
24/05/2025
--06
From: তোমার অপরিচিত কেউ।
To: Istiak Shipat (HSC 25 batch)
প্রিয় সিফাত,
কি লিখবো তোমায় আমি বলোতো যেথায় আমার সকল কথা শুধু তোমার জন্য। তোমাকে আমার ভালো লাগে এই কথা টা আমার তোমার কাছে গিয়ে সামনাসামনি বলার সাহস আমার নেই। তাই এই পথ বেছে নেওয়া।
তোমাকে প্রথম দেখেছিলাম ক্লাসে বেশ প্রানবন্ত তুমি। বেশ ধার্মিক ও বন্ধুসুলভও। আস্তে আস্তে তোমার সব কিছু আমার খুব ভালো লাগতে শুরু করল। তোমার ঘুরে বেড়ানো আমার বেশ লাগে। আমার খুব ইচ্ছে হয় তোমার সাথে ঘুরে বেড়াতে। আমায় মুগ্ধ করেছে বার বার তোমার উড়ন্ত চুল, খোঁচা খোঁচা দাঁড়ি, তোমার হাসি। তোমায় আমার ভালো লাগে বা তার চেয়ে বেশি কিছু। তোমার জন্য লিখতে পারি এক আকাশ।
কিন্তু আমার মনে হয় তুমি কারো সাথে রিলেশনে আছো আমার সন্দেহ টা কি ঠিক.?
ইতি
তোমার আশেপাশের অপরিচিত কেউ।