16/09/2023
ডিজিটাল মার্কেটিং কি?
সহজ ভাষায় বলতে গেলে ডিজিটাল মার্কেটিং হলো যোগাযোগ মাধ্যমের সকল প্রকার আধুনিক প্রযুক্তি, বিশেষ করে ইন্টারনেটের সুবিধা ব্যবহার করে কোনো পণ্য বা সেবার প্রচারণা চালানো।
ডিজিটাল মার্কেটিং এর শাখা প্রশাখা সমূহঃ-
Ø এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন:
সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান বা SEO মূলত একটি ওয়েবসাইটকে গুগল, ইয়াহু বিং বা অন্য কোন সার্চ ইঞ্জিনে অনুসন্ধান করে ফলাফলগুলি পর্যালোচনা করে সবার প্রথমে নিয়ে আসার জন্যে কাজ করা হয়। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও ভিতর আবার ২টি ভাগ রয়েছে ১। অন পেজ এসইও ২।অফ পেজ এসইও
Ø এসইএম বা সার্চ ইঞ্জিন মার্কেটিংঃ
সার্চ ইঞ্জিন মার্কেটিং বা এসইএম এর মাধ্যমে খুব সহজেই বিজ্ঞাপন দিতে পারবেন ।সার্চ ইঞ্জিন মার্কেটিং পেইড মার্কেটিং এর অন্তর্গত। ব্যবসার গঠনশৈলী এবং ষ্ট্র্যাটেজির উপর ভিত্তি করে সাধারনত এ ধরনের মার্কেটিং করা হয়। এক্ষেত্রে কোন PPC (পে-পার-ক্লিক করুন) অথবা সিপিসি (খরচ প্রতি ক্লিকে) মডেল বা সিপিএম (খরচ প্রতি হাজার ইমপ্রেশন) মডেল নির্বাচন করতে হবে। এসইএম সাধারনত বিভিন্ন প্ল্যাটফর্মের হয়ে থাকে। যেমন-গুগুলের AdWords এবং বিং বিজ্ঞপ্তি (গুগল নেটওয়ার্কে), ইয়াহু বিং নেটওয়ার্ক সবচেয়ে বেশি জনপ্রিয়।
Ø কন্টেন্ট মার্কেটিংঃ
বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় মার্কেটিং মেথড গুলোর মধ্যে কনটেন্ট মার্কেটিং অন্যতম। তবে কনটেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে আপনার কনটেন্টটিকে অবশ্যই ইউনিক হতে হবে। ইউনিক কনটেন্ট গুলোকে কাষ্টমার এবং প্ল্যাটফর্ম সব সময় পছন্দ করে। কন্টেন্ট মার্কেটিং এর জন্য জনপ্রিয় সফটওয়্যার গুলো হচ্ছেঃ
Copyblooger, Unbounce, Hootsuite, Canva
Ø সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এসএমএমঃ
ফেসবুক,ইন্সটাগ্রাম,টুইটার,লিংকডিন,হোয়াটস আপ, স্ন্যাপচ্যাটের মত সকল প্ল্যাটফর্ম গুলোতে মার্কেটিং করে থাকি তাকেই বলা হয় সোস্যাল মিডিয়া মার্কেটিং বা এসএমএম ।সোস্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতর দিন দিন জনপ্রিয় হচ্ছে টিকটক এবং ইন্সটাগ্রামের মত প্ল্যাটফর্ম গুলো ।
Ø এফিলিয়েট মার্কেটিংঃ
এফিলিয়েট মার্কেটিং একটি অসাধারণ বিষয়। আপনি যখন আপনার ডিজিটাল মার্কেটিং স্কিল টা ব্যাবহার করে অন্য কারও প্রডাক্ট অথবা সার্ভিস কমিশন ভিত্তিক প্রমোশন করবেন সেটা হবে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং এমন কোন বিষয় নয় যেখানে আপনি রাতারাতি খুব বেশি কিছু করে ফেলতে পারবেন। এখানে তারাই সফল হবে যারা ধৈর্য সহকারে কাজ করে যেতে পারবে। এফিলিয়েট মার্কেটিং এর জন্য জনপ্রিয় সফটওয়্যার গুলো হচ্ছেঃ CJ Affiliate, ShareASale, ClickBank
Ø ইমেইল মার্কেটিংঃ
ইমেইল মার্কেটিং হল ইমেইলের মাধ্যমে কাষ্টমারকে বিভিন্ন অভার এবং সার্ভিস গুলোর কথা বলা। ইন্টারন্যাশাল মার্কেটপ্লেসে ইমেইল মার্কেটিং ব্যাপক চাহিদা রয়েছে। ইমেইল মার্কেটিং এর জন্য জনপ্রিয় সফটওয়্যার গুলো হচ্ছেঃ
Aweber,Mail Chimp,Get Response
ডিজিটাল মার্কেটিং এর কিছু প্রয়োজনীয়তা আমরা নিম্নে তুলে ধরবোঃ
১) ভোক্তারা বেশি বেশি ডিজিটাল হচ্ছে।
২)অল্প খরচে ডিজিটাল মার্কেটিং স্ট্রেটেজির প্রয়োগ করা যায়।
৩)সহজেই ট্র্যাক করা যায়।
৪)ট্রেন্ড গুলো সহজেই সনাক্ত করা যায়।
৫)কাস্টমারের সাথে সম্পর্ক তৈরি করা অনেক সহজ।
৬)খুব সহজে বিশ্বব্যাপী ব্যাবসা করা যায়।
৭)বাজার এনালাইসিস করা খুব সহজ।
Techbite