NGC Crush & confession

NGC Crush & confession ক্রাশ কে মনের কথা জানাতে আপনার গল্প আর ক্রাশের ছবি ইনবক্সে পাঠিয়েন দেন..!💌

  --06From: তোমার অপরিচিত কেউ। To: Istiak Shipat (HSC 25 batch)প্রিয় সিফাত,কি লিখবো তোমায় আমি বলোতো যেথায় আমার সকল কথা শ...
24/05/2025

--06

From: তোমার অপরিচিত কেউ।
To: Istiak Shipat (HSC 25 batch)

প্রিয় সিফাত,

কি লিখবো তোমায় আমি বলোতো যেথায় আমার সকল কথা শুধু তোমার জন্য। তোমাকে আমার ভালো লাগে এই কথা টা আমার তোমার কাছে গিয়ে সামনাসামনি বলার সাহস আমার নেই। তাই এই পথ বেছে নেওয়া।
তোমাকে প্রথম দেখেছিলাম ক্লাসে বেশ প্রানবন্ত তুমি। বেশ ধার্মিক ও বন্ধুসুলভও। আস্তে আস্তে তোমার সব কিছু আমার খুব ভালো লাগতে শুরু করল। তোমার ঘুরে বেড়ানো আমার বেশ লাগে। আমার খুব ইচ্ছে হয় তোমার সাথে ঘুরে বেড়াতে। আমায় মুগ্ধ করেছে বার বার তোমার উড়ন্ত চুল, খোঁচা খোঁচা দাঁড়ি, তোমার হাসি। তোমায় আমার ভালো লাগে বা তার চেয়ে বেশি কিছু। তোমার জন্য লিখতে পারি এক আকাশ।
কিন্তু আমার মনে হয় তুমি কারো সাথে রিলেশনে আছো আমার সন্দেহ টা কি ঠিক.?

ইতি
তোমার আশেপাশের অপরিচিত কেউ।

  -05To : Mir Hosen "ঘুড়ি তুমি কার আকাশে উড়ো, তার আকাশ কি আমার চেয়ে বড়..." আমার ধারণা নিশ্চয়ই ভুল হবে না, তুমি করো আকাশে...
17/05/2025

-05

To : Mir Hosen

"ঘুড়ি তুমি কার আকাশে উড়ো, তার আকাশ কি আমার চেয়ে বড়..." আমার ধারণা নিশ্চয়ই ভুল হবে না, তুমি করো আকাশে উড়ো না। আর আমার আকাশ বড় না ছোট তা আমি জানিনা তবে আমার আকাশে ঘুড়ি বলো চাঁদ বলো কিংবা তারা সব কিছু হিসেবেই শুধু তোমাকে চাই।

আমি তোমার মতো লেখক নই তাই হয়তো গুছিয়ে লিখতে পারিনি, তোমার একটা পোস্ট দেখে সেটাকে উপজীব্য করে এটা লিখলাম। হয়তো ভালো হয়নি তবু্ও আমি যা বলতে চেয়েছি তা নিশ্চয়ই তুমি বুঝতে পারবে।
From: An unknown who wants to be known.
(ফেসবুকে যেহেতু লিখেছি তাই একটু খুঁজলে ফেসবুকের কোথাও না কোথাও পাবে আমি কে তা জানাতে)

 -04From : তোমার পরিচিত কেউTo : MI Thi LAতোমাকে পাস্ট ইয়ারে যখন দেখেছি তখন থেকে তোমাকে  আমার ভালো লাগতো তোমাকে ক্লাস শেষ...
16/05/2025

-04
From : তোমার পরিচিত কেউ
To : MI Thi LA
তোমাকে পাস্ট ইয়ারে যখন দেখেছি তখন থেকে তোমাকে আমার ভালো লাগতো তোমাকে ক্লাস শেষে ফলো করতাম কিন্তু কোনদিন সাহস পায়নি মনে করতে বলার জন্য তোমার চোখ বলতে গেলে মাশাল্লাহ আমি তোমার জানাশোনা কেউ হয়তো খুঁজলে পেয়ে যেতে পারো আর প্রতিদিন তুমি যখন ক্লাস করে বের হও শুধু তোমার তোমার দিকে তাকিয়ে থাকি একটা মানুষ এত সুন্দর কিভাবে হতে পারে তোমাকে আমার মনের কথাটা জানাই দিলাম এবার তোমার হ্যা বলার বাকি
ইতি
তোমার খুব কাছের কেউ 😊

