঘরে দরজা বন্ধ করে তুমি যত খুশি কাঁদো তোমার ভেতরের কষ্ট টা ভেতরে জমে একটা সময় পর হ্নদয় ধংস হয়ে যাবে। তুমি অতীত...
29/06/2025

~~~•একা ঘরে দরজা বন্ধ করে তুমি যত খুশি কাঁদো তোমার ভেতরের কষ্ট টা ভেতরে জমে একটা সময় পর হ্নদয় ধংস হয়ে যাবে। তুমি অতীত এমন ভাবে ভুলে যাবে জীবনে দ্বিতীয়বার কাউকে ভালবাসতে ভয় পাবে। এতটাই উদাসীন হয়ে যাবে যে কাউকে বিশ্বাস করার আগে নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবে।

•ভীষণ মন খারাপ বা জীবনের সবচেয়ে বাজে সময় গুলোতে যত বেশি মানুষের সঙ্গ নেয়া যায়। পারলে ২৪ ঘন্টাই কোলাহলে থাকো অথবা বন্ধুদের সাথে চিল মুডে থাকো। তুমি ঘরের দরজা বন্ধ করে রাখলেই সকল কষ্ট মুছে যাবে না। পরিবার ,বন্ধু,ভাই ,বোন সবার কাছে শেয়ার করো। কষ্ট কখনো সিক্রেট বিষয় হতে পারে না। তুমি অন্ধকারে যাচ্ছো কেন? আলোতে থাকো-

ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে তুমি যেকোনো একটা নিজের উপর প্রয়োগ করো। তুমি সিদ্ধান্ত নাও তুমি হ্নদয় ধংস করে দিতে চাও নাকি আরো একবার ভুল গুলো শুধরে জীবন ফিরে পেতে চাও।🫵💯✅🫰লাবনী❤️❤️🫰🫰🫰🫰🫰

~~~অহংকার নয়, আত্মসম্মান বজায় রাখা শিখেছি—কারণ নিজেকে ছোট করে কাউকে বড় করতে চাই না,,🫵💯✅🫰লাবনী❤️❤️✍️✍️✍️✍️
27/06/2025

~~~অহংকার নয়, আত্মসম্মান বজায় রাখা শিখেছি—কারণ নিজেকে ছোট করে কাউকে বড় করতে চাই না,,🫵💯✅🫰লাবনী❤️❤️✍️✍️✍️✍️

~~~হয়তো আমাদের দেখা হওয়ার সময়টা ঠিক ছিলো না, কিংবা হয়তো আমরা ছিলামই ভুল মানুষ একে অপরের জন্য। যাই হোক, শেষপরিণতি কিন্তু ...
24/06/2025

~~~হয়তো আমাদের দেখা হওয়ার সময়টা ঠিক ছিলো না, কিংবা হয়তো আমরা ছিলামই ভুল মানুষ একে অপরের জন্য। যাই হোক, শেষপরিণতি কিন্তু একটাই—তোমাকে আমি কোনোদিনই আমার করে পাবো না।

তুমি আমার নও; তুমি অন্য কারো। এই দুটি বাক্য আমার মাথার ভিতরে এমনভাবে ঘুরপাক খায়, যেনো বিশাল কোনো পাহাড় আমার বুকের ওপর চেপে বসে আছে।

তোমাকে হাসতে দেখে আমার হৃদয় প্রশান্ত হয়, কিন্তু সেই হাসিতে যদি অন্য কারোর জন্য ভালোবাসার ঝিলিক দেখি — তখন সেই প্রশান্তি ক্রমেই বিষাদের ভার হয়ে নেমে আসে। নিজের চোখের সামনে তোমাকে কারো সঙ্গে সুখী দেখে কষ্টটা আরও গভীরে গেঁথে যায়।🫵💯✅🫰লাবনী❤️❤️✍️✍️✍️✍️✍️

~~~জীবনে কোন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করি নি হেরে যাওয়ার ভয়ে।কিন্তু দিন পাল্টে গেছে সফলতা এবার হাতে মুঠোয়😎অলস অকর্মণ্য আর ...
24/06/2025

~~~জীবনে কোন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করি নি
হেরে যাওয়ার ভয়ে।
কিন্তু দিন পাল্টে গেছে
সফলতা এবার হাতে মুঠোয়😎
অলস অকর্মণ্য আর কাম চুন্নি প্রতিযোগিতায়
এবার বিজয়ী হয়েই দেখাবো🫵💯✅🫰লাবনী❤️❤️✍️✍️✍️✍️

~~~হৃদয়ে কিছু ব্যথা থাকে, যা কাউকে দেখানো যায় না।কিছু গল্প জমে থাকে নিরবে— এমন গল্প, যা কাউকে বলা যায় না।এই ব্যথাগুলো ধর...
24/06/2025

~~~হৃদয়ে কিছু ব্যথা থাকে, যা কাউকে দেখানো যায় না।
কিছু গল্প জমে থাকে নিরবে— এমন গল্প, যা কাউকে বলা যায় না।
এই ব্যথাগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, এমনকি ব্যাখ্যা করাও যায় না।
তবুও তারা নিরব কান্না হয়ে ঝরে পড়ে… অন্তরে, একাকীত্বে।

এই ব্যথাগুলোর নাম— ব্যথিত হৃদয়ের আর্তনাদ।
এ আর্তনাদ কেউ বোঝে না…
শুধু একজন বোঝেন, তিনি হচ্ছেন রব— আমাদের সৃষ্টিকর্তা।
তিনিই জানেন, দেখেন, শুনেন এবং সবচেয়ে বড় কথা— উত্তর দেন।

🤲 যখন চারপাশ বুঝতে চায় না,
🕊️ যখন মানুষ ব্যথার গল্প শুনে হেসে ফেলে—
তখন সেই ব্যথা নিয়ে ফিরুন রবের দরবারে।
কারণ, তিনিই একমাত্র আশ্রয়,
তিনিই শান্তির ঠিকানা।

🔔 তাই দুঃখে, কষ্টে, হতাশায়— প্রথম ডাক হোক রব'কে।
নতুন কোনো দরজা নয়, ফিরে যান সেই দরজায়, যা কখনও বন্ধ হয় না।🫵💯✅🫰লাবনী❤️❤️✍️✍️✍️✍️

Address

Mirpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rs Laboni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category