বারৈয়ারহাটের কণ্ঠস্বর

বারৈয়ারহাটের কণ্ঠস্বর Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বারৈয়ারহাটের কণ্ঠস্বর, Media/News Company, Mirsarai.

একটি নিরপেক্ষ ও দায়িত্বশীল স্থানীয় সংবাদ মাধ্যম। আমরা তুলে ধরি বারৈয়ারহাট, মীরসরাই ও চট্টগ্রাম অঞ্চলের গুরুত্বপূর্ণ খবর, সমাজ ও সংস্কৃতির বাস্তব চিত্র। আমরা বারৈয়ারহাটের কথা বলি, বলি মাটির গন্ধমাখা মানুষের কথা।

🧕 নারীর মর্যাদা রক্ষায় হাইকোর্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন“নারীর মরদেহের ময়নাতদন্ত নারী চিকিৎসক দিয়ে কেন নয়?” — হাইকোর্ট👉 আজ ...
20/04/2025

🧕 নারীর মর্যাদা রক্ষায় হাইকোর্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন
“নারীর মরদেহের ময়নাতদন্ত নারী চিকিৎসক দিয়ে কেন নয়?” — হাইকোর্ট
👉 আজ ২০ এপ্রিল ২০২৫, হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ রুল জারি করেছেন। রুলে বলা হয়েছে, নারী চিকিৎসক দিয়ে নারীর মরদেহের ময়নাতদন্তে একটি নীতিমালা তৈরি করার নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

এই রুল জারি করেছেন বিচারপতি ফাতেমা নজীব ও শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ।

🔎 রিটের পেছনের প্রেক্ষাপট:
🔹 ৩ মার্চ ২০২৫ — আইনজীবী মো. জুয়েল আজাদ স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আবেদন করেন, যাতে নারী মরদেহের ময়নাতদন্ত নারী চিকিৎসক ও নারী কর্মীদের মাধ্যমে হয়।
🔹 যথাযথ পদক্ষেপ না পেয়ে ১০ মার্চ হাইকোর্টে রিট করেন তিনি।
🔹 রিটে বলা হয়, এটি শুধু নৈতিকতা বা ধর্মীয় শালীনতার বিষয় নয়, বরং নারীর মৌলিক অধিকার ও মর্যাদার বিষয়।

⚖️ রিটে যেসব প্রশ্ন উঠেছে:
✅ নারী চিকিৎসক দিয়ে নারীর মরদেহের ময়নাতদন্ত না করা কি বেআইনি ও দায়িত্বে অবহেলা নয়?
✅ জেলা পর্যায়েও নারী ময়নাতদন্তের জন্য নারী ডাক্তার ও কর্মী নিয়োগে প্রয়োজনীয় পদক্ষেপ কেন নেওয়া হবে না?

📌 বিষয়টি কেন গুরুত্বপূর্ণ?
🔸 একজন নারী মারা যাওয়ার পরও তার শরীরের সম্মান বজায় রাখা ইসলামি ও মানবিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ।
🔸 পোস্টমর্টেম একটি স্পর্শকাতর প্রক্রিয়া—যেখানে নারী-পুরুষের পর্দার বিধান রক্ষা করা উচিত।

👉 হাইকোর্টের এই রুল শুধু আইনগত নয়, বরং এটি সমাজে নারীর মর্যাদা রক্ষার একটি বড় বার্তা। এখন দেখার বিষয়, সরকার ও স্বাস্থ্য অধিদপ্তর কী পদক্ষেপ নেয়।

📰 সূত্র: সময়ের কণ্ঠস্বর
🧾 বিভাগ: আইন-আদালত
🕓 প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০১:১৭ PM

✍️ আপনার মতামত কী? আপনি কি মনে করেন, নারীর মরদেহের ময়নাতদন্তে নারী চিকিৎসক বাধ্যতামূলক করা উচিত?
👇 কমেন্টে জানাতে ভুলবেন না।

#নারীর_মর্যাদা #হাইকোর্ট ালত #বাংলাদেশ ্ঠস্বর #সামাজিক_বিচার

🔴 হৃদয়বিদারক ঘটনা | কঙ্গোতে ভয়াবহ নৌকাডুবি ও অগ্নিকাণ্ড 🔥🚢ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর এমব্যান্ডাকা শহরের কাছে একটি যা...
19/04/2025

🔴 হৃদয়বিদারক ঘটনা | কঙ্গোতে ভয়াবহ নৌকাডুবি ও অগ্নিকাণ্ড 🔥🚢

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর এমব্যান্ডাকা শহরের কাছে একটি যাত্রীবাহী নৌকায় রান্না করার সময় দুর্ঘটনাবশত আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে পুরো নৌকায় এবং মুহূর্তেই তা নদীতে ডুবে যায়।