 :-03From : তোমার লিস্টের একজন ❤️To : Samira Chowdhury হয়তো তুমি বুঝতে পারোনি, কিন্তু আমি অনেকদিন ধরে তোমার প্রতি একটু আ...
14/05/2025

:-03
From : তোমার লিস্টের একজন ❤️
To : Samira Chowdhury

হয়তো তুমি বুঝতে পারোনি, কিন্তু আমি অনেকদিন ধরে তোমার প্রতি একটু আলাদা অনুভব করি
তোমাকে দেখার পর থেকে আমার মন কেমন যানি হয়ে গেছে তোমার মায়াবি চোখে আমি আমার সর্বনাস দেখি আমি প্রতি দিন ক্লাস করি শুধু তোমাকে দেখার জন্য প্রিয়😊
আমি জানি না তুমি আমাকে কীভাবে দেখো, কিন্তু আমার অনুভূতিগুলো সত্যি এবং সৎ।
তোমার প্রতি আমার একটা বিশেষ ভালো লাগা আছে — যেটাকে আমি আর লুকিয়ে রাখতে পারছি না।
তুমি চাইলে আমি সময় নেবো, কিন্তু চেয়েছিলাম তুমি যেন জানো — আমি তোমায় পছন্দ করি।

 :-02From : তোমার লিস্টের একজন ❤️To : Aksayহয়তো তুমি বুঝতে পারোনি, কিন্তু আমি অনেকদিন ধরে তোমার প্রতি একটু আলাদা অনুভব ক...
13/05/2025

:-02
From : তোমার লিস্টের একজন ❤️
To : Aksay

হয়তো তুমি বুঝতে পারোনি, কিন্তু আমি অনেকদিন ধরে তোমার প্রতি একটু আলাদা অনুভব করছি। তোমার সঙ্গে কথা বললে ভালো লাগে, তোমার হাসি মন ভালো করে দেয়, 😊
আমি জানি না তুমি আমাকে কীভাবে দেখো, কিন্তু আমার অনুভূতিগুলো সত্যি এবং সৎ।
তোমার প্রতি আমার একটা বিশেষ ভালো লাগা আছে — যেটাকে আমি আর লুকিয়ে রাখতে পারছি না।
তুমি চাইলে আমি সময় নেবো, কিন্তু চেয়েছিলাম তুমি যেন জানো — আমি তোমায় পছন্দ করি।

11/02/2025

হে যুবক রোজার আগে রিলেশনে যাও.!
না হয় সেহেরি খাওয়ার জন্য কে ডাকবে..?

30/01/2025

ফেব্রুয়ারি মাস তো চলে আসলো ক্রাশ কে তাড়াতাড়ি মনের কথা বলে ফেলো।

 From:এডমিন থেকে জেনে নিও..!To:BusraGroup : janinaSection : A1st year🌸❤️‍🩹প্রিয় তোমাকে প্রথম দেখেছি কলেজ গেইটের সামনে। ত...
28/01/2025



From:এডমিন থেকে জেনে নিও..!
To:Busra
Group : janina
Section : A
1st year
🌸❤️‍🩹

প্রিয় তোমাকে প্রথম দেখেছি কলেজ গেইটের সামনে। তুমি তোমার বন্ধুদের সাথে কথা বলতে ছিলা। তোমাকে প্রথম দেখাতে আমার ভালোলেগে যায়😌 তোমাকে দেখার পর থেকে আমার চোখ শুধু তোমাকে খুঁজে যায়। তোমার ওই নিষ্পাপ চেহারাটা মনে পড়ে বারবার।তোমার ক্লাস এর সামনে ও যাই তোমাকে দেখতে। তবে ভিতরে যাই কথা বলার সাহস হয় নাই।

তুমি খুঁজে নিও এই আমাকে,
আমি ভালোবাসি যে তোমাকে 🌸😌

ইতি
তোমার প্রিয়তমা🌸🥺

26/01/2025

Upcoming Nizampur government College sports event..!🌸❤️

26/01/2025

নিজামপুর কলেজের শিক্ষার্থীরা কি অবস্থা..?

Address

Mirsarai

Website

Alerts

Be the first to know and let us send you an email when NGC Crush & confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share