Mr. Abdur Rahim

Mr. Abdur Rahim Love to share, always will be. Simple in the world

25/06/2025

এই যুদ্ধের উদ্দেশ্য কি ছিল সফলতা কি হলো?
উঃ এই যুদ্ধের উদ্দেশ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা কিন্তু ইরান দাবি করেছে তারা প্রয়োজনীয় সকল পরমাণু সরঞ্জাম আগেই সরিয়ে নিয়েছে অতএব, আমেরিকা/ইজরায়েল তাদের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে ব্যর্থ হয়েছে।
দ্বিতীয় তো ইরান বিশ্বকে দেখিয়ে দিয়েছে কি ভাবে অত্যাচারীর সামনে মাথা নত করে নয় বরং মাথা উঁচু করে প্রতিবাদ করতে হয়।

Celebrating my 9th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
20/05/2025

Celebrating my 9th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

13/05/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

20/04/2025

ধাঁধা
কান নাই মাথা নাই, পেট ভরে খায়, কাম নাই কাজ নাই, মাথা নিয়ে ঘুমায়।

20/04/2025

রাজশাহীর বাঘায় ট্রেনের নিচে শুয়ে পড়া সেই বৃদ্ধ মানুষটিকে নিয়ে সোশাল মিডিয়ায় কত কিছুই না বলা হলো—কে যেন বললো স্ত্রী মারা গেছে, সন্তান নাই, নিঃসঙ্গ জীবন। কিন্তু এখন জানা গেল, সেসব অনেকটাই ভুল।

রুহুল আমিনের স্ত্রী জীবিত, মেয়ের বিয়ে হয়েছে, একমাত্র ছেলে ঢাকায় অল্প বেতনে চাকরি করে।
তিনি বেঁচে ছিলেন ঋণের চাপে—পেঁয়াজ চাষের জন্য এনজিও থেকে নিয়েছিলেন মোট ১.৯৪ লাখ টাকা ঋণ, এখনো বাকি ৯৯ হাজারের মতো। প্রতি সপ্তাহে দিতে হতো ৪,৪৫০ টাকা করে কিস্তি।

জমিও ছিল না নিজের—বর্গা জমিতে ১ বিঘা ৫ কাঠা চাষ করেছিলেন, যেখানে পেঁয়াজের দাম পড়েছে এতটাই কম যে উৎপাদন খরচই ওঠেনি। বাধ্য হয়ে সুদে আরও টাকা নিয়েছিলেন মহাজনের কাছ থেকে।

এখানেই গল্প শেষ। আর ফেরার পথ ছিল না।

আমরা শহরে বসে বিষণ্ণতা নিয়ে কবিতা লিখি, পোস্ট দিই, কিন্তু গ্রাম বাংলার কৃষকের বেঁচে থাকার লড়াই অনেক বেশি নীরব, কষ্টের এবং নির্মম।

ফসলের দাম কমে গেলে আমরা খুশি হই—"সস্তায় পেয়াজ কিনতে পারছি!" কিন্তু সেই সস্তা পেঁয়াজ হয়তো একজন কৃষকের শেষ নিঃশ্বাস হয়ে দাঁড়ায়।

রাষ্ট্রের সব কিছুতে বাজেট বাড়ে, ভর্তুকি বাড়ে, সুযোগ সুবিধা বাড়ে— কিন্তু কৃষকের কি সুবিধা বেড়েছে! কৃষক কি ফসল উৎপাদন করে লাভবান হচ্ছে নাকি ক্ষতিগ্রস্ত হচ্ছে।


14/04/2025

শুভ নববর্ষ ১৪৩২
সবাইকে ১লা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা l নতুন সূর্য আনুক সুখ, শান্তি আর সমৃদ্ধি। মুছে যাক পুরনো দিনের ক্লান্তি আর কষ্ট, আসুক রঙিন দিন, আনন্দ আর ভালবাসায় ভরে থাক প্রতিটি প্রাণ 🙂

06/04/2025

ইতিহাসের পাতায় লেখা থাকবে— পাকিস্তান ছিলো বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর, তবু গা'জা'র রক্ষার্থে একটি বো'মাও উড়ে আসেনি।

মিশরের বুক চিরে নীলনদ বয়ে গিয়েছে শতাব্দীর পর শতাব্দী, যা প্রাণ জুগিয়েছে আফ্রিকার মরুভূমিকে। অথচ, পাশেই গা'জা'র শিশুরা তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েছিলো।