📍 নৌকাটি প্রায় ৫০০ যাত্রী বহন করছিল।
📍 এই মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত ১৪৮ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
📍 ১০০ জনের বেশি এখনো নিখোঁজ।

অনেক যাত্রী আগুন থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেকে সাঁতার জানতেন না 😔

🌊 আফ্রিকার অনেক অঞ্চলে এখনো ঝুঁকিপূর্ণ নৌপথই প্রধান পরিবহন মাধ্যম। নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়ায় এমন মর্মান্তিক ঘটনা ঘটে চলেছে বারবার।

🕯️ আল্লাহ এই নিহতদের মাফ করে দিন, শহীদের মর্যাদা দিন এবং তাদের পরিবারকে সবর দান করুন। আমিন।
🤲 আসুন, আমরা তাঁদের জন্য দোআ করি।

📊 ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের শীর্ষে ঢাকা, দ্বিতীয় চট্টগ্রাম-কুমিল্লা!বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি অর...
19/04/2025

📊 ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের শীর্ষে ঢাকা, দ্বিতীয় চট্টগ্রাম-কুমিল্লা!

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের (জুলাই-মার্চ) প্রথম ৯ মাসে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ২,১৭৮ কোটি ডলার। এর মধ্যে:

✅ ঢাকা জেলা এককভাবে শীর্ষে – আয়: ১,০৬১.৮৬ কোটি ডলার
✅ চট্টগ্রাম বিভাগ – আয়: ৬০৬.২০ কোটি ডলার, এর মধ্যে:

চট্টগ্রাম: ১৮১ কোটি

কুমিল্লা: ১১৬.২৮ কোটি (দেশে ৩য়)

নোয়াখালী: ৬৬.৬৯ কোটি (৫ম)

ফেনী: ৬৩.৪৩ কোটি (৬ষ্ঠ)

ব্রাহ্মণবাড়িয়া: ৬২.২১ কোটি (৭ম)

চাঁদপুর: ৬০.৩২ কোটি (৮ম)

✅ সিলেট বিভাগ – আয়: ১৯৪.১০ কোটি

সিলেট জেলা: ৯৯.১৫ কোটি (৪র্থ)

মৌলভীবাজার: ৪১.১৫ কোটি (১০ম)

📉 সর্বনিম্ন আয়: রাঙামাটি – মাত্র ১.৯৩ কোটি ডলার
📌 চট্টগ্রাম বিভাগের ৬টি জেলা রয়েছে শীর্ষ ১০-এ!

🌍 এ প্রবাসী ভাইদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা – আপনাদের কষ্টার্জিত অর্থ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে 🇧🇩❤️

📰 সূত্র: সময়ের কণ্ঠস্বর, প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫

#প্রবাসী_আয় #বাংলাদেশ_অর্থনীতি #ঢাকা #চট্টগ্রাম #কুমিল্লা

💔 চট্টগ্রামে ছয় মাসের নিষ্পাপ শিশুর হৃদয়বিদারক মৃত্যু 💔গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন কাপাসগোলা এলা...
19/04/2025

💔 চট্টগ্রামে ছয় মাসের নিষ্পাপ শিশুর হৃদয়বিদারক মৃত্যু 💔

গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন কাপাসগোলা এলাকায় ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা।
একটি ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে নবাব হোটেলের পাশের নালায় পড়ে যায়।
রিকশায় থাকা শিশুটির মা ও দাদিকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করতে সক্ষম হলেও, ছয় মাসের নিষ্পাপ শিশুটি পানির প্রবল স্রোতে তলিয়ে যায়…

🥀 ১৫ ঘণ্টা ধরে চলা উদ্ধার অভিযানে অংশ নেয় বাংলাদেশ নৌবাহিনীর ডুবুরি দল, ফায়ার সার্ভিস, সিটি করপোরেশন ও স্থানীয় জনগণ।
আজ সকালে অবশেষে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

🕊️ বাংলাদেশ নৌবাহিনী এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।
আল্লাহ এই নিষ্পাপ শিশুকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তার পরিবারকে এই কঠিন পরীক্ষায় ধৈর্য ধারণের তাওফিক দান করুন। 🤲

📍 এই ঘটনার মাধ্যমে আবারও মনে করিয়ে দেয় — আমাদের শহরের নালা, ড্রেন ও সড়ক নিরাপত্তা কতটা জরুরি।

⚠️ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনীত আহ্বান:
নগরের প্রতিটি ঝুঁকিপূর্ণ স্থান দ্রুত সুরক্ষিত ও সচেতনতার ব্যবস্থা গ্রহণ করা হোক।
একটি প্রাণ, একটি পরিবার, একটি ভবিষ্যৎ যেন আর হারিয়ে না যায়...

