মীরসরাই বার্তা

মীরসরাই বার্তা প্রধান উপদেষ্টা:মোহাম্মদ সাহাব উদ্দিন
Call:+8801614-458888
সম্পাদক:মিঠুন চন্দ্র দাশ
Call+8801824-339933

সম্পাদক : মিঠুন চন্দ্র দাশ
(এমএসএম অর্থনীতি),
চ্ট্টগ্রাম কলেজ।

(আমরা মীরসরাইয়ের কথা বলি)

10/09/2025

মিরসরাই উপজেলার পশ্চিম মায়ানী এলাকায় বাবার ছু*রি*কাঘাতে ছেলে নি*হ*ত।

07/09/2025

স্টাফ রিপোর্টার : মীরসরাই উপজেলা চিংড়ী চাষী মালিক সমিতি ও ভূমিহীন মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে উপজেলার চরাঞ্চলে চিং.....

মীরসরাই উপকূলীয় চিংড়ী উৎপাদনকারী বহুমুখী সমবায় সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত----------------------------------------------...
07/09/2025

মীরসরাই উপকূলীয় চিংড়ী উৎপাদনকারী বহুমুখী সমবায় সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত
---------------------------------------------------------------------------------

মীরসরাই উপজেলা চিংড়ী চাষী মালিক সমিতি ও ভূমিহীন মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে উপজেলার চরাঞ্চলে চিংড়ি চাষের পূনর্জাগরনের লক্ষে এক জরুরী সভা শনিবার ( ৬ সেপ্টেম্বর) মীরসরাই কলেজ মিলনায়তনে অনুষ্টিত হয়।

চিংড়ি সমিতির সভাপতি প্রফেসর আতিকুল ইসলাম লতিফীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জিয়াউর রহমান এর সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক প্রফেসর এম ডি এম কামাল উদ্দিন চৌধুরী।

এতে আরো বক্তব্য রাখেন নিজামপুর কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, মফিজ উদ্দিন, সানাউল্লাহ, শামীম উদ্দিন, শফিকুর রহমান প্রমুখ।

আলোচনায় বক্তাগন মীরসরাই উপজেলার সাথে সোনাগাজী সীমানা বিরোধ ও বেদখল হয়ে যাওয়া চিংড়ি প্রকল্প সমূহ পূনরুদ্ধার,নবায়ন সহ বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ প্রহনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয়।

30/08/2025

বারইয়ারহাট বাজারের ব্যবসায়ী খায়ের উদ্দিন ডালিম দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার পথে ধুমঘাট এলাকায় মোটরসাইকেল দু'র্ঘ'ট'না'য় নি'হ'ত

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হা'ম'লা'র প্রতিবাদে মিরসরাইয়ে বি'ক্ষো'ভ মিছিল।
30/08/2025

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হা'ম'লা'র প্রতিবাদে মিরসরাইয়ে বি'ক্ষো'ভ মিছিল।

হেল্প পোস্ট.... ১০-নং মিঠানালা ইউনিয়নের পশ্চিম মলিয়াইশ গ্রামের বাসিন্দা শহীদুল ইসলাম (প্রকাশ ননাই) দীর্ঘ বছর যাবত হাত-পা...
25/08/2025

হেল্প পোস্ট....
১০-নং মিঠানালা ইউনিয়নের পশ্চিম মলিয়াইশ গ্রামের বাসিন্দা শহীদুল ইসলাম (প্রকাশ ননাই) দীর্ঘ বছর যাবত হাত-পায়ে চর্মরোগ নিয়ে ক'ষ্ট করতেছে।
পেশায় তিনি একজন রিকশা চালক।

এলাকাবাসীর সহযোগিতায় তার চি'কিৎসা চলছিল, এখন আর্থিক সংকটের কারণে ডাক্তার দেখাতে পারছেনা।

ভালো একজন ডাক্তার দেখিয়ে উনার চিকিৎসা চলমান রাখা অতি জরুরি, বর্তমানে ক্ষতস্থানে ব্যাথার কারণে খুব কষ্ট করতেছে।

আপনারা সকলে সাধ্যানুযায়ী এগিয়ে এগিয়ে আসলে চি'কিৎসা খরচ বহন করা সম্ভব হবে।

১০০/২০০/৫০০/১০০০/২০০০/৫০০০ যে পারেন সাধ্যানুযায়ী এগিয়ে আসুন, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সবকিছু সহজ হবে।
ইনশাআল্লাহ......

