Bazar Kori01

Bazar Kori01 "দুনিয়ার জীবন খেল-তামাশা ছাড়া আর কিছুই না।"

— আল আনআম ৬:৩২...

23/10/2025

"দুনিয়ার জীবন কেবল অস্থায়ী ভোগের বস্তু, আর নিশ্চয় আখিরাত, তা হচ্ছে স্থায়ী আবাস" - (আল মু'মিন : আয়াতঃ ৩৯)

সাতক্ষীরার কলারোয়ায় পরপর তিন কন্যাসন্তান জন্ম নেওয়ায় ক্ষুব্ধ হয়ে পাঁচ দিনের নবজাতক কন্যাকে খালে ফেলে হত্যার অভিযোগ উঠেছে...
23/10/2025

সাতক্ষীরার কলারোয়ায় পরপর তিন কন্যাসন্তান জন্ম নেওয়ায় ক্ষুব্ধ হয়ে পাঁচ দিনের নবজাতক কন্যাকে খালে ফেলে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত মা শারমিন আক্তার (৩২)কে গ্রেফতার করেছে।
ঘটনাটি ঘটে সোমবার (২০ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার রঘুনাথপুর গ্রামে। মঙ্গলবার সকালে কলারোয়া থানার ওসি শেখ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাত ৮টার দিকে শিশুর বাবা ইব্রাহিম খলিল (৪২) থানায় গিয়ে নবজাতক নিখোঁজের জিডি করতে গেলে তার বক্তব্য সন্দেহজনক মনে হয়। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে শারমিন স্বীকার করেন যে, পরপর কন্যাসন্তান জন্মে ক্ষুব্ধ হয়ে নবজাতককে খালে ফেলে দেন।

তার দেখানো মতে খালের কচুরিপনা থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। দাদি খাদিজা খাতুন বাদী হয়ে থানায় মামলা করেছেন। শারমিনকে আদালতে পাঠানো হয়েছে এবং শিশুর ডিএনএ নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

সংগৃহীত পোস্ট।

তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই"আমার দুঃখের পরিমাণ তোমার সুখ হোক 😌তুমি আমার সেই প্রিয় মানুষ যাকে আমি কোনো দিন হারাতে চ...
23/10/2025

তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই"
আমার দুঃখের পরিমাণ তোমার সুখ হোক 😌
তুমি আমার সেই প্রিয় মানুষ যাকে আমি কোনো দিন হারাতে চাইনি, দেখো তবুও আমাদের মাঝে আজ পাহাড় সমান দূরত, নিঃশ্বাস বন্ধ হয়ে আসলেও তোমাকে আর বলা হয় না তোমার জন্য ভিষণ কস্ট হয়, তোমাকে এক নজর দেখার জন্য আমার মনটা ব্যাকুল হয়ে উঠতো, আর এখন তোমাকে দেখতে না পাওয়ার আক্ষেপ নিয়ে বাকিটা জীবন কাটাতে হবে, তোমাকে ছাড়া সত্যি হয়তো বেঁচে আছি কিন্তু ভালো নেই। ভিষণ ভাবে মনে পাড়ে তোমার কথা, সত্যি হয়তো বাস্তবতা আমাদের নির্মমভাবে বাঁচতে শিখায়, তবুও বলবো ভালোবাসা সত্যি সুন্দর তুমি আমাকে ভালোবাসোনি তে কি হয়েছে আমি তোমাকে ভালোবাসি সারাজীবন গোপনে ভালোবেসে যাবো.!🥹💔

23/10/2025

সবসময় স্ট্রং থাকা যায় না,ভেতরের চাপা আর্তনাদ লুকিয়ে রাখা যায় না।জমে থাকা ব্য থা গুলো হঠাৎ'ই চিৎকার দিয়ে বলে উঠে" আমি আর পারছিনা"!🙂

মানুষ ছেড়ে যায়😴কিন্তু শত শত সৃতি রেখে যায়,,সাথে দিয়ে যায় কিছু দুঃখ যা বহন করার ক্ষতা তার নেই
23/10/2025

মানুষ ছেড়ে যায়😴কিন্তু শত শত সৃতি রেখে যায়,,সাথে দিয়ে যায় কিছু দুঃখ যা বহন করার ক্ষতা তার নেই