সৌদি আরব, আরব আমিরাত ছিলো তেলের সাগরে ভেসে থাকা বিলাসী সাম্রাজ্য, কিন্তু, গা'জা'র অ্যাম্বুলেন্স-গুলো পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিলো নিঃশব্দে, নিরূপায়। নিরবতা যেনো তাদের একমাত্র আর্তনাদ।

সর্বোচ্চ আশা-প্রত্যাশার অসংখ্য চোখ তাকিয়ে ছিলো তুরস্কের দিকে। নেতৃত্বের স্বপ্নে বিভোর, ‘উম্মাহ’র দাবি করা মুখপাত্র। তবু, গা'জা'র জন্য তারা কিছুই করলো না। না রসদ-সামগ্রীর সাহায্য, সামরিক সহযোগিতা, না নিরাপত্তা নিশ্চয়তায় কূটনৈতিক আগ্রাসন।

গোটা বিশ্বের মুসলমানদের ছিলো ৫০ লাখ সৈন্য, ছিল ট্যাংক, ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, স্যাটেলাইট, গোয়েন্দা বাহিনী, ছিলো আধুনিক প্রযুক্তি, এমনকি হাইড্রোজেন পরমাণু বো'মা— কিন্তু, গা'জা'র আকাশে একটাও ছায়া পড়েনি। গা'জা'র দিকে কেউ হাঁটেনি।

সবকিছু থাকবে ইতিহাসে। গা'জা'র মতোই– কাশ্মীর, উইঘুর, রোহিঙ্গা সহ বিভিন্ন প্রান্তে জুলুমাতের অন্ধকারে থাকা মুসলমানদের কথা। তবে, সবচেয়ে করুণভাবে লেখা থাকবে– 'তারা চুপ ছিলো। সবাই নিরব ছিলো। মৃত্যুর চেয়েও গভীর ছিলো সে নীরবতা।

28/03/2025

* যখন পরাজিত ও বিপর্যস্ত বোধ করছেন, হতাশার গ্লানিতে ডুবে আছেন, এমন সময়ে সেইসব ব্যক্তির সঙ্গে থাকুন যাদের সঙ্গ আপনাকে সুখী করে তোলে 🙂

28/03/2025

Hello everyone

26/03/2025

দেবতাখুম। দুই পাথুরে পাহাড়ের মাঝখানে প্রায় ৪০০ মিটার দীর্ঘ স্বচ্ছ এক জলধারার নাম। নিরাপত্তার কারণে প্রায় দুই বছর বন্ধ থাকার পর গত ফেব্রুয়ারিতে জায়গাটার ওপর থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বান্দরবানের স্থানীয় প্রশাসন।

25/03/2025

যমুনা গ্রুপের মালিকের কথা মনে পড়ে গেল।

অক্সিজেনের অভাবে ভদ্রলোক এক আকাশ আকুতি নিয়ে বলছিলেন-

‘ডাক্তার, আমার সব সম্পত্তি তোমাকে দিয়ে দিবো, তুমি শুধু আমার নিঃশ্বাসটা ঠিক করে দাও।’

হাজার কোটি সম্পত্তির বিনিময়েও ডাক্তার তার নিঃশ্বাস ঠিক করতে পারে নাই। ভদ্রলোক ঐদিনই মারা গিয়েছিলেন।

তামিম ইকবালের যে পরিমাণ টাকা পয়সা আছে লন্ডনের সবচেয়ে ব্যায়বহুল হাসপাতালে গিয়ে চিকিৎসা করানো তার কাছে দুধভাত!

তবুও গতকালকে যখন অসুস্থ হয়ে পড়লেন, সামান্য ২০ কিলোমিটার দূরের হাসপাতালে যাওয়ার মতো অবস্থাতেও ছিলেন না।

কতটা দূর্বল এই মানবজীবন, বিশ টাকার বেলুনের চেয়েও হালকা, শিমুলের তুলোর চেয়েও নরম, দম ফুরোলেই ঠুস!

অথচ জীবনের মিথ্যে ম্যারাথন রেসে দৌড়াতে গিয়ে আমরা ভুলেই যাই, একদিন সবাইকে মরতে হবে। কোনো আগাম বার্তা নেই, আনুষ্ঠানিকতা নেই, হুট করে আজরাইল এসে বলবে, ‘চল এবার যাওয়া যাক!?

Md Abdur Rahim Badsha

23/03/2025

“নাস্তা” যদি বোম্ব 💥 হয়, লাঞ্চ হবে “মিসাইল” 🚀

Address

Mirpur
<<NOT-APPLICABLE>>

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mr. Abdur Rahim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mr. Abdur Rahim:

Share