20/07/2025
অসহায় ও নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ালো ছাত্রদল
থাকার ঘর নেই বললে চলে, নেই নিজস্ব কোনো জমিজমা। সহায়-সম্বলহীন স্বামী হারানো তিন সন্তানের জননী হাসিনা বেগম। মিরসরাইয়ের মিঠানালা রহমতাবাদ গ্রামের মৃত ইসমাইল হোসেনের সহায় সম্বলহীন হতদরিদ্র পরিবারের পাশে সহায়তা নিয়ে দাঁড়ালো মিররসরাই উপজেলার জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল পরিবারটির এক মাসের যাবতীয় খাদ্য সামগ্রী চাল, ডাল, তেল, মসলা সহ নিত্য প্রয়োজনীয় বাজার তুলে দেন তারা।
এতে উপস্থিত ছিলেন মিঠানালা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা নাসির উদ্দিন, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবু, মিঠানালা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর, ইউনিয়ন ছাত্রদল নেতা ফিরোজ খান, জিয়া উদ্দীন, মেহেদী হাসান, মো. হৃদয়, মো. রিয়াদ,মো. শরিফ, মো. রাব্বি, স্থানীয় বিএনপি নেতা মুক্তার হোসেন, মহিউদ্দিন সহ অন্যরা।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ইসমাইল হোসেনের আকস্মিক মৃত্যুতে বর্তমানে দুর্বিষহ জীবনযাপন করছেন ৩ সন্তানের জননী। উপার্জনের কোনো ব্যবস্থা না থাকায় অসহায় এই পরিবারকে ভীষণ অর্থকষ্টে দিনাতিপাত করতে হচ্ছে। এমতাবস্থায় সন্তানদের পড়াশুনা ও ভরণপোষণে সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে মৃত ইসমাইল হোসেনের অসহায় পরিবারটি আজীবন কৃতজ্ঞ থাকবেন।
উক্ত সহযোগিতা প্রদানে যারা আর্থিকভাবে পাশে দাঁড়িয়েছেন সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন মিরসরাই ছাত্রদল।