19/06/2025
জীবনের শেষ প্রহরে
জীবনের শেষ প্রহরে এসে যখন অতীতের পাতাগুলো উল্টে দেখবো,তখন হয়তো আফসোস হবে। একটুকরো জমির জন্য প্রতিবেশীর সঙ্গে কত অনর্থক ঝগড়া করেছিলাম,যে বিষয়টিকে একসময় সবচেয়ে জরুরি ভেবেছিলাম, আজ তা তুচ্ছ মনে হবে।জীবন তো একটাই, তবু আমরা সময় নষ্ট করি রাগ,অহংকার আর ক্ষুদ্র স্বার্থের পেছনে।অথচ যদি একটু বেশি ভালোবাসতে শিখতাম, একটু বেশি ক্ষমা করতে পারতাম,
তাহলে হয়তো শেষ বেলায় বুকের মধ্যে শান্তির এক টুকরো নীড় থাকত।
সত্যিই, সম্পদ নয়—সম্পর্কই আসল সম্পদ।❤️