Shahadat Husayn

Shahadat Husayn Welcome to My Page! This My Original Page. Follow and Join Here Brothers, Sister and Friends. Assalamu Alykum
(1)

23/11/2025

কোরআন তিলাওয়াত শুনলে - ক্যান্সার কমে।
- সুবহানাল্লাহ ❤️🥰

23/11/2025

Big shout-out to my newest top fans! Mst Salma Akter

13/11/2025

জীবনের সেরা গল্পগুলো চার দেয়ালের ভেতরে নয়, বরং চাকার নিচে লেখা হয়। এই লেদার জ্যাকেট আর বাইকের হ্যান্ডেলবার আমার কাছে কেবল স্টাইল বা সরঞ্জাম নয়, এগুলো স্বাধীনতার প্রতীক।

পেছনে দেখা যাচ্ছে শহুরে জঞ্জাল আর কংক্রিটের কাঠামো, কিন্তু আমি সেই সব ছাপিয়ে আমার নিজস্ব পথ তৈরি করছি। আমার বাইকের গর্জন, আর এই নীরব দৃষ্টি বলে দিচ্ছে: আমি থামছি না, আমি কেবল লক্ষ্য স্থির করছি।

গতি, স্বাধীনতা আর অনিশ্চিত গন্তব্যের প্রতি এক অদম্য টান এটাই হলো আসল রাইডার স্পিরিট। প্রতিটি রোড ট্রিপ, প্রতিটি ব্রেক এবং প্রতিটি মাইল হলো জীবনকে নতুন করে আবিষ্কার করার একটি সুযোগ।

যাদের মনে গতি আছে, তারা কোনোদিন থেমে থাকে না। তাই, গিয়ার ডাউন করে জীবনের পথে এগিয়ে চলুন। সরণি ডাকছে, পথ আমার, আর আমি চলছি...

কে আমার সাথে?


13/11/2025

জীবন মানে শুধু একটি পথে হাঁটা নয়, জীবন মানে একই সাথে দুঃসাহসিকতা এবং সুরের গভীরে ডুবে যাওয়া। এক মুহূর্তে সমুদ্রের পাড়ে সূর্যের শেষ আলোয় আমার সাদা সঙ্গীটির (ঘোড়া) সাথে এক নতুন দিগন্তের দিকে যাত্রা, যেখানে পায়ের নিচে ঢেউ আর মাথার উপরে অনন্ত আকাশ। এই দৃশ্য মনে করিয়ে দেয়, স্বাধীনতা আসলে প্রকৃতির মাঝে লুকিয়ে থাকে।

আর অন্য মুহূর্তে এই সবুজের মাঝে একটি সাদা চেয়ারে বসে, কালো পোশাকে গিটারের তারে সুর তোলা। সুর যেন মনের কথা বলার এক নীরব ভাষা। যখন শব্দ ফুরিয়ে যায়, তখন সঙ্গীত শুরু হয়। এই দুটি মুহূর্তই আমার একটি আমাকে করে তোলে ভ্রমণকারী, অন্যটি করে তোলে শিল্পী। Adventure & Art এটাই আমার জীবনের পারফেক্ট ব্যালেন্স। আপনি আপনার জীবনে এই দুটি বিষয়ের মধ্যে কোনটিকে বেশি উপভোগ করেন?
























Address

Baraiyarhat
Mirsarai
4326

Alerts

Be the first to know and let us send you an email when Shahadat Husayn posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shahadat Husayn:

Share