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 🖤
(তথ্যসূত্র: Bangladesh Navy)

🛑 যুক্তরাজ্য থেকে ‘পালালেন’ দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার!📅 (সময়ের কণ্ঠস্বর সংবাদ - প্রকাশ: ১৮ এপ্রিল ২০২...
18/04/2025

🛑 যুক্তরাজ্য থেকে ‘পালালেন’ দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার!
📅 (সময়ের কণ্ঠস্বর সংবাদ - প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০২:০৯ এএম)

📍 মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত গিদিয়ন সার সফর সংক্ষিপ্ত করে পালিয়ে গেলেন লন্ডন থেকে!

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা GLAN (Global Legal Action Network) ও Hind Rajab Foundation আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানানোর পরপরই ইসরায়েলের এই পররাষ্ট্রমন্ত্রী সফর বাতিল করে দ্রুত দেশে ফিরে যান।

🎯 অভিযোগের মধ্যে রয়েছে:
▪️ গাজার কামাল আদওয়ান হাসপাতাল অবরোধ ও হামলা
▪️ মেডিকেল স্টাফ ও রোগীদের ওপর সহিংসতা
▪️ হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়ার অপহরণ
▪️ গাজার জন্য মানবিক সহায়তা বন্ধের প্রকাশ্য ঘোষণা

🗣️ GLAN এক্সে (Twitter) পোস্ট করে জানায়:

“গিদিয়ন সার যুক্তরাজ্য ত্যাগ করছেন। তিনি গুরুতর অপরাধের অভিযোগে অভিযুক্ত। যদি তাকে দেখতে পান, দয়া করে লন্ডন মেট্রোপলিটন পুলিশকে অবহিত করুন। নিজেরা সামনে এগোবেন না, কারণ তার সঙ্গে সশস্ত্র নিরাপত্তাকর্মী থাকতে পারে।”

📌 এই ঘটনা প্রমাণ করে, দখলদার ইসরায়েল আন্তর্জাতিক অপরাধের দায় এড়াতে পারছে না।
আমরা চাই, প্রতিটি শহীদ শিশুর, নারীর এবং নির্যাতিত মানুষের ন্যায্য বিচার হোক।

✊ আপনার আওয়াজ তুলুন!

📚 সূত্র: সময়ের কণ্ঠস্বর (facebook.com/somoyerkonthosor)

📢 মানবতা কোথায় হারাল?🗓️ প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫📰 সংবাদ সূত্র: সময়ের কণ্ঠস্বরটাঙ্গাইলের মধুপুরে ঘটে গেছে হৃদয়বিদারক এক ঘটন...
18/04/2025

📢 মানবতা কোথায় হারাল?
🗓️ প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫
📰 সংবাদ সূত্র: সময়ের কণ্ঠস্বর

টাঙ্গাইলের মধুপুরে ঘটে গেছে হৃদয়বিদারক এক ঘটনা।
স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়ার পর এক মা তার কোলের শিশুপুত্রকে মাত্র ৪০ হাজার টাকায় বিক্রি করে দেন! সেই টাকায় তিনি কেনেন শখের মোবাইল ফোন, পায়ের নূপুর ও নাকের নথ।

পরে তিনি নিজেই স্বীকার করেন,
🗣️ “আমার মাথা ঠিক ছিল না… এইডা আমার ভুল হইছে।”

➡️ কিন্তু প্রশ্ন হলো — সন্তান কি এতটাই তুচ্ছ?
➡️ মোবাইলের দাম কি একটি নিষ্পাপ শিশুর জীবনের চেয়েও বেশি?

📖 "সন্তান আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা এবং একটি নিয়ামত।"
আমরা যদি দুনিয়ার লোভে পড়ে এই নিয়ামতকে বিকিয়ে দেই, তাহলে আমাদের জীবনে রহমত ও বরকত কোথা থেকে আসবে?

