Shwapno Tori- স্বপ্নতরী

Shwapno Tori- স্বপ্নতরী It's a clothing Brand

18/03/2025

যে দেশের ইউনিভার্সিটি গ্রাজুয়েট মানুষজন আউটসোর্সিং চাকরিতে সুপারিশ জিনিসটা বোঝেনা তারা আপা টাইপ শাসকই ডিজার্ব করে।

18/03/2025

তুলসী গ্যাবার্ডের বিরুদ্ধে ইউনূসের স্টেটমেন্ট ফ্রেঞ্চ এম্বেসির ফেসবুক পেইজ থেকে শেয়ার দিসে।

মানে সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে ফ্রান্স আমেরিকার বিরুদ্ধে যাইয়া বাংলাদেশের পক্ষে অবস্থান নিলো।

এইটার ইমপ্যাক্ট অন্য লেভেলের।

মোদি এখনও বুঝে নাই, সে কার সাথে খেলতে নামছে।

একটা করে এটেম্পট নেয় আর ইউনূস ওরে ন্যাংটা করে ছাড়ে পৃথিবীর সামনে।

অবশ্য চায়ে গরররম আর নোবেল লরিয়েটের মধ্যে খেলাতে এই রেজাল্ট প্রত্যাশিতই ছিলো।

সব সমন্বয়কদের হঠাৎ বিয়ের ধুম পড়েছে কেন?বিভিন্ন এজেন্সি তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে পলিটিশিয়ান ও আমলাদের দৃ...
18/03/2025

সব সমন্বয়কদের হঠাৎ বিয়ের ধুম পড়েছে কেন?

বিভিন্ন এজেন্সি তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে পলিটিশিয়ান ও আমলাদের দৃঢ় সাপোর্ট খুবই গুরুত্বপূর্ণ।
দেশবিরোধী কিংবা গনবিরোধী কর্মকাণ্ডে রেড লাইন এদের কেউ সাধারণত ক্রস করতে রাজি হয়না।

তখন এদের নাকে দড়ি পড়ানোর একটি অব্যর্থ অস্ত্র হচ্ছে,"হানি ট্র্যাপ"। সর্বোচ্চ সতর্ক থাকার পরেও এই ট্র্যাপে পড়ে গিয়ে তুখোড় নেতাদের ও বাকি পলিটিকাল ক্যারিয়ারে জাস্ট স্লেইভ হয়ে থাকতে হতে পারে।

নারী রিলেটেড ডকুমেন্ট দিয়ে এজেন্সি গুলো আপনাকে ক্রমাগত ব্লেকমেইল করবে। এবং দাবার বোর্ডে আপনাকে গুটি হিসেবে ব্যবহার করে তারা পূরণ করে নিবে তাদের যত উদ্দেশ্য।

তাই সিরিয়াস কেউ পলিটিক্স ক্যারিয়ার শুরু করতে চাইলে,বিয়ে করে ফেলা খুবই ভালো একটা দিক। বিবাহিত থাকায় নিজের হরমোনাল রাশ চেক এ থাকে,মানসিক প্রশান্তি বজায় থাকে। এই ধরনের নারি রিলেটেড ট্র্যাপে পড়ার সম্ভাবনা অনেক কমে আসে।

সার্জিস-হাসনাত-রাফি এরা পলিটিক্স এ গিয়েই অলরেডি জেনে গেছে বাকি দলের কত সিনিয়র অলরেডি কম্প্রোমাইজড। তাই এই ধরনের ট্র্যাপ হতে নিজেদের দূরে রাখার জন্য হলেও এই ধরনের সিদ্ধান্ত দূরদর্শিতার স্বাক্ষর।

Talat khan Rafi অভিনন্দন এবং আগামীর জন্য শুভকামনা ❤️

16/03/2025

শুনুন, জাতিসংঘের মহাসচিবকে উনি কি বলে সম্বোধন করেছেন? এমন বন্ধু যার কাছে কোন আবদার করলে না শব্দ উচ্চারণ করা যায় না। ফরমাল শব্দ ব্যবহার না করতে মহাসচিব অনুরোধ করেছেন।

16/03/2025

সালমান মুক্তাদির বলেছেন, ইলেকশন চাওয়া তো দূরের কথা, বরং ইলেকশন ব্যান করে দেওয়া উচিত।

কথাটা ওর রাগের কথা। তবে ইলেকশনপন্থীরা এইটাকে সিরিয়াসলি নিয়ে সালমান মুক্তাদিরকে জামাত শিবির বলে গালিগালাজ করতে পারেন।

সেক্ষেত্রে সালমানকে শিবিরের ফাকবয় শাখার সভাপতি হিসেবে চালানো যায় কি না, দেখেন।।

01/09/2024

শিক্ষক মারলে খারাপ, ছাত্র মারলে ঠিক আছে???

হাহাহ, এইসব পেশার মহত্ব বন্ধ করেন।

ব্যক্তি যদি শ্রদ্ধার যোগ্য হয়, সে মেথর হলেও শ্রদ্ধা করবেন।

পেশার কোনো সম্মান নাই। সম্মান ব্যক্তির।

পেশা কখনো মহান হতে পারে না। মহান ব্যক্তির কোনো পেশা থাকলেও থাকতে পারে, পেশা নেই এমন ব্যক্তিও মহান হইতে পারে।

আজাইরা সম্মান, শ্রদ্ধা, মহত্ত্ব চাপানো একটা রোগ। এ রোগের নিরাময় যত দ্রুত হবে তত ভালো।

#শিক্ষক

23/08/2024

আমার প্রাণের মীরসরাই ভাল নেই!! পরিস্থিতি ভয়াবহতার দিকে যাচ্ছে!! ৪,৫ এবং ৬ নাম্বার ইউনিয়নে কোনরকম উদ্ধার এবং ত্রাণ সহায়তা পৌঁছানো সম্ভব হচ্ছেনা।।

Address

Chittagong
Mirsarai

Telephone

+8801639076940

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shwapno Tori- স্বপ্নতরী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shwapno Tori- স্বপ্নতরী:

Share