
14/09/2025
" একটি বিশেষ বার্তা "
গল্লী পল্লী উন্নয়ন যুবক সমিতি কতৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট -২০২৫ এর চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন নগর ভাদগ্রাম তরুণ সংঘ বনাম মন্ডল স্পোর্টিং ক্লাব, জামালপুর।
উক্ত খেলায় মন্ডল স্পোর্টিং ক্লাব,জামালপুর ২-১ গোলের ব্যাবধানে বিজয়ী হয়েছে। মন্ডল স্পোর্টিং ক্লাবকে অভিনন্দন ।
উক্ত খেলাকে কেন্দ্র করে নগর ভাদগ্রাম তরুণ সংঘের তিন জন খেলোয়াড় মাঠের পরিবেশ বিনষ্ট করার জন্য আমরা "গল্লী পল্লী উন্নয়ন যুবক সমিতির " কার্যকরী পরিষদ ও সভাপতি /সম্পাদকের সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, গল্লী পল্লী উন্নয়ন যুবক সমিতির মাঠে তাদেরকে এই সিজনের জন্য নিষিদ্ধ করা হল ।
উক্ত খেলোয়াড় গন হচ্ছেন -
১. রাহুল ( বিকেএসপি )
২. হিরা ঘোষ ( বিকেএসপি )
৩. আরিয়ান ( বিকেএসপি )
ভবিষ্যতে কোন খেলোয়াড় এর দ্বারা যদি একই রকম ঘটনা ঘটে তাহলে তাদের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত আসবে ।
সকল টিম ম্যানেজার দের উদ্দেশ্য আপনারা টিম করার পূর্বে অবশ্যই এই বিষয়টি আমলে রেখে টিম করবেন যাতে পরবর্তীতে বিড়ম্বনায় পড়তে না হয় ।
ধন্যবাদ
গল্লী পল্লী উন্নয়ন যুবক সমিতি ।