07/08/2025
প্রবাসে রক্ত-ঘামে গড়া জীবন... আর দেশে ফিরে এক লাশের কাফেলা!
একজন প্রবাসী – বাহার উদ্দিন।
প্রায় ৭ বছর ওমানে কাটিয়ে দেশে ফিরছিলেন, বুকভরা আশা নিয়ে।
তাকে নিতে এসেছিল পরিবার – স্ত্রী, মা, দাদি, ছোট ছোট সন্তানসহ আরও আপনজন।
কিন্তু কে জানতো এই ফিরে আসাই হবে সবচেয়ে ভয়ংকর স্মৃতি?
নোয়াখালীর পথে মাইক্রোবাস দুর্ঘটনায় ৭ জন প্রিয়জনের মৃত্যু হয়েছে একসাথে।
স্ত্রী, মেয়ে, মা, দাদি – কেউ আর নেই...
একজন মানুষের কাছে এর মানে কি আমরা কল্পনাও করতে পারি?
শেষে বলা যায়:
🖤 প্রবাসীরা কেবল রেমিট্যান্স পাঠান না, তাঁরা বুক ভরা স্বপ্ন বয়ে আনেন।
❗ এখন সময় সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার।
💔 আর কত প্রবাসী এমন স্বপ্নভঙ্গ দেখে কাঁদবে?
#প্রবাসীরঅভিশাপ
#সড়কনিরাপত্তা
#মানবিকবাংলাদেশ
#আমারদেশআমারদায়িত্ব