Kamrul Islam

Kamrul Islam শূন্যস্থান-------আর শূন্যতা এক'ই জিনিস নয়…
শূন্যস্থান পূরণ হয় কিন্তু শূন্যতা নয়!!

27/11/2024
17/08/2024

❤️❤️❤️

জন্মেছিলাম এক আগুনের বুকে, প্রতিবাদের ভাষায় গেয়েছিলাম গান, নির্যাতনের কালো ছায়া মুছে, আলোয় ভরিয়ে দিতে চেয়েছিলাম দু...
28/07/2024

জন্মেছিলাম এক আগুনের বুকে,
প্রতিবাদের ভাষায় গেয়েছিলাম গান,
নির্যাতনের কালো ছায়া মুছে,
আলোয় ভরিয়ে দিতে চেয়েছিলাম দুনিয়া।

~~ফরহাদ...✍🏿

অনেকসময় আমাদের শারীরিকভাবে নিজেদের ক্লান্ত যতটা না লাগে, তার থেকে বেশী ক্লান্ত লাগে মানসিকভাবে। ভিতরে যত রাজ্যের কথারা ভ...
08/07/2024

অনেকসময় আমাদের শারীরিকভাবে নিজেদের ক্লান্ত যতটা না লাগে, তার থেকে বেশী ক্লান্ত লাগে মানসিকভাবে। ভিতরে যত রাজ্যের কথারা ভিড় বাড়াতে থাকে, তারা হদিশ খুঁজে পায়না কোন গলি দিয়ে ফাঁকা রাস্তাতে উঠবে। সামনে অনেক চেনা লোক, প্রিয়জনদের ভিড়। তবুও ইচ্ছে করেনা তাদেরকে ডাকতে, কথা বলতে। তাদের আনন্দ করতে দেখে, হাসি খুশি দেখে মনের মধ্যে একটা বৈপরীত্য তৈরী হয় । আমি যে সহানুভূতির কাঙ্গাল নই ! তখন মনে হয় দূরে সব ছেড়ে চলে যাই যেখানে আমার মতো কিংবা আমার চেয়ে বেশি দুশ্চিন্তায় মগ্ন মানুষের কাছে। আমিও কর্মপ্রিয়। তারাও কর্মপ্রিয়। তাদের সাথে থেকে নিজেকে যুজে নেওয়ার রসদ খোঁজার তীব্র ক্ষুধা জন্মায় ।

যেখানে না মেলে চ্যাটবক্সে সুখ, না পাই সহমর্মিতার উর্দ্ধে কোনো কিছু, শুধু গাদাগুচ্ছের স্যাড ইমোজি আর কেয়ার ইমোজি দেখিয়ে আজকের সমাজ ছদ্মরূপে এই বোঝাতে চেষ্টা করে যে, আমি তোমার পাশে আছি। এটা চরম আপেক্ষিক। আদতে কেউ সেইঅর্থে খোঁজ রাখেনা। কেন রাখবে ? আসল কথা হল প্রায় কেউই কারোর দুঃখে নিজেকে জড়াতে চায়না। যদিও কেউ রাখে তা হল ওই হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে হালকা করে একটু ইমোজি দিয়ে বুঝিয়ে দেওয়া কিংবা দু এক কথা বলে খালাস হওয়া। এর বেশি কিছু না। আর জানতে চেষ্টা করিনা।

আসলে একটা জিনিস আমার বারবার করে মনে হয়েছে, কারোর জীবনই গোলাপের পাঁপড়ি নয়, কিন্তু সবার জীবনে বেলকাঁটার সংখ্যাটাও সমান নয়। কারোর কম , কারোর বেশি। তাই কথায় কথায় অনেকে সবটা না জেনে বলে ফেলি : ..."আমারও তোর মতো একই অবস্থা ভাই .." এবং বলে একে অপরকে নিউট্রালাইজ করার চেষ্টা করি। কিন্তু আদতে কারোর অবস্থা কারোর মতো হয়না।
প্রত্যেকের জীবনের অধ্যায় আলাদা। তাই শুধু সূচীপত্র দেখেই সব বোঝা যায়না কে কি অবস্থায় আছে না আছে।।

অন্যরকম ক্লান্ত আমি…
দেখছো কি হে অন্তর্যামী…??

