7ahadat Hussein

7ahadat Hussein Assalamualaikum - My new page everyone like my page and stay tuned, thank you! Assalamu Alykum

18/05/2025

❝সদাচার ও উত্তম চরিত্রের চেয়ে ভারী কিছু কিয়ামতের দিনে আমলনামায় থাকবে না।❞ (তিরমিজি: ২০০২)

আজ একটা খবর পড়লাম, যা বুকের গভীরে এক যন্ত্রণার চিহ্ন রেখে গেল। মাত্র ১৬ বছরের একটি ছেলে, এসএসসি পরীক্ষার্থী, নাম ছিল মো....
17/05/2025

আজ একটা খবর পড়লাম, যা বুকের গভীরে এক যন্ত্রণার চিহ্ন রেখে গেল। মাত্র ১৬ বছরের একটি ছেলে, এসএসসি পরীক্ষার্থী, নাম ছিল মো. আপন মিয়া। সে আর বেঁচে নেই। নিজের হাতে জীবনের সব আলো নিভিয়ে দিয়েছে। সে একটি চিরকুট লিখে গেছে ভালো না হতে পারার অভিযোগে, বাবা-মাকে কষ্ট দেওয়ার অপরাধবোধে, নিজের প্রতি হতাশায় ভরা আত্মপ্রবাদের এক কঠিন দলিল।

আমার বুকটা তখন থেকেই ভার হয়ে আছে। আমি যেন আমার নিজেরই এক বোনকে হারালাম কারণ এই সমাজে প্রতিটি আপন একেকটা আত্মার আত্মীয়, যদি আমরা সত্যিই একে অপরকে ভালোবাসতে জানি। তার চিঠিতে লেখা ছিল: "আমি খারাপ ছিলাম, ভালো হতে পারলাম না। বাবা-মা, দাদা, বন্ধুরা তোমাদের অনেক কষ্ট দিয়েছি।"

ভাই হয়ে বুক ফেটে কাঁদছি...
কে তাকে বুঝেছিল যে সে ভেতরে এতো ভেঙে পড়ছে? কে একবার জিজ্ঞেস করেছিল "তুই ভালো আছিস তো?" একটা শিশু, কিশোর, এমনকি বড়রাও কখনো কখনো নিজেকে “ভালো নয়” মনে করে। কিন্তু আমরা, পরিবার, বন্ধু, সমাজ আমরা যদি কেবল তার ভুল দেখি, তাহলে সে কীভাবে শিখবে ভালো হতে? আপন নেই, কিন্তু তার লেখা থেকে একটা প্রশ্ন রেখে গেছে আমরা কি সত্যিই একে অন্যের কষ্ট বুঝি?

আমার অনুরোধ, প্রার্থনা কেউ যদি নীরব হয়ে যায়, হঠাৎ করে চুপ করে যায়, একা থাকতে চায় তাকে সময় দিন, জিজ্ঞেস করুন, পাশে থাকুন। বাবা-মা, ভাই-বোন, বন্ধুরা ভালো হোক বা খারাপ, আমাদের সন্তান, আমাদের মানুষগুলোর পাশে থাকা আমাদেরই দায়িত্ব।
আজ আপন নেই, কিন্তু কাল যেন আর কেউ না হারিয়ে যায়...

এই পৃথিবী তোমার মতো কারো আর চোখের পানি না ঝরায় এই কামনা করছি।

একজন বোন হারানো ভাই
(মানসিক যন্ত্রনায় ভেঙে পড়া একজন মানুষের পক্ষ থেকে)
স্বপন মাহমুদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৬ মে ২০২৫ (সূত্র : সময়ের কন্ঠস্বর)

16/05/2025
সমাজ নিয়ে কিছু কথা — আজকাল কিছু মানুষ নিজেদের পরিচয়হীনতা, দায়িত্বহীনতা আর মূল্যবোধহীনতাকেই ‘স্টাইল’ বানিয়ে সমাজে ছড়িয়ে দ...
16/05/2025

সমাজ নিয়ে কিছু কথা — আজকাল কিছু মানুষ নিজেদের পরিচয়হীনতা, দায়িত্বহীনতা আর মূল্যবোধহীনতাকেই ‘স্টাইল’ বানিয়ে সমাজে ছড়িয়ে দিচ্ছে। পিতা-মাতা নেই, ভাই নেই, স্বামী নেই এদের গল্প এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন এসবই আধুনিকতার প্রতীক!

অথচ প্রশ্ন হলো স্বাধীনতার নামে যদি কেউ নিজের মতো করে বাঁচতে চায়, সেটা তার অধিকার। কিন্তু সেই জীবনযাত্রা যদি সমাজের অন্যদের টেনে নিয়ে যায় অন্ধকারের দিকে তখন সেটি আর ব্যক্তিগত থাকে না, সেটা হয় সামাজিক ব্যাধি। আমরা এইসব ‘আইডল’ বানানো মুখগুলোকে চিনি না। চেনার প্রয়োজনও নেই। কিন্তু যখন দেখি, এরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিশেষ করে মেয়েদের এক ধরনের বিভ্রান্তি ও অপসংস্কৃতির দিকে টেনে নিচ্ছে, তখন ভয় পাই। কারা এরা? কাদের এজেন্ডা বাস্তবায়ন করছে? এটা কি কেবল লাইফস্টাইল, নাকি বড় কোনো ষড়যন্ত্র? কোনো পরিবারহীন, ভেসে আসা কিছু মানুষ যখন সমাজকে শেখাতে আসে তখন প্রশ্ন করতেই হয়: কে দিয়েছিল এই অধিকার?

