A S Tuhin Vlogs

A S Tuhin Vlogs এই বলে আমার পরিচয় হোক। আমি তোমাদের লোক, আমি মিরসরাইয়ের লোক।
(3)

30/10/2025

যার তার সাথে করলে পিরিত।💔
কোন একদিন প্রিয় ফেনী নদীর তীরে।

তোর গোরে হাইলে হিছাদি হিডি হোঁন করমু লাল 🫣
30/10/2025

তোর গোরে হাইলে হিছাদি হিডি হোঁন করমু লাল 🫣

30/10/2025

আসসালামু আলাইকুম

30/10/2025

পুরাতন বারইয়ারহাট

ঢাকায় যেমন নতুন ঢাকা এবং পুরাতন ঢাকা আছে। ঠিক বারইয়ারহাট এলাকায়ও পুরাতন এবং নতুন বারইয়ারহাট আছে। বারইয়ারহাট রেলগেইটকে ঘিরে মূলত গড়ে উঠেছে পুরাতন বারইয়ারহাট।

আজকের ভিডিওটা সেই পুরাতন বারইয়ারহাটকে ঘিরে।

ভুল-ভ্রান্তির জন্য অগ্রিম ক্ষমাপ্রার্থী। ২ বছর আগে ধারণ করেছিলাম।❤️

একজনের একটা ভিডিও দেখেছি,  তিনি বলেছেন জন্ম মৃ*ত্যু এগুলো আল্লাহর হাতে। ভয় পেয়ে কোন লাভ নাই, এখান থেকে আমি একটু শিক্ষা ন...
30/10/2025

একজনের একটা ভিডিও দেখেছি, তিনি বলেছেন জন্ম মৃ*ত্যু এগুলো আল্লাহর হাতে। ভয় পেয়ে কোন লাভ নাই, এখান থেকে আমি একটু শিক্ষা নিলাম এই আর কি❗❗

একটা বিষয় গতকাল থেকে উপলব্ধি করেছি আমি দূর্বল থাকলে আমার উপর আরো বেশি অত্যাচার হবে। আমি দাঁড়িয়ে গেলে অনেকেই বসে যাবে।

গতকাল থেকে আমার পরিবার আমাকে নিয়ে আ*তং*কের মধ্যে আছে। কিন্তু প্রচুর মানুষ আমাকে উৎসাহ দিয়েছে। আওয়ামিলীগ, জামায়াত, বিএনপি থেকে সর্বস্তরের মানুষ।..

পরিশেষে মইল্লে মরমু, বাঁইচলে বাঁচমু, আল্লাহ সাথে থাকলে কেউ ক্ষতি কইত্তো হাইত্তোনো...আল্লাহর উপর ভরসা।

কাইল্লাতুন মিরসরাইররে আগের মত তুলি ধরমু, কাত্তে কেইচ্ছা লাগের হিয়ান আঁর চাইবার টাইম নাই...আই লাভিউ মিরসরাই ❤️

30/10/2025

৮ নং দুর্গাপুর এলাকার একজন অসহায় এতিম মেয়ের বিয়ের জন্য সহযোগিতা কামনা করছি। আর্থিকভাবে অথবা দরকারী জিনিসপত্র কিনে দিতে পারেন।
‎01887-693384‎ বিকাশ 01859-610016 নগদ

যে সকল ভাই গুলো গত দুই প্রচন্ড রকমের হু*ম*কি দিয়ে আমাকে দমিয়ে দিয়েছেন, আমার কতটুকু হয়েছে জানিনা, তারা আমার পেইজ থেকে উপক...
30/10/2025

যে সকল ভাই গুলো গত দুই প্রচন্ড রকমের হু*ম*কি দিয়ে আমাকে দমিয়ে দিয়েছেন, আমার কতটুকু হয়েছে জানিনা, তারা আমার পেইজ থেকে উপকারভোগী অনেক ক্ষতি করেছেন। মিরসরাইতে A S Tuhin Vlogs এই পেইজের মাধ্যমে কিছু মানুষ উপকার পেয়েছে সেটাও বন্ধ হয়ে গেল।

জী আমি ভয় পেয়েছি। আমার ভয় কাটানোর ওয়ে কি?? আপনি আমাকে হু*ম*কি দিলেন, পৃথিবী কি জানলো আমি জানিনা। আমি জানলাম একটা ছেলে আমাকে অকারণে গালি দিয়েছে তার পরিচয় সহ তুলে ধরার অপরাধে আমি আমার পেইজ ছেড়ে বাধ্য হলাম।

আপনাদের ভয় দেখানোর কারন গুলো দেখিয়ে চাইলে আমি অন্য কোন দলে গিয়ে সুযোগ সুবিধা নিতে পারতাম, কিন্তু আমার দ্বারা সেটাও সম্ভব নাহ।

ধন্যবাদ আপনাদের, আপনারা ভালো থাকুন।..