20/06/2024

মন চুরি করা মানেই তো সেই মনের উপর বিষ মাখানো ছুরি চালানো, সেই ছুরি চালানো ছলনাময়ীকে সহজে কি ধরা যায়?
#শুভ

ভেঙ্গে পড়ো না, নিরাশ হয়ো না, সাহায্য আসবেই এটা আল্লাহর ওয়াদা! "জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে"!  [সূরা-বাক...
07/06/2024

ভেঙ্গে পড়ো না, নিরাশ হয়ো না, সাহায্য আসবেই এটা আল্লাহর ওয়াদা!
"জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে"!

[সূরা-বাকারা:২১৪]

পুরুষেরে জীবনের কঠিন বাস্তবতা দেখায় তার শূন্য পকেট। কারণ শুন্য পকেট বাস্তব জীবনের একটা রুপ। —সংগৃহীত
09/05/2024

পুরুষেরে জীবনের কঠিন বাস্তবতা দেখায় তার শূন্য পকেট। কারণ শুন্য পকেট বাস্তব জীবনের একটা রুপ।

—সংগৃহীত

13/04/2024

“সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে।”

01/03/2024

ঠিক কতবার দেখলে আপনার মুগ্ধতা কাটবে তার নিশ্চয়তা দেয়া সম্ভব না। মন্ত্রমুগ্ধ হয়ে বেকুবের মতো শুধু স্ক্রীনে তাকিয়ে থাকবেন আপনি।

সূর্যমুখী কিন্ডারগার্টেন এন্ড গার্লস হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী পুতুল নাঁচের প্রদর্শনী।

মূল ভিডিও: Mahek zia

সম্মান দাও কিন্তু এতটা সম্মান দিওনা যাতে তোমার সম্মানটা চলে যায়। কারো সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত করো না যখন সে আর কথা...
25/02/2024

সম্মান দাও কিন্তু এতটা সম্মান দিওনা যাতে তোমার সম্মানটা চলে যায়। কারো সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত করো না যখন সে আর কথা বলতে চাইবে না, তখন তুমি অদ্ভুত ধরনের কষ্ট ভুগবে, না কাউকে কিছু বলতে পারবে না প্রকাশ করতে পারবে। যখন চেনা মানুষ অচেনা মতো ব্যবহার করে তখন বুঝতে হবে যে তোমার সাথে দূরত্ব বাড়াতে চাইছে।

#একবার_দূরত্ব_বেড়ে_গেলে_আর_গুরুত্ব_থাকেনা 💔

সংসার মানে তোমার আমারস্বপ্ন বাঁধায় বুক..তুমি আমি ছাড়াও রইলোউঠোন ভরা সুখ.....❤️❤️❤️❤️
18/02/2024

সংসার মানে তোমার আমার
স্বপ্ন বাঁধায় বুক..
তুমি আমি ছাড়াও রইলো
উঠোন ভরা সুখ.....❤️❤️❤️❤️

04/02/2024

কেমন আছ তুমি #ভালোবাসা


সবাইকে বিজয়ের শুভেচ্ছামহান স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ প্রাণের আত্নদানে পরাধীনতার লৌহকঠিন শৃংখল ভেঙ্গে লাল সবুজের পতাকা উ...
16/12/2023

সবাইকে বিজয়ের শুভেচ্ছা
মহান স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ প্রাণের আত্নদানে পরাধীনতার লৌহকঠিন শৃংখল ভেঙ্গে লাল সবুজের পতাকা উড়েছে এই পলল ভুমিতে। পৃথিবীর মানচিত্রে আমরা পেয়েছি এক অনবদ্য পরিচয়। স্বাধীনতার দীপ্ত শ্লোগানে মুখরিত সেই মহান বিজয়ের মাসে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সেইসব অকুতোভয় বীর সেনানী আর সম্ভ্রমহারা মা, বোনদের। যাদের অদম্য সাহস আর আত্নত্যাগের সোপান বেয়ে বিজয় এসেছে। মহান বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরনীয় দিন।

04/12/2023

"তিনিই দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা, পরাক্রমশালী, পরম দয়ালু।
যিনি তাঁর প্রত্যেকটি সৃষ্টিকে সৃজন করেছেন উত্তমরূপে এবং কর্দম থেকে মানব সৃষ্টির সূচনা করেছেন।
অতঃপর তার বংশ উৎপন্ন করেছেন তুচ্ছ তরল পদার্থের নির্যাস হতে।"
[সূরাঃ সাজদাহ, আয়াতঃ ৬-৮]

29/11/2023

#ভালো_থেকো 🙂

29/11/2023

সেইদিন ও ছিলে তুমি আমারই

Address

Mirsarai
4320

Alerts

Be the first to know and let us send you an email when Kamrul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kamrul Islam:

Share