কোনো কিছু জানতে চাইলে উনার নাম্বারে যোগাযোগ করতে পারেন।
01876-263028

নিবেদক--
মাসুম
সাবেক সদস্য চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল।
সভাপতি ১০ নং মিঠানালা ইউনিয়ন ছাত্রদল।

 #সচেতনতামূলক_পোস্ট বিএস জরিপ/খতিয়ানে এবং দিয়ারা জরিপ/খতিয়ানে স্বত্ব ভুল লিপি হওয়ার বিষয়ে খতিয়ান সংশোধনের মামলা দায়েরের ...
25/08/2025

#সচেতনতামূলক_পোস্ট
বিএস জরিপ/খতিয়ানে এবং দিয়ারা জরিপ/খতিয়ানে স্বত্ব ভুল লিপি হওয়ার বিষয়ে খতিয়ান সংশোধনের মামলা দায়েরের ক্ষেত্রে বাংলাদেশ সরকার আগামী ০৯/০৯/২০২৫ ইংরেজী পর্যন্ত সময় বেধেঁ দিয়েছেন।

বিএস বা দিয়ারা খতিয়ানে যাদের নাম বা স্বত্ব ভুল লিপি হয়েছে, তারা আগামী ০৯/০৯/২০২৫ ইংরেজি মধ্যে মামলা দায়ের না করলে এরপর স্বত্ব দাবী বা খতিয়ান সংশোধনের সুযোগ থেকে বঞ্চিত হবেন এবং এর ফলে আইনগত জটিলতার সম্মুখীন হতে পারেন।

অনেকেই এই বিষয়ে অবগত নই। তাদের অবগতির জন্যই এই পোস্ট।

মিরসরাইয়ে সহকারী কমিশনার (ভূমি- এসি ল্যান্ড ) হিসেবে আজ যোগদান করেছেন আলাউদ্দিন কাদের।
21/08/2025

মিরসরাইয়ে সহকারী কমিশনার (ভূমি- এসি ল্যান্ড ) হিসেবে আজ যোগদান করেছেন আলাউদ্দিন কাদের।

মিরসরাই থানার সাবেক ওসি আবদুল কাদের ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। আজ সকালে বুকে ব্যাথা উঠলে হাস...
16/08/2025

মিরসরাই থানার সাবেক ওসি আবদুল কাদের ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। আজ সকালে বুকে ব্যাথা উঠলে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবেণ করেন। তিনি সুনামগঞ্জ জেলার দীরাই সার্কেলে কর্মরত ছিলেন।

জুলাই গ'ন'অ'ভ্যু'ত্থা'ন দিবস উপলক্ষে জোরারগঞ্জ থানা জামায়াতের উদ্যোগে গনমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকাল...
05/08/2025

জুলাই গ'ন'অ'ভ্যু'ত্থা'ন দিবস উপলক্ষে জোরারগঞ্জ থানা জামায়াতের উদ্যোগে গনমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকাল ৫ টায় গণমিছিল বারইয়ারহাট কেন্দ্রীয় মসজিদ দক্ষিন গেইট থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের  প্রাক্তন রাজনীতিবিদ এবং চট্টগ্রাম-১ (মিরসরাই)আসনের সা...
04/08/2025

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাক্তন রাজনীতিবিদ এবং চট্টগ্রাম-১ (মিরসরাই)আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ আলী জিন্নাহ'র সুস্থতা কামনায় মীরসরাইবাসীর কাছে দোয়া চেয়েছেন উনার পরিবার।

চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত------------------------------------------------------...
03/08/2025

চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত
----------------------------------------------------------------------------------
আজ ৩ ই আগষ্ট রবিবার, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের তৃনমূল নেতৃবন্দের সাথে মতবিনময় সভায় সভাপতির বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম উত্তর জেলার আহবায়ক সাবেক সফল ছাত্রনেতা সরওয়ার উদ্দিন সেলিম।

Address

Mirsarai
4320

Alerts

Be the first to know and let us send you an email when মীরসরাই বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মীরসরাই বার্তা:

Share