Jaku Assalamualikum everyone...

Sometimes i like to write...�

🍁🍂উড়ন্ত পাখির মতো উড়তে ইচ্ছে করছে খুব.. একটুখানি প্রশান্তি উপভোগ করতে চাই নিশ্চুপ। কীভাবে ইচ্ছের ডাকে দিব সাড়া?বাস্তবতা ...
16/05/2025

🍁🍂উড়ন্ত পাখির মতো উড়তে ইচ্ছে করছে খুব..
একটুখানি প্রশান্তি উপভোগ করতে চাই নিশ্চুপ।
কীভাবে ইচ্ছের ডাকে দিব সাড়া?
বাস্তবতা করছে মানা।
যত চেষ্টা করি না কেন!
ডানা দুটো যে বাস্তবতার শিকলে বাঁধানো..🍂🍁

27/02/2024

শুনছো কাজল লতা!
তোমার মায়াবী মুখখানি দেখিবার চাই কাজল লতা।
সে চাহনি,সে লাজুক হাসি,বরংবার দেখিবার চাই।
সে কবে দেখেছি তোমার কাজল রাঙা নয়নগুলি...।
কাজল লতা এক পলক দেখা দিয়ে যেও,,
যখনি সময় পাও তুমি।।
জামদানী বেনারসি পরিধান করো,,
লাল,নীল চুড়ি দিও দু'হাতে৷।
খোঁপায় দিও বেলীফুল,,
পায়ে দিও আলতা,,
এসো কিন্তু গোধূলি বেলা।।

#কাজল লতা

আচ্ছা তুমি কি আজকাল বেশি ব্যস্ত?                                                             হঠাৎ এই প্রশ্ন!না মানে আমার...
19/10/2023

আচ্ছা তুমি কি আজকাল বেশি ব্যস্ত?
হঠাৎ এই প্রশ্ন!
না মানে আমার কেন
জানি মনে হচ্ছে
তুমি এখন খুব ব্যস্ত দেখাও।
এমন মনে হওয়ার
কারণ কি?
কারণ তো বেশ আছে।
বলো দেখি একটু
শুনি।
একটা সময় আমরা কত-না
কথা বলতাম।
তো এখন কি বলি?
এখনকার সময়ের সাথে
তখনকার সময়ের
অনেক তফাৎ।
ওহ!তোমার যা ইচ্ছে বুঝে নাও। এমন হয়ে গেলে কেন?
আর কি বলবে
তাড়াতাড়ি বল।
খুব তাড়া আছে বুঝি।
হুম!
যেতে পারো।
ভালো থেকো!
হুম!তুমিও!....🙂🙂

#দূরত্ব
❣️জাকু❣️

হৃদয়ের লিখা কবিতা...আঁখি বুজে পড়ি...তলিয়ে যায় গভীর থেকে গভীরতায়... আঁখি কি আর খুলতে চাই! ভাবনাতে ডুবে ভাসি... আঁখি বুজে ...
02/09/2023

হৃদয়ের লিখা কবিতা...
আঁখি বুজে পড়ি...
তলিয়ে যায় গভীর থেকে গভীরতায়...
আঁখি কি আর খুলতে চাই!
ভাবনাতে ডুবে ভাসি...
আঁখি বুজে সুখ খুঁজি।
কাটিয়ে দিতে চাই সহস্র দিন...
আঁখি বুজি।

❣️জাকু❣️

তুমি আমার কারণ ছাড়া ভালো লাগাতুমি আমার না পাওয়া ভালোবাসা। তুমি আমার কল্পনার সুখতুমি আমার গল্পের ব্যর্থতা।❣️জাকু❣️
19/08/2023

তুমি আমার কারণ ছাড়া ভালো লাগা
তুমি আমার না পাওয়া ভালোবাসা।
তুমি আমার কল্পনার সুখ
তুমি আমার গল্পের ব্যর্থতা।

❣️জাকু❣️

19/08/2023

জন্ম হয়েছিল যখন মায়ের কোলে
সকলে খুশিতে আত্মহারা নতুন সদস্য নিয়ে,
কে কি নাম রাখবে
তা নিয়ে করছে বাড়াবাড়ি।
ঐ দিকে শিশুটির কান্না থামছে না
নারাজ বোধহয় দুনিয়াতে আসি,
আদর-সোহাগে হলো চুপ
দুনিয়ার মায়ায় জড়াতে লাগলো একটু একটু।
যাচ্ছে দিন,আসছে রাত
শৈশব পেরিয়ে কৈশোরে পা,
বাস্তবতা দিল নাড়া
অগোছালো স্বপ্ন সাজাতে নানান বাঁধা
লড়াই আর লড়াই
সফলতা দিল সাঁই,
সুখের আমেজ কি আর পাইলো
আজরাইল এসে হঠাৎ টোকা দিল।

#জন্ম-মৃত্যু
❣️জাকু❣️

19/08/2023

মানুষ তো দূর থেকে সুন্দর
কাছ থেকে নয়,
একবার বিপরীতে গিয়ে দেখেন
বুঝবেন আসল রূপ।।

Address

Mirsarai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jaku posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share