23/10/2025

আজ তোমায় ছাড়া বহুদিন"""
কতটা যত্ন ছিল আমাদের ভালোবাসায় তাই না? কত মায়া, কতশত সাজানো স্বপ্ন! সবই আজ স্মৃতি! হয় তো- সামান্য কিছুদিন ছিলে...!
পরিস্থিতি আর সময়ের ব্যবধানে তুমিও হারিয়ে গেলে! আমার আফসোস টা কি জানো?
আমায় কেউ বুঝলো না--না তুমি, না এই পৃথিবীর--না এই পৃথিবীর মানুষ...!এই পৃথিবী আমাকে দুঃখ দিলেও সেটা সহ্য করার ক্ষমতা দিয়েছে..
তবে তোমার বেলায় আমি বড্ড অসহায়--বেদনার কোন ভাসা হয় না, আমি আজও কাউকে বুঝাতে পারি না আমার কেমন লাগে..!মনে মানসিক শান্তি না থাকলে, তখন নিজেকেও অসহ্য লাগে!
অন্য সবার মত আজ, তুমিও ভীষন রকম পর--এই যে আমার দুঃখের দিনেও তুমি আমায় দুঃখ দিলে..! কখনো কি তোমার--আমার জন্য মায়া হয় না..?
তুমি ছিলা আমার ষেশ একমাত্র সুখ..! তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়, কিন্তু আজ আমাদের সম্পর্ক শুধু একটা স্মৃতি-- হয়ে দাঁড়িয়েছি..!
যে স্মৃতি আমাকে প্রতিনিয়ত ব্যথা দেয়..!
সবার মতো করে তুমিও আমায় কষ্টের মহাসাগরে ভাসিয়ে দিলে..?
সবশেষে একটা কথাই বলতে চাই তুমি ভালো থেকো,,,,
অন্য সবার মত করে..!😅💔

23/10/2025

22/10/2025

# ゚ ゚viralシfypシ゚viralシal

22/10/2025

❝তুমি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও যারা তাদের উপর কোনো বিপদ এলে বলে, "আমরা তো আল্লাহর জন্যই এবং আমরা তাঁরই নিকট ফিরে যাবো।"❞🍀

-[সূরা বাকারাহ, আয়াত:১৫৫-১৫৬]

22/10/2025

゚viralシfypシ゚viralシal ゚

কাতারে ঘুমন্ত অবস্থায় খুন হয়েছেন বাঁশখালীর প্রবাসী আসিফ মুহাম্মদ সায়েম। সোমবার (১৯ অক্টোবর) গভীর রাতে কাতারস্থ নিজ বাসায়...
22/10/2025

কাতারে ঘুমন্ত অবস্থায় খুন হয়েছেন বাঁশখালীর প্রবাসী আসিফ মুহাম্মদ সায়েম। সোমবার (১৯ অক্টোবর) গভীর রাতে কাতারস্থ নিজ বাসায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত আসিফ মুহাম্মদ সায়েম বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের দক্ষিণ গন্ডামারা তালুকদার বাড়ির মোহাম্মদ মোজাম্মেল হকের দ্বিতীয় ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে জীবিকার সন্ধানে কাতারে পাড়ি জমান সায়েম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।

বর্তমানে তার মরদেহ কাতার পুলিশের হেফাজতে হাসপাতালে রাখা হয়েছে। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে হত্যাকারীকে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে বলে জানা গেছে।

শোকাহত পিতা মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “আমার ছেলেকে খুন করে ফেলল, সংসারের ভরসা ছিল সে-ই।” ভাইয়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন সায়েমের ভাই-বোনরাও। পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। সরকারি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ দেশে আনার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও দূতাবাসকে জানানো হবে।”

সায়েমের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের জরুরি পদক্ষেপ কামনা করেছে তার শোকাহত পরিবার।

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের হলদাহ গ্রামের আঃ শুকুরের স্ত্রী সেকেলা বেগম নি-খোঁ'জের ১মাস ১০দিন পর গেলো রাতে বি...
21/10/2025

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের হলদাহ গ্রামের আঃ শুকুরের স্ত্রী সেকেলা বেগম
নি-খোঁ'জের ১মাস ১০দিন পর গেলো রাতে বিলের একটি কচুড়িপানার মধ্য থেকে ক-ঙ্কা-ল উদ্ধার করেছে পুলিশ........

#সংগৃহীত

Address

Mirsarai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bazar Kori01 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share