Ma Mamun

Ma Mamun Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ma Mamun, Digital creator, Mirsarai, Chittagong, Mirsarai.

পুরুষ মানুষ অনেকটা খেজুর গাছের মতো। আদর পায় না, যত্ন পায় না, কেউ জল দেয় না, সার দেয় না, গোঁড়ায় কেউ মাটি দেয় না, আরো বলে ...
17/07/2024

পুরুষ মানুষ অনেকটা খেজুর গাছের মতো।

আদর পায় না, যত্ন পায় না, কেউ জল দেয় না, সার দেয় না, গোঁড়ায় কেউ মাটি দেয় না, আরো বলে নিজের পায়ের তলার মাটি নিজে শক্ত করো!

অযত্নে অবহেলায় বেড়ে উঠে! বেড়ে উঠার পর কিন্তু তার কাছে প্রত্যাশা অনেক!

তার ফল খুব মিষ্টি, তার রসের জন্য হাহাকার, তার রসের গুড় চিনির চেয়ে কয়েকগুন বেশি উপকারী। তাকে বছরের পর বছর ক্ষতবিক্ষত করা হয়! যতদিন বেঁচে থাকে তাকে কাটা হয়, তার রস এক ফোঁটা এক ফোঁটা করে নিগড়ে নেওয়া হয়! রস নেওয়া শেষ হয়ে গেলে আর তার কোন কদর থাকে না, পথে ধারে একাকী অযত্নে অবহেলায় পড়ে থাকে!

আবার জীবন শেষ করে জ্বালানির কাঠ হিসেবে অধিক বিশ্বস্ত। মাছ ধরার ফাদ পাতার জন্য তার জুড়ি নেই।

তারপরও খেজুর গাছ কোন অভিযোগ করে না, কিছু প্রত্যাশা করে না, ভালোবাসা চায় না। শুধু ফল দিয়ে যায়, রস দিয়ে যায় আর মাথা উঁচু করে বেঁচে থাকে নিঃস্বার্থভাবে আপনার পরিবারের পুরুষ মানুষটির মতো।

সূরা আল-মুমিনুন ' আয়াত ১২ 🤎নিশ্চয়ই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান থেকে।
30/06/2024

সূরা আল-মুমিনুন ' আয়াত ১২ 🤎
নিশ্চয়ই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান থেকে।

কতটুকু জমি দরকার?গল্পটি রাশিয়ার এক লোভী লোক পাহমকে নিয়ে। যার জমি কেনার দিকে ঝোঁক বেশি। কারো কাছে জমির কথা শুনলেই তার চোখ...
10/06/2024

কতটুকু জমি দরকার?
গল্পটি রাশিয়ার এক লোভী লোক পাহমকে নিয়ে। যার জমি কেনার দিকে ঝোঁক বেশি। কারো কাছে জমির কথা শুনলেই তার চোখ চকচক করে উঠে। কম দামে জমি বিক্রি হলে তিনি তা কিনতে মরিয়া হয়ে পড়েন। জমির জন্য ছুটে যান এখানে সেখানে। সস্তায় যেখানে জমি পাওয়া যায় সেখানেই গিয়ে পরিবারসহ হাজির হন পাহম। জীবনযাপন শুরু করেন।

এভাবে এক এলাকা থেকে আরেক এলাকা ঘুরতে ঘুরতে পাহম এমন এক এলাকার সন্ধান পান যেখানকার মানুষ খুবই সহজ-সরল। তাদের থেকে খুবই কম দামে জমি কেনা যায়। তারাও খুব আন্তরিক। পাহম তার পরিবার নিয়ে সেখানেই থাকতে শুরু করেন। সেখানকার উর্বর জমি থেকে তার আয় দিন দিন বাড়তেই থাকে। কিন্তু জমি নিজের করে নেয়ার যে লোভ, তা থেকে তিনি বেড়িয়ে আসতেই পারেন না। ক্রমেই চক্রে পড়ে যান। আরও জমি লাগবে তার। জমির চিন্তা তাকে রাতে ঘুমাতে দেয় না।

এমনই চিন্তার সময় তার কাছে খবর আসে অনেক দূরে উর্বর এক এলাকা রয়েছে। সেখানে জমির দাম এখানকার থেকেও অনেক অনেক সস্তা। ফসলও বেশ ভালোই ফলবে। এতে করে আরও আরামে থাকতে পারবে পাহম। জমি নিয়ে তার এত দুশ্চিন্তাও থাকবে না। অনেক চিন্তাভাবনা করে পাহম সিদ্ধান্ত নেন সেখানে পাড়ি জমাবেন। জমি তার দরকার।

সেখানে গিয়ে কথা হয় কর্তৃপক্ষের সাথে। জমির দাম একদিনে মাত্র এক হাজার রুবল। কিন্তু হিসাবটা বুঝে উঠতে পারে না পাহম। দিনের হিসাবে কী করে জমি বিক্রি করা হয় তা তার জানা নেই। তখন তিনি জানতে পারেন, একদিনে তিনি যতদূর জমি ঘুরে আসতে পারবেন ততদূর জমিই তার হবে! এর জন্য তাকে দিতে হবে মাত্র এক হাজার রুবল। তবে যেখান থেকে শুরু করেছে সেখানে এসেই শেষ করতে হবে যাত্রা। এবং তা সূর্য ডুবে যাবার আগেই।

