
20/09/2025
মাওলানা জফরুল্লাহ নিজামি সাহেবের ইমামতিতে, মিরসরাইয়ে প্রবীণ আলেম ও বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা হেদায়েত হুসাইন সাহেবের জানাজা অনুষ্ঠিত।
বাংলাদেশ খেলাফত মজলিস মিরসরাই উপজেলা শাখার গভীর শোক প্রকাশ।
মিরসরাইয়ের প্রবীণ আলেম, বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশ খেলাফত মজলিস মিরসরাই উপজেলার সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা এবং ইসলামী ঐক্যজোট মিরসরাই উপজেলার সাবেক সভাপতি মাওলানা হেদায়েত হুসাইন সাহেব গতকাল (দুপুর ২ টায়) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল রাত ৯টায় তাঁর প্রতিষ্ঠিত মুহুরী প্রজেক্ট হোসাইনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজের ইমামতি করেন বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ও চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের মনোনীত এমপি প্রার্থী মাওলানা জাফরুল্লাহ নিজামী সাহেব।
মরহুমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম উত্তর জেলার নেতৃবৃন্দ।
উত্তর জেলার সভাপতি মাওলানা জাফরুল্লাহ নিজামী সাহেব বলেন, ওনার মৃত্যুর মাধ্যমে আমরা একজন অভিভাবক হারিয়েছি। ইসলামী রাজনীতি হারিয়েছে একজন রাজপথের লড়াকু সৈনিক।
ইসলামী আন্দোলন, দ্বীনের প্রচার ও সমাজের কল্যাণে মাওলানা হেদায়েত হোসাইন রহ. যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন একজন বিচক্ষণ রাজনীতিবিদ। দেশ ও ইসলামের জন্য তিনি অসংখ্য ত্যাগ স্বীকার করেছেন। তাঁর মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।”
জানাজায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশে এর মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব ফেরদৌস আহমদ চৌধুর, জামাতে ইসলামী মিরসরাই উপজেলার আমির মাওলানা নুরুল কবির, বাংলাদেশ খেলাফত মজলিস মিরসরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মফিজুল্লাহ সিদ্দিকী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মিরসরাই উপজেলার সভাপতি মাওলানা রিদওয়ানুল হক সাহেবসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।