ভয় পাই, কষ্ট পাই — যখন ভাবি, আমার বোন বা মেয়েটা যদি এদের প্রভাবের মধ্যে পড়ে? যে সমাজে মডেল হওয়ার শর্ত হচ্ছে “নো ফ্যামিলি, নো দায়বদ্ধতা”, সেখানে আমরা কী শেখাচ্ছি পরবর্তী প্রজন্মকে? কি দারুণ নতুন ট্রেন্ড দায় নেই, সমাজ নেই, নীতিবোধ নেই শুধু ভাইরাল হতে হবে! ভাইরাল হলেই বীর, মূল্যবোধ থাকলে সেকেলে? তাহলে বলুন, যে সমাজ মূল্যবোধকে হাস্যকর বানায় সেই সমাজই কি একদিন নিজের মেয়েকে নিরাপদ রাখতে পারবে?

আমাদের করণীয়: মানুষকে নয়, তাদের আচরণকে প্রশ্ন করতে শিখি। স্বাধীনতা মানে দায়িত্বহীনতা নয়। পরিচয়হীন বা পরিবারবিচ্ছিন্ন মানুষদের ঘৃণা নয় কিন্তু সমাজবিরোধী প্রভাব রোধে দৃঢ় অবস্থান হোক। রাষ্ট্রকে আহ্বান জানাই এমন প্রভাবক ও প্ল্যাটফর্মগুলোকে নিয়মের আওতায় আনুন, সমাজের স্বার্থে।

শেষ কথা: ভালোবাসা আর মানবতা দিয়ে সমাজ গড়ি কিন্তু চোখ-কান খোলা রেখে।
প্রগতির নামে যেন কেউ ভেতর থেকে সমাজটাকে না গিলে ফেলে।

ছবি: পোষ্ট: Masood Sayedee (পেইজ থেকে)

#সমাজ #নারীনিরাপত্তা #সচেতনতা #মূল্যবোধ #পরিবার #বাংলা_চিন্তা #সংস্কৃতি #স্বাধীনতা_নয়_দায়িত্ব #ভাইরাল_সংস্কৃতি

📢 চার লক্ষ মসজিদ: শুধু উপাসনালয় নয়, সম্ভাবনার বিশাল এক নেটওয়ার্ক! একজন মুসলিম হিসেবে আমি গর্ব অনুভব করি যে, আমাদের দেশজু...
16/05/2025

📢 চার লক্ষ মসজিদ: শুধু উপাসনালয় নয়, সম্ভাবনার বিশাল এক নেটওয়ার্ক!

একজন মুসলিম হিসেবে আমি গর্ব অনুভব করি যে, আমাদের দেশজুড়ে প্রায় চার লক্ষ মসজিদ এবং আট লক্ষের বেশি ইমাম-মুয়াজ্জিন একটি দুর্দান্ত নেটওয়ার্ক গড়ে তুলেছেন—যা শুধু ধর্মীয় নয়, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়নের দিক থেকেও অশেষ সম্ভাবনাময়।

🔹 আমরা কি কখনো ভেবেছি—এই নেটওয়ার্ককে কাজে লাগিয়ে আমরা পরিবেশ রক্ষা, দুর্যোগ মোকাবিলা, নাগরিক সেবা, বাল্যবিবাহ প্রতিরোধ, জন্ম-মৃত্যু নিবন্ধন—এসব গুরুত্বপূর্ণ কাজে কীভাবে জনসচেতনতা গড়ে তুলতে পারি?

🔹 প্রতিটি জুমার খুতবায় যদি একটি সামাজিক বার্তা দেওয়া হয়, কত মানুষের মনে সেটা ছড়িয়ে যেতে পারে—ভাবা যায়?

🔹 মসজিদভিত্তিক এই মানবসম্পদকে জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করা সময়ের দাবি।

✅ এখন দরকার সরকারের সদিচ্ছা, আলেম সমাজের প্রশিক্ষণ, এবং আমাদের সবার সমন্বিত চেষ্টায় এই বিশাল সম্ভাবনাকে বাস্তব রূপ দেওয়া।

🤲 ইসলাম শুধু ইবাদতের ধর্ম নয়, সমাজ গঠনের ধর্মও। তাই, মসজিদকে আমরা যেন শুধু নামাজের জায়গা হিসেবে না দেখি—বরং তা হোক সচেতনতা, সেবা ও উন্নয়নের কেন্দ্র।

#মসজিদ_নেটওয়ার্ক #ইসলাম_ও_সমাজ #জাতীয়_উন্নয়ন #ইমাম_মুয়াজ্জিন #সচেতনতা #বাংলাদেশ

16/05/2025

পৃথিবী নিয়ে খুব বেশি চিন্তা করলে,জীবন অন্ধকারে নিমজ্জিত হয়। পরকাল নিয়ে চিন্তা করলে, জীবন আলোকিত হয়। তাই আমাদের উচিত পরকাল নিয়ে ভাবে ও সচেতন থাকা। জুম্মা মোবারক।

15/05/2025

হে আল্লাহ! আমি দুশ্চিন্তা ও পেরেশানি থেকে, অক্ষমতা ও অলসতা থেকে,কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও লোকজনের প্রাধান্য থেকে আপনার কাছে পানাহ চাচ্ছি।

Address

Baraiyarhat
Mirsarai
4326

Alerts

Be the first to know and let us send you an email when 7ahadat Hussein posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 7ahadat Hussein:

Share