🤲 দোয়া করি, আল্লাহ আমাদের পরিবারকে, সন্তানদের, মন-মানসিকতা ও ঈমানকে হেফাজত করুন।
আসুন, সচেতন হই—মানবতা ও নৈতিকতা বাঁচাই।

#সন্তান_বিক্রি #সময়ের_কণ্ঠস্বর #ইসলামিক_চিন্তা #মানবতা_বাঁচাও #১৮এপ্রিল২০২৫

✍️ মোহাম্মদ শাহাদাৎ হুসাইন
🔗 facebook.com/m7adathussein1official

📰 ভারত: বাংলাদেশের সঙ্গে বাণিজ্যযুদ্ধে জড়াতে চায় না📌 সূত্র: সময়ের কণ্ঠস্বর, ১৭ এপ্রিল ২০২৫বাংলাদেশ-ভারত বাণিজ্যিক সম্পর্...
17/04/2025

📰 ভারত: বাংলাদেশের সঙ্গে বাণিজ্যযুদ্ধে জড়াতে চায় না
📌 সূত্র: সময়ের কণ্ঠস্বর, ১৭ এপ্রিল ২০২৫

বাংলাদেশ-ভারত বাণিজ্যিক সম্পর্ক নিয়ে সাম্প্রতিক উত্তেজনার মাঝেও ভারত শান্ত বার্তা দিয়েছে—তারা বাংলাদেশের সঙ্গে কোনো বাণিজ্যযুদ্ধে জড়াতে চায় না।

🗞️ টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনের বরাতে সময়ের কণ্ঠস্বর জানিয়েছে, ভারতের সরকারি সূত্র বলছে, বাংলাদেশ যেসব বাণিজ্য সিদ্ধান্ত নিয়েছে, তার পাল্টা কোনো ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা নেই দিল্লির।

🇧🇩 ➡️ 🇮🇳 বাংলাদেশের নেওয়া কিছু সিদ্ধান্ত:

তিনটি বন্দর বন্ধ ঘোষণা

স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ

বেনাপোল কাস্টমসে বাড়তি সতর্কতা

🇮🇳 ➡️ ভারতের পদক্ষেপ:

নিজেদের বিমানবন্দর ও স্থলবন্দরের জট কমাতে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল

আশ্বস্ত করেছে, এতে বাংলাদেশের নেপাল-ভুটান রপ্তানিতে সমস্যা হবে না

দাবি করেছে, বাংলাদেশ আগে থেকেই বাণিজ্য বাধা সৃষ্টি করছিল

📦 বিশেষ তথ্য: পাকিস্তানের ট্রেডিং কর্পোরেশনের মাধ্যমে বাংলাদেশ ৫০ হাজার টন চাল আমদানি করেছে — যা ভারতের দৃষ্টিতে একটি বার্তা।

📣 এই পরিস্থিতিতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক কোন দিকে যাবে বলে আপনি মনে করেন?

🗨️ মতামত দিন, শেয়ার করুন।
📌 পেইজে লাইক দিয়ে পাশে থাকুন — বারৈয়ারহাটের কণ্ঠস্বর

#ভারতবাংলাদেশ #বাণিজ্যসংঘাত #সময়রের_কণ্ঠস্বর #বারৈয়ারহাটের_কণ্ঠস্বর

17/04/2025

🔥 সিনেমার নাম "বরবাদ", আর কাজ করছে ইতিহাস গড়ার! 🔥

আইএমডিবির সেরা ১০০ জনপ্রিয় সিনেমার তালিকায় ৪৪ নম্বরে বাংলাদেশি সিনেমা ‘বরবাদ’!
এক পাশে স্নো হোয়াইট, অন্য পাশে সুপারম্যান—আর মাঝখানে বসে আছে শাকিব খান, পপকর্ন হাতে। 🍿😎

এখন হলিউড ভাবতেছে, “বাংলাদেশ কি সিরিয়াসলি গেইমে ঢুকে গেছে নাকি?”
আর আমরা বলতেছি—"ভাই, বরবাদ না… এইটা তো রীতিমতো বিস্ফোরণ!" 💥🇧🇩

🎬 পরিচালনায়: মেহেদী হাসান হৃদয়
⭐ অভিনয়ে: শাকিব খান – যিনি এবার শুধু ঢালিউড নয়, IMDb-ও “শাকিবেন” করে ফেলছেন।
📈 IMDb রেটিং: ৭.৪ – মানে গল্পে না হোক, রেটিংয়ে কিন্তু জিতেই গেল!

তাদের সিনেমা সুপারহিরো নিয়ে,
আমাদের সিনেমা হিরোর সুপারনেস নিয়ে! 🔥

বরবাদ এখন শুধু সিনেমা না, এটা একটা মুভমেন্ট!
হলিউড, সাবধান। আমরা আসতেছি… বরবাদ হয়া না যাইও! 😏

#বরবাদ
#হলিউডতোরনড়েচড়ে_উঠছে
#বাংলাদেশ_সিনেমা_রাইজিং

Address

Mirsarai
4326

Alerts

Be the first to know and let us send you an email when বারৈয়ারহাটের কণ্ঠস্বর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বারৈয়ারহাটের কণ্ঠস্বর:

Share