Way To Jannat

Way To Jannat Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Way To Jannat, Digital creator, Mirsarai.

Assalamualaikum ❤️
🌹এখানে উন্নতমানের থ্রি পিস, ওয়ান পিস, শাড়ি এবং বাচ্চাদের পোশাক সহ মহিলাদের যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী পেয়ে যাবেন সব চেয়ে কম দামে।
🌹আধুনিক রুচিসম্মত অভিজাত পোশাক এর জন্য বিশ্ব্যস্ত স্থান।

27/07/2025

"প্রত্যেক নতুন সকাল আল্লাহর এক দান,যা আমাদের তওবা ও নেক আমলের সুযোগ দেয়।"

গত দু’দিন আগে মাইলস্টোন ট্রাজেডি, কালকে শেওড়াপাড়া ভবনে আগুন, নিউ মার্কেটে বাসে আগুন আজ কসমো স্কুলে আগুন। সেদিন পেট্রোল প...
23/07/2025

গত দু’দিন আগে মাইলস্টোন ট্রাজেডি, কালকে শেওড়াপাড়া ভবনে আগুন, নিউ মার্কেটে বাসে আগুন আজ কসমো স্কুলে আগুন। সেদিন পেট্রোল পাম্প এ আগুন, এগুলোর ব‍্যাখ‍্যা কী হতে পারে?
আল্লাহ মানুষকে দেখিয়ে দিচ্ছেন, তবুও কি মানুষ সতর্ক হবে না?

23/07/2025

অধিক টাকা হলে বাংলাদেশে থাকা উচিৎ নয়! পরিবার নিয়ে ভালো কোনো দেশে থাকাই বেটার!🤔
আরে ভাই টাকাই তো নাই যামু কেম্নে😩😩

23/07/2025

কিছু ক্ষত এতোটাই দাগ কেটে যায় যে সেখান থেকে স্বাভাবিক হয়ে ফিরে আসতে প্রয়োজন ভরসা, সাহস ও প্রফেশনাল সাপোর্ট।

আপনি যদি এমন কোন নারীকে জীবনসঙ্গী করতে চান—যিনি soft, surrendered, আর deeply connected থাকবেন আপনার সঙ্গে—তাহলে আপনাকেই ...
23/07/2025

আপনি যদি এমন কোন নারীকে জীবনসঙ্গী করতে চান—যিনি soft, surrendered, আর deeply connected থাকবেন আপনার সঙ্গে—তাহলে আপনাকেই হতে হবে সেই পুরুষ, যিনি lead করেন love দিয়ে, আর stability ও security provide করেন

একটা কথা মনে রাখবেন…

যদি তাকেও hustle করতে হয় আপনার মতো, বাইরে গিয়ে same burden carry করতে হয়, আর constant battle করতে হয় জীবন নিয়ে, তাহলে naturally সে feminine থেকে masculine energy-তে shift করবে।

সে তখন challenge করবে আপনার leadership! একারনে না যে, সে disrespect করছে, বরং এই কারণ যে সে তখন survival mode-এ আছে, surrender নয়।

একজন truly feminine woman তখনই bloom করে, যখন সে feel করে she is safe.
সে তখনই মন দিয়ে শুনে, যখন সে বুঝতে পারে she’s seen, she matters.

সে follow করে তখনই, যখন সে দেখে আপনার direction আসছে care থেকে, control থেকে না।

So, ask yourself honestly—

আপনি কি এমন একটা home বানাচ্ছেন, যেখানে সে নিজের softness নিয়ে শান্তিতে থাকতে পারে?
নাকি আপনি নিজের অজান্তেই তাকে একটা warrior-এ পরিণত করছেন, যাকে নিজের protection নিজেকেই করতে হয়?

Lead করুন তবে not to dominate, but to create space for her to be in her feminine.

Provide করুন but not just টাকা দিয়ে, but with your presence, emotional safety, আর grounded support দিয়ে।

Because, যত বেশি সে feel করে সে secure আপনার leadership-এ, তত বেশি সে flow করবে grace, trust, আর deep devotion নিয়ে।

Often, a woman’s behavior reflects the environment she lives in—if her partner is emotionally unavailable, disrespectful, or unsupportive, it can deeply impact her attitude and mental well-being.

23/07/2025

মাইলস্টোনে দূ'র্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল।

ফায়ার ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন, "এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই maরা যাবে"।

কিন্তু ছাত্র'টি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।

Miতদে*হ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূল্য নেই। সে মা*রা গেছে"।

ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জীবিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:

"আমি জানতাম তুমি আসবে"!

22/07/2025

দিক পাল্টাও
পাইলট ভাইয়ারা আমরা তো বিমান সম্পর্কে বুঝিনা। তারপরও তোমাদের উদ্দেশ‍্যে আমার একটা মতামত। পরেরবার থেকে যদি কখনো দেখো যে, প্লেনে কোনো সমস‍্যা হইছে। পাখা ভাইঙ্গা গেছে বা বুতাম কাজ করতেছেনা। সোজা সচিবালয়ের দিকে নিয়ে যাইয়ো। ওইখানে খোলামেলা আছে। গেদারিং হবে না।

22/07/2025

আমি নিজেই গরীব তার উপর সরকার দান করতে বইলা লজ্জায় ফেলে দিল।🤔

22/07/2025

কালকের দূঘর্টনায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত এই শাখা এবং তাদের পরিবার। অনেক জায়গায় দেখলাম এই শাখার কেউই বেচে নেই। এই শাখার নামটা দেখলেই আমার বুকটা কেপে উঠছে। বেশিরভাগ মিসিং নিউজ দেখছি, section- sky. এই শাখার নামটাও আকাশ। কে জানতো এই আকাশ থেকে নেমে আসা প্লেনই তাদের আকাশে নিয়ে যাবে। চিরকালের জন্য তারা সেই আকাশেই ফিরে যাবে :)

22/07/2025

পোশাকবিহীন এসেছিলে এই দুনিয়ায়,,
শুধু মাত্র কাফনের কাপড় এর জন্য এত লম্বা সফর... 🤲🥺🤲

Address

Mirsarai

Alerts

Be the first to know and let us send you an email when Way To Jannat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Way To Jannat:

Share