আজকে থেকে আমি সবধরনের ভিডিও বানানো বন্ধ ঘোষণা করলাম। কারন দুনিয়া দুই দিনের, সবার সাথে মিলেমিশে চলতে চাই। আমি চাই আমার জী...
29/10/2025

আজকে থেকে আমি সবধরনের ভিডিও বানানো বন্ধ ঘোষণা করলাম।

কারন দুনিয়া দুই দিনের, সবার সাথে মিলেমিশে চলতে চাই। আমি চাই আমার জীবনে হাজার ভালোবাসার মানুষ আসুক। একজন মানুষও আমার শত্রু না হোক। সেই সাথে আমার ফ্যামিলি প্রেসারও আছে। গতকাল থেকে সেটার পরিমাণ বেড়ে গেছে। এখন আর আমার পরিবারও চায়না আমি কোন ঝামেলায় জড়াই।

আল্লাহ হাফেজ।

গ্রামের ছেলে তুহিন ভাই ❤️
29/10/2025

গ্রামের ছেলে তুহিন ভাই ❤️

29/10/2025

চটপটিওয়ালা আব্দুল গফুরের কন্ঠে অসাধারণ একটা ইসলামিল সংগীত ❤️

#চলতিপথে

29/10/2025

ঐতিহ্যবাহী মিঠাছরা বাজার, ❤️
আমার প্রিয় একটা ভিডিও,
মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী মিঠাছরা বাজার। যে বাজার এখনো তার ঐতিহ্য ধরে রেখেছে।
এই ভিডিও ২০২৪ সালের জানুয়ারী মাসে ধারনকৃত।

গতকাল যে ছেলেটিকে নিয়ে পোস্ট দিয়েছিলাম, ছেলেটাকে আমি চিনিনা। এবং আমার একটা ভালো কাজের পোস্টে সে কমেন্ট করেছে যেটা আমি মে...
29/10/2025

গতকাল যে ছেলেটিকে নিয়ে পোস্ট দিয়েছিলাম, ছেলেটাকে আমি চিনিনা। এবং আমার একটা ভালো কাজের পোস্টে সে কমেন্ট করেছে যেটা আমি মেনে নিতে পারিনি..!

আমার এলাকার প্রিয় একজন বড় ভাই সাহাদাত হোসেন ভুঁইয়া ভাইয়ের অনুরোধে আমি পোস্ট ডিলেট করে দিয়েছি। তিনি আমাকে মাথা ঠান্ডা রাখতে বলেছেন, তাকেও বুঝিয়েছেন। এবং তাকে এই ধরনের কাজ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। ধন্যবাদ শাহদাত ভাই, আপনার প্রতি ভালোবাসা থাকবে।

একটা কথা সবার উদ্দেশ্যে বলতে চাই, আমি একজন মিরসরাইর বাসিন্দা, এই পরিচয় দিতে আমি স্বাচ্ছন্দ্যে বোধ করি। প্রত্যেকটা মিরসরাইর মানুষ আমার এলাকার মানুষ, আওয়ামিলীগ,বিএনপি, জামাত এসব নিয়ে আমার কোন মাথাব্যথা নেই। আর রাজনীতি করার আমার কোন ইচ্ছাও নাই। তবে আমার পছন্দ অপচন্দ করার স্বাধীনতা আমি রাখি।

আমি যেহেতু আমি ভিডিও বানাই, আমার ভিডিও মোটামুটি সব দলের মানুষ দেখেন। মোটামুটি সবদলের বড় ভাইরা মাঝে মাঝে কমেন্ট করেন। তাদের অনেকের সাথে আমার মাঝেমধ্যে কথাও হয়। সেই সাথে আমার কোন আচরনে কেউ দু:খ পেলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন ভাই বন্ধু হিসাবে।...

পরিশেষে সবাই ভালো থাকবেন, যারা আমাকে পছন্দ করেন তাদের ধন্যবাদ, যারা আমাকে অপছন্দ করেন তাদেরও ধন্যবাদ। সবার অফুরন্ত ভালোবাসা রইলো ❤️

Address

Mirsarai
4326

Telephone

+8801671862255

Website

Alerts

Be the first to know and let us send you an email when A S Tuhin Vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to A S Tuhin Vlogs:

Share

Category