আনন্দে আত্মহারা হয় পাহমের মন। এতদিনে তিনি মনের মত কম দামে জমি পাচ্ছেন। রাতে ঘুমাতে পারেন না তিনি। প্রফুল্ল মন শুধু আনন্দ করতে চায়। জমি পাওয়ার সময়ের জন্য তার তর সইছে না। ভোরে তন্দ্রার মতো আসে। সেখানে স্বপ্নে তিনি নিজের মরদেহই নিজের চোখের সামনে দেখতে পান। ভড়কে যান পাহম। কিন্তু এসব ভেবে এখন কোনো লাভ নেই। সকাল শুরু হয়ে যাচ্ছে।

পাহম পাহাড়ে থাকা লোকদের কাছে গিয়ে হাজির হন। তার মাথায় থাকা টুপিতে এক হাজার রুবল রেখে যাত্রা শুরু করেন তিনি। যাত্রার শুরু থেকেই বেছে বেছে ফসলের জন্য উপযোগী জমিগুলোতে চিহ্ন দেন। মাঝে কিছুটা বিশ্রাম নিলেও তখন বসে পড়েন না তিনি। বসে পড়লে যদি ঘুম পায় তখন সব শেষ হয়ে যাবে। জমির লোভে এগোতেই থাকেন পাহম। একটার পর একটা জায়গা তার নিজের জন্য চাই।

কিন্তু হায়! সূর্য তো অস্ত যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন তাকে ফিরতেই হবে। কিন্তু দৌড়েও টুপিটার কাছে ফিরতে পারবেন না বলে মনে হয় তার। তাই কষ্ট করে হলেও জোরে পা চালান পাহম। এতে তার প্রচুর কষ্ট হচ্ছিলো। কিন্তু কিছুই করার ছিলো না তার। অবশেষে সবার উৎসাহ পেয়ে শুরুর জায়গায় এসে পড়ে যান পাহম। সবাই বাহবা দিতে থাকে তাকে। অনেক জমি পেয়েছে সে। যা অনেকটাই কল্পনাতীত।

কিন্তু তার মুখ তুলে দেখা যায় মুখ থেকে রক্ত বের হচ্ছে। মারা গেছে পাহম। এত জমি আর তার কাছে গেলো না। তার তখন জায়গা হলো পা থেকে মাথা পর্যন্ত মাটির জায়গা অর্থাৎ মাত্র ছয় ফুট।
-লিও তলস্তয়(রুশ সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক)
( সংগ্রহীত)

27/05/2024

ঘূর্ণিঝড় রেমাল এর বর্তমান লাইভ অবস্থান দেখুন।

 #ওনি_মনেমনে_একজন_বেডি_মানুষ🤮❌আপুরা যারা ওনার উপর 'ক্রাশট্রাশ' খেয়ে লুটপুট হু-গায়া,আপনারা এই বেডি মানুষ দিয়ে কি করবেন.??...
17/04/2024

#ওনি_মনেমনে_একজন_বেডি_মানুষ🤮❌
আপুরা যারা ওনার উপর 'ক্রাশট্রাশ' খেয়ে লুটপুট হু-গায়া,
আপনারা এই বেডি মানুষ দিয়ে কি করবেন.???

ভাগ্য ভালো আপনাদের মনেমনে সংসার শুরু করার আগেই রূপান্তর বেরিয়ে এলো🥴
.
দেশে যখন tr@nsgénder নিয়ে প্রতিবাদ চলতেছে, তখনি এসব বেহেন-কি-লৌডের পোলাপান এটাকে ছড়িয়ে দিতে ব্যস্ত!

যুবকদের মধ্যে ৬০-৭০% এদের সাথে কানেক্টেড, এরা চাইলেই সহজে ছড়িয়ে দিতে পারে যেকোনো ভাই*রাস👌

জানিনা, জানতাম না, ভুল হয়ে গেছে এসব বলে ক্ষমা চাইলে ক্ষমা পেয়ে যাবে এরা🤣 কারণ, কিছু বাংগালীদের মাঝে 'আদোছা' আবেগে বেশি কাজ করে🫡





05/07/2023

সাত রঙে রঙিত আকাশে রংধনু

বড় বোনের হাতে ফাস্ট টাইম ফালুদা মিক্স তৈরি করে।
04/07/2023

বড় বোনের হাতে ফাস্ট টাইম ফালুদা মিক্স তৈরি করে।

04/07/2023

খাগড়াছড়ি আঁকাবাঁকা উঁচা নিচা পাহাড়ের রাস্তা।

স্বপ্ন যাবে বাড়ি আমার....
27/06/2023

স্বপ্ন যাবে বাড়ি আমার....

Address

Mirsarai, Chittagong
Mirsarai

Telephone

+8801832759733

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ma Mamun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ma Mamun:

Share