মহম্মদপুর উপজেলা সদর, মাগুরা

মহম্মদপুর উপজেলা সদর, মাগুরা For check in the place
(64)

17/10/2025

মহম্মদপুর উপজেলার পল্লী বিদ্যুতের সকল গ্রাহকের অবগতির জন্য জানানো যাইতেছে যে, মাগুরা গ্রীড-উপকেন্দ্রে আপগ্রেডেশন কাজের জন্য আগামীকাল ১৮/১০/ ২০২৫ শনিবার সকাল ৬ : ০০ ঘটিকা হতে ১৮ : ৩০ পর্যন্ত পিজিসিবি কর্তৃক মাগুরা গ্রীড শাটডাউন থাকবে।
শাটডাউন থাকাকালীন সময়ে
মাগুরা জেলার সকল এলাকায় বিদুৎ সরবরাহ বন্ধ থাকবে।

17/10/2025

ফলাফল অনেকাংশে প্রশ্নের ধরণ ও মূল্যায়ন পদ্ধতির উপর নির্ভর করে।
এক যুগ ধরে সহজ প্রশ্ন, পরীক্ষার হলে অসাদুপায় অবলম্বনের সুযোগ, সংক্ষিপ্ত সিলেবাস, অটোপাশ এবং খাতা মুল্যায়নে ছাড় দেওয়ায় শিক্ষার্থীরা ভাল ফলাফল করেছে।
এবারের এইচ এস সি পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাই হয়েছে বলে মনে হচ্ছে।
এতদিন পরীক্ষা ও মুল্যায়ন সহজ হওয়ায় শিক্ষার্থীরা লেখাপড়ায় সিরিয়াস ছিল না। এবারের এই ফলাফল দরকার ছিল। তাতে শিক্ষার্থীরা ভবিষ্যতে কৃতকার্য হতে পড়ালেখায় আবার মনোযোগী হবে।

এই প্রতিষ্ঠানের শিক্ষকরা টিকটকে আসক্ত বোধহয়।
16/10/2025

এই প্রতিষ্ঠানের শিক্ষকরা টিকটকে আসক্ত বোধহয়।

16/10/2025

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আমিনুর রহমান কলেজ শাখার দায়িত্বশীলদের এইচএসসি ২০২৫ এর রেজাল্ট।

‎১। সভাপতি :
‎মো : আলিমুল
‎জিপিএ = ( অসুস্থতার কারণে এক বিষয়ে পরীক্ষা দিতে পারে নাই)

‎২। সেক্রেটারি :
‎মো : আলীনূর বিশ্বাস
‎জিপিএ = ৫.০০

‎৩। বায়তুলমাল ও ছাত্র কল্যাণ সম্পাদক :
‎ মো : সৈয়দ তানজির হাসান
‎জিপিএ = ৫.০০

‎৪। বিজ্ঞান সম্পাদক :
মো : ‎আশরাফুল মুন্সী
‎জিপিএ = ৫.০০

৫। সাবেক সভাপতি :
মো : নাজিম উদ্দিন তাহমিদ
জিপিএ = ৫.০০

এইচ.এস.সি পরীক্ষার রেজাল্ট ২০২৫ - মাগুরা অভিনন্দন কৃতকার্য সকল পরিক্ষার্থীকে 👍
16/10/2025

এইচ.এস.সি পরীক্ষার রেজাল্ট ২০২৫ - মাগুরা

অভিনন্দন কৃতকার্য সকল পরিক্ষার্থীকে 👍

16/10/2025

📘 সরকারি বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজ, জোকা (এইচ.এস.সি পরীক্ষা ২০২৫)

মোট পরীক্ষার্থী: ১৫৩ জন
পাশ: ৩৮ জন
ফেল: ১১৫ জন
জিপিএ-৫: ৩ জন

পাসের হার: ২৪.8%

16/10/2025

আমিনুর রহমান কলেজ (এইচ.এস.সি পরীক্ষা ২০২৫)
মোট পরীক্ষার্থী: ৩৬৪ জন
পাশ : ১৯৪ জন
ফেল : ১৭০ জন
জিপিএ-৫ : ২৭ জন
পাসের হার: 53.3%

প্রজন্ম গড়ার কারিগর সম্মানিত শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানাই।
15/10/2025

প্রজন্ম গড়ার কারিগর সম্মানিত শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানাই।

13/10/2025

আগামীকাল ১৪/১০/২০২৫ সকাল ১১টায় মহম্মদপুরে বিক্ষোভ সমাবেশ ডেকেছে এমপিওভুক্ত শিক্ষকরা।

11/10/2025

খালে গোসল করতে গিয়ে একই পরিবারের ৩ শিশুর মৃ*ত্যু। মহম্মদপুর বালিদীয়া ইউনিয়ন চাপাতলা গ্রামে,
আপনার সন্তানের দিকে খেয়াল রাখুন।

গাড়ি চালকের কি অবস্থা??
10/10/2025

গাড়ি চালকের কি অবস্থা??

মহম্মদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, স্থান - বেথুলিয়া,  মহম্মদপুর, মাগুরা।
09/10/2025

মহম্মদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ,

স্থান - বেথুলিয়া, মহম্মদপুর, মাগুরা।

Address

Mohammadpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when মহম্মদপুর উপজেলা সদর, মাগুরা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share