17/10/2025
মহম্মদপুর উপজেলার পল্লী বিদ্যুতের সকল গ্রাহকের অবগতির জন্য জানানো যাইতেছে যে, মাগুরা গ্রীড-উপকেন্দ্রে আপগ্রেডেশন কাজের জন্য আগামীকাল ১৮/১০/ ২০২৫ শনিবার সকাল ৬ : ০০ ঘটিকা হতে ১৮ : ৩০ পর্যন্ত পিজিসিবি কর্তৃক মাগুরা গ্রীড শাটডাউন থাকবে।
শাটডাউন থাকাকালীন সময়ে
মাগুরা জেলার সকল এলাকায় বিদুৎ সরবরাহ বন্ধ থাকবে।